- আমি কি তবে বলদ?
- ধুর ব্যাটা, তাই কইলাম নাকি?
- তবে কি আমি পাঁঠা?
- উহু
- তাইলে আমারে মুড়ি খেতে বলেন কেন?
- জীবন মানেই মুড়ি খাওয়া রে মূর্খ। ভাগ্যবানে ইয়ে করে মুড়ি খায় আর অভাগা এমনে এমনেই খায়।
বদরুল ভাই মতিনকে জীবনের মানে বোঝানোর চেষ্টা করেন।
- আমি কি তবে বলদ?
- ধুর ব্যাটা, তাই কইলাম নাকি?
- তবে কি আমি পাঁঠা?
- উহু
- তাইলে আমারে মুড়ি খেতে বলেন কেন?
- জীবন মানেই মুড়ি খাওয়া রে মূর্খ। ভাগ্যবানে ইয়ে করে মুড়ি খায় আর অভাগা এমনে এমনেই খায়।
বদরুল ভাই মতিনকে জীবনের মানে বোঝানোর চেষ্টা করেন।
মতিন্যা ঢং করে মুখবুকে স্ট্যাটাস দিয়েছিল, Life Sux। বদরুল ভাই দেয়ালে ফোঁড়ন কেটেছে, মুড়ি খা বলদ। সাপ্তাহিক আড্ডায় মতিন তাই মুখ গোমড়া করে বদরুল ভাইকে জেরা করে।
বদরুল ভাই ইয়া বড় একটা হাই তুলতে তুলতে বলে,
- লাইফ সা ক্ স মানে কিরে বলদ?
পাশ থেকে সাংবাদিক, সমালোচক ও সাহিত্যিক সাদেকুল্লা সাদেক বঙ্গানুবাদ করে,
- জীবন চোষে
জীবন পোদ্দার কোনায় বসে হা করে ঘুমচ্ছিল। সাদেকুল্লার কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে উঠে পরে বলে,
- কি কইচ্চি?
বদরুল ভাই ঠা ঠা করে হেসে জীবনের পিঠে থাবা দিয়ে বলে,
- ছিঃ জীবন।
তারপরে মতিনকে আবার পাকড়াও করে,
- বল খুলে, কে তোরে চো মানে লাইফের সমস্যাটা কি?
- রুমানা
- কি করছে রুমানা? কালপ্রিট তাইলে জীবন না, রুমানা। ওই জীবন তোর কোন দোষ নাই, তুই ঘুমা।
জীবন আবার হা করে ঘুমায়ে পরে।
- না শুইনাই খালি কথার মধ্যে বাম হাত ঢুকান ক্যান?
মতিন ফোঁস করে উঠে।
- আচ্ছা বল, সব খুলে বল। এই আমি মুখ বন্ধ করলাম।
- জানেনই তো রুমানারে ভালো পাই।ও যখন ক্লাস টেনে পড়ে, একদিন তখন সাহস করে বলেই ফেলছিলাম।
- কামের কাম করছস। শালা বাঘের বাচ্চা। তো কি কইলি?
- একবার না তিন তিন বার বললাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। আমার কথা শুনে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলল, আমি এখনো খুব ছোট ভাইয়া, এসব ব্যাপার নিয়ে ভাবতে আমার ভয় করে।
- ঠিকই তো কইছে, শালা ছাগলের বাচ্চা, চাইল্ড অ্যাবিউজ করস।
- আরে ধ্যার, পুরাটা শোনেন না। বছর খানেক পর রুমানা কলেজে উঠল। আমি ভাবলাম এইবার নিশ্চয় বড় হয়ে গেছে তাই আবার বললাম।
- সাবাস!! তারপর?
- এইবার আমাকে বলল সে নাকি দীপাবলির মতো হতে চায়। এসব ব্যাপারে জড়াতে চায় না।
- দীপাবলি কে?
- আরে আমিও তখন জানতাম নাকি দীপাবলি কে! পরে শুনলাম দীপাবলি হচ্ছে সমরেশ মজুমদারের একটা ক্যারেক্টার। আমি ওই মেয়ের কথা ঠিকমতো বোঝার জন্য ইয়া মোটকা সাইজের “সাতকাহন“ এর দুই খণ্ড পড়ে শেষ করলাম। দেখলাম দীপাবলি বেশ প্রগতিবাদী টাইপের একটা মেয়ে, ধরা মুশকিল।
- তারপর?
-এক বছর পর আবারও বললাম।
- আরে!! তুইতো দেখি পুরাই আবুলের আঠা।
- ধুর, তখন মাথার ঠিক ছিল নাকি?
- তো এইবার কি বলল?
- এইবার বলল জয়িতার মতো হতে চায়।
- এটাও কি সমরেশ মজুমদারের চরিত্র নাকি?
- হুম্, তবে আরও ডেঞ্জারাস, উগ্রপন্থী। বোমা টোমা ছুড়তে পারে, মারামারিও করতে পারে।
- খাইছে।
- এখন গত সপ্তাহে দেখি, হালাল পাকি ফ্রাইসে বসে রুমানা রনির সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে। একটু পরপর দেখি আবার একজন আরেকজনের গায়ে আলু ছুড়ে মারে।
মতিন হাউমাউ করে উঠে।
রনি আমাদের গ্রুপের ফটকা পোলা। পোশাক শ্রমিক থেকে শুরু করে পোশাক ডিজাইনের ছাত্রী, সবার সাথেই ফিল্ডিং মারে।
- কিন্তু রুমানা রনির সাথে বইসা মুড়ি খায় ক্যান?
- আরে ধ্যার, মুড়ি না ফ্রেঞ্চ ফ্রাই। আমারো তো একই কথা। দীপাবলি, জয়িতারা কখনো রনির মতো ফাতরার সাথে বসে মুড়ি, আই মিন ফ্রাইস খায়? আপনেই বলেন।
- খাইলেই বা পশ্চিম পাড়ার পাকি ফ্রাইসে ক্যান? আমগো পাড়ার টিপাইমুখ কাবাব হাউস কি দোষ করলো?
এমন সময় হোন্ডা হাঁকিয়ে রনি হাজির হয়। ওর চেহারা দেখেই বোঝা যায় বিধ্বস্ত অবস্থা। মিনিমাম এক সপ্তাহ দাড়িগোঁফ কাটে নাই, না হইলেও এক মাস পারসোনাতে ফেসিয়াল করায় নাই, কান থেকে ওর ট্রেডমার্ক শাকিব খান দুলও উধাও, এমনকি ভুরু গুলাও প্লাক করে নাই। বদরুল ভাইয়ের পাশে ধপ করে বসে পরে বলে,
- লাইফ সাক্স।
বদরুল ভাই জীবন পোদ্দারকে আবারও থাবড়া দিয়ে ঘুম থেকে উঠায়ে বলে,
- ওই হারামজাদা, আবার লোকে তোর নামে কমপ্লেইন করে ক্যান।
জীবন উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়ে বলে,
- কি কইচ্চি?
বদরুল ভাই এবার রনির দিকে তাকিয়ে বলেন,
- বল খুলে, তোর প্রবলেমের সমস্যা কি?
রনি হতাশ গলায় বলে
- রুমানা।
- তোরও রুমানা?
- গত সপ্তাহে ধুমছে আমার সাথে বইসা ফ্রেঞ্চ ফ্রাই খাইল। আমি কইলাম, ফ্রেঞ্চরা কি খালি ফ্রাইসই খায়? শুইনা আমার বেজায়গায় খোঁচা মাইরা কইল, যাহ্ অসভ্য। এরপরের দিন আমরা স্টেডিয়ামে গিয়া বাংলাদেশ পাকিস্তানের ২০-২০ দেখলাম একসাথে। রাইতে আগরবাতি জ্বালায়া ডিনার করলাম একসাথে। আমি তো ভাবলাম "পাইলাম, আমি ইহাকে পাইলাম"। এখন এইটা সম্পত্তি বানামু না সম্পদ সেইটাই ভাবার বিষয়। কিন্তু এখন দেখি কিসের কি।
- কি হইছে?
- আরে কাইলকা আমি কইলাম, মেরী মি রুমানা। শুইনা প্রথমে হাপুস হুপুস কইরা কানল। তারপরে বলে ভাইয়া আমি এখনো ছোট। তারপরে আবার দশ মিনিট পরে কয়, কি জানি এক ছেমড়ির মতো হইতে চায়।
- দীপাবলি?
- নাহ।
- জয়িতা?
- আরে নাহ। কি জানি ম দিয়া নাম।
- মেহেরজান?
- হ্যাঁ, হ্যাঁ। কেডা এইটা? কি করে?
বদরুল ভাই উত্তর দেয় না। বিষণ্ণ গলায় খালি বলে, লাইফ সাক্স।
মন্তব্য
দুইদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিসিলাম, 'মুড়ি খামু', দুষ্ট পুলাপান বুলল, মুড়ি খাওয়ার তো প্রিরিকুইসাইট আছে, এমনে এমনে নাকি খাওয়া যায় না। লেখার প্রথমে দেইখা ধন্দে পইড়া গেলাম, আপনে আমার ফেসবুকে আছেন্নি?
আর মেহেরজানরে সম্পত্তি বানাইলেই মনে হয় ভাল। দুই পক্ষই খুশি
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আরে, কি যে বলেন। আপনাকে মুড়ি খাইতে বলবো কোন আক্কেলে? দুনিয়াতে কবি আছে বহুত, কিন্তু আপ্নে একমাত্র ত্রিডি কবি বাকি সবাই টুডি
3D, 4D বা DD যাই কন না কেন কুনো বেইল নাই, মুড়ি খাইতে না পারলে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কঠিন মিক্সচার... ।
কঠিন কই ? সরল তো
রা টা টা টা টা টা
আপনে রসিক লোক, হেহে ...
ফার্স্ট টাইম শুনলাম
অটঃ আপনের গল্প কই মিয়া? বহুদিন ধরে আপনার দুর্ধর্ষ গল্পগুলা মিস করি।
হুদাই রসিক! আর্য রসিক কন।
লেখা ভাল লেগেছে...
ধন্যবাদ হে ক্ষণিকের অজানা অতিথি ...
দুর্দান্ত! আপনি যেভাবে লিখে যাচ্ছেন, তাতে বিশেষনের স্টকও ফুরিয়ে যাচ্ছে! এরপর মনে হয় বিপরীত বিশেষনের আশ্রয় নিতে হবে; যেমনঃ ডেঞ্জারাস সুন্দর, উগ্র সুন্দর, বা অসভ্য সুন্দর! হোক রনি আপনাদের অথবা বদরুল ভাইদের গ্রুপের ফটকা পোলা অথবা হোক সে আপনার বেজায়গায় খোঁচা দিয়েছে বা বদরুল ভাইয়ের সুজায়গায়, আপনি কিন্তু মোক্ষম জায়গায় খোঁচাটা ঠিকই মেরে দিয়েছেন! আর আপনার লেখার এই দিকটিই সবচেয়ে ভাল লাগে আমার!
মামুনভাই, নতুন বিশেষণ বানাইয়ে ফেলেন, যেমন মেহেরজানের মতো অসভ্য সুন্দর, আবুলের মতো টাইট সুন্দর, এরশাদের মতো বেহায়া সুন্দর ইত্যাদি ... । ধন্যবাদ পড়া এবং মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যে মনে পাই বল, দেহে পাই শক্তি
উল্টাটা হবে না? দেহে পাই বল, মনে পাই শক্তি?!
না না, ঠিকই আছে। আমার মনে বল হলেই চল্পে, দেহে দরকার নাই
মাঝি ছাড়া দাঁড় দিয়ে কী করবেন মিয়া!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ...লাইফ সাক্স...বিগ টাইম...!!
তবে এই লেখাটা রক্স!
পুরাই 'চাকভুম চাকভুম'
ধন্যবাদ উচ্ছলা। আপনি অতিথি হিসেবে মন্তব্য করছেন কেন? বেয়াদবির কারনে সচলের মডু মুরুব্বীরা হাচলত্ত কেড়ে নিছে ?
আমার পাসওয়ার্ড কাজ করছে না...গত পরশু মডু সাহেবকে চিঠি পাঠিয়েছি। মনে হয় ডাকপিওনের জ্বর হয়েছে। চিঠি সময়মত বিলি করবার পারে নাই
কনট্যাক্ট অ্যাট মেইলের কি আসলেই সমস্যা হয়েছে নাকি?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মেহেরজান? হুমমম!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আপনার অনেকগুলি লেখা পড়সি, কিন্তু অলসতার কারণে লগিন করে মন্তব্য করা হয় নাই। এই লেখাসহ বাকি সব লেখার জন্য আপনাকে একটা কথাই বলতে চাই-
আপনার হিউমার সেন্স অসাধারণ। আমার সামান্য পাঠাভিজ্ঞতা বলে অধিকাংশ লেখকই রম্য রচনা লিখতে যেয়ে 'মাখায়া ফালায়', কিন্তু এই হিউমার ব্যাপারটা আপনার মধ্যে একদম ন্যাচারাল। লিখতে থাকুন, খারাপ দিনগুলিতেও অন্তত একটু হাসির খোরাক পাবো
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ সবজান্তা। আপনার মতো পুরনো সচলরা অনেকেই কিন্তু না লিখে দিনকে দিন ফাঁকিবাজি করে যাচ্ছে। এমন চললে কিন্তু দেখবেন সচল ভরে গেছে আমার মতো ফাতরা লেখকে
চ্রম উদাস ভাই
আপ্নে খুব খ্রাপ লুক। লাইফের এত্ত সাক্স কইলাম ভালু কাম না। রস গড়াইয়া পড়ার সম্ভাবিলিটি দেখা দিবার পারে। (হাসতে আছেন। বুজছি। আরে ভাই, আমি খাজুরের রস গড়াইয়া পড়ার কথা কই নাইক্কা। এইডা রসনার রস )
---------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...
_____________________
Give Her Freedom!
দীপাবলি > জয়িতা > মেহেরজান > ?
পড়েছি, এবং যথারীতি উপভোগও করেছি।
ওইপথেই যে হাঁটছে নতুন প্রজন্ম। শেষে কোন জানে গিয়ে থামে সেটাই দেখার বিষয়।
পুরাই চরম!! শেষটা আর বিশেষ করে রুমানার আইডলদের ক্রমোণ্বতিটা একেবারে মোক্ষম!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ধন্যবাদ ওডিন দা। এইটা কিন্তু লিখলাম আপনার এবং আপনার লেখা পড়ে যারা মন খারাপ করে আছে তাদের মন ভালো করার জন্য। নোনাধরা দিনকে, হাওয়াই মিঠাই দিন বানানোর অপচেষ্টা ... । কি আছে দুনিয়ায় বলেন মুড়ি ছাড়া
হাহাহাহা! ন্যান, তাইলে আপনেও এইটা শোনেন। আমার লেখাটার নিচেও এইটা আটকেছি। আজকে সারা সন্ধ্যা এইটার ওপরেই আছি কি না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
চরম ভাই,
চ্রম হইসে............ হ, পরথমে দীপাবলি, তারপর জয়িতা......... এরপর...... মেহেরজান......... অতঃপর সবশেষে হইব শর্মিলা বসু............
নির্ঝরা শ্রাবণ
শর্মিলার নামটা গল্পে বসাইতে গিয়াও বসাই নাই। এখনো এতোটা পচন ধরে নাই। তবে ধরতেও মনে হয়না খুব বেশী সময় লাগবে।
হাহাহা। চ্রম!
_________________
[খোমাখাতা]
ধন্যবাদ নিটোল ভাই
একটু আগে আমি ঠিক এই কথাটাই লিখতে যাচ্ছিলাম ফেসবুকে 'লাইফ সাক্স'......... ভাগ্যিস বলি নাই। আজকে আর মান সম্মান কিছু থাকতো না তাহলে। কি যে করেন না চ্রম ভাই। নিরীহ শব্দগুলোকে কেমন প্যাচ লাগিয়ে ছেড়ে দেন !
কি কইচ্চি?
দুর্ধর্ষ!!
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজুদা
লেখা ভাল লেগেছে ।
বেশি করি মুড়ি খান,মাথার মধ্যি চাপ কমান।
মাথার মধ্যে চাপ থাকবে ক্যামনে, মাথাই তো নাই
দারুণ...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই
চরম খোঁচা
আপনি তো ভাই চরম! লেখা দারুণ হইছে। এই ভাবে লিখতে থাকলে কবে বায়তুল মোকাররম এর খতিব সচলের মডুদের তলব করে বসেন সেইটা নিয়ে অবশ্য চিন্তা হয়।
তলব করলে কী করতে হবে তা মতিউর রহমান ভাইয়া দেখিয়ে দিয়ে গেছেন। মডুরা সুতির পাঞ্জাবি পরে একে একে খতিব সাহেবের দস্তে দস্ত মিলিয়ে প্রথমে অজু করে মাগরিবের নামাজ আদায় করবে। তারপর ইফতারে বসে এক গামলা থেকে মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বড় বাপের পোলায় খায় এবং জিলিপি খাবে। এরপর এক গ্লাস রুহ আফজা।
এরপরে সব মডুরা মিলে আমাকে খতিব্যার কাছে তুলে দিবে, একটা গেলমান উপহার দিলাম এই বলে
আপনার হাতে পড়লে বেচারা খতিবদের কী অবস্থা হবে ভেবে চোখে জল আসলো।
উদাইস্যার শাস্তি চাই । ওই মিয়া পাইছেন কি। এত্ত রাইতে আমি হাসতে হাসতে কাশি ধরাইয়া ফালাইছি। কফ শিরাপের টাহা দ্যান।
- সত্যি ভাই প্লিজ এরকম লেখা থামাবেন না। জটিল জীবনে এগুলো একটু ভালোলাগার ছোঁয়া দেয়
মানুষের জীবন এতো জটিল কেন, সচল কত্তিপক্ষের কাছে জবাব চাই
মানুষের জীবন এতো জটিল কেন, জাফর ইকবাল জবাব চাই!!!
ক্যান রাব্বানী ভাই জাফর ইকবাল স্যার ক্যান ? উনি কি জাতির বিবেক ? ...
...।। তার চেয়ে বরং ওওওওওওবাবামা - কে জিজ্ঞাসা করেন। উত্তর না পাইলে আওয়াজ লাগাইয়েন। নেক্সট অপশন দিমুনে।
......................................................
আর উসাদ ভাই আপনি মানুষটা সত্যিই একটা মাল
ওবামা উত্তর দিতে পারবে না, সামনে নির্বাচনের পরে ওর আম্রিকান নাগরিকত্ব থাকে কিনা এই নিয়া দুশ্চিন্তায় আছে
হাহাহাহা প্রভুখণ্ড!! প্রভুখণ্ড!!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শেয়ালদা, এইবার আপনার প্রভুখন্ড ছড়া বা ভূতের গপ্পগুলি ছাড়েন না। অনেক তো হল, আর কত শীতনিদ্রা?
ভাল লাগলো ঃ)
ধন্যবাদ জাদুকর।
পরবর্তী গল্পের শিরোনাম "আফ্রিজান":D। বলেন দেখি কেন?
আবার জিগায়
অসম্ভব ভালো লেগেছে। খুব ভালো একটা স্যাটায়ার পড়লাম অনেকদিন পর। কী বলে প্রশংসা করতে হবে বুঝতে পারছি না।
বলেন মেহেরজান জিন্দাবাদ
অঃ টঃ ভাই, আপনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জুয়েল দেব............ যিনি "ছুটির দিনে"তে লিখতেন...... জুয়েল দেব, বাঘাইছড়ি, রাঙ্গামাটি এই নাম-ঠিকানায়?
নির্ঝরা শ্রাবণ
নির্ঝরা শ্রাবণ , আপনার মন্তব্য অনেক দেরীতে পড়লাম। হ্যাঁ, আমিই সেই বুরবাক।
অফ টপিক (১২ বছর পর এক বন্ধুকে পেলাম বলে):
ভাই,জুয়েল দেব, আমি চয়ন বলছি, আপনার একসময়কার সহপাঠী, কাচালং হাই স্কুল, মনে আছে নাকি ভুলে গিয়েছেন!
আরে চয়ন, অবশ্যই চিনতে পেরেছি। ফেসবুকে আসো, কথা হবে-bookpocket_101@yahoo.com
হে হে, আমার পোস্টে এসে দেখি আপনারা গুম কে মেলে ম্যায় খোয়া যাওয়া বন্ধু একজন আরেকজনকে খুঁজে পাইছেন । এখন দুইজনেই আমাকে চারআনা করে আটআনা পয়সা দেন সালামি হিসাবে
একেই বলে উইট !
facebook
এরপরে আবার আপনাকে পচায়ে আরেকটা লেখা দিব কিন্তু
একদা স্নরকেলধারী তারেকাণু আবির্ভূত হইয়াছিলেন, রূপসীর কক্ষে..
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
নাহ, হোল না! দীপাবলী, জয়িতার পরে আরও বিধ্বংসী কোন ক্যারেক্টার খোঁজা উচিত ছিল। তা কিনা অ্যাবাউট টার্ণ করে গোলাপি হাওয়াই মিঠাই হয়ে গেল।
পুরা দেশই তো আ্যবাউট টার্ন করতেছে
দারুন!
আপনার লেখা দেখলেই মনে হয়, ইহাকে পাইলাম
লাইফ যদি চরম ভাবে সাক্স হয়েও যায়, তাইলে ভাই আপনি একমাত্র আছেন যে লাইফটারে পুরা লাক্স বানায় দিয়ে পারেন অসাধারন ভাই। টুপি খুইল্লাম।
কি আছে জীবনে সাকস হৈলেই কি লাকস হৈলেই কি
বসম্যান!
love the life you live. live the life you love.
এটা 'নরম' উদাস টাইপ হয়েছে, 'গরম' উদাস টাইপ না। তবে এতে প্রতীয়মান হয় যে, আপনি 'নরম' ও 'গরম' উভয় ক্ষেত্রেই সাবলীল। মজা করতে গিয়ে বেশির ভাগ মানুষ জানেন না কোথায় থামতে হয়। আপনার পরিমিতিবোধ চমৎকার।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পইড়া লাইলাম।
হাস্তে পারতাছি না। অফিস আছি।
তয় ভাই মেহেরজানের পর কি হইবো এইডা নিয়া কিছু ভাব্লেন??
মেহেরনজান থেকে আর কত নিচে নামে যায় সেইটা আমিও ভাবতেছি
ধন্যবাদ পাণ্ডবদা
'সেই মাপের'!!সত্যি,বহুদিন পর এরকম লেখা পড়লাম...সত্যিই চ্রম!!উদাস ভাই!
ধন্যবাদ
যে মেয়ের আইডল মেহেরজান, সে কখনো সম্পদ হইতে পারবে না, সারাজীবন সম্পত্তি রয়ে যাবে.
সেটাই
আপনার লেখার কথা বন্ধুদের কাছে গল্প করে করে আমি নিজেই রসিক হিসেবে নাম করে ফেলেছি। প্রতিটি লেখাই খুব সুন্দর। পরের লেখার অপেক্ষায়।
তাইলে আমি ফ্লপ রসিকতা করলে বন্ধুদের কাছে মাইর খাবেন আপনি
উই মা
ছুটির দিনে সকালটারে এইরকম হাসি দিয়ে শুরু করাইলেন, কাজটা ভালো করলেন না কিন্তু। ভাবছিলাম আজকে সারাদিন গম্ভীর হয়া লাইফ-সাক্স পার্ট লয়া থাকুম ।
কি লাভ গম্ভীর থেকে?
ধন্যবাদ
আপনার বেশ কিছু লেখা পড়েছি। পরিচিত দুয়েকজন আপনার কিছু লেখা সাজেস্টও করেছিল। আপনার সেন্স অভ হিউমার খুবই ভালো। শুধু তা-ই না, পরিমিতিবোধ প্রশংসার দাবিদার। নিয়মিত লিখতে থাকুন।
ধন্যবাদ প্রহরী। আপনার লেখা মিস করি, আর কত ফাকি দিবেন
এখন তো শীতকাল। ঘুমানোর লাইসেন্স আছে তাই।
হিউমার আমার প্রচন্ড ভালো লাগে, কিন্তু এটা নিয়ে লেখালেখির বেলায় অনেককেই দেখেছি লাইনটা ঠিক ধরে রাখতে পারে না। আপনার বেলায় ব্যাপারটা খুব পরিস্কার, আপনি যা বলতে চাচ্ছেন সেটাকে খুব সুন্দর করে গুছিয়ে পাঠককে উপস্থাপন করেন এবং মজার বিষয় হলো পাঠকের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনার এই উপস্থাপনাটা একদম টনিকের মতো কাজে দেয়। আপনার বলার ভঙ্গি খুব সাবলীল। আগেও পড়েছি, কিন্তু খুব একটা মন্তব্য করা হয়নি, আজ লগ-ইন করতে বাধ্য হলাম।
লিখতে থাকুন আর আমরা পড়তে থাকি, সেই সাথে হাসতে থাকি।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ অনুপম দা। গভীর আনন্দ নিয়ে লিখি, মাথার মধ্যে খালি কুবুদ্ধি ঘুরাফেরা করে, তাই লেখাতেও চলে আসে সেগুলা :p। বেশীরভাগ পাঠকের মনেও খালি কুচিন্তা কিনা তাই রতনে রতন চিনতে পারে :p।
কিন্তু আপনার ফটো ব্লগ গুলা তো মিস করি। আর কতদিন ফাঁকির উপর থাকবেন ?
দুর্দান্ত।
অলস সময়
এহহেরে লাইফটা আসলেই সাক্স ....
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আবার জিগায়
জীবন পোদ্দার স্যার আপনার গল্পের সাইড ক্যারেক্টার জানতে পারলে ক্লাস থেইক্কা বাইর কইরা দিব উনার ক্লাশে একবার কী একটা ব্যপার নিয়া গল্পের ফাঁকে হাসছিলাম---ক্যম্নে জানি হাসি শুইন্না ফেলছিল--দাড় করাইয়া কয়-মিয়া হাস ক্যান ? আমি কী গুজামিল দিয়া পড়াইতেসি নাকি !ক্লাশ ভাল না লাগলে বের হয়া যাও!
কাহিনি--বিয়াপক হইসে।
স্যারকে গিয়া বইলেন, লাইফ সাক্স :p।
দুর্ধর্ষ!!!!
আপনার তুলনা আপনিই
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ভাইরে..
আর জেবনেও জীবন চোষে কইতে পারুম কিনা সন্দেহ। ফাডাই দিছেন।
অ.ট. - ইমো ব্যাডারা কই হান্দাইলো? দেহিনা ক্যা?
হা হা ! লাইফ সাক্স। :পি
ইমো সাক্স
মজা পাইলাম... যদিও দুখঃ জনক... ভালই লিখছেন... এরকম আমারও মনে হইতো ... এখন ভাল হইগেছি
কি মনে হইত? মেহেরজানকে আইডল?
কিচ্ছু বলার নাই!
কিছু তো বলেন, পিলিজ লাগে
চরম!!!!!!!!!!!!
ওরে .......
আমাকে আবার চিন্তায় ফেলে দিলেন।
কেন? এইবার তো আর নাহার গ্রুপ অব ইন্ডাট্রিজ ছিলোনা গল্পে।
স্লার্লাইপ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
লাইপ ইজ বুটিফুল
পুরাইলুল!!!
উদাস ব্যাটা চরম সাক্স। মেহেরজান অতি মচতকার, এইটারে পঁচানো ঠিক হয় নাই। পেতিবাদ। এখুন যদি আবুল রাগ করে সব নেট মেট বন্ধ করে দেয় তাইলে? খেল্মুনা...
আবুল সাকস
উফ আপনি পারেন ও বটে, এতসব আইডিয়া মাথায় আসে কেম্নে আপ্নের। আর এসব আউডিয়া নিয়ে ঘুমযান বা কেম্নে।
জীবন হালায় আসলেই সাক্স!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বিবাহ করে ফেলেন। তাইলেই বুঝবেন লাইপ ওয়াজ বিউটিফুল।
গীত শোনেন, লাইপ ওয়াজ না খালি, উইল বি বিউটিপুলও মনে হবে...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাইয়া আপনার লেখা দারুণ মজা দারুণ দারুণ হিউমারে ভরপুর
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ধন্যবাদ তারানা_শব্দ।
অফটপিকঃ কষ্ট সহজ, বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ... এই লাইনদুটি চমৎকার, ছুঁয়ে যায়।
ভাইয়া ব্যাপক মজা পেলাম চরম...
অফটপিকঃ"কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..."
এটা কি কোন কবিতার অংশবিশেষ, নাকি আপনার লেখা ? @তারানা শব্দ
অনেক ধন্যবাদ Ramisa
সচলায়তনে ঘুরতে আসি শুধু আপনার আর অনু'দার ব্লগ পড়তে। আপনের ব্লগ পড়ে অবস্থা হয়ে যায়। আপ্নে বহুত খারাপ মানুষরে বাই।
সবশেষে
কি কইচ্চি? আমার মতো ভালোমানুষ দুনিয়াতে কমই আছে। তা ণু কে খারাপ বলতে পারেন অবশ্য।
সেদিন লাইক বাটনটি ক্লিকাইতে ভুইল্লা গেছিলাম আজকা দিয়া ৩০০ পুরন কইরা দিলাম।
থিন্কু
এইটা পড়ে হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাইছিলাম। জানায়ে গেলাম সে কথা।
ক্যান, ভাবী আইজকা আপনেরে খাটের পায়ার লগে টাইট কইরা বান্ধে নাই?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ উদাস ভাই এরকম ফাটাফাটি একটা রম্য লেখা উপহার দেবার জন্যে
আমার এক বন্ধুর নাম জীবন, আফসোস লাগতিছে ওর কি অবস্থা হতে যাচ্ছে সেটা চিন্তা করে
আহারে বেচারা জীবন
লেখাটা পড়ে অনেক মজা লাগলো
দীপাবলি জয়িতা ফেলে শেষমেশ মেহেরজান তাই রুমানারে মাইনাস
জটিলস হইসে। বেশি জটিল। সেইরকম।
শেষের টুইস্টটা দারুণ হইসে
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
আপনি আর লিখেন না কেন? আপনার লেখা মিস করি
বর্ষণ
নতুন মন্তব্য করুন