ছুটে যাওয়া জানালার কাচে ঝাঁপিয়ে নেমে আসে তুমুল বৃষ্টির ঝরোখা। ভিতরের ঠান্ডা নিঝুম অন্ধকারে কুন্ডলী পাকিয়ে বসে চেয়ে থাকি ঐ ছুটন্ত চৌকো টুকরোটুকুর দিকে। বাইরের বৃষ্টিঝরোখা পার হয়ে দেখতে চেষ্টা করি পরপারে আছে কী বিস্ময়। জানালার কাচ বেয়ে গড়িয়ে যাওয়া বৃষ্টিধারার তরঙ্গিত লাবণ্য আমার চোখ টেনে রাখে, বাইরে সাদা হয়ে লেপেপুঁছে গেছে সবকিছু, মাটি থেকে আকাশ অবধি একটা সাদা পর্দা। ও পর্দা পার হবো কী করে?
ঝমঝম বৃষ্টির সঙ্গে চলন্ত লৌহশকটের ঝক্করঝক্কর মিশে ঘুম এনে দেয়। ঘুমের ভিতরে ভুলে যাওয়া ঘরবাড়ি, মাঠ, বটগাছ, কলাবাগান, পুকুর, ধানক্ষেত---কেবলই দূরে চলে যাচ্ছে, আরো আরো আরো দূরে- দূরে চলে যাচ্ছে একটা কমলারঙের সন্ধ্যা, আকাশভরা গোলাপী কমলা লাল মেঘ নিয়ে, পলাতক পালকের মতন মেঘেরা সব----
মাঝরাতে কড়া নাড়ে পথিক বাতাস
জানালার তারজালি-ফাঁকে উৎসুক হাতছানি
চিকমিকে চোখে রহস্য-ইঙ্গিত প্রবল
ওর মুখে কথা নেই, না কোনো কথা নেই।
সারাদিনে জমে ওঠা রাশি রাশি খবরের জঞ্জাল
বিজ্ঞাপণী চটক, বিতর্কের বোকাবাক্সো, বুনে তোলা বাক্যজাল-
সব ফেলে উড়ে যাবার ডাক দেয় ওর চঞ্চল আঙুল ।
রাত্রির কানাগলি পার হয়ে, পার হয়ে বিষাদপাথর-
পার হয়ে চোরকাঁটাবন, পার হয়ে অহংগরল-
দূরে যাবার ডাক ডেকে যায় অনিকেত পথিক।
বহুদিন যত্নে লুকিয়ে রাখা দুইডানা নিয়ে গেছে ঝড়,
ছিঁড়ে যাওয়া ঘুম থেকে জেগে ওঠা বালিবালি ডাঙায়,
কড়িকাঠে লেগে আছে মায়ামেঘ
রাঙা মেঘ, তুলোমেঘ, ধুলোমেঘ----
***
মন্তব্য
খুব ভালো লাগলো। বর্ষার অনুরণনে জীবনের কথকতা এবং আজকের বিষাদ।
ধন্যবাদ তাপস। সচলায়তন নতুন সার্ভারে আসার পরে আমার এটা প্রথম লেখা। স্ক্রীনে শব্দগুলোর চেহারা কেমন যেন বদলে গেছে!
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব সুন্দর, তুলিদি
_____________________
Give Her Freedom!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
______________________________________
পথই আমার পথের আড়াল
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
. না কোন কথা নেই---
facebook
কিন্তু আপনার না আর্হেন্তিনা যাওয়ার কথা?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
----------------
স্বপ্ন হোক শক্তি
কতদিন পরে! তোমার তো দেখাই পাই না! কী হলো?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ইজি কাজে বিজি থাকি যে এজন্য
----------------
স্বপ্ন হোক শক্তি
আহা না হয় এগুলো হিজিবিজিই, তবু বিজি থেকে ইজি হয়ে একটু সাড়া দিয়ে তো যেতে পারো!
ভালো আছো?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন