লিখনের ভাষা চুপ করে গেছে, সমস্ত বর্ণমালা মিলিয়ে গেছে তৃণে তৃণে। মিলিয়ে গেছে নিভে আসা দিনের আলোয়, মেঘাবৃত আকাশে। বৃষ্টির প্রতিটি বিন্দু এখন বাঙ্ময়, ঝড়ের মেঘে সমুদ্রের উড়ন্ত নাভি।এখানে মুক্তির খোঁজে কোন্দিকে যাবো? দিকদিশাহারা দিগন্তবিসারী মৃত্যুর দিকেই? নাকি তমিশ্রা পার হয়ে পুনর্জন্মের দিকে?
দূরে, অনেক দূরে কোথাও, রাতের নদীর পাশে চুপ করে ঘুমায় ঘাট। ঘাট ছুঁয়ে খেয়ানৌকা আস্তে আস্তে দোলে। চাঁদ হেলে গেছে, ডুবে যাবে এখনই। ছিন্ন ছিন্ন জ্যোৎস্নাপালক ঝরে যায় ঢেউয়ে ঢেউয়ে।
আরো দূরে, দিকচক্রের অন্তরালে জ্যোৎস্নাপৃথিবী এলিয়ে পড়ে আছে। দিগন্ত থেকে দিগন্ত অবধি কোনো শব্দ নেই। মাতাল চাঁদ বুঁদ হয়ে আছে আশমানী মৌতাতে। হাল্কা কুয়াশার জাল সরিয়ে সরিয়ে শান্তভাবে উড়ছে সাদা পাখিরা। তাদের নিঃশব্দ ডানায় রোদ্রগন্ধস্মৃতি, ঘুমেলা চোখে স্বপ্ন-চরাচর।
এমন সব দৃশ্য, দৃশ্যের আড়ালের হাসিকান্না, দেওয়া ও নেওয়া, তৃষ্ণা ও বিতৃষ্ণা, কবে যেন ছুঁয়েছিলাম সবটুকু দিয়ে?
লিখনের ভাষা চুপ করে গেছে,
এখন বর্ণমালাহীন বর্ণিল ভাষায় কথা বলে
আকাশ, বাতাস, সমুদ্র, মহাসমুদ্র-
নদী, ঝর্ণা, অরণ্য, অগ্নিপর্বত।
নৃত্যপরা বৃষ্টিকণারা ঝরে পড়ে,
অতীত, বর্তমান, ভবিষ্যত জুড়ে।
ডুবিয়ে দিয়ে সমস্ত স্মৃতি-সারাৎসার-
অলৌকিক বৃষ্টিকণারা ঝরতে থাকে।
দগ্ধমুখ ধুয়ে যায় ভোরের বৃষ্টি,
জ্যোৎস্না একাকিনী চলে গেল দিগন্তরালে
কয়েকটা আংটিদূর্বায় এখনো রয়ে গেছে
চলে যাওয়া প্রহরের শিহরস্পর্শ।
সব আগুন নিভে গেছে শেষরাতে
বুকের ভিতরে ফুঁপিয়ে কাঁদে কে যেন
সে কী ভেঙে যাওয়া স্বপ্নটা?
মন্তব্য
গদ্যাংশটুকু (আসলে কবিতাই) অসাধারণ লাগলো তুলিদি ।
_____________________
Give Her Freedom!
অনেক ধন্যবাদ।
আসলে ওটাও গদ্য-কবিতাই ছিলো, পরে কিছু জুড়ে আর কেটে গদ্য করে দেওয়া হয়েছে।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
পুরোটা জুড়ে ধীরলয়ের চিৎকার। অনুভূতিটা চেনা।
- বিক্ষিপ্ত মাত্রা
অনেক ধন্যবাদ।
"ধীরলয়ের চিৎকার" কথাটা নাড়িয়ে দিয়ে গেল, এভাবে আগে ভাবিনি । আবারও ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
লাইন গুলো সত্যি অসাধারাণ
রিক্তের
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুন লাগ্লো।
জ্যোৎস্নাপৃথিবী কথাটাই যেন কেমন, ঐরকম জ্যোৎস্নারাতেই সংসার ছেড়ে চলে গিয়েছিলেন কুমার সিদ্ধার্থ, আর ফেরেন নি।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব অনুভুতিময় কথাগুলো, বুকের ভিতর বারবার ভেঙ্গে যাওয়া স্বপ্নের কান্না আমরা সবাই শুনতে পাই, খুব গোপনে।
সব মিলিয়ে অসাধারণ লাগলো তুলিদি !
ভেঙে যাওয়া স্বপ্নের টুকরো কুড়িয়ে কুড়িয়ে জোড়া দেবার চেষ্টা করতে করতেই তো জীবন ফুরিয়ে যায়, কখন দেখি বেলা ঢলে গেছে। অথচ কিশোরবেলায় মনে হতো স্বপ্নেরা ভাঙবে না, পক্ষীরাজের মতন উড়তে উড়তে অসম্ভবের দেশে নিয়ে যাবে।
ভালো থাকবেন, পড়ার জন্য ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
facebook
আপনাকেও অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগলো!
ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লেগেছে অনেক।
সব আগুন নিভে গেছে শেষরাতে
বুকের ভিতরে ফুঁপিয়ে কাঁদে কে যেন
সে কী ভেঙে যাওয়া স্বপ্নটা?
অমি_বন্যা
ধন্যবাদ অনেক।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বিষাদ খুঁড়ে ভালোলাগাটুকু নিয়ে গেলাম সাথে করে।
আছো কেমন দিদি?
বিষাদ ছিলো কি?
আমার এই চলে যাচ্ছে একরকম, তুমি কেমন আছো?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এম্মা! আমার যে কেমন দুঃখ দুঃখ অনুভূতি হলো পড়ে তোমার এই পোস্টে আগের সেই জমাট আড্ডা নেই, চিড়েটা নাড়ুটা পাবার আশাও নেই, তবে কী সে জন্যেই বিষাদ ভর করলো? এই দেখো আশাদির কথা মনে পড়ে গেলো! আহা কিসব দিন গেছে বলো! আমি ভালো আছি দিদি
আশালতা কোথায় আছে, কেমন আছে জানো? কতকাল আর এখানে দেখি না।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুণ...!
কড়িকাঠুরে
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আবেগাপ্লুত!
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চমৎকার!!!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুণ লাগল দিদি
''মাতাল চাঁদ বুঁদ হয়ে আছে আশমানী মৌতাতে।'' -- থমকে গেলাম
ডাকঘর | ছবিঘর
অনেক ধন্যবাদ ভাই।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন