বাচ্চালোক তালিয়া মার

উলুম্বুশ এর ছবি
লিখেছেন উলুম্বুশ [অতিথি] (তারিখ: বুধ, ০৩/১২/২০০৮ - ৫:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখানকার সব বাচ্চালোক একসাথে তালিয়া মার। চাইলে বুড়ারাও মারতে পারেন। আমাদের তো সামনে সুখের দিন আসতেছে। ২৯ তারিখ নির্বাচন হবে তারপর ফিরে আসবে আমাদের ঘোড়ার ডিম বহু আরাধ্য গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য আমাদের ঘুম আসতেছেনা। কোথায় কে জানি বলেছিল পৃথিবীতে সবচেয়ে খারাপ রাষ্ট্রব্যবস্থা হচ্ছে গণতন্ত্র কিন্তু এইটাই নাকি এখন পর্যন্ত বাকি গুলার থেকে সবচেয়ে ভাল। অবশ্যই সত্য কথা নইলে কি আর আমরা মাত্রই ১৮ বছর আগে রক্ত ফক্ত দিয়ে স্বৈরাচার নামিয়ে গণতন্ত্রের কাছে হাত পেতেছি? সেই গণতন্ত্রই নাকি গত ২ বছর ধরে নাই। কি কষ্টের কথা। আহ এখন আনন্দ লাগছে আবার গণতন্ত্র আসবে, আমাদের ত্যাগী নেতারা ( দলত্যাগী, দেশত্যাগী ) সবাই আবার ক্ষমতায় যাবে আমাদের দিয়ে পুতুল নাচ নাচাবে। সবচেয়ে আনন্দ লাগছে আমাদের এরশাদ সাহেব আবার প্রেসিডেন্ট হবে। উফফ এত আনন্দ আমি কোথায় রাখি। প্লিজ সবাই আবার জোরে তালি লাগান।
এরশাদ সাহেবকে কান, ঘাড়, গলা ধড়ে সেদিন যদি না নামাতে পারতাম তাহলে কি আর আমাদের গণতন্ত্র আসত? উনিই তো গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি স্যক্রিফাইস করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় পদ ছিল তার কাছে সাথে নারী গাড়ি বাড়ি। সব কিছু ছেড়ে তিনি গেছেন লালঘরে। ওনার থেকে বেশি আর কে করেছে ? নূর হোসেন? ঐ ছেলে আর কি করেছে ও তো মরে বেঁচেছে। ওকে আর দেখতে হচ্ছে না কে আবার প্রেসিডেন্ট হচ্ছে। দেখছি তো আমরা। দুই মহিলা কোমরে শাড়ি পেঁচিয়ে যাকে একদিন টেনে নামিয়েছিল তারাই আবার এখন একই ভাবে ঝগড়া করছে কার হাতের উপর দিয়ে সেই লোক আবার প্রেসিডেন্ট হবে সেটা নিয়ে। আসলেই নারীর মন বুঝা ভগবানেরও সাধ্যের বাইরে।
তালি মার তালি মার সবাই। আমি মারতেই আছি...


মন্তব্য

দ্রোহী এর ছবি

পোঁদে তেল মেখে প্রস্তুত হবার সময় হলো .....................


কী ব্লগার? ডরাইলা?

আলমগীর এর ছবি

আমি অপেক্ষা করছি অণৃণ্যের জন্য।

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, দেশটা আবারও উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়ার সময় আসছে...


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

শিক্ষানবিস এর ছবি

দ্রোহী ভাইয়ের কথাটা রিপিট করি:

পোঁদে তেল মেখে প্রস্তুত হবার সময় হলো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাইলে কী করলে ভালো হয়, উলুম্বুশ?

উলুম্বুশ এর ছবি

আমি নিতান্তই একজন ব্লগার কি করা যায় সেই প্রস্তাব দিতে পারব না। তবে খুব খারাপ লাগছে এই কথা ভাবতে যে এরশাদ আবার প্রেসিডেন্ট হবে। আমাদের এক ভাই বলেছে ৫ বছর দেশে যাবে না প্রতিবাদ স্বরূপ। এসবই কথার কথা নিজের রাগ প্রকাশ।
সবাইকে ধন্যবাদ লেখাটা পড়ে কমেন্ট করার জন্য
---------------------------------------------------------
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় দিও সামান্য ঠাঁই

---------------------------------------------------------
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় দিও সামান্য ঠাঁই

বিপ্রতীপ এর ছবি

বহুদিন আগে একখান কবিতা পড়েছিলাম... অবনি অনার্যের লেখা...লাইনটা ছিল অনেকটা এরকম...ঠিক মনে নাই

গণতন্ত্রের অতিমৈথুনে নুয়ে পড়েছে রাষ্ট্রযন্ত্র

কবিতার সাথে একটা গানও মনে পড়ে গেল...

রাজা যায়, রাজা আসে...রানীরাও আসে যায়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

অবনি অনার্য [অতিথি] এর ছবি

আজ ঘটনাচক্রে এখানে এসে দেখলাম প্রসঙ্গক্রমে আমার কবিতাংশ উদ্ধৃত করা হয়েছে। কবিতাংশটি উদ্ধৃত করবার জন্য বিপ্রতীককে অনেক ধন্যবাদ। কবিতাংশটি হুবহু উদ্ধৃত করা হয়নি। পাঠকদের সুবিধার্থে কবিতাটি এখানে তুলে ধরা হলো--

ন্যুব্জ
-----
ক্ষমতার পটপরিবর্তনের সালতামামি
আওয়ামি, জাতীয়তাবাদি, ইসলামি...
বুর্জোয়ারই বহুরূপতা, সে যে বহুগামি

নিষুপ্ত ধরাধাম

পুঁজিবাদের অতিমৈথুনে নুয়ে পড়েছে রাষ্ট্রের পুরুষাঙ্গ
কী-উপায়ে মেটাবে সে আমজনতার কাম !

জ্বিনের বাদশা এর ছবি

আমাদের অপশন তিনটা:
হয় এরশাদ প্রেসিডেন্ট হবে,
না হয় নিজামী-মুজাহিদ মন্ত্রী হবে
আর না হলে মইনউদ্দিনের সামরিক শাসন
(প্লাস, বোনাস হিসাবে মন্ত্রীপরিষদ/উপদেষ্টা পরিষদ ভর্তি একদল চোরার আনাগোনা)

এইটা হইলো "থ্রিডাইমেনশনাল শাঁখের করাত"

তারপরও সব দোষ শালার ইউনূসের!!!!

তালিয়া বাজান ছাড়া উপায় নাই
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তানভীর এর ছবি

থ্রিডাইমেনশনাল শাঁখের করাত?

মন্তব্যে (বিপ্লব)

সব দোষ শালার ইউনুইচচ্যার...হাহা

নির্বাক এর ছবি

আপনি লিখে মনের ঝাল মিটিয়েছেন আর আমরা পড়ে মনের ঝাল মেটালাম... ধন্যবাদ আপনাকে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

কীর্তিনাশা এর ছবি

আসুন ছন্দে ছন্দে তালিয়া বাজাই।
হাততালি হাততালি হাততালি হাততালি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।