ছবি ব্লগ : গ্রীষ্মশরৎশীতের গল্প

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ০৯/০২/২০১১ - ৭:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসলে এটা ঠিকঠাক লেখা বলতে যা বোঝায় তা না। আপডেট হওয়া নতুন ব্যবস্থায় ছবি দেওয়া যায় কিনা পরীক্ষা করে দেখছিলাম, শুধু ছবি তো আর দিতে পারি না, তাই কয়েকটা কথাও লিখে দিলাম। হাসি

এ শহরে এসেছিলাম গ্রীষ্মের শেষে, আমাকে সবাই বলেছিলো "ও, তুই ঐ ধোঁয়াপাহাড়ের কাছে যাচ্ছিস, তাহলে চারখানা মরশুম দেখতে পাবি। ওখানে গ্রীষ্মশরৎশীতবসন্ত সব আসে। "

তো এখন অবধি গ্রীষ্মশরৎশীতই দেখলো আমার জ্যান্ত লেনস আর কাচের লেনস, দুজনেই আছি বসন্তের অপেক্ষায়। হাসি
কোন কবি যেন বলেছিলো, " ইফ উইনটার কামস ..... " হাসি

করতে গিয়ে দেখি ও বাবা, এতো নতুন রকম কান্ড! শুধু ছবি না, ক্লিক করলে স্লাইড শো অবধি দেখা যাচ্ছে! দারুণ। ডেভুদের জন্য অনেক অভিনন্দন! হাসি

ছবি ডাউনলোড]" href="http://www.sachalayatan.com/system/files/imagecache/fullpage/000_0011_mo...">

ছবি ডাউনলোড]" href="http://www.sachalayatan.com/system/files/imagecache/fullpage/000_0005-3_...">

ছবি ডাউনলোড]" href="http://www.sachalayatan.com/system/files/imagecache/fullpage/000_0010_mo...">
ছবি ডাউনলোড]" href="http://www.sachalayatan.com/system/files/imagecache/fullpage/000_0009-1-...">
ছবি ডাউনলোড]" href="http://www.sachalayatan.com/system/files/imagecache/fullpage/000_0002-3....">

ছবি: 
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am

মন্তব্য

তাসনীম এর ছবি

স্মোকি মাউন্টেন?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

স্মোকি মাউন্টেনে (টেনেসি) গিয়েছিলাম প্রায় চার বছর আগে। খুব পছন্দ হয়েছিল, আবার যাওয়ার ইচ্ছা আছে। আমার শহরের থেকে দুইঘন্টা দূরে শেনানদোয়া (shenandoah) পর্বতরাজি। বছরের চার সময়ে এরা চার রকমের রুপ নেয়। প্রতিটির রুপের ভিন্ন আমেজ, প্রত্যেকটি অপূর্ব সুন্দর। -রু

তুলিরেখা এর ছবি

বা:, আপনি তো চমৎকার জায়গায় থাকেন।
আপনার নিকনেম রু আমাকে খুব স্মৃতিমেদুর করে দেয়, মনে পড়ে যায় "ন হন্যতে" প্রথম পড়ার সেই কিশোরীকালের কথা। তখন তো মুগ্ধতা ছিলো বিশুদ্ধ, এখন লবণ মিশে গেছে।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

নিয়ে গেলেন না যে আমায়? ছবিটবি সুন্দরই হয়েছে, তবে আমায় উপদেষ্টা হিসাবে নিলে আরো অনেক ভালো হত... দেঁতো হাসি

তা বস্টন ঘুরতে আসছেন কবে?

তুলিরেখা এর ছবি

ঘুরতে যাই নি মণিরত্নম, এখানেই থাকি। হাসি
বস্টন তো শুনি বরফের তলায়, আছেন কেমন আপনারা?
আরে ক্লাস ফাইভে এক কুইজে "বোসন" কথাটা খুব হেলাফেলা মনে হয়েছিলো বলে পাকাপোক্ত আর বেশী বিশ্বাসযোগ্য করতে আমি বলেছিলাম বোস্টন। হাসি ( হায় তখন সত্যেন বোসের কাজের কথা বোঝবার মতন অবস্থা আমাদের ছিলো না )

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

মণিরত্নম গড়াগড়ি দিয়া হাসি

আর বলেন কেন, কায়ক্লেশে দিনাতিপাত করছি। এমন একটা হপ্তা যায় না যখন ধামা ধামা বরফ পড়ে না আকাশ থেকে। তবে, এ দিন তো রবে না... এপ্রিল আসুক, আবার রঙের খেলা শুরু হবে। তখন চলে আসেন, ছুডুভাই যথাসাধ্য আদরযত্ন করবে। আর চাইলে আপনার বোসন কণার আড্ডাখানা এমাইটিতেও ঘুরে আসবেন।

তুলিরেখা এর ছবি

নিমন্তন্ন পেলে খুশি তো লাগে কিন্তু ভাই আমি যে গোলাম হোসেন। বরং আপনি এখানে ঘুরে যান। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

গোলাম হোসেন ক্যাঠা? সে বস্টন আসতে চায় না-ই বা কেন?

ব্রাহ্মণভোজনের নিমন্ত্রণ পেলে, বলা যায় না, কোনোদিন পদধূলি দিতে চলেও যেতে পারি... নর্থ ক্যারোলিনার দিকে যাবার ইচ্ছা অনেকদিনের, কয়েকটা শহরে বন্ধুরা আছে... দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

আহা রাজচক্রবর্তীগণ কী করে আর গোলাম হোসেনরে চিনবে বলেন! শুধু মনে করেন সেই অমর সংলাপ, "উপায় নাই গোলাম হোসেন। " হাসি

আর ব্রাহ্মণভোজন? অবশ্য অবশ্যই, যেকোনোদিন। শুধু একটা খবর কোনোক্রমে আগে দিলেই হবে। সাত্ত্বিক চিপিটক ও দধিশর্করা তো বাড়ীতেই রেডি, তা পছন্দ না হলে আশেপাশেই চৈনিক বিপণীও বিস্তর । দেঁতো হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

হো হো হো

আচ্ছা, ওই লাইনটার উৎস কোথায়, মনে করিয়ে দিন তো! এতবার শুনেছি, যে এখন মূলটাই ভুলে যেতে বসেছি...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রথম ফুলটা কি "পেটুনিয়া" গোত্রের? অবশ্য অমন ভোমা সাইজের পাতা আর শেষতক জোড়া লাগানো পাঁপড়ি দেখে সন্দো হচ্ছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কৌস্তুভ এর ছবি

ওটা তো মর্নিং গ্লোরি মনে হচ্ছে - http://en.wikipedia.org/wiki/Morning_glory

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তবু আমার ধন্দ কাটছে না গো দাদা!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তুলিরেখা এর ছবি

আসলে ফুলটা আমিও চিনি না, মর্নিং গ্লোরির কোনো এক ভ্যারাইটি ই হবে সম্ভবত।
পথের পাশের তরুণ পাইন গাছে জড়িয়ে উঠেছে লতা, তাতে ফুটেছে অপূর্ব নীল এই ফুলগুলো, ঠিক যেন পাইনগাছকে সাজিয়েছে নীল ফুলে। রোজ সকালে পাশ দিয়ে আসি, ক্যামেরা ভুলে যাই রোজ। এদিকে রাতে ফেরার সময় দেখি একদম বুজে গেছে। শেষে একদিন খুব মনে রেখে ক্যামেরা সাথে রাখলাম, তুললাম ফটো। পরদিন দেখি আগাছা পরিষ্কারের লোকেরা সব লতাগুলো কেটে কুটে সরিয়ে নিয়ে গেছে। মন খারাপ
ভাগ্যিস, সময়মতো রয়ে গেল ছবিতে।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নৈষাদ এর ছবি

দেখামাত্রই আমরও চিরপরিচিত পেটুনিয়ার কথা মনে হল...।

রোমেল চৌধুরী এর ছবি

বাংলাদেশে কি ২ নং ছবির মতো কোন জায়গা আছে? থাকলে যেতে মন চায়!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তুলিরেখা এর ছবি

খুঁজে পেলেই জানাবেন, আমিও যাবো। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশরাফ মাহমুদ এর ছবি
তুলিরেখা এর ছবি

চলে আসুন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চমৎকার ফটোব্লগ।

তুলিরেখা এর ছবি

থ্যাংকু, সবুজ পাহাড়ের রাজা।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

ছবিগুলো সুন্দর। বিশেষ করে ১ আর ২।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বইখাতা।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো সুন্দর।
-----------------------------------
Sad Quote|[url=http://www.loverofsadness.net/show_story.php ]Sad Love Story[/url]

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ অতিথি।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অপছন্দনীয় এর ছবি

সুন্দর ছবি হাসি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভাই। তা আপনার ওদিকের বরফের খবর কী?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

টিউলিপ এর ছবি

আপু আপনি কি আমার কাছাকাছিই থাকেন না কি?

ছবি খুব সুন্দর হয়েছে।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ টিউলিপ।
আপনি কোথায় আছেন?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

টিউলিপ এর ছবি

নক্সভিল, টেনেসি।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

তুলিরেখা এর ছবি

আরেব্বাস! আমি তো আপনের পড়োশী। হাসি
আমি আছি জনসনে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

এবারের শীতটা যাই যাই করেও যেন যাচ্ছেনা, ২য় ছবি দেখেই তাই মনটা আনচান করে উঠল। স্মোকিতে ২০০৯ এর ফলে গিয়েছিলাম, শরতের গাছের রং বলে বোঝানো সম্ভব না, যেন পাহাড় জুড়ে রংধনুর আগুন! সেই টানে গত ফল-এও গিয়েছিলাম এ্যাশভিল-ব্লুরিজ পার্কওয়ে। দারুণ জায়গা!

--দিফিও

তুলিরেখা এর ছবি

আসলে যাই বলি না কেন কথাগুলো সেই আশ্চর্য সৌন্দর্যের শতাংশের একাংশও ধরতে পারে না। যেভাবেই ছবি তুলি না কেন আসলের শতাংশের অর্ধাংশও আসে না। আসলের এইটাই হলো ম্যাজিক। হাসি
দিফিও আপনি তো কাচ্চি বিরিয়ানির রেসিপি দিয়ে দিওয়ানা করলেন সবাইকে, এবারে বেড়ানোর গল্প দিন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি

অসাধারণ ফটুক সব।
দ্বিতীয় ফটুকের জায়গাটার মতো এখানেও একটা জায়গা আছে। আমি বলবো, এটা ফটুকের জায়গার চেয়েও সুন্দর। তিন সারি গাছের মাঝে পায়ে চলা মেঠো পথ। এক ধারে নিরিবিলি রাস্তা আরেক ধারে বিশ্ববিদ্যালয়ের মাঠ। বছরের নানা সময়ে এই জায়গাটা নানা রূপ ধারণ করে। আমি জায়গাটার নাম দিয়েছি "ক্যালেন্ডার ক্যালেন্ডার জায়গা"!

অতিথি লেখক এর ছবি

মজার তো! আমরাও একটা জায়গার নাম দিয়েছি 'ক্যালেন্ডার'। শরতে সব পাতা যখন হলুদ হয়ে যায়, মনে হয় ক্যালেন্ডারে ঢুকে গেছি।

তুলিরেখা এর ছবি

কেমন এক আশ্চর্য সৌন্দর্য ছড়িয়ে রয়েছে নির্বিকার উদাসীন, চারিপাশে মানুষবিহীন চরাচর (মানুষেরা সব বাক্সে বাক্সে, হয় ঘরে নয় গাড়ীতে ) । মনে হয় আধুনিক প্রযুক্তিওয়ালা আমরা, আসলে থাকছি খাচ্ছি কাজ করছি, কিন্তু পৃথিবীর গভীর হৃদয়ের কাছাকাছিও আমরা যেতে পারিনি, আলগা ভেসে যাচ্ছি রহস্যলোকের অনেক বাইরে দিয়ে। হয়তো প্রাচীন যাযাবর মানুষদের আত্মাই আজও রয়ে গেছে ঐ অসীম সৌন্দর্যলোকের ভিতরে, যারা সত্যি সত্যি একে ভালোবেসেছিলো।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

এইটা দেখেছেন?

তুলিরেখা এর ছবি

আলাঝিলা খানিকটা দেখলাম, সাউন্ড নাই এখন, পরে নেটবুকে যখন দেখবো সাউন্ড পাবো। বেশ মজার হবে মনে হলো। থ্যাংকু। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

ধূসর গোধূলি, একেবারে। জায়গাগুলো সব কী আর বলবো! চোখেমনে যা খাবলা খাবলা করে ধরতে চাই, ক্যামেরায় কিছুই ধরা পড়ে না। " কী ঘর বানাইলাম আমি শূন্যের মাঝার " । হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।