বিশেষ অনুরোধ

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ১৭/১১/২০১০ - ৩:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে কত মানুষের নিত্যদিন আসা যাওয়া। কেউ সচল, কেউ বা অতিথি কেউ বা দুইয়ের মাঝে। অনেকেরই জানাশোনার পরিধি অনেক। সকলের কাছে আমার একটি বিশেষ অনুরোধ।

একটি কবিতা খুঁজছি, প্রেমেন্দ্র মিত্রের "সাগর থেকে ফেরা"। হাতের কাছে থাকলে কেউ যদি কমেন্টের ঘরে কবিতাটি তুলে দেন তাহলে খুবই ভালো হয়।

আরেকটি কবিতা, তার আবার নাম জানি না, সম্ভবত শঙ্খ ঘোষের লেখা। কবিতার কয়েকটা লাইন হলো "ও যদি ঘুমোয় ঘুমোক না অক্লেশে/
ভালোবাসি ছাড়া কী বা ছিলো বলবার!" যদি কারুর কাছে থাকে, যদি অনুগ্রহ করে টাইপ করে দেন মন্তব্যের ঘরে, খুব ভালো হয়।

আগাম ধন্যবাদ সবাইকে।


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

খানিকটা দিতে পারলাম। বইটা কলকাতায় আছে, আনি নি, কাজেই মন খারাপ

নীল, নীল!
সবুজের ছোঁয়া কিনা তা বুঝিনা
ফিকে গাঢ় হরেকরকম কম-বেশী নীল
তার মাঝে শূন্যে আনমনা হাসির সামিল
কটা গাঙচিল।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি গুগল করে এটা পেলাম, এটাই কি?

নীল, নীল!
সবুজের ছোঁয়া কিনা তা বুঝিনা
ফিকে গাঢ় হরেকরকম কম-বেশী নীল
তার মাঝে শূন্যে আনমনা হাসির সামিল
কটা গাঙচিল

বা

কোথায় যাবো ভেবেছিলম হয়নি যাওয়া
বন্ধ ঘরের শার্সি কাঁপায় দমকা হাওয়া
কাঁপাক, তবু ঘরেই আছি
ভাবনাগুলোর পোকা বাছি
জ্বালায় যখন তাড়াই মাছি
ঠিক জেনেছি চক্ষুদুটি ঢাকলে পরেই ফুরোয় চাওয়া

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

আসলে আমি চাইছিলাম
সেইটা, ঐ যে "হাওয়া বহে শনশন তারারা কাঁপে/ হৃদয়ে কি জং ধরা পুরানো খাপে"

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাসনীম এর ছবি

হাওয়া বয় সন সন
তারারা কাঁপে।
হৃদয়ে কি জং ধরে
পুরানো খাপে?
কার চুল এলোমেলো।
কি বা তাতে এলো গেলো !
কার চোখে কত জল
কে বা তা মাপে ?

দিনগুলি কুড়োতে
কত কি তো হারালো।
ব্যথা কই সে ফলা-র
বিঁধেছে যা ধারালো !

হাওয়া বয় সন সন
তারারা কাঁপে।
জেনে কি বা প্রয়োজন
অনেক দূরে বন
রাঙা হ'ল কুসুমে, না,
বহ্নিতাপে ?
হৃদয়ে মরচে-ধরা
পুরানো খাপে।

(জং/প্রেমেন্দ্র মিত্র)
##

সম্ভবত কাজী সব্যসাচীর আবৃত্তি করা প্রেমেন্দ্র মিত্রের এই কবিতা পাওয়া যেত মার্কেটে। অনেকবার শুনেছি, কিছু লাইন মনে ছিল, সেগুলো গুগল করে এইখানে পেলাম।

গুগলের জয় হোক।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জেনে কি বা প্রয়োজন
অনেক দূরে বন

একটা "র" কম হয়ে গেছে... চোখ টিপি

জেনে কি বা প্রয়োজন
অনেক দূরে বন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

আপনার দ্বিতীয় অনুরোধ দিয়ে শুরু করি। গুগুলে লাইন গুলো লিখে সার্চ দিতেই চলে এলঃ

বহুদিন ছিলো আগুনখেলার দিন
বহুদিন ছিলো জলোত্সবের তোড়
বহুদিন ছিলো পথে পথে উড্ডীন
বহুদিন কত রাত হয়ে গেল ভোর
শূন্যতা এসে শূন্যতে ছিলো মিশে
একাকার সেই পূর্ণতা থেকে কত
বহুদিনকার দিনানুদিনের বিষে
অকাতর ঐ মুখ ছিলো উদ্গত
সে মুখের কোন সীমানা ছিলো না যেন
এ-কালে ও-কালে ছড়ানো হাজার সাজে
মূর্ছিত হয়ে পড়ে ছিলো সব জ্ঞানও
আধোরাত্রির দূরাগত পাখোয়াজে
অশরীরী যত নাচের বিভঙ্গেরা
জ্ঞানহীন সেই শরীরে উঠেছে মেতে
ঐ মুখ ছিলো আমার দুহাতে ঘেরা
মগ্ন শিশির নগ্ন ফসলক্ষেতে
ছন্দ আমার বুকের বাঁপাশে এসে
তুলে আনে আজ সেই রাত্রির ভার
ও যদি ঘুমোয় ঘুমোক না অক্লেশে
ভালোবাসি ছাড়া কী-বা ছিলো বলবার।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বাহ! চমৎকার কবিতাতো!
তুলিআপার কারণে পড়া হল আজ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

কী বলবো অনিকেত, অনেক অনেক ধন্যবাদ।
কী আশ্চর্য সুন্দর কবিতা, তাই না?
আহ, এই লাইন গুলো

ঐ মুখ ছিলো আমার দুহাতে ঘেরা
মগ্ন শিশির নগ্ন ফসলক্ষেতে
ছন্দ আমার বুকের বাঁপাশে এসে
তুলে আনে আজ সেই রাত্রির ভার
ও যদি ঘুমোয় ঘুমোক না অক্লেশে
ভালোবাসি ছাড়া কী-বা ছিলো বলবার।

শুভেচ্ছায় কোটি কোটি তারার রাত। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

সকালে ব্লগে এসেই দারুন একটা কবিতা পেলাম।আপনাকে ধন্যবাদ।

~~~~~ দেবাশিস মুখার্জি ~~~~~~
[db.mukherjee.blog@gmail.com]
অল্পসল্প...কবিতা-গল্প...

তপু [অতিথি] এর ছবি

google করা থেকে সচলের বন্ধুদের কাছে সাহায্য চাওয়া অনেক বেশি আনন্দময়।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সারা জীবনেও যদি এ রকম একটা কবিতা লিখতে পারি এ জীবন সার্থক হয়ে যাবে। তুলিরেখাকে অনেক ধন্যবাদ। তার সুবাদে আজকে এমন একটা অসাধারণ কবিতা পড়তে পারলাম।

সবাইকে ঈদ মোবারক।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাগর থেকে ফেরা
প্রেমেন্দ্র মিত্র

নীল! নীল!
সবুজের ছোঁয়া কি না, তা বুঝি না,
ফিকে গাঢ় হরেক রকম
কম বেশী নীল!
তার মাঝে শূন্যের আনমনা হাসির সামিল
কটা গাঙচিল।
ভাবি, বলি, সাগরের ইচ্ছে,
সাদা ফেনা থেকে যেন
শাঁখ মাজা ডানা মেলে
আকাশের তাল্লাশ নিচ্ছে

মিথ্যেই
মিল খোঁজা মন চায় উপমা।
নেই, নেই!
হৃদয় দুচোখ হয়ে, শুধু গেয়ে ওঠে,
সেই! সেই!

মাটি, গাছ, তীর সব একেবারে ফেলে দিয়ে আসা,
সুবিশাল ডানা মুড়ে
নোনা ঢেউ-এ আলগোছে ভাসা,
কুল-ছাড়া জল আর
মেঘ, তারা, হাওয়া নিয়ে থাকা,
সময়ের নীলে শুধু
উদ্দাম অবিরাম আলপনা আঁকা,

কি যেন কি যেন ঠিক
মন দিয়ে জানতে না জানতে
স্টিমার পৌঁছে যায়
আজ-কাল-পরশুর প্রান্তে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কোথায় যাবো ভেবেছিলম হয়নি যাওয়া
বন্ধ ঘরের শার্সি কাঁপায় দমকা হাওয়া
কাঁপাক, তবু ঘরেই আছি
ভাবনাগুলোর পোকা বাছি
জ্বালায় যখন তাড়াই মাছি
ঠিক জেনেছি চক্ষুদুটি ঢাকলে পরেই ফুরোয় চাওয়া
এইটুকু পড়ে মাথা খারাপ হল ভোররাতে, এটা কোনটার থেকে? জানলে দিয়েন নজরুল ভাই। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ নজরুল ভাই।
"সাগর থেকে ফেরা" বইটা থেকে আরো কিছু বাছা বাছা কবিতা যদি টাইপাইয়া দেন, তাইলে কচুরি আর রাধাবল্লভী খাওয়ামু। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

আমারও এমন হয়...হঠাৎ কোন গান/কবিতা কোথাও ভালো লেগে গেলে সেটা জোগার করার আগ পর্যন্ত তীব্র অশান্তিতে ভুগি। গুগুলের কল্যাণে অনেক কিছুই সহজ এখন, যদিও বাংলার সব পাওয়া যায় না।
কারো বিশেষ অনুরোধে অনবদ্য কিছু কবিতা পড়ে দিনটা শুরু হলো। চমৎকার! হাসি

তুলিরেখা এর ছবি

আপনার দিনটা ভালো হোক।
আমারও এই উদ্দেশ্যই ছিলো।
আরো কিছু ভালো কবিতা এলে চমৎকার হয়। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

অসংখ্য ধন্যবাদ।
আসলে আমি চাইছিলাম এখানে বেশ ভালো ভালো কিছু কবিতা আর কবিতা বিষয়ক অনুভব উঠে আসুক। তাহলে অসময়ে আর দুঃসময়ে মন ভালো করার একটা নিশানা রইলো। হাসি

আহা এমন সব লাইন,
ঐ মুখ ছিলো আমার দুহাতে ঘেরা
মগ্ন শিশির নগ্ন ফসলক্ষেতে

পড়লে দুঃসময়ে লড়াইয়ের শক্তি আসে প্রাণে।

আবারো ধন্যবাদ

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।