মে ১৫, ১৯৭১
যুদ্ধটা শেষ পর্যন্ত শুরু হয়েই গেল। সানাউল্লাহ ভাই কিছুদিন চারিদিকের ভাও বোঝার চেষ্টা করে শেষপর্যন্ত মিটিং ডেকেই ফেললেন। লোকজন নিতান্ত কম না। এলাকার মুরুব্বী, আধা মুরুব্বী, চ্যাংড়া, ছেলে ছোকরা, চার আনা, আটআনা, দশপাই, পাঁচপাই সব মিলিয়ে দুইশ এর মতো লোক। কমবেশি সবাই সানাউল্লাহ ভাইকে মানে। সানাউল্লাহ ভাই একটু গলা খাঁকারি দিয়ে শুরু করলেন,
মুক্তিযুদ্ধ করতে হবে তবে গণতন্ত্র ঠিক রাখাটাও জরুরী।
পাশে থেকে ইদ্রিস মোল্লা বললেন, ধর্ম ঠিক রাখা আরও জরুরী।
কড়া বাম কামরুল ভাই বললেন, সমাজতন্ত্র ঠিক রাখাও জরুরী।
হট্টগোল বেশী বাড়ার আগে সানাউল্লাহ ভাই ঘোষণা দিলেন আগে ভোট হবে। কে কোন দলে সাপোর্ট করে ঠিক করে নেয়াটা জরুরী। তারপর সবাই মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী কর্মপন্থা ঠিক করতে হবে। ভোটাভুটি শুরু হল। দেখা গেলে আওয়ামীলীগ ৬৩ জন, নাওয়ামীলীগ ৮২ (যারা অন্য কোন দল করে না, খালি আওয়ামীলীগ অপছন্দ করে) , জামাত ১১, বাম ৯, আর অন্যান্য ৩৩। ভেজাল লাগলো বামদের নিয়ে। নয় বাম চিল্লাপাল্লা শুরু করলো তাদের শুধু বাম বলা যাবেনা। একেকজন একেক রকম বাম। কেউ চিনে বাম, কেউ রাশিয়ান বাম, কেউ কিউবা বাম, কেউবা মাও বাম, কেউ চে বাম। গুনে দেখা গেল নয় জনের মধ্যে মোট দশ রকমের বাম। সানাউল্লাহ ভাই এটা কি করে সম্ভব বলে হৈচৈ লাগানোতে কামরুল ভাই কাঁচুমাচু বয়ে বলেন উনি একাই আসলে দুরকম বাম। উনার অর্ধেক এক রকম, বাকি অর্ধেক অন্যরকম। এইজন্য নয়জনে দশ বাম হয়ে গেছে।
এরপর মুক্তিযুদ্ধের ব্যাপারে সবার মতামত নেয়া শুরু হল। সবাই প্রায় একমত মুক্তিযুদ্ধটা করতে হবে। কিন্তু প্রায় সবাই একটা কিন্তু যোগ করে তার আগে আরও কি কি করতে হবে তার ফিরিস্তি দিল। মুরুব্বী কাসেম চাচা বললেন, তার চালের আড়ত থেকে যে আওয়ামীলীগের পাণ্ডারা যে চাঁদা নেয় প্রতি মাসে সেটা আগে বন্ধ করা দরকার। কামরুল ভাই বললেন, সবাইকে আগে মাওবাদটা বুঝে দেখা দরকার। সলিমুল্লাহ ভাই বললেন, আগে তার সাথে বিলকিস আপার সমাধানটা হওয়া দরকার।
নানা হট্টগোলের মধ্যে কোন সিদ্ধান্ত ছাড়াই সেদিনের মিটিং শেষ হল।
জুলাই ২১, ১৯৭১
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। সবাই একমত হয়না, আমাদের আর যুদ্ধে যাওয়া হয়না। মাঝখানে অনেকে হারিয়ে গেছে। সানাউল্লাহ ভাই প্রতিদিন সন্ধ্যায় ক্লাবঘরে গণতন্ত্র নিয়ে আলোচনা করেন। ঘাড়ত্যাড়া শাকিল বিরক্ত হয়ে বলে, আগে তো শুয়োর খেদাই তারপর না গণতন্ত্র। গণতন্ত্র তো মানুষের সাথে মানুষের হয়, নাকি? সানাউল্লাহ ভাই বিরক্ত হয়ে মাথা নাড়েন। বলেন, গণতন্ত্র সবার জন্য। শুয়োর বলে কি ওরা মানুষ না?
সেপ্টেম্বর ৩, ১৯৭১
আমাদের আলোচনা চলছে। দেশে যুদ্ধ চলছে। কথা বলতে বলতে একসময় ঘাড়ত্যাড়া শাকিল ক্ষেপে উঠে। ওর বোনকে নাকি গত সপ্তাহে তুলে নিয়ে গেছে ব্যারাকে, ফেরত আসেনি, আসার সম্ভাবনাও নেই। সানাউল্লাহ ভাই শাকিলকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন,
- সবই বুঝলাম। কিন্তু মাথাটা ঠাণ্ডা রাখতে হবে। গণতন্ত্রের বাইরে যাওয়া যাবে না।
শাকিল চিৎকার করে বলে, গণতন্ত্রের মায়রে চুদি। আমি গেলাম মুক্তিযুদ্ধে। আপনারা বসে বাল ফালান।
রাতের বেলা শাকিল পাড়া ছেড়ে রওনা দেয়। সকালে তার জবাই করা লাশ পাওয়া যায়। সানাউল্লাহ ভাই আফসোসের সুরে বলেন, আগেই বলেছিলাম গণতন্ত্রের বাইরে গিয়ে কিছু করতে গেলে অমঙ্গল হতে পারে। ইদ্রিস মোল্লা মুচকি হাসে।
ডিসেম্বর ১৫, ১৯৭১
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। আমাদের মিটিং এর শুরুতে প্রায় দুইশ এর মত লোক ছিল। এখন কমে দেড়শ এর নীচে নেমে এসেছে। আওয়ামীলীগ, নাওয়ামীলীগ, ডান,বাম সব দল থেকেই কেউ না কেউ হারিয়ে গেছে। ঘাড়ত্যাড়া শাকিল জবাই হয়েছে, চ্যাংড়া মাসুদ এর বাড়ী জ্বালিয়ে দিয়েছে কে যেন রাতের আঁধারে - বাবা মা আর দুই বোনসহ পুড়ে মরেছে, জোহরা আর সালমা দুই বোন কে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকদিন থেকেই, হাসিখুশি মুরুব্বী মনসুর আলীর লাশ পাওয়া গেছে ক্ষেতের কোনে, বোকাসোকা কামরুল ভাইয়ের লাশ মিলেছে নদীতে। আমাদের নামকরা কবি ফজলুল এর লাশ পাওয়া গেছে গতকাল, দুই চোখ উপড়ানো। চোখ খুব প্রিয় জিনিস ছিল ফজলুলের, চোখ নিয়ে অনেক কবিতা ছিল ফজলুলের। সানাউল্লাহ ভাই বিড়বিড় করে বলে যান, গণতন্ত্রটা ঠিক রাখতে হবে। কেউ একজন ভয়ে ভয়ে বলে, পোকামাকড়ের মতো মানুষ মরতেছে যে। ইদ্রিস মোল্লা ধূর্ত চোখে তাকিয়ে বলে, ধর্ম না বাঁচলে মানুষ দিয়া কি হবে? তার কথা খুব একটা সাড়া পায় না। ইদ্রিস মোল্লা এবার বলে, মানুষ মরলে অন্য মানুষ পাওয়া যাবে, গণতন্ত্র একবার মরে গেলে আর পাওয়া যাবে না। এবারে ইদ্রিস মোল্লা অনেক বেশী সাড়া পায়।
আগস্ট ১৫, ১৯৭৫
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। সমালোচনার মুখে দেশের সব শান্তি কমিটি বন্ধ হয়ে গেছে। তবে আমাদের দেখাদেখি অনেকেই নতুন কমিটি খুলেছে, গণতন্ত্র কমিটি।
ফেব্রুয়ারি ২১, ১৯৮২
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। আমাদের গ্রুপে তেমন কিছু পাল্টায়নি। শুধু ইদ্রিস মোল্লা খানিক পাল্টেছে। ইদ্রিস মোল্লা এখন আর ধর্মের কথা বলেনা তেমন। গণতন্ত্রের কথাই বলে বেশী। ইদ্রিস মোল্লা বুঝে গেছে ধর্মের চেয়েও গণতন্ত্রের শক্তি বেশী, ঝাঁজ বেশী। আর গণতন্ত্র মোড়া ধর্মের শক্তি তো আরও বেশী।
মার্চ ২৬, ১৯৯৫
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। আমাদের মিটিং এর লোকসংখ্যা কমে একশোতে নেমেছে। বাকিরা কই যেন হারিয়ে গেছে।
ডিসেম্বর ১৬, ২০০৬
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। আমাদের মিটিং থেকে আরও অনেক লোক হারিয়ে গেছে কিন্তু গণতন্ত্র হারায়নি। সানাউল্লাহ ভাইয়ের গলায় তেমন জোর নেই। মৃদু গলায় বলে যান, গণতন্ত্রটা ঠিক রাখতে হবে।
জানুয়ারি ৫, ২০১৪
দেশে যুদ্ধ চলছে। আমাদের আলোচনা চলছে। সানাউল্লাহ ভাইয়ের বয়স সত্তর ছাড়িয়েছে। চোখে প্রায় কিছুই দেখেন না, কানে অল্প শুনেন, কথা বলেন প্রায় ফিসফিস করে। সানাউল্লাহ ভাইয়ের গ্রুপের লোকসংখ্যা এখন মাত্র তেরজন। এদের মধ্যে আছে নব্বই পার হওয়া এখনও শক্তসমর্থ ইদ্রিস মোল্লা আর তার দশ চ্যালা। বাকিদের কেউ অপঘাতে মরেছে, কেউবা এমনি এমনি মরেছে। সানাউল্লাহ ভাই প্রতি সন্ধ্যায় পূর্ব পাকিস্তানের এক মফস্বল শহরের প্রায় ভেঙ্গে পড়া এক ক্লাব ঘরে সবাইকে নিয়ে আলোচনায় বসেন। ফিসফিস করে বলেন, গণতন্ত্রটা ঠিক রাখতে হবে।
মন্তব্য
প্রতি সন্ধ্যায় পূর্ব পাকিস্তানের এক মফস্বল শহরের প্রায় ভেঙ্গে পড়া এক ক্লাব ঘরে সবাইকে নিয়ে আলোচনায় বসেন। ফিসফিস করে বলেন, গণতন্ত্রটা ঠিক রাখতে হবে।
facebook
গণতন্ত্র -
BNP, Jamaat attack Hindu village in Jessore
আরও গণতন্ত্র -
নির্বাচনে সহিংসতায় নিহত ২১
আমার বাপে সব সময় কইত মাত্র ৯ মাসে এই দেশ স্বাধীন হওয়া ঠিক হয় নাই। এখন বুঝতে পারি কেন এই কথা কইত।
সাইদ
অঃটঃ নিজের নাম দিয়ে মন্তব্য করতে পারছি না, ব্লক দেখাচ্ছে তাই অতিথি হিসেবে মন্তব্য করলাম। আপনাদের ক্যাপচাটা অনেক সমস্যা করছে। এভাবে চলতে থাকলে তো অতিথি ছাড়া মন্তব্য করা কঠিন হয়ে যাবে।
আরও আরও গণতন্ত্র -
ঠাকুরগাঁওয়ে ভোট কর্মকর্তাকে হত্যা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আরেকটু গণতন্ত্র -
দিনাজপুরে কেন্দ্রে ঢুকে পিটিয়ে আনসার হত্যা
সাবাস ! লেখায়
মজা পাইছি উদাসদা।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সবাইকে এক পিস করে গণতন্ত্র দিতেছি। আপনার ভাগে পড়ল বড় গণতন্ত্র -
ভোট ঠেকানোর ডাক দিয়ে তারেকের ভিডিও বার্তা
''গণতন্ত্র সবার জন্য । শুয়োর বলে কি ওরা মানুষ না?''
''গণতন্ত্রের মায়রে চুদি । আমি গেলাম মুক্তিযুদ্ধে।আপনারা বসে বাল ফালান । "
----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন
গণতন্ত্রের জন্য আগুন -
ভোটের আগে ২০ জেলার প্রায় ১০০ স্কুলে আগুন
"সানাউল্লাহ ভাই প্রতি সন্ধ্যায় পূর্ব পাকিস্তানের এক মফস্বল শহরের প্রায় ভেঙ্গে পড়া এক ক্লাব ঘরে সবাইকে নিয়ে আলোচনায় বসেন। ফিসফিস করে বলেন, গণতন্ত্রটা ঠিক রাখতে হবে।"
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আম্লিগের তরফের গণতন্ত্র
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ভোট ছিনতাইয়ের অভিযোগ
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
আরও গণতন্ত্র -
ভোটের পর দিনাজপুরে হিন্দু বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ
''গণতন্ত্রের মায়রে চুদি । আমি গেলাম মুক্তিযুদ্ধে।আপনারা বসে বাল ফালান ।"
আপনার লেখা
----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য
ধন্যবাদের সাথে আপনাকেও গণতন্ত্র দিলাম
পঞ্চগড়ে সংখ্যালঘু বাড়িতে আগুন
সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। এরপরে আরও যারা কমেন্ট করবেন সবাইকে উপরের মতো এক পিস করে গণতন্ত্র উপহার দিবো
এই লন, আক্ষরিক অর্থেই গণতন্ত্রের উপহার
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কড়িকাঠুরে
গণতন্ত্র -
অভয়নগরে শিবিরের তাণ্ডবে ঘরছাড়া শতাধিক পরিবার
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
গণতন্ত্র রক্ষার বুদ্ধি -
লেখায়
দুঃখের ব্যাপার হলেও সত্যি যে বাংলাদেশে যে পরিমাণ গণতন্ত্র তাতে কয়েক পিস করে দিলেও শেষ হবে না!
১৯৭৫ সালে 'বাকশালী' সরকার হটিয়ে "সামরিক গণতন্ত্র" আনা হয়েছিল। এখনও আবার অনেকে তেমন চাচ্ছে।
আহারে "সুশীলীয় গণতন্ত্র"!!!!
সুবোধ অবোধ
এই যে "সুশীলীয় গণতন্ত্র" -
৪৫ মিনিটে গুঁড়ো হয়ে গেল শত বছরের বিশ্বাস
সচলায়তনে মন্তব্য করার গণতন্ত্র ঠিক আছে তো?
লেখা গণতন্ত্রের মতই হইছে।
ভালো থাকবেন চরম উদাস।
আপনার জন্য শুভকামনা।
*******************
কামরুজ্জামান পলাশ
মন্তব্য করতে ঝামেলা হচ্ছে নাকি??
এই যে গণতন্ত্র হত্যা চলছে (মানুষ হত্যা ব্যাপার না) -
গণতন্ত্র হত্যাযজ্ঞে মানুষ সায় দেয়নি আন্দোলন চলবে
" গণতন্ত্রের মায়রে চুদি। আমি গেলাম মুক্তিযুদ্ধে। আপনারা বসে বাল ফালান।"
mahinaaa@gmail.com
সংখ্যালঘুর জন্য গণতন্ত্র -
গণতন্ত্রটা ঠিক রাখা খুব জরুরি। জামাতি বামাতি কেউ ফেলনা নয়, সবাইকে নিয়াই গণতন্ত্রের ভিত মজবুত করে তুলতে হবে।
সংখ্যালঘুর জন্য ঠিক রাখা আরও খানিক গণতন্ত্র -
যশোর-দিনাজপুরে হিন্দুদের ওপর হামলা, ঘরে আগুন
এই কথাটা শুধু বাম না, অনেক ডানদের ক্ষেত্রেও সত্যি।
আমাদের যুদ্ধে যেতেই হবে, নইলে "ইদ্রিস মোল্লা আর তার দশ চ্যালা" ছাড়া গণতন্ত্রের ধ্বজা তুলে ধরার কেউ থাকবে না।
____________________________
বোনাস গণতন্ত্র-
চট্টগ্রামে পেট্রোল বোমায় পুড়লেন গাড়িচালক
না রে ভাই, মাফ চাই ! আমি কোনো কমেন্ট করতেছি না ! আমার কোন গণতন্ত্র লাগবে না !
কারণ
'সংখ্যালঘু হয়ে জন্মালেই সমাজের আত্মাটা চেনা যায় ; নইলে কেবল বহিরাবরণটাই চোখে পড়ে !'
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ভয়ের কুনু কারণ নাই, জয় ভাইয়া সব সহিংসতা প্রতিরোধ করে ফেলছে, লেচ্চিন্তে থাকেন!
সরকার সহিংসতা প্রতিরোধে সক্ষম হয়েছে: জয়
মাস্টারপিস!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
গণতন্ত্র সবার জন্য। শুয়োর বলে কি ওরা মানুষ না?
আপ্নে একটা অভিশাপ!
- শ্রাবস্তী
আমাদের আসলে মুসলমানি গনতন্ত্র দরকার। মুসলমানি গনতন্ত্রে মালাউনদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া খুব জায়েজ।
মাসুদ সজীব
আপ্নের গণতন্ত্রের ঈমান ঠিক নাই। লালমিয়া একাই একশ' হইতে পার্লে এরা নয়জন দশরকমে সমইস্যা কোথায়
গণতন্ত্রের গুদাম থেকে সব্বাইরে একপিস দিতেছেন। খবর্দার আমারে এই টুকরা টাকরি দিতে আসলে দাঁতভাঙ্গা জবাব দিবো
লাইনে থাকুন। দূরশিক্ষণের সেইরাম হেনঞ্ছাম প্রিঞ্চিপালের শিক্ষার আলুয় নিজেকে আলুকিত করুন। গণতন্ত্রী হওন, অন্যকেও ফুসলিয়ে গণতন্ত্রের বিষময় পরিবেশে জমায়েত করুন।
-------------------------------
এট্টুক গণতান্ত্রিক আন্তরিক কুটনামী: # কামরুল ভাই কাঁচুমাচু বয়ে বলেন = ...হয়ে বলেন
# তার চালের আড়তে যে আওমীলীগের পাণ্ডারা যে চাঁদা নেয় = 'যে' বাড়তি মনে হয় না?
ক্ষেতের কোনে = ক্ষেতের কোণে
বালের গণতন্ত্র।
_______________
আমার নামের মধ্যে ১৩
"প্রতি সন্ধ্যায় পূর্ব পাকিস্তানের এক মফস্বল শহরের প্রায় ভেঙ্গে পড়া এক ক্লাব ঘরে সবাইকে নিয়ে আলোচনায় বসেন। ফিসফিস করে বলেন, গণতন্ত্রটা ঠিক রাখতে হবে।"
---এমন গণতন্ত্রের পুরাই মায়েরে বাপ বলতে মন চাই, আমি নিতান্তই ভদ্র পোলা বলে গালিটা দিতে পারলাম না।
-নিহাদ
গণতন্ত্র সমুন্নত রাখতে ইহারা ভারতের সাহায্য নিতে অস্বীকৃতি জানাইয়া পাকীদের পরিবর্তে ভারতের সহিতই যে আমাদের যুদ্ধ বেশি দরকার তা বুঝাইয়া যাইত, কোটি জনতাকে ভারতে আশ্রয় নিতে বাধ সাধিয়া যুদ্ধ ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধাদের শত্রু বলিয়া আখ্যা দিত!
গণতন্ত্র মানেই বিম্পি জামাতের সরকার গঠন। ইহা ছাড়া এই জিনিস টিকে না! উদাসদা, একটু গণতন্ত্রবাজ হন!
_____________________
Give Her Freedom!
চমৎকার একটা লেখা ! সমসাময়িক স্যাটায়ার
====
অপর্ণা মম্ময়
নতুন মন্তব্য করুন