আকাশবাড়ির সই

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ৩০/১০/২০১০ - ৭:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন আকাশবাড়ীর উপকথারা ময়ূরবনের রূপকথারা কাজলনদীর চুপকথারা সবাই চুরি যায় তখন কেমন এক দমবন্ধ সময়। চারিপাশে অর্থহীন শব্দেরা কোলাহল করে, তারপরে তাও থেমে যায়, তারা তখন শব্দের শব। দেয়ালের ছবিগুলো সব ঘেঁটে ঘন্ট পাকিয়ে যায়, যেন রাগী শিল্পী জোলোজোলো আঁধার রঙে সব লেপে দিয়েছে। একান্ত নিজস্ব সেই আকাশটা, যেটার কথা কেউ জানে না, যেখানে সারাবছর টকটকে লাল কৃষ্ণচূড়া জেগে থাকে নীলদরিয়ার পাশে, সেই আকাশটা ভ্যানিশ হয়ে যায়। আর সেটা না থাকলে কোনো রঙই থাকে না, নীল না লাল না সোনালি না সবুজ না। শুধু অন্ধকারের নখর জেগে থাকে।

রূপকথা উপকথা চুপকথারা ফিরবে বলে বসে থাকি বিশ্বস্ত শিলাবতীর পাশে, ওখান দিয়েই তো তারা ফিরবে বলে গেছে সব সূর্য তারা চাঁদ আর ঝড় পার হওয়া সোনালি সকালগুলো নিয়ে।

রূপকথারা ঘিরে আসতো তার ঝিমঝিমে ছুটির দুপুরে
কোথায় যেন রুমঝুম বেজে উঠতো অদেখা নূপুরে,
তরঙ্গিত ধানমাঠের শেষে যেখানে গাছের ঘন নীল রেখা,
আকাশে উপুড় ঝুপুড় রোদ-
সেখান থেকে একলা ঘুঘুর ঘুমেলা নির্জন স্বর
সে কান পেতে শুনতো সব, খুব চুপিচুপি-
তার সঙ্গে রূপকথারা মৌরীফুল সই পাতিয়েছিলো।

ওরা তাকে ঘিরে আসতো দোতলার ছাদেও
যেখানে দাঁড়ালে একসঙ্গে অনেকটা আকাশ দেখা যেতো-
একসঙ্গে অনেকটা পৃথিবীও।
বর্ষাশেষের অস্তবেলায় রাঙা মেঘেদের খেলা দেখা যেতো,
তারা-ঝমঝম দখিন হাওয়ার রাতে আকাশ ভাসিয়ে যখন
অচিন পাগলের বাঁশির সুর আসতো,
সেখানে ওরা আসতো।

কবে যেন ঐ রূপকথাবেলাগুলো বিদায় নিলো
আঁকাবাঁকা উঁচুনিচু পাথর-পাথর পথের শেষে
উদাসীন মহাসাগর পাড়ি দিলো,
সবকিছু মনকেমনের বন্দরে ফেলে রেখে-

রূপকথারা কি আজও হালকা পালকের মতন
উড়ে বেড়ায় কোথাও?
জ্যোৎস্নাডানা পাখিদের সাথে ভাসতে ভাসতে
তারা কি মৌরীফুল সইয়ের কথা ভাবে?


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

আয়েশ করে আপনার লেখা পড়বো বলে ঢুকলাম। কিন্তু কোবতে যে! মন খারাপ
তবে ভূমিকাটা ভালো লেগেছে।

আচ্ছা মৌরীফুল দেখতে কেমন? আমি কখনো দেখি নাই।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ধূ গো।
কবতে না, গইদ্যর মতন কইরা পড়েন, লাইন গুলান জুইড়া লন, দেখবেন কেমন গইদ্য। হাসি
মৌরীফুল সুন্দর দেখতে, সিমেট্রিক গুচ্ছ বেঁধে হয়, গুগলচৌধুরিরে জিগান কইয়া দিবো ছবিও দিবো।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মানিক চন্দ্র দাস এর ছবি

আপনি কি দিয়ে লেখেন ? কী-বোর্ড দিয়ে না তুলি দিয়ে?? লেখা তো না, আস্ত ক্যানভাস !!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ স্যর।
আপনার লেখা পড়লাম নির্ষাণে। এবারেরটা দ্রুতপঠন, আবার পড়তে হবে আয়েস করে।
ভালো থাকবেন।

----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

বেশ!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শ্যাজা এর ছবি

ভূমিকাটা বেশি ভাল্লাগসে হাসি

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা..

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ শ্যাজাদি। কেমন আছো?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

রূপকথার রাজকন্যা হওয়ার শখ ছিল হাসি ! লেখা ভাল লেগেছে।

তুলিরেখা এর ছবি

রূপকথার রাজকন্যা হয়ে লাভ নাই। এরা বেশীরভাগই খুব ন্যাকা! পুতুপুতু টাইপ। কবে কোন রাজপুত্তুর এসে উদ্ধার করবে সেই আশায় বসে থাকে। স্লিপিং বিউটী, সিন্ডারেলা, স্নোহোয়াইট, মারমেইড, আরো সব নেকীমণিরা। সেই হিসাবে রূপকথার ভিলেন ডাইনী যেমন বাবাইয়াগা এরা বেশ স্পিরিটেড। হাসি

লেখাটা পড়ার জন্য ধনবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

হা হা, বাবাইয়াগা! ছোটবেলায় বেশ লাগত। ও, আজকে আবার হ্যালোউইন। বাবাইয়াগা তো আসবেই। হাসি

তুলিরেখা এর ছবি

বাবাইয়াগার বাড়ি কী চমৎকার! নিজে নিজেই চলে বেড়ায়।
হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

হ। চলেন প্রোমোটার দিয়া তারে উৎখাত করাই। তারপর ফিফ্‌টি-ফিফ্‌টি শেয়ার।

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

শেয়ার ৯০ / ১০ ।
হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

আরে, না না... ছি ছি... হেঁ হেঁ... ৯০ চাই না আমার, আমি নির্লোভ মানুষ... তবে নেহাতই যখন বলছেন তখন ৬০:৪০ করুন...

তুলিরেখা এর ছবি

বখরাটা কেমন হবে বলি শুনুন। গাড়িবারান্দাটা আপনার, বাকী বাড়িটা আমার।
দেঁতো হাসি
জোকস অ্যাপার্ট, তীর্থঙ্কর বলে কাউকে চেনেন? উনিও স্ট্যাটের। যদি জানেন, একটু মেইল করবেন dhammilla অ্যাট ইয়াহু ডট কমে?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

মন খারাপ

মূলত পাঠক এর ছবি

আপনার উষামানবী ধরণের লেখা অনেক দিন পড়ি না, লিখুন না একটা।

তুলিরেখা এর ছবি

হে! কী যে কন! ঊষামানবী!
হালকা ফুলকা গায়ে ফুঁ দিয়ে বেড়ানো "বকুলগন্ধ জারুলবাতাস" কলমে ও জিনিস? আগেরটা হয়তো জ্বিনের আছর লেগে বেরিয়েছিলো!
দেঁতো হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।