প্রিয় সচল...
www.bangladesh1971.net ২৬শে মার্চের প্রথম প্রহর.. ঠিক ১২:০১ এ শুভ উদ্ভোধন হবে একজন মহান মুক্তিযোদ্ধাকে দিয়ে। একজন সাধারণ মুক্তিযোদ্ধা। যিনি মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মার্তৃভূমিকে শত্রুমুক্ত করতে জীবন বাজী রেখে যুদ্ধ করে গেছেন। নির্মিয়মান এই সাইটটি প্রিয় সচলায়তনের পাশাপাশি হাত ধরেই হাটবে সহযোগী বন্ধু হিসেবে এমনটাই আশা করছি।
সচলদের কাছে বিনয়ের সাথে জানাচ্ছি... আপনাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন নিয়ে আপনার লিখার একটি কপি বাংলাদেশ ১৯৭১ সাইটে যদি জমা রাখেন তাহলে ভবিষ্যতে একটি বিশাল সংগ্রহশালায় রুপান্তরিত হবে। আশা করি মুক্তিযুদ্ধ সংক্রান্ত সাইটে আপনার সরব উপস্থিতি ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাতে সহায়তা করবে।
আমাদের কথা:
আমরা যারা এই ব্লগটি তৈরি করছি, অংশ নিচ্ছি- তারা কেউ মুক্তিযুদ্ধে অংশ নেইনি, নিতে পারিনি। এটা আমাদের দূর্ভাগ্য যে তখন আমাদের জন্মই হয়নি। হয়তো তবে যুদ্ধ করে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে ধন্য হতাম। এখনকার মতো দূর্ভাগা সময়ে বিনা যুদ্ধে প্রতিমূহুর্তে আমাদের মেদিনী বিসর্জন দিতে হতো না।
আমরা সৌভাগ্যবান যে, অন্তত দাবী করতে পারি যারা এই দেশের জন্য লড়াই করেছেন, সেইসব বীরদের আমরা উত্তরসূরী। তাদের পাশে পাশে থেকে থেকে বড় হতে পারছি। আমরা যেমন ঈর্ষা করি আমাদের পূর্বতনদের- যে ইশ্ তোমাদের কত সৌভাগ্য, তোমরা সরাসরি যুদ্ধ করে হানাদারকে হটিয়ে দিতে পেরেছিলে প্রিয় এই বাংলার মাটি থেকে, তেমনি হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকেও ঈর্ষা করবে, বলবে ইশ্ তোমাদের কি সৌভাগ্য তোমরা এই বীরদের হাত পা মাথায় নিয়ে বড় হতে পেরেছো।
কিন্তু তারা যদি আমাদেরকে ঈর্ষা না করে ঘৃণা করে? যদি বলে তোমাদের হাতের সামনে এত এত প্রত্যক্ষদর্শী রেখেও, এত্ত এত প্রমাণ রেখেও তোমরা কি করলে? তোমাদের বাবা ভাইকে যারা হত্যা করেছিলো, তোমাদের মা বোনকে যারা ধর্ষণ করেছিলো তাদের বিচার করতে পারলে না?
তখন সত্যি আমাদের জবাব দেবার কিচ্ছু থাকবে না। লজ্জায় মাথা নুয়ে থাকা ছাড়া।
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের বার্তা পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব আমাদের কাঁধে। আমরা সেতুর মতো, অথবা দৌড়বিদের মতো, রিলে রেসের কাঠি হাতে মধ্যবর্তী দৌড়লোক, কি করে এড়াবো এই দায়? নাকি লজ্জার এই দায় নিয়েই মরে যাবো?
না। আমরা এই লজ্জা নিয়ে মরে যেতে চাই না। আমরা জানি আমরা পারবো, পারবোই। এই বাংলার মাটিতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই। সরকার বা কারো মুখাপেক্ষী হয়ে না, আমরা আমাদের চেতনার চেষ্টায় এই বাংলার মাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনবো সবটুকু ইতিহাস, সবটুকু প্রমাণ, জমা করে রাখবো এই ব্লগে, হ্যাঁ, এইখানে।সেই প্রমাণ দাখিলে সব অপরাধীর বিচার হবেই হবে।অন্তত বীজটুকু রুয়ে যাবো অন্তরে অন্তরে।
আর এই বাংলার মাটিতে অবহেলিত মুক্তিযোদ্ধাদের সসন্মানে প্রতিষ্ঠিত করে যাবো।এই আমাদের দৃপ্ত অঙ্গীকার।
আর এই বাংলার, আমাদের এই বাংলাদেশের, এই দুঃখী জাতিটার সমগ্রটা ইতিহাস রচিত করে যাবো আগামী প্রজন্মের জন্য। সত্য বই মিথ্যা ইতিহাস না।আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের স্বাধীনতা... সবটুকু সত্য ইতিহাস এইখানে রেখে যাবো।যেই ইতিহাস কাঁধে নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে।
আমরা যারা এই ব্লগে আছি থাকবো, তারা এই শপথ নিয়েই থাকবো।
মন্তব্য
প্রতিটি মানুষের কাছেই সময়ের কিছু দাবী আছে... থাকে...
সময় আসলে মানুয়ের এইসব দায়িত্বের কাঁধে চড়েই এগিয়ে যায়।
আমাদের আগের প্রজন্মের কাঁধে সময় দায়িত্ব চাপিয়েছিলো যুদ্ধ করার। আমরা সেই নিয়াই এখনো বাঁচি। নিজের দায়িত্বটা পরে রয়...
এ দায় এড়ালে সময়ই আমাকে অপরাধী করে তুলবে একদিন। আমি তাই মনে করি...
এই সাইট সেই সময়ের দাবী পূরণে যতটুকু এগিয়ে যাবে, আমিও তার সঙ্গী হই তবে... চেষ্টা করি দায়িত্বের একটুকু অন্তত পালন করতে।
সঙ্গী হলাম তবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই... আইডিটা এড করেন... এইটা আমার নয়া আইডি... আগের গুলা বদলাইয়া ফেলছি
ভালো উদ্যোগ। শুভকামনা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ বস... ক্যারম আছেন?
প্রথমেই শুভকামনা
লগে আছি . আর এবি তে কওয়ার পর সাইটটেতে গিয়া রেজিষ্টেশন করলাম কিন্তু অহনওতো এক্টিব করে নাই!! কি করি এহন....
কেমন আছেন টুটুল ভাই?
কল্পনা আক্তার
.......................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আরে আপ্নে এইখানে? ভাল্লাগ্লো...
এক্টিব হৈয়া গেছে... চেক করেন
চমৎকার উদ্যোগ। সাথে আছি।
— বিদ্যাকল্পদ্রুম
ধন্যবাদ
অভিনন্দন ও শুভকামনা রইলো।
ধন্যবাদ রাশেদ
শাবাশ!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আপনাদের উৎসাহ পথচলায় শক্তি যোগায়...
ভালো আছেন?
মুক্তিযুদ্ধের সপক্ষে যায়, এমন যে কোনও কাজই অভিনন্দনযোগ্য।
সঙ্গে আছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধন্যবাদ
একটা জাতির ইতিহাসে একটা প্রজন্মই শুধু এই সৌভাগ্যের অধিকারী হয়
বাকি প্রজন্মেরা কাঁধে তুলে নেয় সেই জাতিকে একটু একটু করে সংরক্ষণ করা আর এগিয়ে নেবার দায়িত্ব
০২
অভিনন্দন এই আবেগ এই দায় আর এই সাহসকে
আছি
বস... অশেষ ধন্যবাদ... আপনাদের অনুপ্রেরণা আমাদের সাহসি করে...
ঘুরে আসলাম। ডিজাইন চমৎকার, প্রথম লেখাগুলোও দূর্দান্ত।
শুভকামনা রইলো ।
আমাদের অনেক দুর যেতে হবে... সবে শুরু...
ধন্যবাদ বস...
সুন্দর পেজ। ডিজাইনটাও সুন্দর। লেখাগুলো এখনো পড়ে দেখিনি। তবে টাইটেলগুলো দৃষ্টি আকর্ষণ করেছে ঠিকই।
কি মাঝি? ডরাইলা?
ধন্যবাদ দ্রোহি ভাই
আখনো অনেক কিছু করতে হবে... মাত্র শুরু... দোয়া রাইখেন
নতুন মন্তব্য করুন