অনেক দূরে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ২৩/০৯/২০১২ - ১১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দূরে আমার দেশে এখন প্রথম শরৎ, মেঘের ভিতর থেকে হঠাৎ হঠাৎ এখন সেখানে উঁকি দেয় আশ্বিনের নীলখুশী দিন। বৃষ্টিধোয়া নীলকান্তমণির মতন নীল আকাশে ভেসে বেড়ায় কাশফুলের মতন শুভ্র মেঘের দল। হয়তো শিউলিরা একটু একটু করে মেলছে চোখ, হয়তো কাশফুল নদীতীরে লাজুক ডানা মেলেছে কোথাও। এবারও আমার সেইসব সঙ্গীতময় শিউলিভোর দেখা হবে না, সেইসব উৎসবময়ী সপ্তমীসন্ধ্যা অষ্টমীরাত্রি আর "নবমী নিশি গো পোহায়ো না ধরি পায়, তুই চলে গেলে মাগো উমা মোরে ছেড়ে যায়"--দেখা হবে না, শোনা হবে না। বিজয়ার মিষ্টিমুখও অধরা রয়ে যাবে এবারেও। কতকাল আগে শেষ তাদের পেয়েছিলাম কাছে, দুইহাতের মধ্যে, হৃদয়ের স্পন্দনের সঙ্গে মিলিয়ে? সে কি বহুবছর আগে? তারপরে পৃথিবী সূর্যকে পাক খেয়ে ঘুরে এলো কতবার? পাঁচবার, দশবার নাকি আরো অনেক বেশীবার ? আমার সময়ের হিসাব কবে মিলেমিশে একাকার হয়ে গেছে, মনে হয় যেন যুগযুগান্ত কেটে গেছে সেইসব আশ্চর্য সময়ের পরে!

কতকাল দূর বিভুঁইয়ে। এখানে বৃষ্টি শেষ এখন, সোনালী সুরার মতন রোদ্দুরে মাঠঘাট ভরে আছে। সংক্ষিপ্ত গ্রীষ্মস্মৃতি মুছে যায় উতলা শরৎ-হাওয়ায়। এই বাতাসে শীতের চোরা টান। গাছেদের শিরশিরে কানাকানি বলে দেয় কমলা হলদে বাদামী লাল পাতার দিন আসছে। ঘাসের জঙ্গলে ব্যস্ত কাঠবিড়ালী, আরো দূরে খরগোসেরা। হরিণ পরিবার আরো দূরে ঘন জঙ্গলে, মাঝে মাঝে পথের পাশে এসে পড়ে, আবার দৌড়ে পালিয়ে যায় মায়া হরিণের মতন।

সন্ধ্যাবেলা এখনো জোনাকি জ্বলে, ওরা তৈরী হচ্ছে দীর্ঘ পরিযানের। একদিন হঠাৎ সবাই মিলে চলে যাবে দীর্ঘ কয়েক মাসের জন্য, ফিরবে আবার নতুন বসন্তে। প্রত্যেকদিন বিকেলে পাখিদের মেলা বসে, খুব কিচমিচ করে ওরা নিজের আশ্রয়শাখায় উড়ে যাবার আগে। ওদের কথা বোঝা যায় না বটে, কিন্তু দীর্ঘ যাত্রার কথাই হচ্ছে, জানি। আর মাত্র কিছুদিন পরেই তো ওদের পাড়ি, শীত ছেড়ে পালিয়ে যাবে ওরা দক্ষিণের উষ্ণাচলে।

চিঠির বাকসো খুলি, মাঝে মাঝে বাড়ির চিঠি থাকে। আস্তে আস্তে পড়ি, গন্ধ নিই, স্পর্শ নিই, যেন শুকনো কাগজে কালি দিয়ে লেখা শব্দ আর বাক্যগুলোর মধ্য দিয়ে জ্যান্ত সবকিছু ছুঁয়ে ফেলবো, রূপরসশব্দস্পর্শগন্ধ সব কিছু। পাগলের মতন কল্পনা। কিন্তু এই প্রস্তরকঠিন দুনিয়ায় পাগলামি ছাড়া কে ই বা বেঁচেছে কোনোদিন? ঐ চিঠির ঝাঁপি যেন শীতের রাতে একটু আগুন, কোমল উষ্ণতা। আমার উত্তরও লেখা হয়ে যায়, সেও ভেসে পড়ে।

চিঠি আসে, চিঠি যায়, প্রলম্বিত শীতালি হাওয়ায়। ক্লান্ত ডানা মেলে দিন ঢুকে পড়ে রাতের নীড়ে, স্বপ্নের ভিতরে জলডুবডুব খেলতে খেলতে এসে পড়ে স্মৃতিরা।

ধ্যানলীন রাত, বিবাসনা ভালোবাসা
উঠান-দাওয়ায় ধানছড়ারা গাঁথা,
চোখের পাতায় জলডুবডুব খেলা
স্বাতী-ঝিনুক-শিশির সুতোয় বাঁধা।

ধ্রুবতারা জাগে ধ্রুবরাত ভরে একা
দুয়ারের কাছে প্রহরীর মতো চুপ,
ঘুমপাহাড়ী শালসেগুনের বনে
সাগরপারের হাওয়ার অনুষ্টুপ।

*******


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সত্যপীর এর ছবি

ঠিক জানতাম আপনি কবিতা লেখেন.

ভারী চমত্কার চলুক

..................................................................
#Banshibir.

তুলিরেখা এর ছবি

এগুলিনরে কবিতা কইয়া লাজ দ্যান কেন? লইজ্জা লাগে
আপনারে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

লাবণ্যপ্রভা  এর ছবি

লিখাটা কথা বা কবিতা চাইতে ছবি বলেই বেশি মনে হল। অসাধারন লাগল চলুক

তুলিরেখা এর ছবি

আপনাকে অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নীড় সন্ধানী এর ছবি

কিছু লেখা আছে পড়লে কেমন একটা সুন্দর বিষন্নতা এসে গ্রাস করে। অনেকদিন পর পড়লাম আপনার লেখা। চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তুলিরেখা এর ছবি

কিছু কিছু লেখাও একধরণের বিষন্নতা থেকেই তৈরী হয়ে ওঠে। তাই না?
আপনাকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রৌঢ় ভাবনা এর ছবি

ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে। জানালা দিয়ে একদৃষ্টে বৃষ্টি দেখছি। একটু আগেই আপনার লেখাটা পড়লাম। কিছু কিছু বিষয় মিলিয়ে নিচ্ছি। এবারে পুজো আর ঈদুল আযহা, মাত্র কয়েকদিনের ব্যবধানে। আপনার আকুলতাটা যেন আমাকেও ছুঁয়ে গেল। ভাল থাকুন।

তুলিরেখা এর ছবি

আপনার জানালা দিয়ে বৃষ্টি আমিও দেখতে পেলাম। হাসি
অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

হাসি

দেবা ভাই
-----------------------------------------
'দেবা ভাই' এর ব্লগ

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কল্যাণ এর ছবি

মন খারাপ

_______________
আমার নামের মধ্যে ১৩

তুলিরেখা এর ছবি

কেন? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রংতুলি এর ছবি

চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

Kibria এর ছবি

চলুক

ধ্রুবতারা জাগে ধ্রুবরাত ভরে একা
দুয়ারের কাছে প্রহরীর মতো চুপ,

তুলিরেখা এর ছবি

এই লাইন দুটো আলাদা করে তুললেন যে! হাসি
ভালো থাকবেন, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রোমেল চৌধুরী এর ছবি

দিলখোশ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
অনেক ধন্যবাদ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।