ওর নাম ছিলো মেঘ। প্রথম যখন ওকে দেখলাম, তখনই চমকে উঠেছিলাম, চমকে উঠেছিলো ভিতর বাহির। যেন অশেষ গল্পমালা ঘূর্ণিজলের মতন ঘুরছে ওর চারপাশে, অজস্র রঙ ঝলমল করছে সেই স্রোতে। ওর জীবনের স্রোত যেন দেশকালের গন্ডী ছাড়িয়ে কোথা থেকে কোথায় চলে গেছে, রাঙামাটির দেশের শালমঞ্জরী পার হয়ে কবে যেন ছুটতে ছুটতে চলে গেছে বুড়ী ওকগাছের কাছে, যে গাছ ওকে স্বপ্নের অর্থ বলে দিতো সেই কোন ভুলে যাওয়া যুগে। ঐ বুড়ী গাছই তো ওকে বলেছিলো স্বপ্নে দেখা ঘুরন্ত তীর ওকে নিয়ে যাবে নতুন জগতে।
ও বলতো খুব ঘনিয়ে আসা মেঘের কথা, যে মেঘ থেকে মন ভালো করা বৃষ্টি ঝরে ঝুমঝুম করে। ও বলতো কবে যেন ও পেয়েছিলো সপ্তপর্ণ ফুলের নেশানেশা গন্ধ। বলতো বৃষ্টিশেষ মেঘের ভিতর থেকে কোন এক আশ্চর্য শেষরাতে বেরিয়ে এসেছিলো রুপোলী চাঁদ, কোমল করুণ আর ভালোবাসায় ভরা আলোয় ভরে গিয়েছিলো বৃষ্টিসিক্ত পৃথিবী।
আবার বলতো কবে যেন একটা মরিচগন্ধের গ্রীষ্মদুপুরের ভিতর দিয়ে ও আসছিলো দীর্ঘ বালিপথ ঠেলে, পথের শেষে এসে মেঘের ছায়া ঘনালো আকাশে, মহা সমারোহে রাজার মতন এলো কালবৈশাখী, ঝড়ের শব্দে আর স্পর্শে ভরে গেল সবটুকু মাঠ। তারপরে নামলো ঝরঝরধারে বর্ষণ। আশিরপদনখ ভিজে যেতে যেতে ও মনের মধ্যে বুনতে থাকলো গানের নকশি-ঝালর।
আর একদিন-- আর একদিন সে বলেছিলো কবে এক আশ্চর্য বিকালে ওর বুকের ভিতর প্রথম অচেনা শিহরণ শিরশির করে উঠেছিলো, সেদিনের সন্ধ্যাতারার দিকে চেয়ে ওর মনে হয়েছিলো , কী যেন ওর করার আছে, কে যেন ওর অপেক্ষায় বসে আছে কোথায়।
তারপরে---তারপরে একদিন সে চলে গেল। আর ওর বার্তা নেই কোনো, কোনো সাড়া নেই। ওকে খুঁজি, যে ওকে এনেছিলো তার কাছে শুধাই, কিন্তু সে মুখ ঢেকে ফেলে দু'হাতে। তবু জানি, মেঘ হারিয়ে যেতে পারে না, সে ফিরবেই, ফিরবেই একদিন।
"জলকে চল" বলে কোথায় গেল সখী
থমকে থাকে ছবি আয়নাঘাটে,
ঝিমকিনি লাগা ঘোর মুছে ফেলে
চমকে চেয়ে দেখি খিল কবাটে।
আকাশে কান পাতি, আসে কি গান ভেসে
আছড়ে পড়ে কথা নীল খিলানে?
ছেঁড়া চাঁদমালা ভেসে যায় স্রোতে
দু'পাড়ে মেঘ জমে অভিমানে?
ছায়ার মায়া দিয়ে দোলানো দিনগুলো
দেবে কি ধরা আর এই হাটে?
টুকরো কথা বোনা বিকেল জলসই
পদ্মদিঘিটির সেই ঘাটে?
"জলকে চল" বলে কোথায় গেল সখী
থমকে আছে ছায়া আয়নাঘাটে-
হারিয়ে যাওয়া সেই স্নিগ্ধ মেঘবেলা
কবে আসবে ফিরে ভাঙাহাটে?
***
মন্তব্য
কী করে লেখেন এমন করে??!!
চিরকালীন ঈর্ষা রইল আপনার কলমের জন্যে।
শুভেচ্ছা নিরন্তর!
আসলে মেঘের কথা বানানো নয়। ও ওরকমই ছিলো, ওরকম করেই কথা বলতো। আমার দুর্ভাগ্য যে সে চলে গেল।
পড়ার জন্য ধন্যবাদ অনিকেত, আপনাকেও শুভেচ্ছা অনি:শেষ। ভালো থকবেন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
_________________
[খোমাখাতা]
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মরিচগন্ধের গ্রীষ্মদুপুরে
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মুগ্ধতা ছাড়া আর কিছু প্রকাশ করার নেই।
ছোট্ট একটি উপহারঃ
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
কী বলবো উচ্ছলা, অনেক অনেক
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হারিয়ে যাওয়া স্নিগ্ধ মেঘবেলা... খুব ভাল লাগলো।
অচেনা আগুন্তুক
------------------------------------------------------------
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
অনেক ধন্যবাদ অচেনা আগন্তুক।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মেঘদূতম !
facebook
সেই মেঘ এমন ছিলো যে নির্বাসিত যক্ষ জানলে ওর কাছেই দূত পাঠাতো।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আহা !
তুমি এত ভালো লেখ কেন ? অন্যায় অন্যায় !
----------------
স্বপ্ন হোক শক্তি
হ
আরে আশালতা, তোমার লেখাও তো খুব ভালো। তবে তুমিও তো একই সঙ্গে জেলে !
ওখানে আলুকাবলি বানাবো, তুমি কাঁচা মরিচ চুরি করে আনবে।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চুরি করানোর আর লোক পেলে না ? না পারি দৌড়োতে, না পারি বানিয়ে গুছিয়ে মিথ্যে বলতে। আমাকে দিয়ে ওই কাজ হয় ? তারচে কাঁচামরিচ থাক, বেশ একটু হিম পড়ছে আজকাল। তাই বরং গুড় আনি, আটা আনি, তেল আনি, পিঠে বানাই আর বেশ মিঠে দেখে একটা গান ধরো তো, আমি আবার ওইটাও পারিনা কিনা !
----------------
স্বপ্ন হোক শক্তি
চালগুঁড়াও আনছি, চিনি আর দুধও। নারকোলের পুরও। দ্যাখো দেখি পাটিসাপ্টা আর পুলি কিছু বানানো যায় কিনা!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমরা ভাগ পাবো না??
ভাগ পেতে গেলে শান্ত হয়ে বসুন আর কাজকর্মে সাহায্য করুন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন