পারভেইচ্যারে বল খেলাডা তওবা কইরা ছাড়

চরম উদাস এর ছবি
লিখেছেন চরম উদাস (তারিখ: বিষ্যুদ, ১৬/০১/২০১৪ - ৩:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনা কি খুলে বলি। তার আগে একটু গান শুনে নেয়া যাক।

পারভেইচ্যারে বল খেলাডা তওবা কইরা ছাড়

আরে না না, ফুটবল নিয়ে লিখতে বসিনি। সোনার বলখানা এবারে মেসি না পেয়ে রোনাল্ডো পেয়ে গেল। আবার কয়দিন পরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, তাও আবার খোদ ব্রাজিলের বুকেই। তাই ফুটবল নিয়ে লিখলেও লেখার মতো কত কিছুই ছিল। তা না করে বরং বাংলাদেশ নামক সোনার ফুটবলটাকে নিয়ে দুকলাম লিখি আজ। যেই সোনার বলের উপর ভারতের কু নজর অনেক দিন থেকেই। কিন্তু সম্প্রতি যা খবর বের হয়েছে তা ভারতের আগের সব কুকীর্তিকেও ম্লান করে দিচ্ছে।

আর বিতং না করে এইবেলা ফ্যাক্স পড়ে শুনাই।

ঘটনা সামান্য। সাতক্ষীরায় অভিযানে ভারতীয় বাহিনী ব্যবহার করেছিল শেখ হাসিনা, সেটার অত্যন্ত গোপন দলিল প্রকাশিত হয়ে গেছে। দলিল সূত্রে জানা যায় -
ক - সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অংশ নিয়েছিল ভারতের সশস্ত্র বাহিনী! এ বিষয়ে যশোরের জিওসির সম্মতি রয়েছে।
খ - ভারতীয় দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল এন্ড ইনফরমেশন) সুজিত ঘোয়ের বরাবর লিখিত পত্রটি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার ও প্রতিরক্ষা উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল নূর মোঃ নূর ইসলাম পিএসসি জি এর নিকট পাঠানো হয়।
গ- বার্তায় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারেক আহমেদ সিদ্দিকীর নির্দেশের রেফারেন্স দেয়া হয়েছে।
ঘ - ভারতীয় বাহিনী ঢুকে হত্যা করে বাংলাদেশের নাগরিক, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বাড়িঘর।
ঙ - ২০১০ সালে শেখ হাসিনা ভারতে গিয়ে একটি গোপন প্রতিরক্ষা চুক্তি করে, যার অধীনে ভারতীয় বাহিনী যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করার অধিকার লাভ করে!
চ -
ছ -
...
...
...
খণ্ড ত - সেনাবাহিনীতে যশোর জি ও সি বলে একখানা পদ আছে।
অনুস্বর - ফ্যাক্স মেসেজের উপরে সবসময় বড়বড় করে লিখা থাকে ফ্যাক্স মেসেজ।
বিসর্গ - ক্লাসিফাইড ফ্যাক্স মেসেজ এর উপর বড় বড় করে সারমর্ম লিখা থাকে। এমন করে - Military aid from India and Deployment to Satkhira ।
চন্দ্রবিন্দু - বলদ গাছে ধরে না, মানুষের পেটের ভেতরেই ধরে।

যাহোক, দেশ আজকাল নাস্তিকে ভরে যাচ্ছে। কোথায় কোন কথা শোনা মাত্র এইডা কী ব্যাফার বলে হাউকাউ লাগিয়ে দিবে, তা না করে কিছু বেয়াদ্দপ নাস্তিক খবরের সত্যটা নিতে প্রশ্ন তুলে। এসব অবিশ্বাসীদের জন্য কিছু প্রমাণ বা রেফারেন্স দেই।

Source 1: BDINN

ফ্যাক্স বার্তা ফাঁস! সাতক্ষীরা অভিযানে ভারতীয় বাহিনী!

যারা যারা BDINN নাম শুনে ভুরু কুঁচকে এইডা কী ব্যাফার ভাবছেন তারা জেনে রাখুন BDINN হচ্ছে -Bangladesh Independent News Network ।অনেকটা CNN মতোই ব্যাপার সেপার। এরা ফ্রেনচাইজ। এদের বড় ভাই ANN - Anime News Network, মেঝো ভাই BNN - Breaking News Network, তাপ্পর সেজো ভাই CNN ইত্যাদি ইত্যাদি । তো এই মেঝো ভাইয়ের খালাতো ভাইয়ের বন্ধু হচ্ছে BDINN । সুতরাং এর খবর অস্বীকার করার মানে হচ্ছে পৃথিবীর সমগ্র NN বা News Network কে অস্বীকার করা।

Source2: বাঁশেরকেল্লাইউএসএ - Basherkellausa

বাঁশেরকেল্লাইউএসএ - Basherkellausa
2 ঘণ্টা আগে
Jonopriyo post :::::
সাতক্ষীরা অভিযানে ভারতীয় বাহিনী !

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি ভারতীয় বাহিনী অংশ নিয়েছিল এমন একটি খবর নিয়ে ইন্টারনেটে চলছে তোলপাড়। এধরনের খবর প্রকাশ করেছে বিডি টুমারো ডট অর্গ নামে একটি নিউজ ওয়েবসাইট। নিউজ ওয়েবসাইটটির খবরে বেশ কিছু গোপন বার্তা এবং এসব কার্যকলাপে যারা জড়িত তাদের জানতে বিভিন্ন লিংক ব্যবহার করা হয়েছে। এধরনের খবর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার কি না এবং এ বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এব্যাপারে বি¯ত্মারিত ব্যাখ্যা দেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

বাঁশেরকেল্লার অথেনটিসিটি নিয়ে প্রশ্ন করার মানে নেই। নাস্তিক নীল আর্মস্ট্রং চাঁদে যাবার সময় এদের জন্ম হয়নি বলে কোন কর্মকাণ্ড ছিলোনা। কিন্তু হুজুর সাঈদীর চন্দ্রাভিযানের নেতৃত্বে ছিলেন এরা।

Source3: coxsbazarnews.com

ফ্যাক্স বার্তা ফাঁস: সাতক্ষীরা অভিযানে ভারতীয় বাহিনী!

কক্সবাজার শুধু দেশেরই নয় সারা পৃথিবীর সম্পদ। কিছুকাল আগে আমরা সুন্দরবন আর কক্সবাজারকে ন্যাচারাল সপ্তাশ্চর্য চ্যাম্পিয়ন বানানোর জন্য পাড়াপাড়ি করে ভোট দিয়েছি। সুতরাং কক্সবাজারকে বা ককবাজার নিউজকে অস্বীকার করা মানে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা। যুগযুগ ধরে ককবাজার পত্রিকা বঙ্গোপসাগর থেকে তাজা তাজা খাঁটি খবর এনে আমাদের ডেলিভারি দিচ্ছে।

Source4: শেখনিউজ (sheikhnews.com)

ফ্যাক্স বার্তা ফাঁস! সাতক্ষীরা অভিযানে ভারতীয় বাহিনী! কে এই ব্রিগে. জেনারেল শামস

আপনি যদি বাকশালি নাস্তিক হয়ে উপরের সব সূত্র অস্বীকারও করেন তবে শেখ নিউজকে ক্যামনে অস্বীকার করবেন? খবর, ফ্যাক্স বার্তার সাথে এদের কাছে ভারতীয় বাহিনীর দ্বারা ভাঙচুর করা ঘরবাড়ি আর কতল করা নিরীহ মানুষদের ছবিও আছে।

Source5: বিডিটুডে ডট কম (www.bdtomorrow.org)

সাতক্ষীরা অপারেশনে ভারতীয় বাহিনীঃ ফাঁস হওয়া প্রমানাদি নিয়ে তোলপাড়

এদের নাম বিডিটুডে ডট কম আর ঠিকানা বিডিটুমরো ডট কম। সুতরাং এটা বর্তমানেও আছে ভবিষ্যতেও আছে। এরকম একটা পত্রিকার খবর অস্বীকার করা মানে শুধু নিজের বর্তমানই নয়, ভবিষ্যতকেও অস্বীকার করা।

আম্রিকা যখন জাপানে এটম বুমা ফালায় তখন প্রেসিডেন্ট সাহেব এমনই একটা ফ্যাক্স দিয়েছিলেন মিলিটারি প্রধানকে। সাবজেক্ট ছিল - Please Drop Atom Buma on Hiroshima। ১৯৬৬ সালে আমেরিকা জাপানে আবারও এটম বুমা ফেলার পায়তারা করে। টেকনিক্যাল গণ্ডগোলে পড়ে শেষপর্যন্ত অবশ্য সেটা ফেলা হয়নি। তবে আমার কাছে তথ্যসহ ফ্যাক্স আছে। এই যে নিচে দিলাম -

পরিশেষে কথা একটাই। বাংলাদেশ নামক বলখানা লইয়া আমাদের গোলের সামনে দৌড়াদৌড়ি পাড়াপাড়ি লাত্থি মারামারি আপাতত থামার কোন সম্ভাবনা নেই। তাই বরং আবারও গানটা শুনুন। সেই সাথে মাথা দুলিয়ে দুলিয়ে আপনারাও সবাই মিলে তাল দেন ...

পারভেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়
আমি তোরে না করতাছি পাগল ছত্তার

২২ জনে একটা বল লয়া
বড় একটা মাঠে গিয়া
দৌড়াদৌড়ি ক্যার লাগিয়া
এইডা কী ব্যাফার?
পারভেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়
বল লয়া দৌড়াদৌড়ি
গোলের হুমনে পাড়াপাড়ি
বেডি বেডায় কয় লাত্থি মারি ...
পারভেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়

পরিশেষে একখানা ফ্রি উপদেশ - ইন্ডিয়া সাতক্ষীরা দিয়া ঢুকে না রে বলদ, ইন্ডিয়া ঢুকে তোদের টেলিভিশন দিয়া।


মন্তব্য

সাফি এর ছবি

ছবি আসেনাই বড়ভাই।

চরম উদাস এর ছবি

ঠিক করে দিছি। এখন দেখেন।

সাফি এর ছবি

চলুক

ছবির ফ্যাক্স ম্যাসেজের উপরে 'ফ্যাক্স ম্যাসেজ' কথাটা লেখা নাই বিধায় বিশ্বাস করিলাম না।

চরম উদাস এর ছবি

হো হো হো

স্যাম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

শাব্দিক এর ছবি

হো হো হো

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

শাব্দিক এর ছবি

কস্কি মমিন!

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাফিনাজ আরজু এর ছবি

হো হো হো

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সত্যপীর এর ছবি

সোনাব্লগের হারামজাদারা ব্লগ বন্ধ করার পরে টুডে ব্লগে গিয়া জড়ো হইছিল। পরে ওইটাও বন্ধ কইরা দেওয়া হয়, আর শিবিরের চুতিয়ারা একই নাম রাইখা বিডিটুমরো ব্লগ খুলে। বাঁশেরকেল্লার লোকই সব।

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

চলুক
আপনে সেই আবহমান কাল থেকে সোনা ব্লগ আর সবুজ বাংলা ব্লগের ফ্যান চোখ টিপি

সত্যপীর এর ছবি

ফ্যানের উপর এসি আমি এইসব শিবির ব্লগের। হিজবুতও উত্তম বিনোদন। আহা কি চমৎকার একখান কেপিটেস্ট আছিল সোনাব্লগ। আই মিছ...

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

সবুজ বাংলা আছে তো এখনো বহাল তবিয়তে। ইনফ্যাক্ট তাদের আজকার হেডলাইন নিউজ এইটা -
সরকারী বার্তা ফাঁস : সাতক্ষীরায় অভিযানে ভারতীয় বাহিনী!

সত্যপীর এর ছবি

সবুজ বাংলা শিবির না অবশ্য আহলে সুন্নাত। আল ইহসান এদের পত্রিকা। এরা আবার জামাতশিবির দেখতারেনা চিন্তিত

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

ফ্যানের উপর এসি হো হো হো

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমার আগেই সন্দ হইছিল আপনে নাস্তিক।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

কবি, বেশি ভাব নিয়েন না!!! সার্টিফিকেট আছে আপনের??? খাইছে

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

আমার সার্টিফিকেটের ফটু আইলো না ক্যান??!!! ওঁয়া ওঁয়া

সুবোধ অবোধ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ফটুশপ পুরানা ফ্যাশন.. এখন ফ্যাক্সের জামানা... সার্টিফিকেটের ফটু ফ্যাক্স করেন অতি অবিশ্যি আসবে। দেঁতো হাসি (সার্টিফিকে্টের উপ্রে অবশ্যই ফ্যাক্স লেখা সীল মেরে নেবেন)

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

চরম উদাস এর ছবি

ইয়ে, মানে...

রিক্তা এর ছবি

আমার ভালো সন্দেহ আছে আমেরিকার ফ্যাক্স বার্তা নিয়ে ফেইসবুকে হইচই পরে যাবে। ভবিষতে এই ফ্যাক্সবার্তা মূল্যবান রেফেরেন্স হিসেবে ব্যবহার হবে.
আফটার অল বলদ তো আর গাছে ধরে না... ইয়ে, মানে...

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

চরম উদাস এর ছবি

পরে হিলারি আফা আর কেরি চাচা এসে আমারে না ধরে ইয়ে, মানে...

অনিকেত এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো

চরম উদাস এর ছবি

চোখ টিপি

শব্দ পথিক এর ছবি

সকালে ফেসবুক বন্ধু তালিকার একজন বলদ কিসিমের মানুষকে এই সংবাদ শেয়ার দিতে দেখলাম, আনফ্রেন্ড করতে যেয়ে ভাবলাম এমন মানুষ দুই-চারজন থাকলে সবকিছুই ঠিকঠাক জানা যায়। খাইছে

মেজাজ একটু গরম হয়ে ছিল, এখন আপনার লেখা দেখে শান্তি।

উত্তম জাঝা!

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

চরম উদাস এর ছবি

ওম শান্তি

এক লহমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি মিজান, পিষে ফ্যালো
"চন্দ্রবিন্দু - বলদ গাছে ধরে না, মানুষের পেটের ভেতরেই ধরে।" - হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

চরম উদাস এর ছবি

বুঝেনইতো খাইছে

অতিথি লেখক এর ছবি

বলদ গাছে ধরে না, মানুষের পেটের ভেতরেই ধরে

চলুক

আমার মনে হয় অনলাইনে টুয়েন্টিফোর নামে চটিগুলো এক একটি বলদ কারখানা এবং মাশাল্লাহ তাদের উৎপাদন ক্ষমতাও সেইরাম বাম্পার। (কথায় কথায় এখন সুবানাল্লাহ/মাশাল্লাহ বলি, নিজেকে আস্তিক প্রমাণ করে লাইনে আসার চেষ্টায় আছি, আপনিও লাইনে আসুন, ৯০% মুসলমানের দেশে কোন চুদুরবুদুর চই্যলত ন। হো হো হো )

মাসুদ সজীব

চরম উদাস এর ছবি

হে হে হে হে খাইছে

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হা হা হা - ব্যপক বিনোদন!!

এরপর কি দেশ বিক্রি করে দেয়ার দলিল পাওয়া যাবে ইন্টারনেটে?

অট: পারভেইচ্যারে মানে কি?

____________________________

অতিথি লেখক এর ছবি

@ প্রোফেসর হিজিবিজবিজ

পারভেইচ্যারে হল পারভেজের আঞ্চলিক কথ্যরুপ

সাইদ

অঃটঃ ক্যাপচার কারণে অতিথি ছাড়া কোন মন্তব্য করতে পারছি না। এই সমস্যাটার দিকে একটু মনোযোগ দিলে বাধিত হব।

চরম উদাস এর ছবি

গাতক মশাই আসলে হারভেইচ্যারে বলতেছেন ... পারভেজকেই ডাকাডাকি করছেন মনে হয়

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

তৃতীয় মাত্রা আর মতি চৌধুরীর টক শো তে এই ফ্যাক্সের রেফারেন্স এলো বলে।

চরম উদাস এর ছবি

এলো বলে

কানা বাবা এর ছবি

বিনে পয়সায় আরেক দেশের সেনা বাহিনীর সার্ভিস পাচ্ছিলাম ভেবে খুশি হয়েছিলাম। দিলেন তো ভাই পানি ঢেলে। আপনি চরম উদাস নন, চরম ফাউল। আপনি অদ্ভুত।

/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।

স্যাম এর ছবি

বিনে পয়সায় আরেক দেশের সেনা বাহিনীর সার্ভিস পাচ্ছিলাম ভেবে খুশি হয়েছিলাম।

হেহেহেহে আমিও

চরম উদাস এর ছবি

হেহেহেহে আমিও চোখ টিপি

Helal  এর ছবি

এমুন আচানক জেকের/গান পাইলেন কই? হাসতে হাসতে কাইন্দা দিছি.

চরম উদাস এর ছবি

গানটা প্রথম মনে হয় দেখি সুমন চৌধুরীর কোন একটা কমেন্টে। তারপর থেকে মাথার মধ্যে খালি বাজে, বল খেলাডা তওবা করি ছাড় খাইছে

সাফিনাজ আরজু এর ছবি

মিজান, পিষে ফ্যালো হো হো হো
বলদ গাছে ধরে না, মানুষের পেটের ভেতরেই ধরে-- হক কথার এক কথা, চারিপাশে এই মানুষরূপী বলদ আর ছাগল দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি।
দেশের ভিতরে আমজনতা বলদ, দেশের বাইরে পিচডি করা বলদ।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

চরম উদাস এর ছবি

বলদস এভ্রিহোয়ার

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আগেই কইছিলাম, ইন্টারনেট দিয়া কম্পুটার না চালায়া ফ্যাক্স দিয়া চালান... কথা তো শুনেন না

______________________________________
পথই আমার পথের আড়াল

চরম উদাস এর ছবি

এরপর থেকে ফ্যাক্স দিয়াই চালামু ইয়ে, মানে...

অতিথি লেখক এর ছবি

ন্যাংটা কালের এক দোস্তরে এই ব্রেকিং নিউজ শেয়ার করতে দেখে ওরে একটু টোকা মারছিলাম। আমারে কয়, তুমি তো আর দোস্ত দেশে থাকনা, তাই খোঁজখবর পাওনা, দেশে যে কি হইতেছে সে আমরাই ভালো জানি!! ও একটু বলদ জানতাম, কিন্তু দেশের অতি সম্মানের একটা জায়গা থেকে পড়েও এখনও তাই রয়ে গেছে দেখে বড়ই কষ্ট লাগে। ইয়ে, মানে...
রিপ ফ্যাক্স নিউজ!! হো হো হো

-নিহাদ

চরম উদাস এর ছবি

চোখ টিপি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক
সোনার ব্লগ, সোনার বল... ইয়ে, মানে... ...এত্তগুলা সোনার ছড়াছড়ি দেইখ্যা মাঘের এই কুয়াশাভেজা পুর্ণিমায় চৌধুরী সা'বের কথা মনে পড়ে যায় চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

চরম উদাস এর ছবি

দীনহিন এর ছবি

সন্দেহ হওয়াতেই তড়িঘড়ি করে সচল ওপেন করি, কারণ ছাগু প্রোডাক্টসমূহ ও ছাগুকারখানার ম্যানুফ্যাকচারিং প্রসেস আগাপাছতলা খুলে দেখানোর জন্য সচলের সুনাম রয়েছে। অনেক ধন্যবাদ, চরম উদাস ভাইকে। নিরাশ করেননি।
সঙ্গে সচলকে টিমকেও ধন্যবাদ। অত্যন্ত নিষ্ঠার সাথে ছাগুজাত প্রোডাক্টগুলির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
একটা প্রশ্ন খালিঃ শুনেছি মেধা জন্মগত, তেমনি ছাগুত্বও কি জন্মগত? প্রকৃত মেধার মত ছাগুত্বকেও কি ছাই চাপা দিয়ে রাখা যায় না? নইলে কিভাবে পারে এভাবে একের পর এক সার্থক ছাগু প্রোডাক্টের জন্ম দিতে? ইন্টারেস্টিং হল, ছাগুজাত প্রোডাক্টগুলির কোন তুলনা চলে না কারো সাথে, ছাগুবর্জ্য নিজেই নিজের তুলনা!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

চরম উদাস এর ছবি

প্রোপাগান্ডা কই?? এক্কেবারে আসল ফ্যাক্স চোখ টিপি

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

এই ধরনের ঘটনা ঘটলে একটা উপকার হয়, ঐটা হইল ফেসবুক একাউন্টটা ফিল্টার হয় দেঁতো হাসি

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

চরম উদাস এর ছবি

একেবারে ১০১% হক কথা

তানিম এহসান এর ছবি

এদের নাম বিডিটুডে ডট কম আর ঠিকানা বিডিটুমরো ডট কম। আর পারা গেল না, গড়াগড়ি দিয়া হাসি

কিন্তু ইয়েসটারড নিয়ে কথা বললে-ই খালি ‘যদি’, ‘তবু’, ইয়ে বেশি ডট কম!

চরম উদাস এর ছবি

খাইছে

ঈয়াসীন এর ছবি

এটম বুমার দলিলটা জোশ হইছে। চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

চরম উদাস এর ছবি

আসল দলিল

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক

বাকচালী সর্কার দুটো মিথ্যা বলে উস্কে দিতেও দেয় না। গণতন্ত্র ইজ কমপ্লিটলি ডেড। বুদ্ধিবেশ্যাদের ইনকিলাবের জন্য কলিজা ছিড়ে যাচ্ছে!

আর আপনার বাড়ি কোথায়? সচলী? সচলায়তনের নামই পাল্টে দিবো। সচলায়তন আর থাকবে না! চাল্লু


_____________________
Give Her Freedom!

চরম উদাস এর ছবি

খাইছে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কি এটম বুমা ফ্যাক্স করলেন যে ইঙ্কিলাব অফিসে গিয়া ফাটল? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

শয়তানী হাসি

চরম উদাস এর ছবি

আমার কুনু দুষ নাই

অতিথি লেখক এর ছবি

ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হয়েছে ইদানিং। জোর করিয়ে বিশ্বাস করাতে চায়। আমার এক ফ্রেন্ড দুইদিন আগে বিডিটুডের পোস্টটা শেয়ার দিয়ে সাথে নিচের মন্তব্য যোগ করেছেঃ

<<সব ভুয়া খবর। না না না আওয়ামীলীগ এটা করতেই পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় এটা নাই। জামায়াত- বি এন পি করছে। এরা বিডি আর হত্যায় ও সরাসরি জড়িত ছিল। খুব শিঘ্রই এর দলিলও পেশ করা হবে।
সরি, গাঞ্জা আজ একটু বেশীই পড়ে গেছে। >>

যাবেন কই?

-আমিনুল করিম মাসুম

চরম উদাস এর ছবি

সেটাই বাকি

ফাইয়াজ জামাল এর ছবি

যারা এ ধরনের প্রচারনায় বিশ্বাস করে, তাদের এন্টেনায় আপনার হিউমার ধরবে না। এটি একটি হাস্যকর যুক্তির উপর দাঁড় করা মারাত্মক সিরিয়াস প্রচারণা, যার জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ হতে সিরিয়াসলি গুছিয়ে আসা উচিত। আপনি এবং আমার ব্লগের ইফতেখার এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে এনেছেন। আমি শুধু আরেকটি বিষয় একটু যোগ করতে চাই। সাতক্ষীরায় জামাতের সন্ত্রাস চলে মূলত নভেম্বরের ২৬ তারিখের পর হতে, আর তা peak এ পৌছে কাদের মোল্লার ফাসির সময়, অর্থাত ডিসেম্বরের ১২-১৩ তারিখে। যৌথ বাহিনী অভিযান চালায় ডিসেম্বরের ১৫ তারিখে। আর এই "ফাঁস হয়ে যাওয়া" বার্তার তারিখ হলো নভেম্বরের ৬ তারিখ, যার উত্তর প্রত্যাশা করা হচ্ছে নভেম্বরের ১৫ তারিখের মধ্যে। অর্থাৎ এ বার্তা সত্যি হলে সাতক্ষীরা অঞ্চলে ব্যপক সন্ত্রাস দমাতে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে, আর তার জন্য দেশের সেনাবাহিনী দিয়ে চলবে না, বরং ভারতীয় সেনার প্রয়োজন পড়বে, এ তথ্য এক মাস আগে থেকেই সরকারের জানা ছিল! নভেম্বরের ২৬ তারিখ হতে সন্ত্রাসে আওয়ামী লীগের ৯ জন নেতা, ২৩ জন কর্মী মারা যাবেন, সেটাও সরকার আগে ভাগেই জানত, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি! এক মাস পর বিরাট ধ্বংসযজ্ঞের পর ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর নাম নিয়ে ঢুকে মাত্র ৫ জনকে মেরে আবার সুরসুর করে ভারতে ফিরে গেল! কেউই দেখল না, জানলো না। যুক্তি বিবর্জিত প্রচারণার একটি উত্তম নিদর্শন হতে পারে এটি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, ২১ আগস্টে শেখের বেটি যদি নিজের গায়ে নিজে আর্জেস গ্রেনেড ফাটাইতে পারে, সেখানে ৯ জন নেতা আর ২৩ জন কর্মী তো তুচ্ছ ব্যাপার হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

চরম উদাস এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

চলুক

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

লেখা আর মন্তব্য পড়তে পড়তে অস্থির। কোন দিন ভাবিনাই এই গানের সাথে এরকম একটা লেখা পড়ব!
Atom BUMA, পারভেইচ্যারে গান (আচ্ছা আমি মনে হয় শুনলাম হারভেইচ্যারে), ফ্যাক্স আর বলদের জন্মস্থান মানে সব মিলে আমি এখন আসলেই "পাগলো সত্তার"।
গুরু গুরু

চরম উদাস এর ছবি

হারভেইচ্যারেই গাইতেছে আসলে, নাম ঠিক করে দিলে দুনিয়ার সকল পারভেজ রাগ করেতে পারে তাই আর ঠিক করলাম না

হিমু এর ছবি

চানভুদাইয়ের পরের ধাপ ফ্যাক্সভুদাই। বাংলার কান্টও দেখি এই ফ্যাক্সের কথা তুলে কান্টে কান্টে হেগেল দিলেন।

চরম উদাস এর ছবি

চানভুদাইয়ের আর ফ্যাক্সভুদাই এর মাঝে সিঁদুরভুদাইও আছে চোখ টিপি

আয়নামতি এর ছবি

হো হো হো খবরই আছে আপ্নের!

গাতকরে ব্যাপক ভালো পাইলাম। খুল ম্যান!

পারভেইচ্যারে

না বলে 'হ্যারভেইজ্যা' বলতেছে আবার 'পিলানটিক' ঠিকই কয় দেখি!

চরম উদাস এর ছবি

হ, বড়ই আচানক গাতক

তারেক অণু এর ছবি

গুল্লি
লাইনে আসুন মিজান, পিষে ফ্যালো

চরম উদাস এর ছবি

আসছি তো

জাকারিয়া  এর ছবি

বলদ গাছে ধরে না, মানুষের মগজে জন্মায়। বিনা খরচের বাজার নষ্ট করার মত বোকামি ভারত কেন করবে এইটা বলদগুলা বোঝে না।

চরম উদাস এর ছবি

সেটাই

নিলয় নন্দী এর ছবি

এক্কেরে মিজান, পিষে ফ্যালো

চরম উদাস এর ছবি

খাইছে

কল্যাণ এর ছবি

গুরু গুরু গুরু গুরু

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে অমিত শাহের ছাপ্পামারা ফ্যাক্স-ট্যাক্স নাই? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।