কোথাও আজ বসন্ত, গাছে গাছে নতুন কুঁড়ি। শিসমহলে সূর্য-দীঘল পালা। সেখানে কৃষ্ণকলি জাগে। সেখানে গাঁথা হয় নাগচম্পার মালা। সেখানে তমালবনের ভিতর দিয়ে সবুজ রেলের গাড়ি চলছে চিকনঝিকন রোদ্দুরজাল ছিঁড়ে। কাছের গ্রামযমুনায় বাঁশি বাজে। সেখানে পাখিরা খুব ব্যস্ত নতুন নীড় বাঁধার কাজে।
আবার কোথাও, কোনো দূরের বিপুলা নদীর তীরে গল্পকথায় ভরা পাথর সিঁড়ি। বরুণা বয়ে চলে। গল্পকথারা এসে ছুঁয়ে দেয় তার চোখ, চোখের পাতা, পাতার প্রান্তে কোমল পক্ষ্মডানা। তাতে আটকে থাকা কণা কণা বৃষ্টি। বাষ্পলেখা। চোখের পুকুরের পাশে ছায়া ছায়া, হিজলের বকুলের সজিনার ছায়া।
সেখানে কৃষ্ণিকামন পোড়ে না-দেখা আগুনে, সেখানে ফাগুন হাওয়া এলোমেলো। সে হাওয়ায় ভুল হয় ঘর ও বাহির। সেখানে অচেনা মুখ কৃষ্ণিকার স্বপ্নে ওঠে হেসে। সেখানে বাগান ভরে দূরদেশী ফুলের মেলা। সেখানে রাখালি বাঁশি কেবলই বেদন জাগিয়ে তোলে স্বপ্নভাঙা ঘরে। সেখানে কৃষ্ণিকামন পোড়ে অচেনা আগুনে।
সেখানে ভুলমুখ ভুলচোখ কৃষ্ণিকার চোখে চোখ রাখে, কথা বলে। উত্তর ভেবে ভেবে বেলা চলে যায়। পাখা মেলে উড়ে যায় অবাক বলাকা। ঝিঁঝিঁডাকা সাঁঝ এসে সেই অবসরে চুপি চুপি বলে তার কানকলি ছুঁয়ে- " কৃষ্ণিকা, আমিও তোমার মত কালো, আমাকেও বোঝে নাই দিনের মণীষা"।
আপাতসুখের নেশা এখন দু'চোখে, নিঁখুত রৌদ্রভরা পথে এখন গোল্লাছুট। এখন সন্ধ্যারাও বেশ জমকালো। সাজানো সভাঘর, হাসির দাগ-পানপাত্রে আলোর ঝিলিক।
না, এখানে দুঃখ নাই, নাই বিকেলী বিষাদ দাগ দিগন্তের সূর্যের গায়ে। নাই কোনো বিচ্ছেদীগান, ঘুমানো শুয়াচান পাখি- কুলহারা জ্যোৎস্না-সাগরে একলা একলা ভাসা নৌকার কথা- না:, এইসব নেই এইখানে।
মন্তব্য
----------------------------------
নিক : সবুজ পাহাড়ের রাজা ।
অনেক ধন্যবাদ সবুজ পাহাড়ের রাজা।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অসাধারণ শব্দমালা, নির্ভেজাল বর্ননায় প্রকৃতি। আপনার লেখা এজন্যেই এত্তো ভালো লাগে তুলি আপু।
ছোট্ট একটুখানি কথায় কি বেদনা, সমবেদনা। বোঝাবুঝির অপূর্ব সন্মিলন।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
অনেক ধন্যবাদ রাত:স্মরণীয়।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধন্যবাদ দিগন্ত বাহার।
ইস্কুলবেলা আসবে আবার, সাময়িক থেমে আছে, বন্ধ তো হয় নি!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আপনার লেখা পড়লে সবসময়ই কেমন যেন সম্মোহিত হয়ে যাই, এক্ষেত্রেও তাই
টপিক - 'ইস্কুলবেলা' হুট করে বন্ধ কেন কেন কেন???)
- দিগন্ত বাহার
সুন্দর লেগেছে।
ধন্যবাদ বইখাতা।
অনেকদিন দেখা পাই না, ভালো আছো ?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এইতো তুলিরেখাপু, আছি মোটামুটি...
-----------------------
Sad Stories
ধন্যবাদ অতিথি।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
একালের বিভূতিভূষণ!!!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বলেন কী ?
কান এত বেগুনী হয়ে গেল যে রীতিমতন বেগুনী ভেজে ফেলা যায় বেসন দিয়ে।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আরে বাঃ! দেরিতে পড়লাম...
ধন্যবাদ কৌস্তুভ, দেরিতে হলেই বা কী? তেমন কিছু দেরিই বা কী!
ভালো আছেন?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এই আপনাদের আশীর্বাদে...
নতুন মন্তব্য করুন