কারা যেন কানের কাছে ফিসফিস করে ওঠে, শুনতে পাই অনেক গলার স্বর-- কোনোটা হাল্কা কচি স্বর, কোনোটা গম্ভীর জোরালো, কোনোটা মেয়েলী কোমল স্বর-প্রায় গানের মতন সুরেলা, কোনোটা দানা-দানা পুরুষালী স্বর, কোনোটা তীক্ষ্ণ চড়া স্বর, কোনোটা তরুপত্রে বাতাসের মর্মরের মতন নরম স্বর। ওরা বলে, "বলবে না আমাদের কথা?"
কাগজের উপরে কলম সরে সরে যেতে থাকে, অক্ষরের পর অক্ষর, শব্দের পর শব্দেরা উঠে আসতে থাকে, সেসব ঐ স্বরগুলোর গল্প। একসময় দেখি তাদের গল্পের একেকটা অংশ কখন পুরো বা অর্ধেক ফুটে উঠেছে কাগজের উপরে। তখন ঐ কুঁড়ির মতন ক্ষুদে ক্ষুদে শব্দগুলো কথা বলতে থাকে, অন্ধকার থেকে আলোর ফুলের মতন ফুটে উঠতে চায় তারা, তাই...
ইচ্ছে-বাতাস উড়ছে আমার বেভুল বাগান পথের বাঁকে
জাঁকজমকের উড়নতুবড়ি জ্বলতে জ্বলতে পুড়তে থাকে।
এই দ্যাখো এই তুলির টানে লেবুরঙের সকাল আঁকি-
এই দ্যাখো এই শিশির ফোঁটায় রাত্রিবিষাদ লুকিয়ে রাখি।
এই দ্যাখো সব মুছে দিলাম ঝড়বিকালের এক ঝাপটে
ঐ দ্যাখো সেই কাচপোকা টিপ বন্ধ ঘরের ঐ কপাটে।
কথার শেষে চুপকথামন একলা হয়ে উদাসচোখে
সাঁঝদিঘিটির আয়্নাজলে মুখ দেখতে অবাক ঝোঁকে।
আলতো হাতে দরজা ঠেলি সেই আমাদের সবুজ বাড়ি
মধ্যরাতের মেলগাড়িতে তারায় তারায় অবাক পাড়ি।
*******
মন্তব্য
বাহ! মুগ্ধতা!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
অনেক ধন্যবাদ, অন্যকেউ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- একলহমা
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
----------------
স্বপ্ন হোক শক্তি
আরে আশালতা যে! কতদিন পরে। ভালো আছো?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ, নজরুল।
বহুদিন পরে আপনার কমেন্ট পেলাম। ভালো আছেন?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কবিতা ভালো লাগলো
অনেক ধন্যবাদ, মহুয়া।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুলির টানে এই লাইনটা বুকের মধ্যে এঁকে দিলেন।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্য দিনটাকে স্বর্ণময় করে তুললো। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আহা, ভালইতো !
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভাল্লাগছে
_______________
আমার নামের মধ্যে ১৩
অনেক ধন্যবাদ, কল্যাণ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চমৎকার তুলিদি! আছো কেমন হে? ভালো থেকো
আরে আয়নামতি যে! কতদিন পরে।
ভালো আছো?
আমি তো আসি যাই, তোমাদেরই দেখা পাই না। সেই চিলনি মায়ের গপ্পের মেয়েটার মতন বলতে ইচ্ছে করে, "চিলনি মা গো চিলনি মা, ওড়োও না ঘোরোও না, আমার স্মরণ করোও না।"
ভালো থেকো।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমি মাঝে মধ্যেই এসে উঁকি ঝুঁকিটি মেরে যাই কিন্তু দিদি। মনে করি হে মুখ ফুটে বলাটি হয়না কেবল!
খুব ভালো লাগলো তোমার এমন মায়াময় কথায়। বুঝতেই পারছো আমি খুব ভালো আছি অনেক ভালো থেকো দিদি।
facebook
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুণ
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভাল লাগলো দিদি।
এই দ্যাখো এই তুলির টানে লেবুরঙের সকাল আঁকি-
এই দ্যাখো এই শিশির ফোঁটায় রাত্রিবিষাদ লুকিয়ে রাখি।
অনেক ধন্যবাদ তানিম এহসান।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন