জাগনরাতি

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ০১/০৫/২০১২ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শেষরাত্রির কুয়াশার জালে জড়িয়ে ঘুমিয়ে আছে নিশিজাগরণক্লান্ত সাদাটে চাঁদ, দিঘির আয়নাজলে তার ছবি কেঁপে উঠলো ঘুমভাঙা মাছের আঁকাবাঁকা জলকেলিতে। অক্ষয়বটের ছায়া ঘন হয়ে ছড়িয়ে আছে ঘাটে। সেখানে চুপ করে বসে আছে শ্রমণা, সে আজ জাগনরাত কাটিয়েছে ওখানেই, কেজানে কী ব্রত ছিলো!

স্বপ্নচিঠি ভর্তি করি মেঘের খামে
মুখ এঁটে দিই শক্ত করে ঠোঁটের ঘামে,
পাঠিয়ে দিয়ে মাঝআকাশে
চুপকথাদের দিঘির পাশে
একলা বসে গল্প বানাই মধ্যযামে-
চলতে চলতে রানার বুঝি থমকে থামে।

কোথায় যেন ঝড়-ঝমঝম বৃষ্টি নামে,
সেই যেখানে একলা অশথ পথের বামে?
যুগ পেরোলো ভুলের ত্রাসে
এবার তবে পথিক আসে?
হীরের টুকরো মিলছে নাকি কাচের দামে?
ঠান্ডা ঘরে ঢুলছে রাজা খুব আরামে।

রাতপ্রহরীর প্রহর কাটে তারায় তারায়-
জাগনরাতির অবাকবাতির চোখ বুজে যায়।


মন্তব্য

শিশিরকণা এর ছবি

এইরকম করে কেমনে লেখে? চলুক চলুক

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তুলিরেখা এর ছবি

লইজ্জা লাগে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কীর্তিনাশা এর ছবি

বাহ তুলি'দি ! দারুন শব্দের গাঁথুনি!!

বিশেষ করে এই ক'লাইন খুব ভালো লাগলো -

"কোথায় যেন ঝড়-ঝমঝম বৃষ্টি নামে,
সেই যেখানে একলা অশথ পথের বামে?
যুগ পেরোলো ভুলের ত্রাসে
এবার তবে পথিক আসে?"

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তুলিরেখা এর ছবি

কী আর বলি, লন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চিত্রকল্পগুলো কি অদ্ভূত সুন্দর!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

সু পা শি, অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নীড় সন্ধানী এর ছবি

বাহ, একেবারে তুলিরেখীয় মায়াবী ছত্র হাততালি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তুলিরেখা এর ছবি

নীড় সন্ধানী, লইজ্জা লাগে

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অসম্ভব সুন্দর

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

নজরুল যে! কতদিন পরে আমার পাতায় আপনার পায়ের ধূলা পড়লো। হাসি
লন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনার্য সঙ্গীত এর ছবি

চুপকথা, ঠোঁটের ঘাম, জাগনরাতি...
চমৎকার লাগল!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তুলিরেখা এর ছবি

লন, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাপস শর্মা এর ছবি

'স্বপ্ন-উশীর' বলাকা স্নিগ্ধতার পর 'স্বপ্নচিঠি ভর্তি করি মেঘের খামে'র বিলাস মুন্ধ করল, অবাক করল, নির্বাক করল।

তুলিরেখা এর ছবি

এমুন কইরা কইলে লইজ্জা লাগে। লইজ্জা লাগে

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আসমা খান, অটোয়া এর ছবি

অসম্ভব সুন্দর চিত্রকল্প। খুব খুব ভালো লাগলো।

তুলিরেখা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ আসমা খান।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কল্যাণ এর ছবি

দারুণ (গুড়)

_______________
আমার নামের মধ্যে ১৩

তুলিরেখা এর ছবি

মিঠাই দিলেন? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কল্যাণ এর ছবি

গুড় দিছি, এইবার মন্ডা-মিঠাই-নাড়ু যা ইচ্ছা বানায়া লন, আমারেও ইট্টু দিয়েন।

_______________
আমার নামের মধ্যে ১৩

তুলিরেখা এর ছবি

মন্ডা মিঠাই নাড়ু কেবল গুড় দিয়া হইবো নাকি? বাকি মালামাল আনেন, তবে তো! হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশালতা এর ছবি

তোমার লেখায় নতুন করে বলার কিছু নেই। তুমি জানো। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

তুলিরেখা এর ছবি

না তো, আমি তো কিছু জানি না। চিন্তিত
কও, কইয়া ফালাও কী কওনের আছে।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা কি সুন্দর!

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।