লেখার আসার আশায়

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ১৬/০২/২০১২ - ৩:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহুকাল উপকথা শোনানো হয় না, ইস্কুলবেলার কিস্তিগুলোও থেমে গেছে কবে যেন, এমনি এমনি যা খুশি কথা আর টুকরো কবিতা নিয়ে যে লেখাগুলো নিজে নিজেই আসতো, সেগুলো ও আর আসে না কীবোর্ডে ঠকঠক করলেও। আসি যাই ঘুরে ঘুরে দেখি, লগিনও করি না। একটা কেমন ধূসর ফ্যাকাশে ন্যাড়ামতন দশা। আজ কী ভেবে ঢুকে পড়ে একটা ইঁট পেতে রেখে গেলাম।

পরে এডিট করার সময় দেখি হয়তো কোনো নতুন উপকথা এসে যাবে। হয়তো এসে যাবে কোনো কবিতার পাপড়ি,হয়তো জোছনাভেজা কোনো হাওয়া, হয়তো কোনো বৈশাখী বিকালের জুঁইফুলের গন্ধ, হয়তো কোনো শরতের ভোর, হয়তো বহুকাল আগের কোনো ভুলে যাওয়া ইস্কুলবেলার টুকরো। কে বলতে পারে?

গল্পেরা হারিয়ে গেছে
কবিতারা সবাই নিয়েছে ছুটি,
পড়ে আছে সারাদিন,
সারারাত স্বপ্নলেশহীন
অর্থহীন অনিঃশেষ ছোটাছুটি।

একদিন ছিলো বুঝি গান?
রোদ-ছায়া কমলাবাগান?
বাগিচায় ছিলো বুলবুলি?
ফুলঝরা পথে রেণুধূলি?

জলছাপ মিলিয়েছে, এসেছে গোধূলি-
ভিক্ষু উপুড় করে মাধুকরী- ঝুলি।


মন্তব্য

প্রদীপ্তময় সাহা এর ছবি

এই তো চলে এল এক টুকরো লেখা । হাসি

তুলিরেখা এর ছবি

আরে ইঁট পেতে রেখে গেছিলাম, কী হয় দেখি ভেবে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ফাঁকিবাজের তালিকায় আপনার নাম উঠে গেছে নাকি? মাবুদে এলাহী! আপনি হচ্ছেন এডব্লিউএম (মনে পড়ে?), আর আপনি বলছেন লেখা আসে না! তাহলে আমার মতো মানুষদের কী হবে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তুলিরেখা এর ছবি

মনে পড়ে তো! কিন্তু সেই সময়ে যারা নিয়মিত আসতেন সেই স্নিগ্ধা, সুলতানা শিমূল, সিরাত, নজরুল, আপনি---সবাই কোথায় আপনারা?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মোখলেছুর রহমান সজল এর ছবি

এইতো, থেমে থেমে ঝঙ্কারে ঝঙ্কারে উৎসারিত হতে থাকল শব্দমালা।
এ ভাগ্যেই-বা ক'জনার জোটে?
চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

চরম উদাস এর ছবি

আরে, লেখা তো এমনে এমনেই আসে! আমার মাথা ভর্তি দিনরাত শয়তানী লেখা কিলবিল করে, আইডিয়া লাগলেই আওয়াজ দিয়েন। এই নেন একটা দুর্ধর্ষ গপ্প শুরু করে দিলাম, বাকিটুকু ফটাফট শেষ করে ফেলেন দেঁতো হাসি

মা ডাকিল, বাবা আনিচ
আনিচ বলিল, মা মা মা মা
বাবা খেপিয়া বলিল, আরেকবার ম্যা ম্যা করলে থোতা ভেঙ্গে দিবো। নিজেকে কি মেক্সিম গোর্কী মনে করিস নাকি হতভাগা। 
আনিচ বলিল ------

তুলিরেখা এর ছবি

হাসি
মা মা মা মা না, মা ম্মা ম্মা মানে মা মাটি মানুষ। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মর্ম এর ছবি

চলে আসবে লেখা কোন একদিন। একটু অপেক্ষা কেবল।

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

তুলিরেখা এর ছবি

দেখি কবে ওরা আসে।
আপনাকে ধন্যবাদ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাপস শর্মা এর ছবি

কেউ বলতে পারেনা। মন খারাপ

তুলিরেখা এর ছবি

ঠিক। কেউ বলতে পারে না।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।