সচলায়তন-আমার দক্ষিণের জানালা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ১৬/০৫/২০১৩ - ৫:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদিন সকালে ইমেল দেখা শেষ হলেই ঢুকি সচলায়নে। একদম নিয়ম হয়ে গেছে। একদিন ঢুকতে গিয়ে দেখি পাতাটা খোলে না। প্রথমে ভাবলাম হয়তো সাময়িক কোনো সমস্যা, দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করলাম, খুললো না। সারাদিনে পারলাম না খুলতে।

একটু একটু করে মন মেঘলা হতে থাকলো। একটা দিনের মধ্যে যেন কী নেই কী নেই! তারপরদিনও ঢুকতে পারলাম না সচলে। তারপরদিনও। একেকটা দিন যায়, সবই চলে দিনের নিয়মে কিন্তু সচল খোলে না। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে মনে হয় কী যেন নেই, কী যেন ছিল না। শ্বাস নিতে কষ্ট হতে থাকে।

তারপরে একদিন সব ঠিক হয়ে গেল। খুলে গেল নীড়পাতা। সে যে কী একটা অদ্ভুত আনন্দ-অনুভূতি ! সত্যি করেই মনে হলো এতদিন যেন অচল হয়ে ছিলাম, প্রাণ যেন বন্দী হয়ে ছিল দরজাজানালা বন্ধ একটা অন্ধকার ঘরে। সে ঘরে বাতাসও স্থির, সে ঘরে শব্দও নেই কোনো। কী যে একটা অস্বস্তি!

সচলায়তন খুলতেই খুলে গেল আমার দক্ষিণের জানালা। একঝলক হাওয়া ঢুকে পড়লো ঘরে, চোখেমুখে চুলে চাপড় দিয়ে বললো, "কী রে, কী ভেবেছিলি, জানালা খুলবে না আর কখনো? "

বাইরে কত আলো, ঝলমল করছে বৈশাখী সকাল। আকাশটা কেমন মায়াময় নীল।

দক্ষিণের ঐ জানালা খুলে দিলেই
একটা ম্যাজিক হয়।
মেঝেতে আছড়ে পড়ে
এক-জানালা আকাশ-
এক-আকাশ রোদ্দুর
আর এক-চুমুক সমুদ্দুর।
আলো এসে ছুঁয়ে দেয়
ছায়ার মায়াবী আঁচল।

দক্ষিণের ঐ খোলা জানালা দিয়ে আমি
উড়িয়ে দিই আমার এই গৃহবদ্ধ পোষা দৃষ্টি,
চলতে ফিরতে ফণীমনসার কাঁটায় রক্তাক্ত
সেই দৃষ্টি হঠাৎ যেন পেয়ে যায়
দু'খানা সবল উজ্জ্বল সোনালী ডানা।

সে অনায়াসে পার হয়ে যায়
চিবোনো চিবোনো সব বাঁকা বাঁকা কথা,
ক্ষুরের মতন ধারালো সব বাধা আর নিষেধ-
পার হয়ে যায় শত শত মাঠ, বন, নদী, গ্রাম, শহর
যেতে যেতে আলতো ছুঁয়ে দেয় পাহাড়ের চূড়া,
একটুখানি খেলে নেয় নীল আকাশের
তুলো-তুলো মেঘেদের সঙ্গে-
আর অক্লান্ত উড়তে থাকে ঐ
আদিগন্ত ছলাৎছল নীল সমুদ্রের দিকে।

*******


মন্তব্য

তারেক অণু এর ছবি

সচলায়তন আমার অভ্যাস, কে যেন বলেছিল, কথাটা সত্য

তিথীডোর এর ছবি

সচলায়তন অভ্যাস নয় হে, মধুরতম সর্বনাশ। চোখ টিপি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

তারেক অণু,
একদম। আমার নিজের তো মনে হয় শুধু অভ্যাসই না, প্রাণের অক্সিজেন। হাসি
তিথীডোর, ঠিক। সচলকে মাঝে মাঝে বলি, "সেদিন ছিলো তোমার পৌষমাস / আর, আমার হইলো সাড়ে সব্বনাশ।" হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মেঘা এর ছবি

সচলায়তন ছিল যে কটা দিন ছিল না খুব মন অস্থির ছিল। এমনিতেই আমি ফেসবুক ডিএক্টিভেটেড করে দিয়েছি সেখানে সচল ও নেই। আমার মনে হচ্ছিলো আমি বোধ হয় পুরো এক কানা গলিতে আটকা পড়ে গেছি। কোন কিছুর খোঁজ জানি না। প্রিয় মানুষদের প্রিয় লেখাগুলোর ছলে তাদের মনের খবরও পাচ্ছি না! এখন ব্রাউজার ওপেন করলেই আমার হোমপেইজে আবার সচল চলে আসছে আগের মত! আসলেই স্বস্তি! হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তুলিরেখা এর ছবি

একদম মনের কথা, সচল ফিরে এসে বাঁচিয়েছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর জলছবি এর ছবি

সচলায়তন আমার কাছেও প্রাত্যহিক জীবনের বাইরে এক টুকরো জানালা অথবা মাঝে মাঝে দখিনা খোলা বারান্দা। মন ভাল থাকুক বা খারাপ, অস্থির থাকি অথবা শান্তিতে, ভয়াবহ রাগ, থম ধরানো মাথা এরকম সব অনুভূতিতেই সচলায়তনে ঢুকে নিঃশ্বাস ফেলতে পারি। অচল থাকার সময়ে আপনার ঠিক কাছাকাছি অনুভূতিই হয়েছে আমারও। আমার ধারনা আরও অনেকেরই হাসি হাসি

তুলিরেখা এর ছবি

আমি তো তখন ফেসবুকে, ফোরামে, এখানে, ওখানে নানা বন্ধুর কাছে অস্থির হয়ে খোঁজ নিচ্ছিলাম কী হলো। যতক্ষণ না সচল ফিরেছে, ততক্ষণ শান্তি ছিলো না। ফিরলে শান্তি। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাফিনাজ আরজু এর ছবি

চলুক
একদম মনের কথা..... হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তুলিরেখা এর ছবি

কী আর বলি! সচল খুললে প্রাণটা যেন বাঁচলো। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ভাল বলেছেন-"দক্ষিণ খোলা জানালা"।
খুব অল্প দিনেই অভ্যস্ততায় পরিণত হয়েছে।
হাসি

সুবোধ অবোধ

তুলিরেখা এর ছবি

একেবারে জীবনের পরতে পরতে জড়িয়ে গেছে।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রৌঢ় ভাবনা এর ছবি

মনটা যখন বড্ড বিষণ্ণ থাকে তখন সচলায়তনের পুরনো লেখাগুলো পড়ি। নিজের লেখাও পড়ি। মনটা অনেকটই হালকা হয়ে যায়। অভিজ্ঞতা থেকেই বলছি। সত্যিই সচল দক্ষিণের খোলা জানালা। চলুক

তুলিরেখা এর ছবি

একদম মনের কথা বললেন। সচলের লেখাগুলো এতই বৈচিত্রময় আর এতই সুন্দর, মনের মালিন্য মুছে নেয় একেবারে সব, মনটা পালকের মত নির্ভার করে দেয়।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইদ এর ছবি

কী জানি নাই ....কী জানি নাই... এমন একটা অনুভূতি হয়...

তুলিরেখা এর ছবি

ঠিক বলেছেন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

আমার মনে হয় এসব কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র...

তুলিরেখা এর ছবি

চিন্তিত
শ-কে-ড-উ-৫৩১৭ ???? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

ইনফার্নো পড়লে নাকি?

তুলিরেখা এর ছবি

আরে না। পাই নি এখনো হাতে। এক বন্ধু অবশ্য আকাশদস্যুতা করে নামিয়ে নিয়ে পড়ে ফেলেছে আর সবাইকে ভয় দেখাচ্ছে শেষটা বলে দেবে। হাসি
তুমি পড়লে?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

আম্মো পড়ে ফেলেছি, ওখানে FS-2080 বলে একটা লোক আছে কিনা তাই ভাবলাম ওই হিন্ট দিচ্ছ।

অমি_বন্যা  এর ছবি

সচল আমারও অভ্যাস। দিনে একবার ঢু না মারলেই নয় চোখ টিপি

তুলিরেখা এর ছবি

আমি তো দিনে একাধিকবারও ঢুকি। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রদীপ্তময় সাহা এর ছবি

একটা ভাল অভ্যেস চলে যাওয়ার কষ্টে মাঝে মাঝে অপরাধী মনে হয়।
তবে অপরাধ কাটানোর চেষ্টা করছি।

তুলিরেখা এর ছবি

চলে গেছিল? বলেন কী???? অ্যাঁ
ফিরে আসুন, সেইরকম লেখাগুলো লিখুন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রদীপ্তময় সাহা এর ছবি

উৎসাহ দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।
যাক, সবাই তাহলে ভুলে যায়নি। হাসি

তুলিরেখা এর ছবি

আপনার লেখা তো ভোলার মতন লেখা নয়। সব মনে আছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচল একটা অভিশাপ চোখ টিপি
শিরোনাম দেখে এই গানটার কথা মনে হয়েছিলো। শুনছি।

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

হাসি
গানটা শুনবো। আপনাকে ধন্যবাদ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুমিমা ইয়াসমিন এর ছবি

সচলায়তন 'আমার সর্বনাশ' হাসি

তুলিরেখা এর ছবি

একেবারে।
আমার তো যারে কয়, সাড়ে সব্বনাশ! হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জোহরা ফেরদৌসী এর ছবি

কিসের জানালা ফানালা? সাক্ষাৎ একটা বদঅভ্যাস এই সচলায়তন। কি ভোগান্তিটাই দিল এই ক’দিন!

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তুলিরেখা এর ছবি

ঠিকই কইসেন।
আমার তো হাঁসফাঁস অবস্থা হইছিল, বসতে পারি না, শুইতে পারি না, খালি মনে হয় খুললো খুললো?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাব্দিক এর ছবি

সচলায়তন খুউউউপ খারাপ জায়গা ইয়ে, মানে...

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তুলিরেখা এর ছবি

যা বলেছেন। নেশার টান একেবারে, কঠিন টান।
হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।