কে জাগে?

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১৮/১০/২০১০ - ৬:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কতকাল পরে এমন জ্যোৎস্না। কতকাল ধরে শহরে শহরে থাকি, জোরালো বিদ্যুৎবাতি জ্যোৎস্না দেখতে দেয় না, নক্ষত্র দেখতে দেয় না। শহরের লোকেদের এসবের কোনো দরকারও নেই, তারা বিষয়কর্মে ব্যস্তসমস্ত। নক্ষত্র দেখে বা জ্যোৎস্না দেখে কীই বা লাভ হবে তাদের ?

শহর ছাড়িয়ে এসেছি বেশ কিছুক্ষণ, শ্রীনি মানে শ্রীনিবাস ড্রাইভ করছে। ও আর অনন্তকৃষ্ণন আনতে গেছিলো আমায় এয়ারপোর্ট থেকে। এখন কাছিয়ে এসেছে গন্তব্য। এখানে মানমন্দিরের কাছে বিদ্যুৎবাতি নেই, এখানে তাই একেবারে নরম রূপোলি আলো আর ডানপাশে সরলবনে ঝুরুঝুরু করছে হাওয়া।

ঘুরে ঘুরে উঠছে পাহাড়ী পথ। আকাশে শুক্লানবমীর পুরুষ্টু চাঁদ। কোজাগরী পূর্ণিমার আর মাত্র ক'দিন বাকী। কতকাল দেশের কোজাগরী দেখি না! এখনো কি সেখানে কোজাগরী রাতে দুধালো জ্যোৎস্নায় সেই অচিন সাদা পাখি ডেকে ডেকে বলে, কে জাগে? কে জাগে? কে জাগে?

শিউলিতে আমি এঁকেছি শরৎদিন
স্বর্ণঝরা সে ত্রিনয়ণী ভোরবেলা-
চোখের পুকুরে লুকানো আয়নাছল
ধূলাবালি নিয়ে মিছে সুখসুখ খেলা।

রূপকথা তবু কখন যেন সে ভোরে
ধানের শিশিরে পথ করে নিলো তার
তারপর কবে ভেসে গেছে নদী দূরে
সব ঘূর্ণিতে লিখে রেখে সীতাহার।

আকাশগঙ্গা ডুবে গেছে গোধূলিতে
অনিবার তৃষা তবু আজও উজাগর-
কালপুরুষের ব্যথানীল ঐ ঠোঁটে
চন্দ্রাবতীর চন্দন ঝরোঝর।


মন্তব্য

হরফ এর ছবি

বাহ। শুভ বিজয়া তুলিরেখা।
পুনশ্চ- কোজাগরী জ্যোৎস্না আগের মতোই আছে, গতবছর দেখেছি। লোডশেডিং রাতে বেশ লাগে ছাদে বসে থাকতে:-)

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ হরফ।
সব পূর্ণিমাই মায়াময়, কিন্তু কোজাগরী পূর্ণিমা আর দোল পূর্ণিমা-এই দুটো সময়ে চাঁদের মায়া একেবারে ম্যাজিকের মতন হয়ে ওঠে। নৌকা নিয়ে ভেসে যেতে ইচ্ছা করে আদিগন্তবিস্তৃত সমুদ্রে, জ্যোৎস্নায় ডুবতে ডুবতে ভাসতে ভাসতে চান্নিপশর চান্নিপশর আহ রে আলো--
"তুমি যেন ঐ আকাশ উদার, আমি যেন এই বিরাট পাথার/ মগন করেছে মধ্যে তাহার আনন্দপূর্ণিমা"

ভালো থাকবেন।

----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

tirthohin এর ছবি

সুন্দর

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

জ্যোৎস্না দেখতে গেলে চাই নির্জন বিস্তীর্ণ অন্ধকার প্রান্তর, অথবা লোডশেডিং। এই আধুনিক শহরে দুটোর কোনোটাই মেলে না। লোডশেডিং হলে হয় শুধু খটখটে গরমের দুপুরে। পূর্ণিমার রাত্রে শুধু চাঁদ দেখাটুকুই ভালোলাগা।

লেখা ভাল লাগল।

তুলিরেখা এর ছবি

ভাবুন সমুদ্রের উপরে ছোট্টো নৌকায় ভাসছেন, দুধালো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সবকিছু, পূর্ণ চাঁদের দিকে চেয়ে পড়ে আছেন ছইয়ের বাইরে খোলা পাটাতনে। " ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার দুখের পারাবারে/ হলো কানায় কানায় কানাকানি এই পারে ঐ পারে---"

ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ফারাবী [অতিথি] এর ছবি

স্বপ্নময় সুন্দর। আচ্ছা, কোজাগরী পূর্ণিমা কি?

মহাস্থবির জাতক এর ছবি

কিংবদন্তী বলে, এই রাতে ধনদায়িনী দেবী লক্ষ্মী তাঁর বাহন পেঁচায় চড়ে ব্যোমমার্গে উড্ডীন হয়ে ডাক দিতে দিতে এবং দেখতে দেখতে যান, "কো জাগরী? (কে আছো জেগে)" যাঁরা ঘুমিয়ে আছেন, তাঁদের ভাঁড়ে ফক্কা! কিন্তু, জেগে থাকার পরও কেন যে সবাই ধনভাগ্যে সৌভাগ্যবান হন না!
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মহাস্থবির। হ্যাঁ, কোজাগরীর গল্প এই। কো জাগর কো জাগর কো জাগর???? কে আছো জেগে?

লক্ষ্মী অবশ্য শুধু টাকাকড়ির ধনসম্পদই দেন না, তিনি যে শ্রী, কল্যাণী, শান্তি। সৌভাগ্য আরোগ্য মঙ্গল জয় যশ রূপ শত্রুক্ষয়, সব আশীর্বাদ তিনি দেন। যিনি শুধু টাকার জন্য জেগে আছেন হৃদয় যার জাগে নাই, তিনি কেমন করে শ্রীময় হবেন? "লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?/ দ্যাখ রে চেয়ে হৃদয়পানে পদ্মটি নাই পদ্মটি নাই।"
টাকাকড়ির সঙ্গে কল্যাণ না আসে যদি তবে তা অসুরের ধন, তা আনে ধ্বংস। হৃদয়পদ্ম প্রস্ফুটিত থাকলে তবেই কল্যাণ আসে, তবেই তা লক্ষ্মী।

ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জ্যোৎস্নার প্রতি ভালোবাসা পুরোনো হয় না কখনো...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

ঠিক। জ্যোৎস্নায় বড় মায়া, জন্মজন্মান্তরের মায়া।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নীড় সন্ধানী এর ছবি

‍‌শতেক আলোর ভীড়ে নিভে গেল, কোজাগরী রাত জাগা চাঁদিনীর এত আলপনা........বহুবছর আগে অজয়ের এরকম একটা গান শুনেছিলাম, এখনো কানে বাজে, কিন্তু গানটা আর কোথাও খুঁজে পাইনি। কারো সংগ্রহে থাকলে লিংক দেবেন কি?

এই লেখাটা পড়ে সেই গানটা চোখের সামনে ভেসে উঠলো। অদ্ভুত সুন্দর লিখেছেন। আমাদের পুরোনো বাড়ীটার সামনের ঘন ঝোপঝাড়ের ফাঁক গলে যে জ্যোৎস্নার আলপনা ভেসে উঠতো সেই রূপ বহুবছর দেখিনি আর।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ নীড় সন্ধানী।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

বাহ! কবিতাটা চমৎকার তো

চোখের পুকুরে লুকানো আয়নাছল
ধূলাবালি নিয়ে মিছে সুখসুখ খেলা।

----------------
হামিদা আখতার

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অর্বাচীন [অতিথি] এর ছবি

অফিসে বসে পড়ছিলাম । মধ্যাহ্নের প্রখর তাপিত প্রাণে একখন্ড জ্যেৎস্নালোকিত সন্ধ্যার ছবি শান্তির বার্তা নিয়ে এল । বেশ ভালো লাগলো।

তুলিরেখা এর ছবি

লেখাটা আপনাকে স্নিগ্ধ শান্তি দিয়েছে শুনে শান্তি পেলাম।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।