এ লজ্জা রাখি কোথায়

প্রৌঢ় ভাবনা এর ছবি
লিখেছেন প্রৌঢ় ভাবনা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০১/০৩/২০১২ - ৫:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি বাংলাদেশে বিপিএল টি-টুয়েনটি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল।

বিগত ০৯-০২-২০১২ ইংরেজী তারিখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

সম্প্রতি বাংলাদেশে বিপিএল টি-টুয়েনটি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল।

বিগত ০৯-০২-২০১২ ইংরেজী তারিখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

বিসিবির সভাপতি, তাঁর বক্তব্যের এক পর্যায়ে বায়ান্নর ভাষা সৈনিকদের স্মরণ করেছেন। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত তাঁর ভাষণের এক পর্যায়ে বলেছেন, "আমাদের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল মাসে আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হতে চলেছে।"

উদ্বোধন পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় যা দেখানো হলো তাতে আমাদের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল মাসের গৌরব বজায় থাকলো কি ? সাকিব খান আর অপু বিশ্বাসের গানের দৃশ্যায়নতো আমাদের মননের দেউলিয়াত্বকেই প্রকাশ করলো। অনুষ্ঠানের অধিকাংশ সময় জুড়েই থাকলো ভারতীয় গায়কদের হিন্দি গান আর চলচ্চিত্রাভিনেত্রীদের বলিউডি মার্কা ঝাকানাকা উপস্থাপনা। পুরো অনুষ্ঠান চলাকালে দেখেশুনে মনে হচ্ছিল, এটা বোধহয় ভারতেরই কোন ইভেন্ট।

চ্যানেল ৯ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। টিভিতে উপস্থাপিকা হিসাবেও দেখা গেল একজন ভারতীয় নারীকেই। টিভি আলোচক হিসাবে ড্যানি মরিসনের উপস্থিতি কি খুব প্রয়োজনীয় ছিল ? আমাদের দেশের কাউকে কি বিবেচনা করা যেতনা ?

মাঠের মাঝে সমন্বয়কারী হিসাবে দেখা গেল অরুনলালকে, যিনিও একজন ভারতীয়। মাঠে আরেক ভারতীয় রোহন গাভাসকারকে দেখা গেল মাইক্রোফোন নিয়ে এর ওর মন্তব্য প্রচারে। মন্তব্য প্রদানকারীদের অধিকাংশই বিদেশী। আর শেষ দুদিনেতো পাকিদের প্রাধান্যই বেশী।

এইযে মাঠে ও মাঠের বাইরে ভারতীয়দের এত অধিক সংখ্যক উপস্থিতি তার মাঝে কিন্তু ভারতীয় কোন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁদেরকে অনুমতিই দেয়নি। অথচ আমাদের আয়োজকদের কি ভীষণ ভারতপ্রীতি। আর দর্শকদের একাংশের পাকিস্তানপ্রীতিতো ছিল দৃষ্টিকটু ভাবেই দৃশ্যমান।

আমরা, বাংলাদেশের জনগণ যখন একটা বিশেষ বিষয়ে ভারত বনধ পালন করার আহ্বান জানাচ্ছি তখন সমাজের একটা শ্রেণীর এই নির্লজ্জ আদিখ্যেতা চরম ধৃষ্টতারই নামান্তর।

উদ্বোধনী অনুষ্ঠানমালায় বা খেলা পরিচালনায় অথবা মাঠের মাঝে খেলোয়াড়দের আচরনে, বাংলাদেশ কোথায় ?

এধরনের একটি টুর্নামেন্ট পরিচালনা করবার মতো লোক বাংলাদেশে কি ছিলনা ? ধিক ! টুর্নামেন্ট আয়োজকদের, এমন একটি টুর্নামেন্টকে কলঙ্কিত করার জন্য।

আয়োজক, পরিকল্পনাকারীদের মননশীলতায় দৈনতায় আশ্চর্য হতে হয়। যে অনুষ্ঠান একটি দেশের রাষ্ট্রপতি উদ্বোধন ঘোষণা করলেন, সেই অমুষ্ঠানের এই হাল !

জাতি হিসাবে এ লজ্জা রাখি কোথায় ?


মন্তব্য

shafi.m এর ছবি

মন খারাপ

পাক-ভারতের মিশ্রণ্টা মনেহয় বাজার পরিকল্পনার ফসল। ডালিউডি চলচ্চিত্রের যেমন এক্টা স্থায়ি দর্শক আছে, তেম্নি পাকিস্তানি-প্রেমে মগ্ন-ম্যারিমিয়াফ্রিদি-র এক্টা বেশ বড়-সড় দর্শক গোষ্ঠি আছে। আর রাজনীতিবিদ দিগের শুধু দেশ চিন্তায় সময় শেষ করলে হবে কি হবে, আগে পেট-টাকাপয়সা তারপর বউ-ছেলেপিলে, তারপর আত্মীয়-স্বজন, তারপর ক্ষমতা প্রদর্শন, তারপর পাড়া-প্রতিবেশি............................................................................................................................??............@%&......................................#####........................................তারপর হাতঘড়ির ডায়েলের রং কেমন লাগ্বে তার চিন্তা, তারপর না দেশের চিন্তা।

শাফি।

প্রৌঢ় ভাবনা এর ছবি

এদেরকে চিহ্নিত করবার প্রয়োজনে জেনেভা ক্যাম্পের মতো ব্যবস্থা দরকার।
ধন্যবাদ, মত প্রকাশের জন্য।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এসব কথা কাকে জিজ্ঞেস করছেন?
এসব দেখতে হবে, এবং চুপ করে থাকতে হবে।

খেলল পাকি, নাচলো-গাইলো ভারতীয়, আমরা হোস্ট হলাম।

প্রৌঢ় ভাবনা এর ছবি

অনেক কিছু দেখেশুনে বলতে ইচ্ছে হয়, ফিরিয়ে দাও আমার চল্লিশটি বছর।

কাজি_মামুন এর ছবি

খেলল পাকি, নাচলো-গাইলো ভারতীয়, আমরা হোস্ট হলাম।

একদম মনের কথা বলেছেন; অন্যরা যখন ক্রেতা খুঁজে, আমরা তখন বিক্রেতা খুঁজি!

খন্দকার মেহেদী হাসান  এর ছবি

মোডোনলাল না বস, ওটা অরুনলাল হবে দেঁতো হাসি

(খন্দকার মেহেদী হাসান)

প্রৌঢ় ভাবনা এর ছবি

হ্যা ভাই, অরুনলালই হবে। নামটা ভালমতোই জানা ছিল, কেন জানি লেখার সময় মদন হয়ে গেল!
ধন্যবাদ, ভুলটা শুধরে দেবার জন্য।

আজহার এর ছবি

গতকাল সমাপনী অনুষ্ঠানে ঐ শালা অরুণলাল আই পি এল-আই পি এল বলছিল শুরুতে। এই গাধাগুলোকে কে নিয়ে আসছে তারেই খুজতাছি!!!

ধুসর গোধূলি এর ছবি

শীনা চোহান নামক ঐ মহিলার আদিক্ষেতা যখন দেখছিলাম উদ্বোধনীর দিন, মনে হচ্ছিলো যেনো ভারতীয় কোনো চ্যানেল থেকেই প্রচারিত অনুষ্ঠান দেখছি। ড্যানি মরিসনের সঙ্গে তার কুয়ারা দেখে বোঝার উপায় ছিলো না চ্যানেল ৯ আসলে একটা বাংলাদেশী চ্যানেল! বারবার তাদের কথায় চ্যানেল৯ কিংবা বাংলাদেশ না এসে 'আমরা, ভারতীয়রা, ভারত' কথাবার্তা উচ্চারিত হচ্ছিলো।

আমার নানী একটা কথা বলতেন, এই দেশে লাং নাই, লাং আছে চৈতাবো। চ্যানেল ৯-এর মানসিক দৈন্যে জর্জরিত পরিচালকদের নিজেদের হ্যাডম কিংবা আত্মসম্মান বলে কোনো জিনিসের যে অস্তিত্ব নাই, এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো তারা।

আর বিপিএল'এর আয়োজকরা তো আরেক কাঠি সরেস। কর্তায় তাগোরে একবার (বিশ্রী গালি)'র ভাই বলে সম্বোধন করলেই হলো, আর কিছু লাগে?

খন্দকার মেহেদী হাসান  এর ছবি

চলুক

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ, সাথে থাকার জন্য।

প্রৌঢ় ভাবনা এর ছবি

ভাইজান, আপনার লুঙ্গি (লুঙ্গিতো না কী ধুতি !) যেরাম গিট্টু মাইরা পরছেন তাতে অবশ্য ভয় নাই কিন্তু আমার আলগা কইরা পরা লুঙ্গিটা যে খুইলা নিয়া গেল, অহন শরম ঠাকি ক্যামতে ।

সুলতান এর ছবি

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা না এসে আয়োজকদের মুখে যে থাবাটা মারছে তারপর যদি শিক্ষা না হয় তাহলে জীবনেও হবে না। অবশ্য তাদের তো লজ্জা শরম নাই। তারা ক্রিকেট প্রেম থেকে বা ক্রিকেটের ভালোর জন্য কিছু করতেছেন বলে মনে হয় না। পুরাটাই ব্যবসা। আর আমরা ভোদাই জনগণ, আমাদের আর কি করা। আমাদের যা গেলানো হচ্ছে অনেকটা বাধ্য হয়েই গিলতেছি কারন ওইখানে আবার দেশীয় আবেগ কাজে লাগানো হচ্ছে। ক্রিকেট টিম মাঠে নামতেছে মনে হচ্ছে পাকিস্তানি টিম নামতেছে। এইগুলো দেখার বা চিন্তা করার কেউ নেই।
এই দেশ তো আমাদের না, যাদের তারা যা ইচ্ছা করতছে। আমাদের যে তাদের বাপ দাদার সম্পত্তিতে বসবাস করতে দিছে তাই হাজার শুকরিয়া।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আর আয়োজকরা যে থাবাটা আমাদের গালে মারলো, তার কি হবে ?
হ্যাঁ, আমাদের এই আবেগটাকে নিয়েই তাঁদের খেলা !

আশফাক আহমেদ এর ছবি

চলুক

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ।

সুপ্রিয় দেব শান্ত এর ছবি

আমরা আসলেই একটা ছোটকলোক জাতি।

প্রৌঢ় ভাবনা এর ছবি

না ভাই, মানতে কষ্ট হচ্ছে। কিছু হয়তো জাতের ছোটলোক আছে। নিজেকে এত ছোট মনে করার কোনই কারন নেই। আমাদের অর্জনগুলোর দিকে দৃষ্টি দিন।
ভাল থাকুন।

shafi.m এর ছবি

আমরা আসলেই একটা ছোটকলোক জাতি।

আসুন আমরা পুরো জাতিকে গালি না দেই।

শাফি।

মর্ম এর ছবি

অন্ধ অনুকরণ যেকোন ক্ষেত্রেই বর্জনীয়, সে খেলাতেই হোক বা আর আর কিছুতে।

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

তিথীডোর এর ছবি

অন্ধ অনুকরণ যেকোন ক্ষেত্রেই বর্জনীয়, সে খেলাতেই হোক বা আর আর কিছুতে।

চলুক
সেটাই।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ, পড়বার জন্য।

ধূসর জলছবি এর ছবি

প্রথম দিনের অনষ্ঠান দেখেই আর দেখার রুচি হয়নি বি পি এল । লজ্জা নামক জিনিসটা আমাদের দেশের এসব মানুষের কোন কালেই ছিল না। এরা পাকি পাকি বলে গলা ফাটায় , তাহলে ভারত ভারত বলে গলা ফাটাতে আর সমস্যা কোথায়। ভারত তো আবার নাকি আমাদের বন্ধু(!) রাষ্ট্র। যে জেনারেশন টা নিজের চোখে সব দেখেছে তারাই তো পাকিপ্রেম , ভারত মুগ্ধতার ভিতর থেকে বের হতে পারেনি। আর আমাদের জেনারেশন , যাদের কাছে মুক্তিযুদ্ধ শুধুই একটা গল্প এবং যে গল্পটা সম্পর্কে এদের অনেকেই ভাল করে জানেও না, তারা আর লজ্জা কি করে পাবে (লজ্জাবোধ থাকলে তো ?) । দেশপ্রেমও চর্চা করতে হয়, যে কোন প্রেমের মতই। আমাদের চর্চা কোথায়?

প্রৌঢ় ভাবনা এর ছবি

জী, মানছি।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

যদিও আমি বিপিএল দেখি নি কিন্তু পত্রিকা মারফত খবরাখবর নিয়মিত পেতাম। সেগুলো পড়ে একটা বড় বিস্ময় আমাকে বারবার তাড়া করেছে। আয়োজক আমরা, টাকা আমাদের, দলগুলো কিনেছে আমাদের দেশের ব্যবসায়ীরা, দর্শকও আমাদের। তাহলে এত ভারত এবং পাকিস্থান প্রীতি কেন? নিছক ব্যবসার জন্যে এটা নয় এ বিষয়ে আমি নিশ্চিত। ১৯৯৭ সনে ইন্ডিপেন্ডেন্স কাপ বলে একটা ট্রাই সিরিজ হয়েছিল বাংলাদেশ-ভারত-পাকিস্থান এর মধ্যে। সেই থেকে শুরু। এর পর আরো বেশ কয়েকবার ভারত-পাকিস্থান এর জাতীয় দল খেলেছে বাংলাদেশে। কিন্তু কোনবার আমাদের আয়োজকদের এরকম নগ্ন আচরণতো দেখি নি। আসলে পৃথিবীর কোন দেশেই এটা দেখা যায় না। কিন্তু একটা ক্লাব প্রতিযোগীতায় এবার যেটা হলো সেটা অতীতের টুকটাক নগ্নতাকে একবারে হার মানিয়ে একটা বেহায়া যুগের সূচনা করলো।

এর কারণ কী? এখনই খুঁজে বের করা উচিত। আগামী বিপিএল মৌসুম শুরুর আগেই।

প্রৌঢ় ভাবনা এর ছবি

সরষের ভিতরেই ভুত, বলছেন ?
ধন্যবাদ, পড়বার জন্য।

অরফিয়াস এর ছবি

আমরা নিজেদের ধর্ষিত হতে দেখতে পছন্দ করি তাই এরকম ভারত-পাকপ্রেম

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

প্রৌঢ় ভাবনা এর ছবি

তাই কি ?

চরম উদাস এর ছবি

মন খারাপ

প্রৌঢ় ভাবনা এর ছবি

কিয়েরে, ভাইজান ?

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আমাদের অধিকাংশেরই জাতি হিসেবে আত্মতৃপ্তি নেই। তাই, অন্যদের দেখে পুলকিত হয়।

জাতি হিসাবে এ লজ্জা রাখি কোথায় ?

প্রৌঢ় ভাবনা এর ছবি

বলেন, রাখি কোথায় ?
ধন্যবাদ, পড়বার জন্য।

উচ্ছলা এর ছবি

বাঙ্গালীর আদিখ্যেতা আর ফুটানী দেখলে গলায় দড়ি দিতে ইচ্ছা হয়!
ভাগ্যিস আপ্নি-আমি-আমরা ঐ বেয়াক্কেল, মূর্খের দলে পড়ি না হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

আপনি তাহলে আমাকে বুদ্ধিমান ঠাওরেছেন ? তাহলে আপনি বোকা।
ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।

ফাহিম হাসান এর ছবি

এই লজ্জা, দীনতা লজ্জায় মাথা নত করে দেয়

প্রৌঢ় ভাবনা এর ছবি

ইদানিং মনের মধ্যে একধরনের নিষ্ফলা ক্রোধ জন্ম নেয়।
ধন্যবাদ, সাথে থাকার জন্য।

হাসিব এর ছবি

মাঝে মাঝে প্রবাস জীবন ভালোই মনে হয়। দেশে থাকলে এগুলো দেখতে হতো।

প্রৌঢ় ভাবনা এর ছবি

প্রবাসে থাকলেইকি সব কিছু এড়িয়ে থাকা যায় ? এই যে আপনি প্রতিক্রিয়া প্রকাশ করলেন !
ধন্যবাদ, পড়বার জন্য এবং মন্তব্যের জন্যও।

নিটোল এর ছবি

খুবই দুঃখজনক। মন খারাপ

_________________
[খোমাখাতা]

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ, পড়বার জন্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।