দেশবিদেশের উপকথা-এক আশ্চর্য কবি (ওয়েলসের উপকথা)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৭/০৬/২০১২ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক দেশে ছিলো এক যাদুকরী। সে নানা যাদু তো জানতোই, আর জানতো নানা বনৌষধির গুণাগুণ। সেই সব বুনো লতাপাতা থেকে সে নানারকম ওষুধবিষুধ তৈরী করতে পারতো।

যাদুকরীর ছিলো একটি ছেলে, সে ছেলে দেখতে বিশেষ ভালো না, বুদ্ধিও তার বেশি নেই। লোকে তাকে ঠাট্টা করে, ভোদাই বলে ডাকে। যাদুকরীর তাই মনে ভারী দুঃখ। সে ভাবলো চেহারা তো বদলানো যাবে না, কিন্তু সে যদি এক আশ্চর্য যাদু-সরবত তৈরী করে ছেলেকে খাওয়ায়, ছেলে হয়ে যাবে খুব জ্ঞানী এক কবি, তার গভীর জ্ঞানের কথা আর আশ্চর্য সুন্দর কবিতাটবিতা শুনে লোকে মুগ্ধ হয়ে যাবে, ভক্ত বনে যাবে, তার চেহারার কথা আর কারুর মনেই থাকবে না।

যা ভাবা সেই কাজ, এক মস্ত পাতিলে লতাপাতা সিদ্ধ করতে বসালো যাদুকরী, একটি গোটা বছর ধরে জ্বাল দিতে হবে, প্রত্যেক মাসে মাসে বিশেষ বিশেষ তিথিতে নতুন নতুন টাটকা টাটকা বনৌষধি শুদ্ধাচারে নানা নিয়ম মেনে তুলে তুলে এনে যোগ করতে হবে, তবে শেষ পর্যন্ত তৈরী হবে মাত্র তিন ফোঁটা জ্ঞান ও প্রেরণার যাদু মহৌষধ। সোজা কথা নয়। সেই তিন বিন্দু পান করলেই ছেলে তার অমর কবি হবে।

এই কাজ একা করা তো সম্ভব না, তাই উনানে কাঠের যোগান দিতে যাদুকরী বহাল করলো এক অন্ধ বৃদ্ধকে আর পাতিলের জ্বাল হতে থাকা রস হাতা দিয়ে নাড়াবার কাজে বহাল করলো এক অনাথ বালককে, নাম তার গিহন।

দিনের পর দিন মাসের পর মাস কাজ চলে, এইভাবে বছরের শেষদিনটা এসে যায় একদিন। শেষ পর্যায়ের লতাপাতা এনে যোগ করে চোখ বুজে মন্তর পড়ছে যাদুকরী, এমন সময় তিনফোঁটা গরম রস ছিটকে এসে পড়লো রস জ্বাল দিতে থাকা গিহনের হাতের আঙুলে, উঃ জ্বলে গেল যেন। সে কিছু না ভেবেই যন্ত্রণা কমানোর জন্য মুখে পুরে দিলো আঙুল। ব্যস, যেই না সেই তিনফোঁটা পেটে যাওয়া, অমনি গিহন আর আগের গিহন রইলো না, তার জ্ঞানচক্ষু উন্মীলিত হলো। সে চারিপাশে যা শুনতে পায় নি তা শুনতে পেলো, যা দেখতে পায় নি তা দেখতে পেলো। সে শুনলো গাছে গাছে পাখিরা কথা কইছে, সে শুনতে পেলো বাতাস গান করতে করতে উড়ে চলেছে, সে দেখতে পেলো কী ছিলো আর কী হয়েছে আর কী হবে।

তারপরেই তীব্র ভয়ে অস্থির হয়ে গিহন পালালো, পিছনে সে শুনতে পেলো চুরচুর হয়ে ভেঙে পড়ছে যাদুসরবতের পাতিল আর উনান, যাদুকরী তাকে ধরবার জন্য ছুটে এলো। গিহন নিজেকে বদলে ফেললো এক খরগোসে, দ্রুত ছুটলো। পিছনে নেকড়ে হয়ে ধেয়ে এলো যাদুকরী। সামনে এক বিরাট সরোবর এবার, গিহন খরগোস থেকে হয়ে গেলো মাছ, জলে লাফিয়ে পড়লো। যাদুকরী এক উদবেড়ালের রূপ ধরে জলে লাফিয়ে পড়ে তাড়া করলো তাকে। গিহন তখন কবুতর হয়ে উড়ে গেল আকাশে, যাদুকরী বাজপাখি হয়ে তাড়া করলো তাকে। দু'জনে উড়ছে গ্রামের উপর দিয়ে, একজায়গায় গিহন দেখলো একরাশি গম স্তূপাকারে রাখা, সে একদানা গম হয়ে সেই স্তূপে মিশে গেলো। কিন্তু যাদুকরীর নজর এড়াতে পারে নি, যাদুকরী একটা কালো মুরগীর রূপ ধরে সেই গমদানা গিলে ফেললো।

নয়মাস ধরে যাদুকরী তাকে বইলো নিজের শরীরে, তারপরে গিহন ভূমিষ্ঠ হলো এক ফুটফুটে সুন্দর ছেলে হয়ে। যাদুকরী প্রথমে ভেবেছিলো ওকে মেরে ফেলে মাটি চাপা দেবে, কিন্তু এমন ফুটফুটে সুন্দর ছেলে দেখে মায়ায় আচ্ছন্ন হয়ে হত্যা করতে পারলো না ওকে, এক ঝুড়িতে করে ভাসিয়ে দিলো নদীর জলে।

(পরবর্তী পর্বে বাকীটুকু)


মন্তব্য

সত্যপীর এর ছবি

গিহনের আরো বেটার উপস্থিত বুদ্ধি খাটানো উচিত ছিল, একদানা গম না হয়ে বরই এর কাঁটা-টাটার ক্যামোফ্লাজ নিলে ঐরকম কপাৎ করে তাকে গিলা যেত না চিন্তিত

পরের পর্বের অপেক্ষায়।

..................................................................
#Banshibir.

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

আরে হয়তো গিহন জেনেবুঝেই গম সেজেছিলো, কারণ গিললেই তো আর উগরাতে পারবে না। নিশ্চিন্ত। ওর শত্রু হয়ে থাকলে ক'দিন ওভাবে পালিয়ে পালিয়ে বাঁচবে? কিন্তু পুত্র হয়ে জন্মালে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে মায়ের মায়া পড়ে যাবার।
হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সন্ত জিমি এর ছবি

ভাল লাগা শুরু করার আগেই গল্প থেমে গেল। মন খারাপ
রূপকথা জাতীয় লেখাগুলো এক নিশ্বাসে পড়ে ফেলতে হয়, ভেঙ্গে ভেঙ্গে পড়লে আমেজটা থাকে না।

তুলিরেখা এর ছবি

পরের পর্ব শীঘ্রই আসিতেছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাপস শর্মা এর ছবি

ইস, এরপর কি হল??? মন খারাপ । পরের পর্ব শিগগির চাই।

আর দিদি আমি কিন্তু সাংগ্রিলার আশা এখনো ছাড়িনি বলে রাখলাম কিন্তু। হাসি

তুলিরেখা এর ছবি

না রে ভাই তাপস, সাংগ্রিলা এই বছরে আর হইবে না। মন খারাপ

তবে এই গল্পের পরের পর্ব শীঘ্রই আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ক্রেসিডা এর ছবি

কবে বাকিটুকু দিবেন সেটাও বলে যান!! অপেক্ষা করছি। ভালো লাগছিল পড়তে অনেক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তুলিরেখা এর ছবি

আসছে, শীঘ্রই আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

তারপর?? তারপর কী হলো?! ইয়ে, মানে...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

আরে তারপরেই তো আসল গঠনা! দেঁতো হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ত্রিমাত্রিক কবি এর ছবি

এতটুকু দিলেন!!!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তুলিরেখা এর ছবি

আসছে, আসছে, বাকীটুকু আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুমাদ্রী এর ছবি

আপনার এই উপকথার অনুবাদগুলো পড়তে দারুণ লাগে। এই গল্পটা পরিচিত মনে হচ্ছে কেন জানি। পরের পর্বের প্রতীক্ষায়।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তুলিরেখা এর ছবি

ওয়েলসের এই উপকথা মনে হয় নানা ভার্সনে নানা দেশে আছে। তাই পরিচিত লাগতে পারে।
পরের পর্ব আসছে শীঘ্র।:-)

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অমি_বন্যা এর ছবি

পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ। শীঘ্রই পাবেন পরের পর্ব।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বন্দনা এর ছবি

এত ছোটু কেনু তুলিদি? তারপরে আবার পরের পর্বের জন্য চুম্বক অংশটা রেখে দিছেন মন খারাপ

তুলিরেখা এর ছবি

বন্দনা, কতদিন পরে! ভালো আছো?
পরের পর্ব শীঘ্রই আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বন্দনা এর ছবি

আমি ভালো দিদি, আর কতদিন পরে কি , আমিতো রোজি সচলে আসি,মন্তব্য ও করী। আপনি নিজেই তো পোস্ট দিয়ে উধাও, আর খুঁজে পাইনা।

তুলিরেখা এর ছবি

বন্দনা, আমিও ঘুরে যাই রোজ না হলেও প্রায়ই। সেই পুরানো নাতিনাতনিগুলোকে আর তেমন দেখি না, তাই উপকথাও আসে না।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বন্দনা এর ছবি

ঠিক বলেছো তুলিদি, অনেকদিন হয় আগের মত নাতিনাতনিগুলা মিলে আর জমজমাটা সেরম আড্ডা হয়না মন খারাপ

তুলিরেখা এর ছবি

আমিও নাতিনাতনিগুলিরে না দেইখা আর আসতে বিশেষ উৎসাহ পাই না। মন খারাপ
সত্যি সেই সব দিন কেমন ছিলো, জমজমাট আড্ডা আর খাওয়াদাওয়ার গল্প। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্বপ্নখুঁজি এর ছবি

চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অস্বাভাবিক  এর ছবি

ছোটবেলা থেকে রুপকথা আমার ভীষণ প্রিয় । দারুণ লাগলো । পরের পর্বের অপেক্ষায় রইলাম । চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
পরের পর্ব শীঘ্রই আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রংধনুর কথা এর ছবি

শুরুর আগেই শেষ মন খারাপ পরের পর্বের অপেক্ষায় থাকলাম পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নানা রূপ পালটে একজন আরেকজনকে ধাওয়া করার অংশটা স্থানীয় একটা উপকথাতেও পড়েছিলাম। সেই গল্পের মুণ্ডু আর লেজের কথা মনে পড়ছেনা তাই পুরোটা বলতে পারলাম না।

অটঃ একশ' থেকে কতো গেল? ঠাক্‌মা কিন্তু আর মাসখানেক হস্তিনাপুরে আছেন। এর মধ্যে একশ' না হলে আমি কিন্তু আর তাঁকে আটকাতে পারবো না। তিনি দণ্ডকারণ্যে চলে গেলে তখন তাঁকে চেপে ধরার দায়িত্ব কিন্তু আপনার।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তুলিরেখা এর ছবি

আরে পান্ডবদা, ঠাকুমা দন্ডকারণ্যে গেলে অসুবিধা নাই, নৈমিষারণ্যে গেলেই মুশকিল। সেই নিরামিষ জঙ্গলে সবই নিরামিষ। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মরুদ্যান এর ছবি

খেলুম না!! এতটুকু দিলে ক্যাম্নে কি? ওঁয়া ওঁয়া

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তুলিরেখা এর ছবি

পরের পর্ব শীঘ্রই আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তদানিন্তন পাঁঠা এর ছবি

ওঁয়া ওঁয়া

তুলিরেখা এর ছবি

কান্দেন ক্যানো? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তদানিন্তন পাঁঠা এর ছবি

নাআআআআআআ।।। আমি একনি সুনবঅঅঅঅঅঅ। ওঁয়া ওঁয়া

তুলিরেখা এর ছবি

কাইন্দো না নাতি, এই তো আইলাম বইলা। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পল্লব এর ছবি

ওঁয়া ওঁয়া গপ্প আদ্দেক বয়ে! বাকিটা শুনবঅঅঅঅঅ!!!!

==========================
আবার তোরা মানুষ হ!

তুলিরেখা এর ছবি

আরে বাকীটা তো আসবেই। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দ্যা রিডার এর ছবি

জলদি বাকিটা হাসি

তুলিরেখা এর ছবি

আসছে, সে আসছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

আহা, কদ্দিন করে রূপকথা দিলে!

তুলিরেখা এর ছবি

কী করি? তোমরা কেউ আসো না। আশা, আয়না, ছন্দ, তুমি- তোমরা সবাই আমার ব্লগে আসা ছেড়ে দিলে, তখন থেকে উপকথারাও আর আসে না আমার হাতে। মন খারাপ এমনকি ইস্কুলবেলাও আসে না। মন খারাপ
তোমরা আবার আসতে থাকলে হয়তো ওরাও আসবে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

এঁ... আমি তো ছিলুমই না অনেক দিন... ওই ছোঁড়া তো কৌপীন পরে বরফের দেশে গিয়ে পাকাপাকি তপস্যা করতে লেগেছে... বায়নামতিও স্থায়ীভাবে হাপিস... আর ঠাম্মিরও এখন দেখি সবেতেই বৈরাগ্য রোগ হয়েছে... কই যাই!

তুলিরেখা এর ছবি

বুঝেছি, তোমরা সবাই বয়কট করেছ। মন খারাপ
নইলে বায়না, কৌপীনধারী, বিরাগিনী ঠাম্মি সবাই আসতো।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রদীপ্তময় সাহা এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

বেশি দেরি কইরেন না দিদি। হাসি

তুলিরেখা এর ছবি

না না, দেরি হবে না, প্রায় হয়ে এসেছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

তুলিরেখা এর ছবি

শয়তানী হাসি
খাইছে
দেঁতো হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রৌঢ় ভাবনা এর ছবি

পরের পর্ব আসুক শীঘ্র। অপেক্ষায় রইলাম।

তুলিরেখা এর ছবি

পরের পর্ব দিয়ে দিয়েছি। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।