অপ্সরী

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: সোম, ২২/০৯/২০০৮ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হে অপ্সরী
তুমি আর বৃষ্টিতে ভিজোনা।

আকাশটা জলের কণা
হয়ে
অসংখ্য চুম্বনে খুঁজে
নিতে চায়
তোমার ঠোঁট জোড়া।

ছোট্ট ঘটনা...

তবু আমি ঈর্ষাণ্বিত।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।