মেয়ে ফিরে এসো... এসো না ফিরে...

টুটুল এর ছবি
লিখেছেন টুটুল (তারিখ: শনি, ২৮/০৭/২০০৭ - ৩:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেয়ে ফিরে এসো... এসো না ফিরে...

সময় যেন কাটেনা... বড় একা একা লাগে... কাটছেনা জীবন তোমার বিহনে... কতকাল একা থাকবো তোমায় ছাড়া? বসন্ত এসে চলে যাচ্ছে আসোনি তুমি... আসোনি... স্রোতে ভেসে যাচ্ছে সময়... ভেসে যাচ্ছি ... তুমি... আমি... কষ্টটা যদি ভাসিয়ে দেয়া যেত? সে তো আর হচ্ছেনা... হবেও না... আমৃত্যু এই কষ্ট বয়ে বেড়ানোর বেদনা ... সবটুকুই কি আমার? ভালোকি কি একাই বেসেছিলাম? তুমি কি একটুও বাসোনি? আমি ক্যান একা এই বেদনা বয়ে বেড়াবো?

হয়তো কারো বুকে মাথা রেখে... সুখের পালঙ্কে শুয়ে কিছুটা দুঃখ বিলাস... বোরিং সময় হয়তো সাগর ভ্রমনে বেড়িয়ে পরা... কারো দীর্ঘশ্বাস মাড়িয়ে সুখি হওয়ার কি আপ্রাণ প্রচেষ্টাইনা লক্ষ্যণীয়... ক্ষনিকের এই জীবনে সুখের অভিনয়... মুগ্ধতায় বহমান...

রাতের ক্রমান্বয়ের গভিরতা ব্যাথার দীর্ঘশ্বাস... হতাশার অনলে দহন... জীবন পোড়ানো গন্ধ... কি সুখ পোড়াতে অন্যকে? হেমনলের সুধা পানে আমার অপার আগ্রহ... নিবৃত করণে তোমার অনাগ্রহ... বিত্ত বৈভবের চাপায় সুখ খোজার কি অসিম পথচলা... আরো একটি অথবা দুটি জীবন ধ্বংশ... ক্যামনে পারে মানুষ? কালো মোলায়েম আধার শয্যায় দিনাতিপাত... কাটছে তো জীবন...

বন্ধুদের হুল ফোটানো তিক্ষè আক্রমন ক্রমাগত। হৃদয়ের রক্তক্ষরণ বুঝবেনা কেউ... সমস্তদিন সুখের অভিনয়। কষ্টের ওজন বয়ে বেড়ানোয় ক্লান্ত। আর পারছিনা... সত্যি আর পরছিনা বয়ে বেড়াতে। এখনো তোমার ওষ্ঠের লাবন্য স্পর্শ... আজও আমায় বেচে থাকার শক্তি যোগায়। কোথাও কেউ নেই...

মেয়ে কবে তুমি এসে বলবে "সমস্ত পতন তুচ্ছ করে উঠে এসো আমার রাজপুত্র"...

মেয়ে ফিরে এসো... এসো না ফিরে
পুরোনো মমের আলোয় জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভিতর অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে

এসোনা ফিরে যদি আসো
সময় হলেই এপথ সেপথ কোথাও খুঁজে পবেনা
স্বপ্নেরা সব মন ভেঙ্গেছে সুখ কেড়েছে ঠিকানা
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে

ফিরে যদি আসো কন্যা পথ হারানোর লোকে
দুচোখ বেয়ে আলোর বন্যা তোমার আমার আদ্র বুকে


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

হয়তো কারো বুকে মাথা রেখে
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা,
নীলাঞ্জনা, নীলাঞ্জনা।

মেয়ের নাম কি নীলাঞ্জনা ছিলো?


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

টুটুল এর ছবি

মেয়েদের নাম তো নিলঞ্জনাই হয়....

___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

হাসান মোরশেদ এর ছবি

আজ কি টুটুলের জন্মদিন?
শুভ জন্মদিন টুটুল ।।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

টুটুল এর ছবি

বস .. ধন্যবাদ..
অনেক দিন আপনারে দেখি না.. মন খারাপ
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

দৃশা এর ছবি

সব মাইয়ার নাআম নীলঞ্জনা হয় কেমনে?
কইলেই হইল???

দৃশা

অছ্যুৎ বলাই এর ছবি

শুধু নীলাঞ্জনা হবে কেন, সুরঞ্জনাও হয়।
ওই খানে যেও নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে।
ওর ফুলে ফাঁপা পকেটে একটি ভাঁজ করা মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট;
বেকার।
আমি আর্মিতে আছি, ক্যাপ্টেন;
হাতটি বাড়িয়ে দাও এই হাতে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

হাহাহাহাহাহাহাহহা
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

সুমন, ওই কবিতাটা নেটে পাওয়া যাইবো? একটু প্যারোডি ভাব আইছিলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

নেটে পাইলাম না। কবিতাটা মোটামুটি এইরকম....

আকাশলীনা

সুরঞ্জনা
ওইখানে যেওনাকো তুমি
বোলোনাকো কথা ওই যুবকের সাথে
ফিরে এসো সুরঞ্জনা
নক্ষত্রের রূপালী আগুনভরা রাতে

ফিরে এসো এই মাঠে-ঢেউএ
ফিরে এসো হৃদয়ে আমার
দূর হতে আরো দূরে
যুবকের সাথে তুমি যেওনাকো আর

কি কথা তাহার সাথে? তার সাথে?
মৃত্তিকার মতো তুমি আজ
তার প্রেম ঘাস হয়ে আসে

সুরঞ্জনা
তোমার হৃদয় আজ ঘাস
আকাশের ওপারে আকাশ
বাতাসের ওপারে বাতাস

.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

অডিও পাইলাম এখানে

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

ডাঙ্কে..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

রিয়েল ডেমোন এর ছবি

বলাই মিয়ার কবিতা জোস পুরাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।