খুব ভয়ে ভয়ে ক্যাটাগরিতে কবিতা দিলাম। এখানে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে বেশ কিছুদিন। আপনাদের মান এর কবি-লেখকদের সামনে এমন অকিঞ্চিতকর একটি লেখা দিতে লজ্জাই লাগছে। এই বেয়াদবি দয়াপূর্বক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বানানের ত্রুটি দয়া করে নিজগুণে মার্জনা করবেন। অনভ্যাসের ফল।
আজ পূর্ণিমা নয়
একমুঠো বিনিদ্র রাত
আর স্পর্শের বাইরে একান্ত অচ্ছুত
এক টুকরো পূর্ণ চাঁদ ,
আজ পূর্ণিমা নয়।
বুভুক্ষু ইঁটের দেওয়াল- একটি আরেকটিকে ছাড়িয়ে
চিত্ কার করে বলতে চাইছে - "আমি ক্ষুধার্ত" । দেখে
মুচকি একটু হাসি খেলে গেল
মাটির এক কুটিরের অনাহারক্লিষ্ট মুখে
- আজ আর তার ক্ষুধার অনুভুতি হয় না ।
এরই মাঝে কোন এক অট্টালিকায়
স্প্লিট এসির বাতাসে ঘেমে
স্যুট কোট পরা বিদগ্ধ কিছু মানুষ
বিলাসী তৃপ্তিতে চুমুক দেয় কফির কাপে।
কনফারেন্স রুমের একপাশের দেয়ালের একটি কোণে
সভ্য নাগরকিতার ছবিটা একটু কাত্ করে টাঙানো।
তার সামনে কিছু লোক আয়েশী চেয়ারে বসে
পরম সাধনায় চরম গলাবাজিতে
বিশ্ব উদ্ধারে ব্যস্ত।
সেই অট্টালিকার নিচে, অনেক অনেক নিচে-
শক্ত কংক্রীটে চাপা পড়া
নরম একটুখান মাটি
নির্বাক অট্টহাসিতে ফেটে পড়ে ম্লান উপহাসে আর
একটা দীর্ঘশ্বাস ফেলে
তার নিঃসঙ্গ স্বাক্ষী হয়ে থাকে-
একমুঠো রাত
আর স্পর্শের বাইরে একান্ত অচ্ছুত
একটুকরো পূর্ণ চাঁদ
- আজ পূর্ণিমা নয়।
মন্তব্য
চমৎকার কবিতাটার সাথে আপনার ভূমিকা বা গৌড়চন্দ্রিকাটুকু মানালো না।
এতো জড়তা কেনো আপনার ? হাতে যখন কলম নেবেন, মনে করতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেখাটা এই কলম দিয়েই বেরুচ্ছে।
ধন্যবাদ কবিতাটার জন্য। ভালো লেগেছে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অসংখ্য ধন্যবাদ । চেষ্টা করব। আপনাদের কাছ থেকে শিখে যদি কিছু পারি লিখতে।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
মুছে ফেলো সব জড়তা.......
কবিতাটা বেশ ভালো লাগলো। আরো কবিতা হোক।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
অনেক ধন্যবাদ। লিখতে পারলে নিশ্চই হবে।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ওহে, নাচিতে নামিয়া ঘোমটা টানলে চলে? সঙ্গে বসুর দোকানের খানিকটা মশলা যোগ করে (হাতে যখন কলম নেবেন, মনে করতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেখাটা এই কলম দিয়েই বেরুচ্ছে।) বলতে চাই- আমি যখন লিখি মনে করি আমার লেখাই সেরা। পাঠক না বুঝলে আমার কি এমন ক্ষমতা তাঁদেরে বোঝাই! একদিন সবাই বুঝবে! কাজেই দুই হাতে ঝড় তুলুন!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আপনাদের এমন উত্সাহে কিনা প্রবল উচ্ছ্বাসে জলোচ্ছ্বাস ঘটিয়ে দেই। হে হে । অনেক ধন্যবাদ
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
কবিতা বুঝি না। লিখেছেন তাতেই সাধুবাদ।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
কষ্ট করে পড়েছেন সেজন্য ধন্যবাদ।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
সভ্য নাগরকিতার ছবিটা একটু কাত্ করে টাঙানো।
এই লাইনটি অসাধারণ লেগেছে । একধরনের শ্লেষ জড়ানো । পুরো কবিতাটি ভালো লাগবার মতন ।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
অনেক ধন্যবাদ। ভয়ে ভয়ে দেয়া প্রথম লেখা .. এখনো পাবলিকে যে পিটায়নায় সেই বেশী । সেখানে এমন কমেন্ট বিশাল কম্প্লিমেন্ট।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ভয় পাওয়ার কিছু নেই। আপনার লেখা আপনি পোষ্টাবেন, কোন শালার কি!
তা যা বলেসেন... খাসা । পোস্টাইলাম আর কি
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
আমার তো চমৎকার লাগলো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমি কৃতার্থ হইলাম।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
যা বুইলেছেন ! কৃতার্থ তো হইলেন , ইবার এট্টু উদার্থ হন কেনে ?যাঁরা আপনাক মন্তব্য করেইলছে ওয়াক সব্বাইকে বুনোফুলের মিশটি পাঠাইলছেন না কেনে ?লাইলে মামুর বুটারা রাগ কইরবেক যে এ এ।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
আমার তো এখনো বিয়া হয়নি হুজুর। ইখানকার দু একজনা আমার কাব্যপ্রতিভায় মুগ্ধ হইয়া বিবাহে সম্মত হইলে মিষ্টি লিচ্চয় হইবেক !
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
নতুন মন্তব্য করুন