একদিন ঝড়ের রাতে মাতাল নাচের বৃত্তে তাকে দেখেছিলাম প্রথম। ভবঘুরে ধূমকেতুটির মতন নক্ষত্রারণ্যে একা। বুকে ঢেউ উঠেছিলো সেদিন ঝঞ্ঝা-উত্তাল সমুদ্রের মতন। পরে যখনই কাছাকাছি হয়েছি, তখনই জেগেছে ঢেউ, কখনো সমুদ্রে, কখনো বুনো ঘাসঝোপে।
ওর হাসি ছিলো হাওয়ার মতন, ঝাউবনের শিরশিরানি বুকনির মতন, শঙ্খের গায়ে কান পেতে শোনা অলীক গানের মতন। ওর চাহনি ছিলো মধ্যরাত্রিনীল, কথা ছিলো শরতের ভোর। তবু হাসি, চাহনি বা কথার মধ্যে ওকে কোনোদিন ধরা যেতো না। ঝাঁঝালো ঈর্ষা তাই মিশে থাকতো আমার ঢেউয়ে, তীব্র আবেশবিহ্বলতার সঙ্গে অসহায়, অবুঝ, না-পাওয়ার ব্যথা।
বজ্রবিদ্যুতের তান্ডব আমাকে বেঁধে রাখলো রাতের পর রাত, দিনের পর দিন সমুদ্রবিহীন মরুতে। একদিন জোর করে ফিরে এসে দেখি সে চলে গেছে নিরুদ্দেশে। সময় থেমে গেছে কাঁটায় কাঁটায়, ওর ফেলে যাওয়া নীল ঘড়িটায়।
আজ ওকে দেখি নীলাকাশে
দেখি নদীতীরে মধুকূপী ঘাসে,
শরৎমাঠের রোদে ফুটে থাকা কাশে-
পরিযায়ী ডানার নিশানে,
ওকে দেখি অফুরন্ত উড়ানে।
পুড়ে খাক হৃদয়ের কৃষ্ণ অরণ্যে
কচি ঘাস হয়ে তার ফিরে ফিরে আসা,
ধূসর সমুদ্রে জাগে নীলের প্রলাপ
শুখা ঝাউবনে ফোটে সবুজের ভাষা।
বারে বারে ফিরে আসে সে-
ভিতরের গহীন আকাশে।
*******
মন্তব্য
শেষ ১১ পংক্তির অংশটিকে স্বয়ংসম্পূর্ণ লেগেছে। এই অংশটি আরো গোছানো ও লেগেছে, ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
=DX
বাহ্!!
-------------------
সুবোধ অবোধ
--------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!
(ধইন্যা)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমি তো আপনার এক্কেবারেই অপরিচিত,তবে কেমন করে জানলেন আমার মনের কথা! এটাই বোধ্য় কবিদের সহজাত বৈশিষ্ঠ্য।
মনের মত সুন্দর।
ধন্যবাদ উদয়।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চমৎকার ঝঙ্কৃত ভাষা।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
ধন্যবাদ ঈয়াসীন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কবিতাটা দারুণ লাগল! ধার দেন, একটা ছবির সাথে মিলিয়ে ফেলি?
facebook
হ্যাঁ হ্যাঁ লন লন। :-)
জানি, আপনার তোলা ছবিগুলো দেখি তো! অপূর্ব!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বারে বারে ফিরে আসে সে-
ভিতরের গহীন আকাশে।
(Y)
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
হুম - আমারো ভাল লেগেছে :)
অনেক ধন্যবাদ স্যাম। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অনেক ধন্যবাদ সাফিনাজ আরজু। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন