মন ভাবে তারে এই মেঘলা দিনে

টুটুল এর ছবি
লিখেছেন টুটুল (তারিখ: রবি, ২২/০৭/২০০৭ - ৩:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আকাশটার মনে হয় ডায়াবেটিস হইছে। সেই সকাল থিকাই ক্রমাগত ঝরতেই আছে। পজ নেয়ার কোন লক্ষন দেখতাছিনা। বারডেমে ভর্তি করাইয়া দেওন লাগবো মনে হইতাছে।

রাস্তায় হাটুপানি। ট্যাক্সিগুলো ডুবে যাচ্ছে... আহা বড়ই আনন্দ.. নিজের নাইতো.. রিক্সার উপরে বসে সিট এ পা রেখে ছাতা মাথায় .. .. কি অদ্ভুত দৃশ্য। ওয়ারীদ এর মাইয়া গুলা যদি এ দৃশ্য দেখে.. তাইলে বেইজ্জতির আর কিছু অবশিষ্ট থাকবো না। কিন্তু অফিসে না গেলেও আবার মিস...

কাক ভেজা হয়ে অফিসে এসে জানালার পাশে বসে বসে বৃষ্টির অপরূপ দৃশ্যের অবলোকন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটা আজ মরার উপর খাড়ার ঘা। ভোজ কাপর তার মধ্যে ঠান্ডা... উফ...। ধুমায়িত চায়ের কাপে আলতো চুমু... ম্যাসেঞ্জারগুলোও আজ বরষনে সায়লাব... কাজ করতে ইচ্ছা করতেছেনা আজ। ইস্ কেউ যদি থাকতো... রিক্সায় কাক ভেজা হয়ে সমস্ত শহর চক্কর দেয়া যেত... একা একা গান শুনে জ্বালা মেটানো আর হা পিত্তেশ ছাড়া আর কিছুই করার নেই.. যত্তোসব

মন ভাবে তারে এই মেঘলা দিনে... শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুমঝুম নুপুরের সাঝে ... বাতাসে যেন মৃদু সুবাসে
নিটল পায়ে রিনিক ঝিনিক ... পায়েল খানি বাজে
মাদল বাজে সেই শান্তিতে শ্যামা মেয়ে নাচে

চাদের অধোরে যেন.. তোমার হাসির মাঝে
সোনালী আবেশে তবে সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে বেধেছিলে বাধন
ভালোবাসা তবে কেন ... মনের অগোচরে


মন্তব্য

তারেক এর ছবি

ওয়ারিদ চাচার মেয়েরা দেখলেও সেরকম হইত। চোখ টিপি
গানটা ফাটাফাটি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

টুটুল এর ছবি

মিয়া আমারে বেইজ্জতি করতে চান?

ধইন্যাপাতা

___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্লিজ , আপনি তাইলে ঐ দিকে থাকেন। মলির দিকে আর তাকাইয়েন না।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওয়ারিদ চাচার মেয়ে কয়টা?
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

টুটুল এর ছবি

গুইনা শেষ হইবো না...
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

কনফুসিয়াস এর ছবি

ফো-অ-অ-স। (দীর্ঘশ্বাস!)
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

টুটুল এর ছবি

বস.. এইডা কি দীর্ঘশ্বাস?
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

ঝরাপাতা এর ছবি

আমার বৃষ্টিটা বুঝি আপনার রেইনকোটরে তলায় লুকিয়েছিলো? সেটাকে খুঁজে দেয়ার জন্য ধন্যবাদ। গানটা খুব প্রিয়, প্রায়ই শুনি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।