আলো আর ছায়া, মেঘ আর রোদ। বৃষ্টি আর বিদ্যুৎ। এরা ঘুরে ঘুরে লিখে যাচ্ছে ধারাপাত আর বর্ণপরিচয়। গণিত, গান, গল্প, কবিতা। রচনা করে চলেছে অনন্ত সুর আর অগণিত কাহিনী। দেখতে পাই তবু পাই না। শুনতে যেন পাই মনে হয়, তারপরেই দেখি - না তো! মাঝে মাঝে যেন মনে হয় ওদের ভাষা একদিন বুঝতাম, কিন্তু তারপরেই চমকে জেগে উঠে দেখি- স্বপ্ন!
দিন শেষ হয়, সূর্যগ্রন্থি খুলে উড়ে যায় নক্ষত্রপিয়াসী। অলীক জ্যোৎস্নার আদরে শিহরিত দিগন্তের শরীর। প্রহর গড়িয়ে যায় মাঝরাত্রিতে। মধ্যরাতের বাঁশিওয়ালা বাজায় কী এক অজানা সুর, সেই সুরে আকাশের বুক থেকে উথলে নামে আলোকমঞ্জরী। এমন সময়েই তো কৃষ্ণারণ্য পার হয়ে ফিরে আসে বহুকালের হারানো প্রিয়তম !
আলোছায়া লেখে ধারাপাত
আর আঁধারে লুকানো কষ্ট,
রাত কেটে গেল ঘুম-ঘুম
দিন খররোদে ভ্রষ্ট।
ঘন নীল এক বোতামে
লুকানো মধুর গন্ধ-
সেই রহস্য ভাঙে নি
আজও রয়ে গেছে ধন্ধ।
কুয়াশায় ঢাকা ভোররাত
একা সাইকেলে চুপচাপ,
তার মুখ কোনোদিন দেখিনি
মনের ভিতর জলছাপ।
হাজারে হাজারে কমলা
প্রজাপতিদের অভিযান-
সেইপথে ডানা মেলে দিই-
পাহাড় পেরোনো পালাগান।
মন্তব্য
ছবির মত কবিতাটিও সুন্দর, প্রত্যাশা বেড়ে গেল।
ধন্যবাদ ও শুভকামনা রইল।
তুহিন সরকার।
আপনাকে ধন্যবাদ তুহিন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অসম্ভব সুন্দর!
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
অনেক ধন্যবাদ আপনাকে।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ছবি কবিতার মতো, কবিতা ছবির মতো
রাসেল জামান
অনেক ধন্যবাদ রাসেল জামান।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন