কনে দেখা অন্ধকার

চরম উদাস এর ছবি
লিখেছেন চরম উদাস (তারিখ: বুধ, ১২/০৬/২০১৩ - ৮:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাজ্জাক ঘটক একটু গলাখাকারি দিয়ে বললেন,
- মেয়ের সবই ভালো খালি একটু মুখ খারাপ।
আমি উৎকণ্ঠিত হয়ে বললাম,
- চেহারা খারাপ? মুখে ব্রণ ?
- না না, চেহারা মারাত্মক। স্কিন খুবই সুন্দর। মুখ খারাপ মানে একটু মুখের ভাষা একটু খারাপ আরকি।
- ও, ব্যাপার না।

সুতরাং আমরা সবাই মিলে পাত্রী দেখতে গেলাম। আমাদের চাহিদা বেশী ছিলনা কখনও। মেয়েকে আমার চেয়ে দুই ইঞ্চির বেশী কিন্তু চার ইঞ্চির কম খাটো হলেই হবে। রঙ দুধে আলতার প্রয়োজন নেই, শুধু দুধে দুধ হলেই হবে। মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এ অনার্স পড়ুয়া (পাশ হলে হবে না) , জিপিএ তিন দশমিক দুই থেকে থেকে তিন দশমিক পাঁচ এর মধ্যে। সামান্য গান জানা (নাচ না), একটু লাজুক (কিন্তু হট), শান্ত (কিন্তু মাঝেমাঝে একটু দুষ্টু), সামান্য রান্না জানা, ভালো বংশ, ঢাকায় ঠিকানা আর সামান্য পরিচিতি, দেশের বাড়ি নোয়াখালী, বরিশাল, সিলেট, কুমিল্লা বা চিটাগাং নয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে (ফজর ক্বাযা গ্রহণযোগ্য), কোন ছেলে বন্ধু নেই, বাবা সরকারী চাকুরে, মা হাউজ ওয়াইফ, ভাই বোন থাকতে হবে (বাপের এক মেয়েরা একটু বেশী ইয়ে হয়) তবে দুইজনের বেশী নয়, শুকনা তবে কাঠি নয়, বুদ্ধিমতী তবে চালাক নয়, মেয়েকে একটু পত্রিকা আর সাহিত্য পড়ুয়া হতে হবে (আমরা একটু কালচারাল ফ্যামিলি তো তাই)।

রাজ্জাক ভাইয়ের কাছে এই সামান্য কয়েকটা জিনিসের লিস্ট দিয়েছিলাম আমরা। কিন্তু ভদ্রলোক যে খুব বেশী কাজের না সেটা গত দুই বছরে আমরা সবাই বুঝে গেলাম। মেয়ে সুন্দরী হয় তো দেখা যায় দেশের বাড়ি নোয়াখালী, লম্বা হয় তো দেখা যায় বাবা প্রাইভেট চাকরী, ইঞ্জিনিয়ারিং এ পড়ে তো দেখা যায় গায়ের রঙ শ্যামলা। আম্মা তো ক্ষেপে গিয়ে একদিন বলেই ফেললেন, রাজ্জাক সাহেব আপনি তিন হাত চাদর দিয়ে পাঁচ হাত শরীর ঢাকতে চাচ্ছেন। মাথা ঢাকতে চাই তো পা উদাম, পা ঢাকি তো মাথা উদাম। রাজ্জাক ঘটক বেরস মুখে উত্তর দিল, শরীর তো দেড় হাত, পাঁচ না। আব্বা রাগ হয়ে রাজ্জাক ঘটককে বিদায় দিলেন। প্রায় দুই মাস পর এই লোক নতুন বায়োডাটা নিয়ে আবার হাজির। বলে এইবার নাকি একশ পারসেন্ট ম্যাচ।

ঘটকদের কথা বিশ্বাস করার কোন মানে নেই। কিন্তু আমরা মেয়েকে প্রথম দেখাতেই বুঝতে পারলাম রাজ্জাক ঘটক এবার আর মিথ্যে বলেনি। মেয়ে আসলেই একশ পারসেন্ট। লম্বায় আমার চেয়ে তিন ইঞ্চির মতো কম, গায়ের রঙ আক্ষরিক অর্থেই দুধে আলতা, মুখে একটাও ব্রণ নেই, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, জিপিএ থ্রি পয়েন্ট থ্রি (আমার চেয়ে পয়েন্ট টু কম), দেখতে বেশ লাজুক, শুকনা তবে কাঠি নয় ইত্যাদি। আমি থাকতে না পেরে পাঁচ মিনিট যেতে না যেতেই আব্বাকে ফিসফিস করে বললাম,আব্বা চলবে। আব্বা চোখ গরম করে বললেন,ধৈর্য ধর একটু, ছোঁচা কোথাকার।

আব্বা এবার মেয়েকে জিজ্ঞেস করলেন,
মামনি কেমন আছ?
মেয়ে অল্প হেসে উত্তর দিল,
মাশাল্লা ভালো।
প্রথমবারের মতো মেয়ের কণ্ঠস্বর শুনলাম। একবার আমরা পাহাড়ি ঝর্ণার ধারে ক্যাম্পিং করেছিলাম। সারারাত কুলকুল করে বয়ে যাওয়া ঝর্ণার শব্দ। মেয়ের গলা শুনে মনে হল সেই ঝর্ণার শব্দ শুনছি। আমি থাকতে না পেরে আম্মাকে খোঁচা দিয়ে বললাম, আম্মা চলবে।
আম্মা বিরক্ত হয়ে বললেন, চুপ থাক বলদ।

এক ফাঁকে মেয়ে উঠে গিয়ে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলো। চায়ে চুমুক দিয়ে আমার মাথা নষ্ট। বহু আগে ময়মনসিংহে ব্রহ্মপুত্রের তীরে এক টঙ দোকানে খাঁটি গরুর দুধের চা খেয়েছিলাম। এ বুঝি তার চেয়েও বেশী স্বাদের। আমি উঠে গিয়ে বড় ভাইয়ার পাশে গিয়ে ফিসফিস করে বললাম, ভাইয়া চলবে
ভাইয়া আমার গায়ে চিমটি কেটে বলে,
কন্ট্রোল, কন্ট্রোল

মেয়ে প্রথমে সব কথার উত্তর এক দুই শব্দে দিচ্ছিল। কথা বলতে বলতে আস্তে আস্তে জড়তা কাটতে লাগলো। আব্বাও বেশ আগ্রহ নিয়ে নানা বিষয় নিয়ে আলাপ করছিলেন। মেয়েকে জিজ্ঞেস করলেন,
- মামনি পত্রিকা টত্রিকা বেশ পড় মনে হয়। দেশের হালহকিকত বেশ জান দেখি।
মেয়ে আব্বার সাথে বেশ সপ্রতিভ এখন,
- আঙ্কেল দেশের অবস্থার কথা আর কি বলবো, বুঝেনইতো। বাংলাদেশ একটি অভিশাপ।

আব্বা ক্ষণিকের জন্য একটু থমকে সামলে উঠেন।
- তা তো বটেই। তা তো বটেই। দেশ যে কিভাবে চলছে।
- চলছে আর কই আঙ্কেল। সরকার লাইনে থাকে না। বিরোধী দল অদ্ভুদ।
আব্বা আবারো একটু খাবি খেয়ে সামলে উঠেন।
- হ্যাঁ হ্যাঁ , সেটাই। প্রতিদিন চারিদিকে মনে কর এত লোকজন মরছে।
- সরকার বিরোধীদলের ভাবটা মনে করেন কিছু লোক মরলে হুয়াটস দি প্রবলেম? বাঞ্চুদ দুনিয়া।

আব্বা বাঞ্চুদ শব্দের মান না বুঝে এদিক ওদিক তাকান। মেয়ের বাবা মা নড়ে চড়ে বসে। রাজ্জাক ঘটক অকারণে কাশতে থাকে খুকখুক করে।
- তা তো বটেই। এই যে মনে কর সেতু করবে বলে কতগুলা টাকা মেরে দিল
মেয়ে আব্বাকে থামিয়ে দিয়ে বলে,
- সেটাই আঙ্কেল। আর ভাবখানা এমন যে টেকাটুকাই তো মেরেছি, পুটু তো আর মারি নাই। তার উপর আবার বৃহত্তর জামাতে ইসলামীর নায়েবে আমীর খানকির পুলা যেই কাজটা করলো সেটা মনে করেন

আমার মাথা ঝিমঝিম করতে থাকে, বাকি কথা আর শুনতে পাইনা। আব্বার চোয়াল ঝুলে দুই ইঞ্চি নিচে নেমে এসেছে দেখতে পাই। মেয়ের বাবা মা পরস্পরের দিকে তাকিয়ে মুখ চাওয়া চাওয়ি করেন।

আব্বা ফ্যাসফ্যাসে গলায় বলেন,
- আমরা বরং আজকে উঠি।
- আঙ্কেল আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর কিছু জানতে চাইলে বলতে পারেন। সমস্যা নেই।
- না মা, আজকে বরং থাক।
- সেটাই, সবকিছু অবশ্য একবারে জেনে ফেলার দরকার নেই। কিছু কথা থাক না গুপন।

আব্বা মেয়েদের বাড়ি থেকে বের হয়ে এসে রাজ্জাক ঘটকের দিকে কটমট করে তাকান। রাজ্জাক ঘটক মিনমিন করে বলে,
- আমি তো আগেই বলেছিলাম, মুখটা একটু ইয়ে। দিনরাত খালি বোলোগ আর মতিকন্ঠ পইড়া এই অবস্থা হইছে।

আমাদের ডিমান্ড লিস্টটা রাজ্জাক ঘটকের সাথে ছিল। আব্বা কোন কথা না বলে সেটা নিয়ে আরও দুটো লাইন যোগ করে দিলেন।
সাহিত্য জানতে হবে, ব্লগ নয়
পত্রিকা পড়তে হবে, মতিকন্ঠ নয়

কনে দেখা আলো


মন্তব্য

তারেক অণু এর ছবি

গুল্লি

মতিকন্ঠ রক্স!

মতিকন্ঠ অদ্ভুদ!

চরম উদাস এর ছবি

এই গল্পটা জাস্ট এ ট্রিবিউট তো মতিকন্ঠ খাইছে

হিমু এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

চরম উদাস এর ছবি

খাইছে

অতিথি লেখক এর ছবি

ফজর ক্বাযা গ্রহণযোগ্য

উহা কিসের ইঙ্গিত ছিল ভাই?!!
গড়াগড়ি দিয়া হাসি
খিক খিক খিক.....

---------------------------
সুবোধ অবোধ
--------------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

চরম উদাস এর ছবি

কইতে ফারিনা ইয়ে, মানে...

আলতাইর এর ছবি

সোজা বাংলায় বলেন......ঠান্ডা পানি সইজ্য হয় না চোখ টিপি

আলতাইর এর ছবি

নাহ...আপনে দিন কে দিন পুরাই ...হয়া যাইতাছেন... বিষয়টা সন্দেহজনক ইয়ে, মানে...
পাত্রী দেখতে গিয়া এমন ফালাফালি করলে চলে?? ও ভালো কতা...ঘটকের লিস্টে আরো দুইটা পয়েন্ট এড কইরেন। ১) বাসায় নিজের কম্পু-লেপু কিছু থাকা যাবে না, ২) মোবাইল ফোন রাত ৯টার পর বন্ধ থাকতে হবে...... দেঁতো হাসি দেঁতো হাসি

চরম উদাস এর ছবি

হো হো হো
ল্যাপটপ থাকলেও ওয়েবক্যাম থাকা চইলত ন চইলত ন

আমি অমিত এর ছবি

মাথা নষ্ঠ ম্যান, মাথা পুরাই নস্ট।।।
গড়াগড়ি দিয়া হাসি
গুল্লি

চরম উদাস এর ছবি

খাইছে

অন্যকেউ এর ছবি

কুনো মতিবেদককে ইঙ্গিত কৈরা কিছুমিছু আইলো নিকি? চোখ টিপি

চ্রমুদাস রক্স! দেঁতো হাসি দেঁতো হাসি

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

চরম উদাস এর ছবি

আরে নাহ, মতিবেদকরা আমাদের জাতীয় সম্পদ

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
যারে কয় ফাটাফাটি হইসে!
- একলহমা

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাসনীম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

চরম উদাস এর ছবি

খাইছে

বেচারাথেরিয়াম এর ছবি

মতি রক্স, উদাসও রক্স
পুরাই হুইস্কি উইদ রক্স!!!
গুল্লি

চরম উদাস এর ছবি

হো হো হো

জি.এম.তানিম এর ছবি

কোলাকুলি বুখে আয় বাভুল (পোয়েটিক তুই তুকারি)

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

চরম উদাস এর ছবি

আপাতত ফেসবুকে আসলাম খাইছে

অমি_বন্যা  এর ছবি

হাততালি পুরাই ফাটাফাটি ।

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

উচ্ছলা এর ছবি
চরম উদাস এর ছবি

শয়তানী হাসি

তিথীডোর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

চরম উদাস এর ছবি

খাইছে

সত্যপীর এর ছবি

খাইছে!

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

কারে?

সাইদ এর ছবি

লেখা লই চুদুরবুদুর ছইলত ন

চরম উদাস এর ছবি

ছইলত ন ছইলত ন

ফ্রুলিংক্স এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
না এর তালিকায় সিলেটি ইয়ে, মানে...

চরম উদাস এর ছবি

সিলেটিনুভুতিতে আঘাত লাগলো নাকি ?? খাইছে

অমি_বন্যা  এর ছবি

আমার আগে পড়া ছিল না এইমাত্র পড়লাম আপনার 'কনে দেখা আলো'। ওরে বাবা আমারে ,ধর হাসতে হাসতে পইরা গেলাম গড়াগড়ি দিয়া হাসি

চরম উদাস এর ছবি

খাইছে

স্যাম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দেঁতো হাসি গুল্লি
হাহহহাহহাহহা।
১০ বছর পরে একটা প্রশ্ন আসবে বিসিএস এ- মতিকন্ঠ নিয়ে প্রথম গল্প কে রচনা করেছিলেন? দেঁতো হাসি

চরম উদাস এর ছবি

হ, মতিকন্ঠের নাম একদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তখন যেন আমার নাম লুহার অক্ষরে হলেও থাকে এইজন্য এই গল্প খাইছে

মইনুল রাজু এর ছবি

চারপাঁচ বছর আগে একজন গার্ডিয়ান তার আমেরিকায় পড়ুয়া ছেলের জন্য পাত্রী দেখছিলেন। কোনো এক কারণে তিনি আমাকেও ঢাবিতে পাত্রী দেখার অনুরোধ করে একটা চাহিদাপত্র ধরিয়ে দিয়েছিলেন। একবার চোখ বুলিয়েছিলাম। আপনার এই লেখায় বর্ণিত চাহিদাগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়। সযতনে সে-জিনিস রেখে দিয়েছি আমাদের মানসিকতার দলিল হিসেবে। অনেক পরে কোনো লেখায় রেফারেন্স হিসেবে ব্যবহার করবো।

লেখা মারাত্বক হয়েছে। গুল্লি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

চরম উদাস এর ছবি

চাহিদাপত্র নিয়ে একটা লেখা দিয়ে দেন, জাতি জানতে চায়

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

---------------------
আমার ফ্লিকার

চরম উদাস এর ছবি

খাইছে

শামীমা রিমা এর ছবি

বরাবরের মতোই হো হো হো হো হো হো

তবে আপনার যে অতি সামান্য(!!) চাহিদা তার জন্য তো চায়নাতে অর্ডার দেয়া ছাড়া কোনো উপায় দেখছি না ইয়ে, মানে...

চরম উদাস এর ছবি

এই সামান্য চাহিদার জন্য এখন চায়নার কাছে হাত পাততে হবে ইয়ে, মানে...

তুলিরেখা এর ছবি

ওরে বাবা, চাহিদার লিস্ট দেখে তো মাথা চক্কর দিল। হাসি
এতো রীতিমত সিমুলেশন করে করে অপটিমাইজ করার কেস! হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

চরম উদাস এর ছবি

জীবন থেকে নেয়া লিস্ট

সুহান রিজওয়ান এর ছবি

স্টারের কাচ্চি থাকলো !!

চরম উদাস এর ছবি

কিছু কাচ্চি থাক না গুপন

স্যাম এর ছবি

হো হো হো হো হো হো

অমি_বন্যা  এর ছবি

কনে দেখা আলো এইমাত্র পড়লাম। অরে বাবা হাসতে হাসতে পেটে খিল গড়াগড়ি দিয়া হাসি

চরম উদাস এর ছবি

খাইছে

কৌস্তুভ এর ছবি

আমরা সবাই জানতুম চউদাই মতিকণ্ঠের বলগার, এই যেমন চামে মতিকন্ঠের বিজ্ঞাপন করে নিল...

চরম উদাস এর ছবি

খেলার সাথে রাজনীতি মেশাবেন না, মতির সাথে চরম উদাস মেশাবেন না।
আর মতিকন্ঠের বিজ্ঞাপনের কিছু নেই, চাঁদের কি বিজ্ঞাপন লাগে? রবি ঠাকুরের কি নোবেল লাগে? সানি লিওনের কি সিলিকন লাগে? পুনম পাণ্ডের কি ... থাক ... কিছু কথা থাক না গুপন

ছোট নদী  এর ছবি

আমাদের চাহিদার কোন শেষ নেই

চরম উদাস এর ছবি

সেটাই

শিশিরকণা এর ছবি

আপনে অফিসে বইসা কি সব আকাম করেন মিয়া! বিকাল ৫টার পরে লেখা রিলিজ করবেন।
সারদিন এই লেখার কথা মনে পড়বে আর বেকুব হাসি ফুটে থাকবে মুখে। দুরো!

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

চরম উদাস এর ছবি

সকাল সকাল মিটিং সবাই কানের কাছে ভেজর ভেজর করতেছিল। আমি তাই মনের দুঃখে গল্প লিখে ফেলছি মিটিং এ বসেই ইয়ে, মানে...

^_^ এর ছবি

চরম উদাস আপনি এমুন ক্যান !!!! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি পুরাই মহাসেন লেখা গুরু গুরু

চরম উদাস এর ছবি

খাইছে

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চরম দাদা চরম!! এক্কেরে সেরাম হইসে -
আলো -> অন্ধকার -> এরপর কী?

চরম উদাস এর ছবি

এরপর কনে দেখা Twilight

শিশিরকণা এর ছবি

Twilight এ কনে দেখার আগে বিবাহ করে নিলে ভালৈত না?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

এই মেয়ের ভাষা তো যথেষ্ট ভালো ! আমি ব্যক্তিগতভাবে এক আপুকে চিনি , যিনি ফেসবুকে দারুণ হিট... উনি উনার বন্ধুদের আদর করে প্রায়ই সামাজিকভাবে নিষিদ্ধ কারো পুত্র জ্ঞান করেন; এবং উনার বন্ধুরাও উনার এমন জ্ঞানী সম্বোধন না শুনলে অস্বস্তিতে পড়ে যান 'ইজ শি ওকে' ! এছাড়া যখন-তখন এর ওর মায়ের সাথে উনি কেমন একটা অনৈতিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন; শুনে আক্কেল গুড়ুম হয়ে যাওয়ার পরিবর্তে মাতার সন্তানেরা ৩২ দন্ত বিকশিত করে পরিতৃপ্তির হাসি হাসে ।

চরম উদাস এর ছবি

হো হো হো
বস ... পাত্রকে সাইজ করতে এরকম মেয়েই তো দরকার

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

না না ... শুধু পাত্র নয়; উনি পাত্র, অপাত্র নির্বিশেষে সকলকেই মুখামৃত দান করে থাকেন ! এ ব্যাপারে উনার অকৃপণতার কথা সর্বজন-বিদিত ।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মুখামৃত চিন্তিত

সত্যপীর এর ছবি

ধুর মিয়া আপনে একটা খারাপ লুক...

..................................................................
#Banshibir.

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

দেঁতো হাসি গতকাল দেখলাম স্ট্যাটাসে এক দারুণ জনপ্রিয় সুদর্শন বারো-ইয়ে রাজনৈতিক নেতাকে খুব এক হাত নিয়েছেন । নেতাকে একটি বিশেষ প্রক্রিয়ায় বাঁশ জাতীয় উদ্ভিদের মাধ্যমে যে উপযুক্ত চিকিৎসা প্রদান সম্ভব, সেই বিষয়ে বিশদ বর্নণা ! কথা খুব একটা খারাপ বলে নাই । শুধু ভাষাটা একটু 'ইয়ে' হলে !

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আঁরে কইলেন? আঁই কি চুদুরবুদুর কইচ্চি?

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

আঁই কোয়াল থাবরাই ! আপনাকে বলি নাই ! ঐ যে মুখ একটু ইয়ে আপুটার কথা বলেছি দেঁতো হাসি

saif tuhin এর ছবি

ভাইয়াদের মুখ খারাপে যদি হাততালি দিতে মন চায় তাইলে আপুদের মুখ খারাপে মন কেন উদাস হে পণ্ডিত মশাই!!!

নীল পদ্ম এর ছবি

লেখাটা চরম হইছে

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারানা_শব্দ এর ছবি

লেখা মতিকন্ঠীয় হইসে ! চোখ টিপি গড়াগড়ি দিয়া হাসি
মেড়িল-মতিকন্ঠি-পুরঃস্কার গো'স টু 'চ্রম উদাস'!
হাততালি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

চরম উদাস এর ছবি

থিঙ্কু থিঙ্কু দেঁতো হাসি

নীল পদ্ম এর ছবি

আমার এক বন্ধুর চাহিদায় আর অল্প কিছু যোগ ছিল ওজন ৫০ এর বেশি হবেনা উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চির বেশি নহে
ইয়ে, মানে...
সকল পাত্রীগণ চাহিদা মোতাবেক নিজেদের ঢেলে সাজান(নারী প্রগতি খাইছে )

চরম উদাস এর ছবি

লোয়ার লিমিট সেট করে নাই?? সাধারণত বলে ৫০ কেজির কম চল্লিশ কেজির বেশী, পাঁচফুট চার ইঞ্চির কম পাচফুট দুই ইঞ্চির বেশী ... ইত্যাদি

হিমু এর ছবি

ওজন একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কিষান এর ছবি

চউদা, আপনি অদ্ভুদ খাইছে

চরম উদাস এর ছবি

খাইছে

পল্লব এর ছবি

"রঙ দুধে আলতার প্রয়োজন নেই, শুধু দুধে দুধ হলেই হবে।" এইটা পইড়াই গড়াগড়ি দিয়া হাসি প্রতিটা লাইন কোট করার মত।

==========================
আবার তোরা মানুষ হ!

চরম উদাস এর ছবি

খাইছে

শিশিরকণা এর ছবি

আলতা ইম্পর্ট্যান্ট না। দুধ ইম্পর্ট্যান্ট। বুঝতে হবে!

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

মেঘলা মানুষ এর ছবি

কঠিন

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুমিমা ইয়াসমিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

চরম উদাস এর ছবি

খাইছে

স্পর্শ এর ছবি

গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...

চরম উদাস এর ছবি

চোখ টিপি

sharif rahman এর ছবি

হাস্তে হাস্তে চেয়ার থেইকা পইড়া গেলাম!!! গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু

চরম উদাস এর ছবি

খাইছে

মাহবুব লীলেন এর ছবি

তালিকা থেকে সিলোটি মাইয়া বাদ দেওয়া দেইখাই অনুমান করছিলাম কপালে গর্দিশ আছে...

চরম উদাস এর ছবি

খাইছে

তাপস শর্মা এর ছবি

নিখুঁত স্যাটায়ার এবং অন্তস্থ-র'যুক্ত ননভেজ ইয়ে-এর মধ্যে তফাতটা আপনি ভালোই জানেন। সিম্পলি অসাধারণ... গুরু গুরু

চরম উদাস এর ছবি

খাইছে
আছেন কেমন, আপনার লেখা দেখাই যায়না আজকাল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি

(এই বুইড়াকালে হঠাৎ এই... কনে... মোহরানা... এইসব নিয়া চিন্তা করা শুরু কর্লেন ক্যা চিন্তিত )

চরম উদাস এর ছবি

এই বুইড়াকালে অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

me 21 m frm DHK

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহ, asl

চরম উদাস এর ছবি

চোখ টিপি

অগ্নির এর ছবি

গুল্লি

ভাই যা লিখছেন ! এই টাইপ লোকগুলারে যদি এমনেই ছ্যাঁচা দেওয়া যাইত !

চরম উদাস এর ছবি

শ্রীবেকুবেশ্বর এর ছবি

"আড়িপেতে শোনার" প্রভাব পড়ল নাকি আপনার লেখায় গুরু গুরু

চরম উদাস এর ছবি

কিসের আড়িপেতে ??

শ্রীবেকুবেশ্বর এর ছবি

হায় হায়, "আড়িপেতে শোনা" গ্রুপ এ তো আপনাকে দেখছিলাম মনে হয় !!

চরম উদাস এর ছবি

ও আচ্ছা, বুয়েট এর। হ্যাঁ হ্যাঁ, ঐখানে আছি তো। কিন্তু পড়া হয়না সবসময়।

সাম্য এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
বোলোগ আর মতিকণ্ঠ পড়ার ফলস্বরূপ মাঝে মাঝেই পরিবারের লোকজনকে চমকে দেই!

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

চরম উদাস এর ছবি

সেটাই , আমারও একই সমস্যা খাইছে

খেকশিয়াল এর ছবি

হো হো হো গুরু গুরু!!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

চরম উদাস এর ছবি

খাইছে

নীলকমলিনী এর ছবি

তোমাকে দেখলে মনে হয় না তুমি এত চরম দুষ্ট ।মেয়েটি কে আমার পছন্দ হয়েছে।

চরম উদাস এর ছবি

তোমাকে দেখলে মনে হয় না তুমি এত চরম দুষ্ট ।

ভিলেনকে দেখেই ভিলেন মনে হলে সে আবার কেমন ভিলেন খাইছে

সাব্বির রহমান  এর ছবি

অদ্ভুদ ! দেঁতো হাসি গড়াগড়ি দিয়া হাসি
চউ ভাই কবিতা লেখা শুরু করেন ,তারেকানুকে নিয়ে লেখা আপনার বাঙ্গি-লুঙ্গি কবিতাটি রক্স দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
চরম উদাস এর ছবি

চোখ টিপি
লিখব লিখব , "তারকাণু বধ কাব্য" নামে একটা ইয়া মোটা সাইজের কাব্যগ্রন্থ লেখার প্ল্যান করতেছি।

অতিথি লেখক এর ছবি

বধ করবেন ক্যামনে??!!!
হ্যাতেরে তো এক যায়গায় খুইজাই পাওয়া যায় না!!
খাইছে

--------------------
সুবোধ অবোধ
-------------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

'বাঙ্গি-লুঙ্গি' পড়া হয় নাই মন খারাপ কত অজানা রে ! পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

তারেক দাদা কোথায় আছে জানতে হলে আগে জানতে হবে উনি কোথায় কোথায় নেই... তাপ্পর মাটিতে কাঠি দিয়া একটা দাগ দেন... ধরেন সেইটা তারেকাণু... তারপর আরেকটা দাগ দেন... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... চাল্লু

আলতাইর এর ছবি

দাগ না...দাগ না। এখন ডিজিটাল যুগ। ইশ্মার্ট ফোন দিয়া কাটাকুটি কইরা হিসাব করবো... তয় কাক্কেশ্বর এর পার্ট কে লইবো কইতারিনা

চরম উদাস এর ছবি

খাইছে

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

বাঙ্গি-লুঙ্গি পড়ি নাই মন খারাপ কত অজানা রে ! পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

চরম উদাস এর ছবি

এইভাবে পড়া ফাঁকি দিলে চল্পে? এই যে বাঙ্গি-লুঙ্গি ফিচারিং তারকাণু -
আবু ইউসুফের তেত্রিশ বানর - পর্ব এক

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

অমায়িক অমায়িক ! বাঙ্গী-লুঙ্গী পুরাই অমায়িক ! অবিশ্যি গেচ্‌মু-টাও সেই-ই-ই লাগলো দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

উদাসদা,অসাধারণ, আর কিচ্ছু বলবার নেই গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

-নিশিতা

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ইশতিয়াক রউফ এর ছবি

এক্কেবারে উদাসকণ্ঠ লেখা।

চরম উদাস এর ছবি

খাইছে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ও আল্লাহ!

চরম উদাস এর ছবি

চিন্তিত

ত্রিমাত্রিক কবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
মেয়েটারে পছন্দ হইছে চৌদা। কর্মখালি আছে? দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

চোরের নজর বোচকার দিকে

ত্রিমাত্রিক কবি এর ছবি

চৌদা নিরাশ কইরেন না। মতিকন্ঠ পড়া সুন্দরী পরহেজগার পাত্রীর কথা শুইনাই তো আমার রীতিমতো হচ্ছে শয়তানী হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে ... মানে ...
উদাস'দার নামটা দেখি মাগধী অপভ্রংশ ছেড়ে এবার গৌরী অপভ্রংশের দিকে যাচ্ছে
চিন্তিত

আলতাইর এর ছবি

নামককরণ জিন্দাবাদ চোখ টিপি

চরম উদাস এর ছবি

খাইছে
নাম নিয়ে চুদুর বুদুর চইলত না চইলত না ,
ভাষা নিয়ে বেশি বাঁদরামি করলে কলকাতায় গিয়ে আনন্দবাজারের কাছে বিচার দিয়ে আসব কিন্তু ...

ঈয়াসীন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি জয়তু মতিকণ্ঠ

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

চরম উদাস এর ছবি

খাইছে

সাফিনাজ আরজু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গুরু গুরু
গুরু গুরু

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

ক্লোন৯৯ এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মেঘা এর ছবি

মেয়ের কথাবার্তার বর্ণনার সাথে একজনের মিল পেলাম ফেসবুকের দেঁতো হাসি এমন মেয়েই তো দরকার চাহিদাপত্রওয়ালাদের সাইজ করার জন্য!

আমার তো মতিকণ্ঠ পড়ে পড়ে অন্য খবর বিশ্বাস হতেই চায় না। মতিকণ্ঠ রক্স দেঁতো হাসি সেই সাথে চরম উদাস ভাইয়াও রক্স চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

চরম উদাস এর ছবি

মতিকণ্ঠ রক্স

জোহরা ফেরদৌসী এর ছবি

মেয়েকে আমার চেয়ে দুই ইঞ্চির বেশী কিন্তু চার ইঞ্চির কম খাটো হলেই হবে। রঙ দুধে আলতার প্রয়োজন নেই, শুধু দুধে দুধ হলেই হবে। মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এ অনার্স পড়ুয়া (পাশ হলে হবে না) , জিপিএ তিন দশমিক দুই থেকে থেকে তিন দশমিক পাঁচ এর মধ্যে। সামান্য গান জানা (নাচ না), একটু লাজুক (কিন্তু হট), শান্ত (কিন্তু মাঝেমাঝে একটু দুষ্টু), সামান্য রান্না জানা, ভালো বংশ, ঢাকায় ঠিকানা আর সামান্য পরিচিতি, দেশের বাড়ি নোয়াখালী, বরিশাল, সিলেট, কুমিল্লা বা চিটাগাং নয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে (ফজর ক্বাযা গ্রহণযোগ্য), কোন ছেলে বন্ধু নেই, বাবা সরকারী চাকুরে, মা হাউজ ওয়াইফ, ভাই বোন থাকতে হবে (এক বাপের মেয়েরা একটু বেশী ইয়ে হয়) তবে দুইজনের বেশী নয়, শুকনা তবে কাঠি নয়, বুদ্ধিমতী তবে চালাক নয়, মেয়েকে একটু পত্রিকা আর সাহিত্য পড়ুয়া হতে হবে (আমরা একটু কালচারাল ফ্যামিলি তো তাই)।

এক বার এক আপা বলেছিলেন, বাংলাদেশের কিছু কিছু পাত্র পক্ষ (বিশেষতঃ শিক্ষাগত যোগ্যতা- বুয়েট/মেডিক্যাল গ্রাজুয়েট, পিতা/মাতা- সরকারী আমলা/সামরিক কর্মকর্তা, ডাক্তার, ইত্যাদি, ঢাকায় নিজেদের বাড়ি, গুলশান, ধানমন্ডি, বনানী, বারিধারায় হলেতো কথাই নেই) তাদের ছেলেটিকে মনে করে “অজানি দেশের না জানি কিছু”। সেই অজানি দেশের না জানি কিছু’র জন্য যোগ্য পাত্রী কি এই দুনিয়াতে আছে? নাই। তারপরেও কম্প্রোমাইজ করে যে লিস্টটা বানায় তা মোটামুটি এরকমই হয়। তারপরেও অনেক দেখে শুনে যে মেয়েকে ঘরে আনে, বিয়ের রাত পার হতে না হতেই শুরু হয়ে যায় লিস্টের কত কিছু মেলেনি তার হিসাব। একবারও নিজেদের দিকে তাকিয়ে দেখে না!

বোলোগ পড়া মেয়েরা খুউউউউউউব্বব্বব্বব খ্রাপ। বোলোগ লেখা মেয়েরা? নাউজুবিল্লাহ।

চরম উদাস, আপনি একটা আস্ত অভিশাপ দেঁতো হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

চরম উদাস এর ছবি

ধন্যবাদ, সারাজীবনের স্বপ্ন ছিল অভিশাপ হওয়ার, আজ সত্যি হল খাইছে

জোহরা ফেরদৌসী এর ছবি

অন সেকেন্ড থট, খুবই দুশ্চিন্তায় আছি। ব্লগ পড়া ও লেখা মেয়েদের বিবাহের কী হবে? মন খারাপ

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

ধুসর গোধূলি এর ছবি

'আমনে আমাত্তে বেশি বুজেন' ডায়ালগটা ছাড়াই যেমনে হোতাইয়া লাইছেন, এই ডায়লগ থাকলে হুইয়া গড়াগড়ি করতে হইতো! হো হো হো

চরম উদাস এর ছবি

আমনে আমাত্তে বেশি বুজেন আমাত্তে বেশী বুঝেন একেবারে ক্লাসিক মতি ডায়লগ, এখন ব্যাটার এইটা কম মারে।

জেবতিক রাজিব হক এর ছবি

যে মাইয়া ব্লগ দিয়া ইন্টারনেট চালায়, মতিকন্ঠ পড়ে, সে তো নাস্তিক। ঘটক ব্যাটা তো আপ্নেরে ঠকাইতে চাইছিলো।

চরম উদাস এর ছবি

অনার্য সঙ্গীত এর ছবি

আপনে অদ্ভুদ! গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

চরম উদাস এর ছবি

সবই তোমাদের দুয়া খাইছে

রিক্তা এর ছবি

ক্লাসিক উদাস ইজ ব্যাক!
নিচে পুরানো লেখার লিংক দিয়ে ভাল করেন নাই। আপনার পুরানো লেখা আবার রিভিশন দেওয়া শুরু করলাম। সেইখানেও জ্বালাঃ আপনার লেখা আবার কমেন্ট সহ রিভিশন দিতে হয়। সময়সাপেক্ষ ব্যাপার।

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

স্যাম এর ছবি

আপনার লেখা আবার কমেন্ট সহ রিভিশন দিতে হয়

একদম মিলে গেছে আপনার সাথে।

অতিথি লেখক এর ছবি

আপনার লেখা আবার কমেন্ট সহ রিভিশন দিতে হয়।

সহমত।

------------------
সুবোধ অবোধ
--------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

চরম উদাস এর ছবি

হ, পাবলিকে আমার লেখায় অনেক এসে অনেক মজা মশকরা করে। এরপর থেকে ঝাড়ি দিয়া সবাইকে বলতে হবে লাইনে কমেন্ট করেন খাইছে

বটতলার উকিল এর ছবি

আগেরটা'র মত এটাও সেরাম হয়েছে চরম উদাস দা। 'টেকাটুকা' নিয়ে কিছু দিলে খারাপ হত না। মতিকন্থ একটা সেরাম অভিশাপ! পরের পর্বের অপেক্ষায়। হাততালি

বটতলার উকিল।

চরম উদাস এর ছবি

মতিকন্ঠ অভিশাপ

সচল জাহিদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

চরম উদাস এর ছবি

খাইছে

তানিম এহসান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি চলুক

হাসি

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অরিত্র অরিত্র এর ছবি

ভাইডি, কীভাবে পারেন!! গড়াগড়ি দিয়া হাসি

চরম উদাস এর ছবি

হরলিক্স হরলিক্স

অতিথি লেখক এর ছবি

হাসাহাসি অ্যাপার্ট, রম্যটার মূল কথা হল সাহিত্যের প্রতি অনীহার সমস্যাটা আসলেই চরমে পৌঁছেছে এখন। সমসাময়িক বাংলা গল্প কিংবা উপন্যাস শেষ কবে পড়া হয়েছিল তা-ই মনে করতে পারি না! কবিতার অবস্থা তো আরো করুণ, ফেসবুকে কবিতার তো প্রতিদিনই জবাই হচ্ছে! এটা ঠিক, সাহিত্যের মানদণ্ড নিতান্তই আপেক্ষিক, কিন্তু মতিকণ্ঠ আর ব্লগের মত বৃত্তের বাইরের লেখা পড়েও তো জ্ঞান অর্জন করা যায় না!

আপনাকে ধন্যবাদ চরম উদাস!

মিনহাজ.রাতুল

চরম উদাস এর ছবি

কিন্তু মতিকণ্ঠ আর ব্লগের মত বৃত্তের বাইরের লেখা পড়েও তো জ্ঞান অর্জন করা যায় না

জ্ঞান বর্জন জ্ঞানার্জনের চেয়ে মহত্তর। তাই অকারণ জ্ঞান অর্জনের চেয়ে আমাদের জ্ঞান বর্জনের সাধনা করা উচিৎ।

ফয়সাল ইজা এর ছবি

হাততালি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু

চ্রম উদাস দা, রেজ্জাক ঘটক ভাইডির মোবিল নম্বরডা দেবেন নি ইট্টু?
বলগ্ দি এন্টারনেট চালানি মাইয়া বিবাহ করিতে মঞ্চায়।

চরম উদাস এর ছবি

সব চোরের নজর বোচকার দিকে

ব্যাঙের ছাতা এর ছবি

আমি আসলেই বুঝিনা, আপনার সাথে আমার সমস্যা কোথায়? অফিসে বসে আপনার লেখাগুলি পড়া বন্ধ করে দিয়েছি কারন হাসির চোটে সবাই বুঝে যে কাজ না করে ফাঁকি দিচ্ছি।
শশুরবাড়িতে নতুন নতুন। তাই উচ্চ স্বরে হাসির উপর অলিখিত নিষেধাজ্ঞা মানার সময় গতকাল রাতে এই লেখা ননদ-ভাবী একসাথে পড়লাম। হাসি শুনে শাশুড়ি মা দেখতে আসলেন দুইজনে কী নিয়ে হাসি।

এমনভাবে লিখতে থাকলে আপনারে তো ‘ব্লক’ করতে হবে যা বুঝতেসি। কিন্তু জাতি তো তা চায় না।

এখন আপনি উপায় বলেন। সব দোষ আপনার।

চরম উদাস এর ছবি

খাইছে
শ্বশুরবাড়িতে সবাই বলবে, বউমা অদ্ভুদ।

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

যাই হউক, লিষ্টি অনুযায়ী কোন মাইয়া কি পরে পাওয়া পাওয়া গেছে? পাইলে এট্টু খবর দিয়েন, দেইখা আসবো।

চরম উদাস এর ছবি

আবার জিগায়, আমি তো লিস্টি মিলায়েই বিয়ে করলাম

প্রৌঢ় ভাবনা এর ছবি

লেখা নিয়ে কোন কথা চইলতো ন। তয় একখান কথা আছে,

(এক বাপের মেয়েরা একটু বেশী ইয়ে হয়)

বাপ কি একের অধিক হতে হবে ? ইয়ে, মানে...

মেঘা এর ছবি

কথা বড়ই সত্যি! বাপের এক মেয়ে হলে কথা ঠিক হতো মনে হয় হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
এক বাপের এক মেয়ে করে দিলাম, বাপ একটা থাকলো, মেয়েও একটা খাইছে

অতিথি লেখক এর ছবি

এইটা দরকার আসিল। অনেকরে পড়ে শুনাতে হয়েছে। প্রত্যেকবার এইখানে একটা উষ্ট্রা খাইতে হইত! আর হইব না। দুইজনরেই ধইন্যবাদ!
- একলহমা

চরম উদাস এর ছবি

আর কেউ কুথাও উস্টা খাইলে বইলেন, স্পীড ব্রেকারে লুব লাগায়ে দিব।

অতিথি লেখক এর ছবি

দুই দিন কাজের চাপে সচল খুলতে পারি নাই আজকে প্রথমে আপনার গল্প দেখে খুসিতে দাত বের হয় গেছিল তারপর ত পড়তে যেয়ে হেসে গড়াগড়ি। বস এক্তু পর পর আগুন চোখে তাকায়, সব আপনার দোষ। কেম্নে লেখেন এইগুলা? গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

চরম উদাস এর ছবি

বস অদ্ভুদ খাইছে

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

মতিকন্ঠ ইজ বেস্ট দেঁতো হাসি

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

চরম উদাস এর ছবি

আবার জিগায়

নাসিফুল হক এর ছবি

দাদা সিরাম হইছে, কনে দেখা নিয়া কোন চুদুরবুদুর চলবে না। গুরু গুরু

চরম উদাস এর ছবি

চুদুরবুদুর চইলত ন চইলত ন

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

জিপিএ থ্রি পয়েন্ট থ্রি (আমার চেয়ে পয়েন্ট টু কম)

দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

চরম উদাস এর ছবি

বাঁশের চেয়ে তো কঞ্চি বড় হতে পারেনা খাইছে

প্রৌঢ় ভাবনা এর ছবি

জামার চেয়ে গেঞ্জি বড় হলে ?

চরম উদাস এর ছবি

হো হো হো

নাহিয়েন এর ছবি

চলুক

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতন্দ্র প্রহরী এর ছবি

একের পর এক এরকম চরম গোলা... "কীভাবে পারেন?" চোখ টিপি

চরম উদাস এর ছবি

কিছু কথা থাক না গুপন

মনি শামিম এর ছবি

আপনি এত লিতে পারেন যে বুলার নয়! হাসতে হাসতে মরে গেনু খো!

চরম উদাস এর ছবি

খাইছে

আইলসা এর ছবি

চ' উদা লোকটা জানি কেমন কেমন..
পুরা চদ্ভুদ (চরম+ অদ্ভুদ)

পোলার অনুভূতি জানতে মুঞ্চায়, চুন্নিরে কান্নি দিয়া ঢুকাইয়া একটা সিক্যুয়েল দেন বস।

চরম উদাস এর ছবি

খাইছে

অতিথি লেখক এর ছবি

চরম একখান জোকস হইলো, আমি পড়ে হইলাম উদাস।

লিমন ভৃইয়া

চরম উদাস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মৃত্যুময় ঈষৎ এর ছবি

গুল্লি গুল্লি

অফটপিকঃ বস, উদ্দেশ্য কি দুইটাই ছিল যে কনে দেখা প্রক্রিয়ার নোংরামি এবং ব্লগার কন্যার গ্রহণযোগ্যতা দুইটাই দেখানো? দুইটায় আলাদাভাবে ফোকাস করলে ভালো হতো কি না চিন্তা করছি!


_____________________
Give Her Freedom!

চরম উদাস এর ছবি

টু ইন ওয়ান

দ্রোহী এর ছবি

চরম উদাস একটি অভিশাপ!

চরম উদাস এর ছবি

হো হো হো

মাসুম এর ছবি

গুরু সালাম লন গুরু গুরু

guest_writer এর ছবি

চরম উদাস এর লেখা কি এতো দৌড়ের উপর পড়া যায় নাকি? অনেক কাজ বাইরে। কিন্তু লেট করে ফেললাম চোখে পানি এনে।
কেন চোখে পানি? - আরে ভাই চরম উদাস এর লেখা পড়ে চোখ শূকনো থাকে কারো? বুকে হাত দিয়ে বলুকতো?

- কামরুজ্জামান পলাশ

নির্ঝর অলয় এর ছবি

চরম অভিশাপ! ননস্টপ হাসি!

আরেফিন এর ছবি

ক্যামনে ভাই ক্যামনে? মিয়াঁ, আপনি চরম একটা অভিশাপ!!!

ধুসর জলছবি এর ছবি

এই লেখাটা আমি পড়ছিলাম ক্লাসে বসে, সামনে প্রেজেন্টেসন চলছিল, আর একটু হলে দফারফা হয়ে যেত, হাসি চাপতে যে কত কষ্ট, ভুক্তভুগিরা জানে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
কথা সত্য, মতিকন্ঠ পড়ে পড়ে এমন সব শব্দ শিখছি যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আগে ধারণা ছিল না। ভাগ্যিস বিয়ে করে ফেলেছিলাম, নাহলে আমার আর বিয়েই হত না মনে হচ্ছে।
মতিকন্ঠ রক্স। আর চরম উদাস তো চরম রক্স। গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।