একটি তরিৎ পত্র... আমার পহেলা

টুটুল এর ছবি
লিখেছেন টুটুল (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ১২:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন.. আরো একটি বাংলা ব্লগ.. কি হবে তার বৈশিষ্ট্য? পার্থক্য?

শুধু এইটুকুই ভাবতে ভালো লাগছে যে, এটা কোন বিদেশীর মালিকানায় পরিচালিত নয়। যারা বুঝবে আমার স্বাধীনতার কষ্ট এবং আনন্দটুকু। স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না যেখানে... .. আমার এই আশাটুকু কি খুউব বেশী হয়ে গেল? এই আশাটুকুর পূর্ণতা কি পবে না? কর্তৃপক্ষের ভাবনা জানতে ইচ্ছা করছে।

বন্ধুবর ভাষ্কর এর মুখে প্রথম শুনেছিলাম .. তারপর শুনলাম অন্য একটা ব্লগে.. কেউ লিংক দিচ্ছিল না প্রথম দিকে.. দিন কয়েক আগে ভাস্করদাকে দেখলাম লগ ইন করতে.. এই প্রথম সচলায়তন দেখা.. প্রথম পাতা দেখে তো একটা খটকা লাগলো.. সবুজ রং? ভাস্করদার অপছন্দের রঙ.. কিন্তু তার কোন বিকার নেই.. এটা কি তাহলে ভালোবাসা?

নো পেচা-পেচি.. আমার ভালো লেগেছে এর গেটাপ.. এখনো তেমন কিছু জানা হয়ে ওঠেনি .. পুরোটা দেখি..

নিজের সম্পর্কে বলার নেই তেমন কিছু। কর্পোরেট কালচার এর মাঝে জীবন যাপন। অনেক বেশী প্রফেশনল আবার ইমোশনালও.. ... মানুষ হিসেবে মন্দ না.. ভালোবাসতে পারি প্রচ- ভাবে.. আবার কাঁদতেও পারি.. হা.. হা.. হা.. তবে কাঁদাইনা কাউকে... নিশ্চিন্তে থাকেন। ভালো লাগছে আপনাদের মাঝে এসে .. অনেক খুশি।

‘আশা’.. একটা এনজিও’র নাম। আমার রুটি রুজি এখানেই। এই প্রতিষ্ঠানটির সাথে জড়িয়ে আছি দীর্ঘদিন যাবৎ। এখনো এমআইএস বিভাগটা দেখছি।

ব্লগ এর সামনে এবং পেছনে .. অক্লান্ত শ্রম বিলিয়ে যাওয়া মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা.. কথা হবে ... ভালো থাকেন সেই পর্যন্ত

টুটুল


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এনজিও মানেই সমাজ বদলের একটা আশ্বাস। আপনার 'আশা' নিয়ে কিছু লিখে ফেলুন। আমরাও কিছুটা ওয়াকিবহাল হই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

টুটুল এর ছবি

ভাস্করদা মাইর দিবো... হাহাহাহাহা

ওকেইজ বস.. লিখব..

সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অরূপ এর ছবি

টুটুল ভাই,

সচলায়তন কি ব্লগ না অন্য কিছু সেটা নিয়ে বেশ ভাবনা চলছে। তাই এখনকার পরিচিতি অনলাইন রাইটার্স কমিউনিটি হিসেবে। আপাতত প্রতিদিন মনখুলে পড়ার মতো কিছু লেখা এক ছাতার নীচে জমানো। আপনার লেখা পড়ে ভালো লাগলো, নিয়মিত লিখুন, বিতর্কে জড়ান
শুভকামনা

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

কনফুসিয়াস এর ছবি

ঠিক।
স্বাগতম আপনাকে।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হাসান মোরশেদ এর ছবি

সুস্বাগতম ।
না , আপনার আশাবাদ একটু ও বেশী হয়নি । এতোটুকু যদি নাই করা গেলো তাহলে দরকার কি সচলায়তনের?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্বাগতম!
এনজিও'র মত জরুরি বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ পাওয়া গেল এখানে। শুভেচ্ছা। লিখুন।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ধুসর গোধূলি এর ছবি

- এবং বাড়ান ওয়েবে রিসোর্সের পরিমান। সেই রিসোর্স, যা আমাদের দেশে কাঠামোগত পরিবর্তন আনবে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

টুটুল এর ছবি

উৎসাহিত আপনাদের মন্তবে্য

সময়টা ভালোই কাটবে..

ঝরাপাতা এর ছবি

সময় ভালো কাটানোর জন্যই তো সচলায়তন।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।