ধর্মের নানান ব্যবহার

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: বিষ্যুদ, ২৫/১২/২০০৮ - ১২:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোটবেলায়.... মানে আট-দশ বছর আগে, ধর্ম বইতে ধর্মের সংঙ্গা হিসেবে লেখা ছিল -

"যাকে ধারণ করা হয়" ...

এবার মনে হয় সময় এসেছে নতুন সংগা দেবার।

"যাকে নানান উপায়ে অভিসন্ধি সিদ্ধিতে ব্যাবহার করা হয় .. তাকেই.."

দেখি ধর্মের নানান ব্যবহার দুনিয়ায়... কিছু ভাল, অধিকাংশই মন্দ।

লিস্টি করি... কিছু বাদ যাবে জানি,

মুখ্য উদ্দেশ্য-

১) নিজ সান্তনা (মৃত্যুভয়.... একটা সুন্দর পরজীবন প্রতিষ্ঠা)
২) কৃতজ্ঞতা... স্রষ্টার প্রতি
৩) সামাজিক নীতি ও শৃঙ্খলা।...

বর্তমান ব্যবহার-

ভাল-

১) শিক্ষা.. (বড় হইসি মিশনারী স্কুলে)
২) চিকিত্সা
৩) মূল্যবোধ (বিতর্কীত)
৪) মানসিক শান্তি
৫) সামাজিকতা রক্ষা

খারাপ-

১) অর্থ উপার্জন (ব্যাখ্যা করতে হবে কি?)
২) মানুষে মানুষে বিভেদ সৃষ্টি
৩) সামাজিক কর্তৃত্ব প্রতিষ্ঠা
৪) ধর্মের নামে শোষন ও নীপিড়ন
৫) সন্ত্রাস
৬) ধর্মকে পাপ ধোয়ার সার্ফ এক্সেল ভেবে নেওয়া
৭) ধর্মভয়কে ব্যবহার করে ব্যক্তিসার্থ সিদ্ধি...

আরো আছে .. এইখানে এসে মনে হইল যে মাইর খাব....

তার থেকে যেইটা থেকে আসল এগুলি সেইটা কই....

পরকালে মানুষের আমলনামা বা কাজের হিসাব দাঁড়িপাল্লায় মাপা হবে, তাই এ প্রতীকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে

http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MjA4Mzk=

এই জুজু বুড়ির ভয়ে মানুষ ইতিহাসে কি না করসে... ক্রুসেড থেকে জিহাদ... সাম্প্রদায়িক দাঙ্গা... ধর্ষণ.. লুটপাট.. খুন.. আহ্.... সবই ঐ পরকালের ভয়... আর "আমারটা তোমারটার থেকে ভালো" মনোভাব...

সত্যি কইতে কি.. মাইনষে যদি মরতে এত ভয় না পাইত... আর মরার পরে হুর পরী না চাইতো, আজকের দুনিয়ায় আমি ধর্মের প্রয়োজনীয়তা দেখি না... বাকি গুলি মানবিকতা থেকে আসে... কোন নির্দিষ্ট ধর্ম থেকে না।


মন্তব্য

লাল কমল [অতিথি] এর ছবি

শেষের অনুচ্ছেদ সত্যিই অঅঅঅঅসাধারনননননননননন!!!!!!!!

অবাঞ্ছিত এর ছবি

ধন্যবাদ

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

রায়হান আবীর এর ছবি

সত্যি কইতে কি.. মাইনষে যদি মরতে এত ভয় না পাইত... আর মরার পরে হুর পরী না চাইতো, আজকের দুনিয়ায় আমি ধর্মের প্রয়োজনীয়তা দেখি না... বাকি গুলি মানবিকতা থেকে আসে... কোন নির্দিষ্ট ধর্ম থেকে না।

একদম ঠিক কথা। আমিও তাই বিশ্বাস করি।

=============================

অবাঞ্ছিত এর ছবি

ধন্যবাদ। দূঃখের বিষয় হলো সেই বিশ্বাসীদের সংখ্যা বড় কম...

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

পুতুল এর ছবি

যুদ্ধে যেতার জন্য মানুষ এটেম বোমা বানাইছে, বেক্কল হগল।
ধর্মের চেয়ে এফেক্টিভ কোন অশ্র আছে?
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অবাঞ্ছিত এর ছবি

সত্য কথা... কিন্তু প্রশ্নটা হইলো যে - "খাকার কি দরকার আছে" ?

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধর্ম না থাকলে পৃথিবীটা অনেক বেশি শান্তিময় মতো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অবাঞ্ছিত এর ছবি

এক্কেরে আমার দিলের কথা ...

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

কালবেলা এর ছবি

শেষের অনুচ্ছেদ...দারুন!!

অবাঞ্ছিত এর ছবি

অনেক শুকরিয়া!

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

এনকিদু এর ছবি

শেষের অনুচ্ছেদটাই আসল, কিন্তু ঐটা নাদান লোকের জিনিসনা । হজম করতে পারবে না । রাস্তায় গিয়ে একবার খালি বলেন... স্বর্গ নরক সব দেখিয়ে দিবে ।

ধর্মে যেসব শাস্তির কথা বলে, তার পরেও তো মানুষ অমানবিক কাজ গুলো করে । ধর্ম উঠিয়ে দিলে আরো বেশি করে করবে । এটা সম্ভবত মানুষের জিনের মধ্যে আছে । বাঁধ ভাঙ্গার প্রবনতা । এই প্রবনতা কখনো ভাল দিকে যায় কখনো যায় অকল্যানের দিকে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।