বিজয়ের গল্পঃ সেপ্টেম্বর অন যশোর রোড

ভণ্ড_মানব এর ছবি
লিখেছেন ভণ্ড_মানব [অতিথি] (তারিখ: শনি, ১২/১২/২০০৯ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সেদিন গিয়েছিলাম এক বন্ধুর বাসায়। রাত ঘনাতেই বন্ধু মোবাইলে ব্যস্ত হয়ে পড়লো। আমিও হাজিরা দেয়ার মত করে মোবাইলের কাজটুকু সেরে ফেললাম। কিন্তু বন্ধু আমার নব্য প্রেমিক; তার শুধু হাজিরা দিলে চলে না, পুরো ক্লাস করতে হয়। কিছুক্ষণের মধ্যেই তাই একা হয়ে পড়লাম। বাসায় বিনোদনের ব্যবস্থা নেই বললেই চলে। অবশ্য একগাদা বইপুস্তক চোখে পড়লো। আমার বইপত্র বা ইতিহাস ইত্যাদি বিষয়ে জ্ঞান খুবই সীমিত। এসব ব্যাপারে আমার আগ্রহ যে খুব একটা কাজ করে না এটা নির্দিধায় মেনে নিই। তারপরও সময় কাটাতেই এটা ওটা নাড়াচাড়া করতে লাগলাম। কারেন্ট অ্যাফেয়ার্সের কোন এক সংখ্যায় ‘মুক্তিযুদ্ধে বিদেশীদের ভূমিকা’ টাইপের একটা লেখায় জানলাম অ্যালেন গিন্সবার্গের (উচ্চারণ জিন্সবার্গও হতে পারে, ইংরেজীতে Allen Ginsberg) ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির কথা। এই বয়সে এসে ব্যাপারটা জানলাম ভেবে কিছুটা লজ্জাই পেলাম। আমি নিশ্চিত যে সচলায়তনের মুটামুটি সবাই ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির ব্যাপারে জ্ঞাত। তাই দয়া করে আমাকে বাড়তি লজ্জায় ফেলবেন না।

আসলে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির ব্যাপারে আমার জানা উচিত ছিল; কারণ ইংরেজী কবিতাটির বহু অনুবাদ বাংলায় হয়েছে, মৌসুমী ভৌমিক কবিতাটি নিয়ে ‘যশোর রোড’ নামে একটি গানও গেয়েছিলেন। কবিতাটির বিষয়বস্তু নিয়ে বাংলা নাটকও নাকি নির্মিত হয়েছে। দোষ তো আমার নিজেরই; না নিজের জ্ঞান আছে?, না জ্ঞানের পিছে আমি আছি?

যদিও অনেকেরই ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি পড়া আছে, তবুও ১৫২ লাইন কবিতার শেষের কয়েক লাইনের অনুবাদ এখানে দিলাম।

আর কতো মানুষ তীব্র কষ্টে পাড়ি দেবে ‘মায়ান’দের পথ ধরে?
আর কতো শিশু কান্নার ধাঁধায় পড়বে?
আর কতো পরিবার হারিয়ে যাবে শূন্যতায়?
আর কতো বৃদ্ধ দাদীরা স্বর্গীয় আত্মায় পরিনত হবেন?

আর কতো মানুষের রুটি জুটবে না?
আর কতো খালারা দিশেহারা ছুটাছুটি করবে?
আর কতো বোনের খুলি মাটিতে লুটাবে?
আর কতো বৃদ্ধ দাদার আওয়াজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে?

আর কতো পিতা দুঃখের বিলাপ করবে?
আর কতো ছেলে নিরাশ্রয় হবে?
আর কতো সন্তান অনাহারে থাকবে?
আর কতো চাচা অসুস্থ পা বয়ে বেড়াবে?

লক্ষ শিশুর কান্না।
লক্ষ মায়ের অশ্রু ভেজা চোখ।
লক্ষ ভাইয়ের কষ্টের হাহাকার।
লক্ষ সন্তানের অজানার পথে চলা।

অনুবাদে ভুলভ্রান্তির শেষ থাকবে না জানি। যারা আগেই কবিতাটি পড়েছেন বা ভবিষ্যতে পড়বেন তাদের মেজাজ খারাপ করে দেয়ার জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা অ্যালেন গিন্সবার্গ সম্পর্কে জানতে চাইলে যেতে পারেন এই লিংকে

‘সেপ্টেম্বর অন যশোর রোড’ মুক্তিযুদ্ধে অবদান রেখেছে কারণ তার কবিতাটি দেশে বিদেশে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরীতে ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেপ্টেম্বর মাসে বন্যা এবং যুদ্ধ এই দুইয়ে মিলিয়ে প্রচুর বাংলাদেশী যশোরের সীমান্ত ধরে কোলকাতা চলে যায়। বন্যা আর পাকিস্তানি মিলিটারীদের অত্যাচারে জীর্ন মানুষের জীবনের গল্প ফুটে উঠেছে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতায় যা অ্যালেন গিন্সবার্গ রিফিউজি ক্যাম্পগুলোতে গিয়ে প্রত্যক্ষ করেছিলেন। কবিতার পুরোটাই অসাধারণ। চোখ বুলিয়ে নিতে পারেন এখান থেকে।

বিজয়ের মাসে অ্যালেন গিন্সবার্গের জন্য রইলো লাল সালাম।


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

এলেন গিন্সবার্গ অসাধারণ একজন মানুষ এবং কবি। সুনীল গঙ্গোপাধ্যায়ের "ছবির দেশে কবিতার দেশে" বইতে আমি ওনার সম্পর্কে প্রথম জানতে পারি। বইটিতে এলেনের একটি কবিতাংশ আছে, পড়ে খুব মজা পেয়েছিলাম.

America

America I've given you all and now I'm nothing.
America two dollars and twenty-seven cents January 17, 1956.
I can't stand my own mind.
America when will we end the human war?
Go fuck yourself with your atom bomb
I don't feel good don't bother me.
I won't write my poem till I'm in my right mind.

কবিকে শ্রদ্ধা জানাই।
(একাত্তরের আমেরিকানদের কথা উঠলে জর্জ হ্যারিসনকে স্মরণ না করলে অন্যায় হয়ে যায়। তাঁকে শ্রদ্ধা আর এই সুযোগে শ্রদ্ধা জানিয়ে গেলাম Concert for Bangladesh এর সব শিল্পী কলাকুশলী আর দর্শক-শ্রোতাদের।)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ভণ্ড_মানব এর ছবি

আমি ভাই উনারে চিনলাম এইতো সেদিন। মন খারাপ
America কবিতাটিও অসাধারণ লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ।
আর জর্জ হ্যারিসনকে ভুলে যাওয়ার মতো বিশ্বাসঘাতক নিশ্চই আমরা নই। 'মুক্তিযুদ্ধে বিদেশীদের ভূমিকা' নিয়ে আরো কিছু লিখার ইচ্ছা আছে। বিজয়ের মাসে অন্তত চেষ্টাটুকু করতে চাই। ভালো থাকবেন।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

অতিথি লেখক এর ছবি

আমিও সুনীলের বই থেকে এই কবির সম্পর্কে প্রথম জানতে পারি। আর 'যশোর রোড' গানটা তো বহুবার শোনা। তোর অনুবাদ খারাপ হয়নাই।

স্পার্টাকাস

ভণ্ড_মানব এর ছবি

তুমিতো জানবাই, সারাদিন তো বই-খাতা নিয়াই পইড়া থাকতা। হো হো হো
মৌসুমী ভৌমিকের 'যশোর রোড' যখন গতকাল শুনলাম মনে হইলো আগে মনে হয় শুনছিলাম, কিন্তু গানের নাম বা লিরিক্স জানতাম না। গানটাও সেইরকম হইছে। হাসি
অনুবাদের ব্যাপারে তুই আমারে লজ্জা দিতে চাইতাছোস না...বুঝতে পারলাম। দেঁতো হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

তিথীডোর এর ছবি

পড়ে বেশ ভাল লাগলো !!
---------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ভণ্ড_মানব এর ছবি

পড়েছেন জেনে আমারও ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

ব্রহ্ম দৈত্য [অতিথি] এর ছবি

'যশোর রোড' -- প্রথম যখন শুনেছিলাম বোধ করি মৌসুমী ভৌমিকের গলাতে। পরে জেনেছি গিন্সবার্গের কবিতা থেকে নেয়া গানটা। শ্রদ্ধা রইলো কবির প্রতি।

ভণ্ড_মানব এর ছবি

কবিতাটি যেমন অসাধারণ, গানটিও অতুলনীয় হয়েছে।
কবি, অনুবাদকারী, গায়িকা সংশ্লিষ্ট সবার জন্যই শ্রদ্ধা রইলো।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

সাবিহ ওমর এর ছবি

জেনে নিলেই জানা হয়ে যায়, এত লজ্জার কি ভাই?
আর সুনীলের বই থেকে গিন্সবার্গ সম্পর্কে আরো অনেক কিছুই জান্তে পেরেছিলাম হে হে...

ভণ্ড_মানব এর ছবি

হুম তাও ভালো লাগছে কিছু তো জানলাম।
বুঝতে সুনীল পড়া লাগবে...আমার অনেক কিছুর হ্ডিটেইলস জানতে মঞ্চায়। খাইছে
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যারা জানেন না তাদের জ্ঞাতার্থে, "সেপ্টেম্বর অন যশোর রোড" প্রথম বাংলা কাব্যানুবাদ করেছিলেন অকাল প্রয়াত কবি-কথাসাহিত্যিক খান মোহাম্মদ ফারাবী।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ভণ্ড_মানব এর ছবি

অনেক ধন্যবাদ পাণ্ডব দা। 'সেপ্টেম্বর অন যশোর রোড' সংশ্লিষ্ট সবার জন্য শ্রদ্ধা।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

তাসনীম [অতিথি] এর ছবি

খান মোহাম্মদ ফারাবী...ইনিতো বাচ্চাদের একটা বই লিখেছিলেন--মামার বিয়ের বরযাত্রী? বহু বছর পর মনে পড়ল।

ধন্যবাদ information টার জন্য। Allen Ginsberg আমেরিকার একজন প্রথম সারির কবি ছিলেন। আমি এখানে আসার দুই বছর পর উনি মারা যান, আমার মনে আছে তখন এটা বেশ বড় খবর হয়েছিল মিডিয়াতে।

শুধু সুনীল নয়, নিমর্লেন্দু গুনের ভ্রমনকাহিনীতেও আছে এর কথা...

স্বপ্নহারা এর ছবি

গানটা এবং কবিতাটা আমার ভীষণ প্রিয়...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ভণ্ড_মানব এর ছবি

শোনার পর আর পড়ার পর গান আর কবিতাটা আমারও ভীষণ প্রিয় হয়ে গেলো। হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গিন্সবার্গ মুক্তিযুদ্ধে যোগ দিতেই নাকি আসছিলেন এদেশে। কিন্তু শেষতক আর যোগ দেওয়া হয়নি। যশোর রোড নিয়ে কবিতা, কিন্তু এটা যশোরের না। সীমান্তের ঠিক ওপারের যশোর রোডের দুপাশে শরণার্থী ক্যাম্প দেখার অভিজ্ঞতায় লেখা।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফি এর ছবি

যশোর রোড গানটা দিয়েই কবির সাথে পরিচয়, পরে উইকি বা আরো পত্র পত্রিকার মারফত তাঁর সম্পর্কে জানতে পারি। তবে কবিতা আমায় টানেনা তাই আর পড়া হয়নি মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।