পরীক্ষার ফলাফল দিলো। মনমেজাজ খারাপ হইলো যথারীতি। পরীক্ষার ফল মানে গরীবরা আরও গরীব, ধনীরা আরও ধনীরা আরো ধনী হওয়া! আমি যদিও এইবার মধ্যবিত্ত শ্রেণীতে আসলাম
কিছু উরাধুরা ছবি দিলাম যেহেতু লেখালেখি আমারে দিয়া সম্ভব না!!
১। ছবিটা কেনু তুলছিলাম জানি না! তবে কাউরে ঘৃণা কইরা তুলি নাই
২। ধর্মের গা বেয়ে উঠছে অধর্ম
৩। প্রথম প্যানিং করার চেষ্টা
৪। এই ছবিটা তোলার পর আমার দুস্তরা সন্দেহ করতেছিল যে এই মেয়ের সঙ্গী আইসা আমারে মাইর লাগাইবো
৫। এইটা তোলার সময় খেয়াল করি নাই দেখতে এমন হবে!
৬। ঘরে ফেরা
৭। হুদাই ভাবস!!
৮। পিচ্চিটারে দেইখা ক্যামেরা বাইর কল্লাম সেই দিলো একখান পোস!!
৯। ঢিসসু!!
* তানিম ভাইকে শিরোনামের জন্যে ধন্যবাদ।
মন্তব্য
শেষেরটা সেইরকম। সবগুলাই পছন্দ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভালোই লাগলো দেখতে। সুন্দর।
ধন্যবাদ।
দলছুট।
অনিক মি্য়া ভালইত ছবি তুলো দেখা যায়! ৮ নং ছবির জন্য তোমারে নোবেল দিলাম
ভালো হইছে ছবিগুলা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনা করে মেয়েটির ছবি দেয়া কি ঠিক হলো? আমি হলে দিতাম না।
পিপিদা আপনার কথা ঠিক। তবে ছবিটাতে চেহারা সেভাবে বোঝা যাচ্ছে না। আর আপত্তিকর কিছু নাইতো ছবিতে। ফ্লিকারে বাংলাদেশ কমিউনিটিতে অহরহ ছবি তুলে আপলোড করে
-----------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
ছবি খুব সুন্দর লাগলো।
অসাধারন লাগল, পুরা সেরাম হইসে, নমস্য
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
১ আর ৮ ভাল্লাগসে। বাকিগুলি একটু কম ভাল্লাগসে।
এত সুন্দর ছবি ক্যামন করে তুলেন?
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
১, ৫ আর ৮ বেশি ভালো লাগলো। সুন্দর সব ছবি।
সব গুলো ভাল লাগল, ১ নামবারটা বেশি, আর ৯ নামবার টা যে একটা বন্দুক সেটা বুঝতে আমার ৫ সেকেন্ড লাগসে প্রথমে ভাবলাম সাপের মাথা, লোকটা সাপটার গলায় ধরে আছে হাহাহাহা
খুব ভাল ছবি তোলেন!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু অলওয়েজ রক্স
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নাহ্ আর থাকা যাচ্ছেনা, ফটু তোলা শিখতেই হবে!
খাড়ান হাটে গিয়া আজকেই এট্টা কুমড়া কিনে লই
আপনারে মিয়া ছবি সব দিতে কলাম, আপনে দিলেন না... ধুরো
১+২+৮ একটু বেশি ভাল্লাগসে...
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
মিয়া জাহান্নামতো খুলতাছে। কয় হাজার ছবি চাও পাইয়া যাইবা। ছুটিতে জাহান্নামে যাইতে ভাল্লাগে না!!
-------------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
খুব সুন্দর হইছে............
আমার বিয়েতে আপ্নারেও হায়ার করলাম
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বিয়ের সময়সূচি কবে
-------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
এই পর্যন্ত কয়জন ছবিয়াল কে নেমন্তন দিলেন খেয়াল আছে?
...........................
Every Picture Tells a Story
৮, ৯ ভালো লাগলো। চালিয়ে যাও অনিক।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
বেশ বেশ, ভালো ভালো।
# ২ নম্বরটা নিয়ে একটা কথা আছে - আপনি সাটার বাড়িয়ে একটা ফিল ফ্ল্যাশ দিলে আরো মজা হতো। সাটার বাড়ালে ব্যাকগ্রাউন্ড এর লাইট আরো কম আসতো & ফিল ফ্ল্যাশ মারলে সামনের ক্যাকটাসটা বেশি ফুটে উঠতো।
# ৭ নম্বর ছবির প্রসেসিং & ৮ নম্বর ছবির পিচ্চিটার ভাব বেশ লাগলো।
# ৯ নম্বর ছবির 'বোকে' খুব জোশ এসেছে।
# ৬ নম্বর ছবিটাতে "ঘরে ফেরা"র কোন আবেদন নেই, যদি পাখিটা ফ্রেমের একদম ডানে থাকতো আর সামনে বাঁ দিকে খালি থাকতো তাহলে ঐ empty space টা তার গন্তব্যের দিক নির্দেশ করতো।
বাকি গুলো Random Shot মনে হয়েছে।
-----------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
-সুহাস ভাই মন্তব্য করছেন এইটাই অনেক বড় ব্যাপার আমার জন্যে
-২নং টা যখন তুলছিলাম তখন জানতাম না ফিল ফ্ল্যাশ কেম্নে ব্যবহার করে
-৬নং এ আসলে আমার জানালা থেকে তোলা তাই আর খালি জায়গা পাই নাই!
---------------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
৬ এর বিষয়ে দ্বিমত আছে। অ্যাকসিডেন্টালি একটা ক্লাইমেক্স তৈরি হইসে ...
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আমি ফটোগ্রাফি বুঝি না। তবে ছবি দেখে ভাল লাগে, এই অনুভূতিটুকু আমার আছে। এই ছবিগুলো আমার সেই অনুভূতিটাকে সজাগ করে দিয়েছে। সবগুলো ছবিই আমার কাছে দারুণ ভাল লেগেছে।
চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে।
১, ৫, ৮ ভাল্লাগল
মেয়েটির ছবি যা সেপিয়া টোনে তুলেছেন খুব সুন্দর লাগলো, সেপিয়া টোনের ছবি আমর নিজের খুব প্রিয়।
খুব সুন্দর
নতুন মন্তব্য করুন