দিগন্ত থেকে ছুটে আসে ঢেউয়ের পর ঢেউ, তার চূড়ায় চূড়ায় সুর বসাই, কথা বসাই। বসিয়ে যাই হাসিকান্না, চুম্বন-অশ্রু, গরমভাত ও ক্ষুধার গল্প। বসিয়ে দিই জলপাই বনের হাওয়া, জ্বরের ঘোর, ঘুম, স্বপ্ন। যত্ন করে বসাই বৃষ্টিবিন্দুদের, বসাই চিকমিকে বিদ্যুৎ ও বাজের হুঙ্কার। অসীম একখানি গানের মধ্যে মিশে থাকা কথা সুর ছন্দ তাল লয়ের মতন ওরা থাকে, ওদের শুরু নেই, শেষ নেই কোনো। কেজানে কোথা থেকে আসে অবাক হাওয়া-তারারা দপদপ করে, গাছে গাছে মর্মরধ্বনি জাগে। চেতনা হারাবার আগে নিজেকে শেষবার দেখতে পাই, ঘুরতে ঘুরতে মিলিয়ে যাচ্ছি অসংখ্য নক্ষত্রের ধূলির মধ্যে---চারপাশে সাঁতার কাটে দীপ্ত সবুজ মাছেরা, উড়ে বেড়ায় উজ্জ্বল নীল পাখিরা---সবকিছুর মধ্যে মিশে যাই, মিশে যাই ---
পিঁপড়েপাতাগুলো ঝিঁঝিরা ধার নিলো, সময় টেনে নিলো অসময়
পুরানো বইগুলো বেবাট চাপধুলো উড়িয়ে পাখা মেলে নয়ছয়-
তবু তো পথ আছে, তবু তো আছে ঘোড়া, অন্ধরাতে নদী তবু বয়
মেঘেরা ছেয়ে আছে, চাতক পথ চেয়ে পাথর ফিসফিস কথা কয়!
ঘুরছে চাকাগুলো, উড়ছে খুব ধুলো, পথের তবু শেষ কই হয়?
নতুন দিন আসে, রাতও আসে ঠিক, অমোঘ দিনলিপি অক্ষয়-
রাত্রিনদী ডাকে, দু'হাতে রঙ মেখে, হাওয়ার কানে বলে আয় আয়
তরী যায় উজানে, দাঁড়ীরা দাঁড় টানে, ইতিহাস একমনে গান গায়।
পাথর ফিসফিস কথা কয়, পাথর ফিসফিস কথা কয়....
মন্তব্য
বাহ্...
দারুণ... আহা!!!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ছন্দে দারুন মিল। অনেক ভালো লাগলো ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চরাচরে চক্ষু মেলে যে পাথর, সে তো দেখছে সব, সে তো কথা কবেই!
ভালো লাগলো।
পাথরের বিনাশ নাই, সে দেখছে জন্ম, মৃত্যু,হাসি কান্না, যুদ্ধ, হত্যা, জয় পরাজয়--সবকিছুই। কিন্তু সে কী বলে তা আমরা বুঝি না, বুঝতে চাই না।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চমৎকার
...........................
Every Picture Tells a Story
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সিম্পলি অসাধারণ।
ডাকঘর | ছবিঘর
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
গতকাল আটলান্টিক থেকে এলাম। ঢেউ দেখলাম অনেকদিন পরে।
কেমন দেখলেন ঢেউগুলিরে?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগলো তুলিদি।
অনেক ধন্যবাদ বন্দনা।
আশালতারে দেখি না!!! সে কই?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমি ও দিদিরে মেলাদিন অনলাইনে দেখিনা ।
কোনো খবর পেলে তার?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এরকম লেখাগুলো আবৃত্তি করতে ইচ্ছে করে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আপনি আবৃত্তি করেন?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
একেবারে তুলিরেখীয় পোষ্ট।
চমৎকার ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চমৎকার
______________________________________
পথই আমার পথের আড়াল
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন