সুনক্ষত্র

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ১২/০৮/২০১০ - ১১:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকেও ব্লগরব্লগর। ক'দিন ধরে চলছে চলিষ্ণুতা, একজায়গা থেকে আরেক জায়গা, এটা ওটা সেটা। নানারকম অবাক করে দেওয়া কান্ডটান্ড যা কিনা আগে থেকে এঁচে রাখা হয় নি। সে যাই হোক, এর মধ্যেও কেন জানি প্রবল ইচ্ছা হয় সচল খোলার, কয়েক লাইন লেখার। সচলের পাতার বন্ধুদের ছোঁয়া পেতে ইচ্ছে হয় এই ট্রানজিশানের কঠিন সময়ে। আমি সুরহীন, কিন্তু সচলে অনেকে খুব সুরময়, তাদের গান শুনতে ইচ্ছা হয়, বাজনা শুনতে ইচ্ছা হয়। তাই ঘুরেফিরে পুরাতন সাথী সচলে ফেরা।

নামটা কেন সুনক্ষত্র দিলাম? এই নামে এক চরিত্র ছিলো বাণী বসুর লেখা "মৈত্রেয় জাতকে"। সে কথা বিশেষ বলতো না, চুপচাপ বসে বীণা বাজাতো কেবল। সে মুক্ত ছিলো না, সে ছিলো নর্তকীর ক্রীতদাস। সামান্য ক্রীতদাস সে, তবু সকলে কেন যেন মনে করতো সুনক্ষত্র শাপভ্রষ্ট গন্ধর্ব, তার বাজনার সময় রাগরাগিনী মূর্ত হয়ে আসে। অবশেষে সুনক্ষত্র মুক্তি পেলো ও বৌদ্ধসংঘে আশ্রয় পেলো।

এমনই এক মানুষকে দেখতে পাই আসা যাওয়ার পথের ধারে, সে চুপচাপ বিশাল মহীরুহের তলায় বসে তার তারযন্ত্রটি বাজায়, মগ্ন, নীরব। কী এক গভীর বিষাদ তার চোখেমুখে, যা কখনো মোছে না। সন্ধ্যার আঁধার নেমে আসে পাতলা ওড়নার মতন, তারাগুলি ফুটে উঠতে থাকে অলৌকিক অশ্রুবিন্দুর মতন, মানুষটি বাজিয়েই চলে, বাজিয়েই চলে। কেন জানি মনে হয় অদৃশ্য রাগরাগিনীরা তার চারপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে।

তারায় ভরা আকাশের নীচে তাকে দেখে মনে হয় কোনো ভিন্ন জগত থেকে সে বুঝি এসে আটকে গেছে ইঁটকাঠপাথরের এই কর্কশ গদ্যপৃথিবীতে, হয়তো কোনোদিন কোনো "অমিতাভ" এসে মুক্ত করবে তাকে। যেমন একদিন করেছিলো সুনক্ষত্রকে।

হয়তো আমরাও সকলেই এক একজন সুনক্ষত্র, সুর থাক আর নাই থাক, হয়তো সবাই অপেক্ষা করে আছি কোনো অলৌকিক মুক্তির। স্বাতীঝিনুকের দু'খানা খোলার মতন মেলে আছি হৃদয়, এসো অমৃতবিন্দু, এসো।


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

এর মধ্যেও কেন জানি প্রবল ইচ্ছা হয় সচল খোলার, কয়েক লাইন লেখার।

মাত্র কয়েক লাইন লিখলেই হবে?

তুলিরেখা এর ছবি

কয়েক লাইনই যে এসেছে সে সেই লাইনেদের দয়া। মাঝে মাঝে সব ঊষর বন্ধ্যা হয়ে যায়, কোনো লেখা আসে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তিথীডোর এর ছবি

পড়ার টেবিলে ফিরতে হবে, 'সুনক্ষত্রে' চোখ পড়াতে ফের লগালাম দিদি...
এই প্রিয় কবিতাটা রইলো, হাসি

"কার প্রতীক্ষায় কাটে বেলা?
আমার আকাশে ওঠে অগণিত জ্বলজ্বলে তারা, ওঠে চাঁদ মধ্য রজনীতে...
ভেতরে আমার নিশিদিন পদধ্বনি বেজে ওঠে কার?
কার প্রতীক্ষায় আছো হে আমার দুঃখী শব্দাবলি?"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

কবিতার লাইন গুলো অসাধারণ! কার লেখা এটা?
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তিথীডোর এর ছবি

বিমল গুহ হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মানিক চন্দ্র দাস এর ছবি

জমে ঊঠা লেখাটাকে এরকম হঠাৎ শেষ করে দিলেন? মনে হচ্ছে আরো কত কি বলার ছিলো। ভুল বললাম প্রিয় তুলিরেখা?

তুলিরেখা এর ছবি

প্রিয় মানিকচন্দ্র,
ভুল বলেন নি, কিন্তু লেখা না আসলে কী করি বলুন! মন খারাপ
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

আবারো একটা ক্লাসিক 'তুলিরৈখিক' লেখা!

হয়তো আমরাও সকলেই এক একজন সুনক্ষত্র, সুর থাক আর নাই থাক, হয়তো সবাই অপেক্ষা করে আছি কোনো অলৌকিক মুক্তির।

কথাগুলো যে কী ভীষন সত্যি---বলে বোঝানো যাবে না!

ভাল থাকুন
যতখানি সুখী হলে মানুষ নিজেকে সুখী বলে চিহ্নিত করতে কুন্ঠা বোধ করে না---তার চেয়েও সুখে থাকুন---

তুলিরেখা এর ছবি

আপনার শুভেচ্ছা আমার সম্বল। কঠিন সময় পার হবার শক্তি যোগায়।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

সেদিন দেখেছি পথের বাঁকে দৃষ্টিহীন এক মেয়ে বাজিয়ে চলেছে বেহালা...
কোন এক গহীন যন্ত্রণায় মুড়ে দিল আমার পথচলা...
আমার এক অলস দুপুরবেলা...

কাব্যছোঁয়া লেখা পড়তেই তোমার ব্লগে আসা...
আরোও লিখো দিদি... ভালো থেকো...

----------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থেকো মউ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দেবোত্তম দাশ এর ছবি

ট্রানজিশানের কঠিন সময়টা তাড়াতাড়ি কাটিয়ে উঠুন, শুভেচ্ছা রইলো
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তুলিরেখা এর ছবি

শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

আপনার এই লেখাতে কেমন একটা বিষণ্ণতার ছোঁয়া। ঠিকই বলেছেন, আমরা সকলেই এক একজন সুনক্ষত্র। মৈত্রেয় জাতকের কথা মনে করিয়ে দিলেন। আমার খুব পছন্দের একটা উপন্যাস।

তুলিরেখা এর ছবি

মৈত্রেয় জাতক আমারও অন্যতম প্রিয় উপন্যাস। হাসি
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিন্দ্য রহমান এর ছবি

'Always Already'। এক জটিল ধাঁধা।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

বুঝলাম না। কীসের ধাঁধা? চিন্তিত

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিন্দ্য রহমান এর ছবি

অলওয়েজ অলরেডি একটি 'থিওরি ওয়ার্ড'। সাধারণত অতিশয় (ক্ষেত্রবিশেষে 'ইচ্ছাকৃত') দুর্বোধ্য ক্রিটিকাল আলোচনায় ব্যবহৃত । এর বিবিধ অর্থের একটি করা যায়। বর্তমান দিয়ে আমরা যখন অতীতের মূল্যায়ন করি তখন একটা মজা ঘটে। অতীতের সত্তার মধ্যে বর্তমানের ওই মূল্যায়নটি ঢুকে যায়। একেবারে কার্নেলে। সুতরাং অতীতটা 'সর্বদাই ইতোমধ্যে' বর্তমান।

ধাঁধা হলো এই - এই যে অতীত, এই জিনিসটা আর ফিক্সড কিছু নয়। বর্তমানের সাথে সাথে সেও বদলায়।

ট্রানজিশনের কথা বলছিলেন, তাই এসব কথা মনে আসলো।

আমরা অলওয়েজ অলরেডি ট্রানজিটে থাকি ...
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

হে হে তবেই বুঝুন!
টাইম মেশিনের দফারফা!
ইতিহাসের পাতা ছিঁড়ে ঘুড়ি উড়ছে। হাসি
ঘটে যাওয়া অতীত যদি বদলে যায় বর্তমানের সাথে সাথে তাহলে এত কায়দা করে টাইম মেশিন বানিয়ে অতীত যেতে গিয়ে পড়বো বিষম গাড্ডায়। হাসি
দরকার নেই বাপু তার চেয়ে এই ভালো, "বহে নিরন্তর অনন্ত আনন্দধারা/ বাজে অসীম নভোমাঝে অনাদি সুর/ জাগে অগণ্য রবিচন্দ্রতারা।"

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুমন সুপান্থ এর ছবি

আমি কখনো কখনো আপনার লেখা পড়ি না, লেখা বাক্যগুলো,শব্দগুলো পড়ে থ্‌ বনে যাই । এই সব শব্দরাজির প্রেমে যে পড়ে আছি কতোদিন, সে তো আপনি ভালোই জানেন । ফের জানিয়ে গেলাম তবু ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ সুমন সুপান্থ। আপনার মন্তব্য দেখলে এত ভালো লাগে! কবির কাছ থেকে কিছু পাওয়া তো সোজা কথা নয়! হাসি
শুভেচ্ছা রইলো।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।