ক্ষমা নামের সেই নদীটি

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০১৪ - ৩:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ছোট্টো নদীটা হারিয়ে গিয়েছিল। ওর নাম ছিল ক্ষমা, আমার পাথরঘরের কাছ দিয়ে কুলকুল করে বয়ে যেত ওর চঞ্চল ধারা। ও ছিল ছোট্টোবেলার প্রিয় খেলার সাথীর মতন, স্বচ্ছ, অনাবিল, যার মধ্যে নিবিড় শান্তি আর আনন্দ, যার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যা্য, যার কাছে সব কথা বলা যায়। মধ্যগ্রীষ্মের প্রচন্ড বালিঝড়ে একদিন নদীটা নেই হয়ে গেল ।

শুধু রয়ে গেল একটা আঁকাবাঁকা রেখা, ঐখান দিয়ে একদিন ক্ষমা প্রবাহিত হত। সেখানে ক্ষমাহীন মরুবাতাস ঝিং ঝিং করে বয়ে যেত বালির ছররা ছড়িয়ে। শীর্ণ কাঁটাঝোপের পাশে জীর্ণ পাথর-ঘরে আমি অপেক্ষায় থাকতাম তবু। যদি সে ফেরে কোনোদিন। সে ফিরতো না। দিন গেল, মাস গেল, কত কত বছর ফুরিয়ে গেল। হারানো নদী আর ফেরে না।

তারপর একদিন দুপুরের সূর্যের জ্বলন্ত মুখ ঢেকে দিয়ে আকাশ ভরে এলো বর্ষণসম্ভবা মেঘেরা । বৃষ্টির করুণাধারা ঝরতে থাকলো, ঝরতে থাকলো, ঝরতে থাকলো। ঝরতে থাকলো সমস্ত বিকেল, সন্ধ্যে, রাত্রি।

সকালে উঠে দেখি
ফিরে এসেছে হারানো নদী,
ঢেউয়ে ঢেউয়ে ভোরের আলোর ঝিলিক-
আকুল কলরোলে গাথাসপ্তশতী।

শুধু-
ওর বুকে একখানি ক্ষত-
এক চিলতে লাল স্রোত,
তাকে ঘিরে দুটি নীল ধারা,
নীল ব্যথার মত।

তবু সে ক্ষমা, ক্ষমা, ক্ষমা-
সীমানাহারা সমুদ্রসমা ক্ষমা-
গহীনের আরক্ত ক্ষত
ও নীল বেদনা ঢেকে
আদিগন্ত বইছে অনন্ত প্রিয়তমা ।


মন্তব্য

এক লহমা এর ছবি

বহে যাক, বইতে থাকুক। চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ আপনাকে।
অনেক দেরি হায়ে গেল উত্তর দিতে, তার জন্য দু:খিত।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

অসাধারণ, এই শব্দের বুনন।

-ছায়াবৃত্ত

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

সীমানাহারা সমুদ্রসমা ক্ষমা
গহীনের আরক্ত ক্ষত
ও নীল বেদনা ঢেকে
আদিগন্ত বইছে অনন্ত প্রিয়তমা - অসাধারণ!

ফাহিমা দিলশাদ

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দীনহিন এর ছবি

আপনার পোস্ট পড়ি কোন রোচক কাহিনির টানে নয়, বা সমাজবাস্তবতার কোন নতুন কোন ভাবনায় আলোড়িত হতে নয়;
বরং পড়ি অসাধারণ ও অনিন্দ্য সব গদ্যে বুঁদ হয়ে যেতে! এমনই নেশাধরানো তরলে পূর্ণ এইসব অপরূপ গদ্য-পাত্র!

চলুক, তুলিদি!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভাই। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।