ভ্রমর যেথা হয় বিবাগী (ছবিব্লগ)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১৮/০৪/২০১১ - ৩:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি মনে হয় একেবারে মুক্ত পাগল হয়ে যাচ্ছি, বদ্ধ পাগল স্টেজ পার হয়ে গেছে। আমাদের এক দিদিমণি আমাদের বোঝাতেন পাগল নানাপ্রকার- দিব্যোন্মাদ ভাবোন্মাদ বীভৎসোন্মাদ। এক সুরসিকা ছাত্রী বলেছিলো "না না দিদিমণি, শুধু এগুলো না, আরো দু'খানা আছে, বদ্ধোন্মাদ আর মুক্তোন্মাদ। " তারপরে কী হইলো জানে শ্যামলাল। হাসি

চারিপাশে এমন হেমপ্রভ রোদ্দুরের দিন, আকাশ একেবারে ইন্দ্রনীলমণি যেন। আসা যাওয়ার পথের দু'ধারে ফুটে আছে অজস্র নাম-না-জানা ফুল, স্বত:স্ফুর্ত ফুটে ওঠা সেই ফুলেদের কী পাগলকরা রূপ!। মাঠ ভরে কদমফুলের মতন ড্যানডেলিয়নের দল, জানি মাত্র ক'দিনের তরে থাকবে ওরা। রোদ্দুরের সাথে, বাতাসের সাথে তাই বুঝি তাদের হাসির শেষ নাই। সুন্দরী টিউলিপেরা দু'দিনের তরে দেখা দিয়ে সোনালি রোদে হেসে খেলে কোথায় চলে গেল নীল আকাশে পাল তুলে দিয়ে। আবার তারা চলে যেতে না যেতেই গোলাপী সাদা লাল ডগউডেরা ভরে ফেলেছে দিকদিগন্ত। "ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায় / হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়..." এমন একটা গান ছিলো না?

এই ফুটন্ত বসন্তের মাঝখানে মানুষ আমার শুধু মন উড়ু উড়ু আর পায়ে শিকল। ঘর বাড়ী কাজকর্ম লেখাটেখা সব ছেড়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে, কানে সারাদিন গুণ গুণ করে কে যেন গাইছে "ভ্রমর যেথা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি--"

ছবি তুললাম কিছু গাছপালা মেঘ লতা ফুল কাঠবেড়ালির। কিন্তু সেই গানটা যে থামে না, "ভ্রমর যেথা হয় বিবাগী, নিভৃত নীল পদ্ম লাগি--"

কোথাও লুকিয়ে আছে সেই নিভৃত নীলকমল, কোথায় গো কোথায়?

ছবি: 
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am
22/09/2008 - 1:13am

মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

দিব্যি কাঠবেড়ালী - কি একখানা ন্যাজ!

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সায়ন (১) এর ছবি

সাথে গানটা হলে ভাল হত। লীলেন্দা একবার নগরদাসী নামের কেউ একজনের গাওয়া এই গান শেয়ার করেছিলেন।

তুলিরেখা এর ছবি

গানের জন্য অনেক ধন্যবাদ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আয়নামতি1 এর ছবি

লেখায় যতটা মুগ্ধ হই ছবিব্লগে ততটা হতে পারলেম না কিছুটা অগোছালো ভাবে ছবি দেয়া হয়েছে বলে। একটু সাজিয়ে দিলে দেখতে বেশ লাগতো দিদিমণি।

তুলিরেখা এর ছবি

ছবির ব্যাপারে যা বললেন ঠিক। আসলে পুরো ছবি দিতেই তো পারি নাই ৩০০ এমবি লিমিটের কারণে। মন খারাপ

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আসমা খান, অটোয়া। এর ছবি

চমৎকার ছন্দে লেখা! ছবি গুলি অপুর্ব সুন্দর। ধন্যবাদ।

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ আসমা, অনেক অনেক ধন্যবাদ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

গৌতম এর ছবি

ছবির চেয়ে আপনার লেখাটাই টানলো বেশি।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তুলিরেখা এর ছবি

ছবিগুলোর প্রতি কিছু অবিচার হলো আমার দিক থেকে। আরে ৩০০ এমবি এর বেশী দেখি তুলতে দেয় না তাই কেটে কুটে ছোটো করতে হলো। তাতে কিছুই প্রায় এলো না। মন খারাপ
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুপ্রিয় দেব শান্ত (অতিথি) এর ছবি

আপনার লেখাই বেশী টানে।
অনেকদিন রূপকথা শোনা হয়না।

সুপ্রিয় দেব শান্ত

তুলিরেখা এর ছবি

উপকথার কথা মনে করিয়ে দিলেন! কতদিন উপকথা পড়াই হয় না! এবারে আবার সময় যোগাড় করে
লেগে পড়তে হবে। হাসি
ধন্যবাদ নেবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

ছবিগুলো রিফরম্যাট করে এমবি কমিয়ে তুলে দিলাম আবার। সাথে নতুন কিছু জুড়ে দিলাম। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

লেখার সাথেও কিছু নতুন কথা জুড়লাম। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি তো তাহলে মুক্তোন্মাদ হয়েই গেছি!! বদ্ধ ঘরে বসে বসে কাজ করতে করতে জান আকুপকু করতে করতে আমি শেষ! মন খারাপ আমাকে কেউ মুক্ত করে দিলেই আমি ঠিক ঐ কাঠবেড়ালির মতোই ল্যাজ উঁচিয়ে ছুটে গিয়ে কোন গাছে উঠে পড়বো!!

কী আজব কাণ্ড, আমিও ক'দিন ধরে এই গানটাই শুনছি ঘুরে ফিরে। আমার কিন্তু লেখা ছবি দুইই দারুণ লেগেছে, কিন্তু ছবিগুলো বড় করে দেখা যায় না? আপনি সচলায়তনে ছবি আপলোড না করে যদি ফ্লিকার বা পিকাসায় আপলোড করে এখানে ছবির লিংক দিতেন তবে বড় করে দেখা যেত।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

কাঠবিড়ালির মতন তুর তুর করে বেড়াবেন? কন কী ? চিন্তিত
পড়ার জন্য ধন্যবাদ। পরের বারে আমি ফ্লিকারেই দেবো। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

আট্টু লেখা দিতেনই নাহয়! ছবিতে ঈর্ষা! এদিকে এখনও স্প্রিং আসে নাই... মন খারাপ

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায় / হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়... খুব প্রিয় গান। আর এইটা শ্রীমান পৃথ্বীরাজ সিনিমায় লতা যা গেয়েছিলেন!

তুলিরেখা এর ছবি

আরে তাই তো! আমি ঠিক লাইন গুলো দিয়ে দিলাম এডিট করে। হাসি
শ্রীমান পৃথ্বীরাজ সিনিমায় আবার এই গানের পরে শ্রীমান পৃথ্বীরাজ সুর করে বলছে "গলাটা মন্দ ন-অ-অ-য়।" হাসি
আপনাদের তো স্প্রিং দরজায় ঠকঠক করছে! হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফুলের ছবি যেমনই হোক... দেখলেই মনটা ভরে যায়
আর আপনার মুগ্ধকরনীয়া লেখা তো আছেই

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

আহা ফুলের ছবি বললেন ---আর আমার আপনার তোলা গত বছরের সেই সোনালের ছবি মনে পড়লো। কী অপূর্ব! আবার দ্যান একটা এই বছরের বসন্তের ফুল লইয়া পোস্ট?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।