(আগেরটা ঘ্যাচাং গেসে... পরিশোধিত ভাষায় পুনরায় চেষ্টা করতেসি...) ..
"বুঝলে হে, ক্লাশ ফাইভ এর সমাজ বইতে লেখা ক্ষুদিরাম কে "সন্ত্রাসী" কর্মকান্ডের জন্য ফাঁসি দেওয়া হয়.. কোনদিন নাকি দেখবো ৭১ সালে ত্রিশ লক্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল"
বণিক স্যারের কথাগুলো আজও কানে বাজে.. সমাজ বই সংশোধন করা হয়েছে নাকি জানি না কিন্তু... নিজেদের উপহাস করে এইভাবে এমন জাতি মনে হয় দুনিয়ায় বিরল...
খেলা ধূলায় নাকি অন্য আবেগ আনা ঠিক না। আমি পারি না ভাই.. চলে আসে... সেদিন একজনের কাছে শুনছিলাম ইংল্যান্ড আর জার্মানীর মধ্যে ফুটবল ম্যাচে উত্তেজনার খবর।
একবার ভাবলাম শিরোনাম দেই "আমি কেন পাকিস্তান সাপোর্ট করি না" ... তারপর মনে হল না থাক্... পরে দিমু...
ক্লাশে আমাদের দুইটা গ্রুপ হইত ক্রিকেট ম্যাচের সময়। বিশেষ করে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচের সময় তো পুরা মারামারি পর্যায়ে চলে যাইতো ঘটনা...
" আরে আমি তো পাকিস্তান ক্রিকেট দল সমর্থন করি ওদের খেলা দেখে.. জাতি দেখে না ... তাছাড়া এই জেনারেশন অথবা ক্রিকেটারদের কেউ তো যুদ্ধ করে নাই"
অকাট্য যুক্তি..
মিনমিন করে আমরা বলতাম - "তাও.. এখনো একটা ফর্মাল এপলোজি পাই নাই আমরা... যা হোক. . .যদি আজকে ইস্রায়েল আর ধর সুদানের খেলা হয়.. আর ধরে নে সুদান কিছুই পারে না.. ইস্রায়েল খুবই শক্ত দল.. মোরাল সাপোর্ট কাকে দিবি তোরা ?"
উত্তর সব সময় একই ছিল... উত্তরটা মনে হয় সবারই জানা..
তবে অত্যন্ত দু:খজনক হলেও সত্যি যে অনেকে সমর্থন করত ওরা একমাত্র মুসলিম দল বলে... (ডিলেট দিলে দিয়েন এই পার্টটা... মাগার সত্য কথা রে ভাই.. ব্যক্তিগত অভিজ্ঞতা) সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই...
মাঝে মধ্যে মিস করি সেই সব দিনগুলি... মনে পড়লে চোখ জ্বালা করে ওঠে... কি কারনে ঠিক শিওর না..
মন্তব্য
"খেলা তো খেলাই, এর সাথে দেশ/রাজনীতি মেলানো উচিত না", "ওরা মুসলিম দেশ, একজন মুসলমান হিসাবে আমাদের উচিত ওদের সাপোর্ট করা", "এশিয়ার দেশ, ওরা ভাল করলে আমাদের সম্মান বাড়বে", "এখনকার ক্রিকেটাররা তো আর মুক্তিযুদ্ধের সময় কিছু করেনি", ইত্যাদি নানান যুক্তি শুনে আসছি বহুদিন ধরে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করা বিষয়ে। কিন্তু কোনওদিনই এই দলটাকে সমর্থন করতে পারিনি, পারি না এখনও, পারবও না কোনদিন।
ধন্যবাদ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
একটা বড়োসড়ো ভূমিকা দিলেন
বক্তব্য কই?
সত্য কই কি.. বক্তব্য দিতে ভয় লাগে.. কোনখানদিয়া কে অফেন্ডেড হয়... আর এই ব্যাপারে কইতে গেলে ভাষাও বেড়াছেড়া হয়া যায়... ছুরিটা বড় ধারালো
তবে আশা করছি যে সচেতন বিবেক সম্পন্ন মানুষ বক্তব্য বুঝে নিবেন ... আর সচলে তো তাঁদের সংখ্যাই বেশি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
আপনার ক্লাসের বন্ধুদের জন্য
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ আপনাকে। আমার জানা ছিলোনা যে এ ব্যাপারে আগে থেকেই অনেক বেটার একটা গোছানো লেখা আছে।
এই কারনে একটা সার্চ অপশন দরকার ।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
- ক্রিকেটে পাকিস্তানরে সাপোর্ট করা নিয়া অনেক বালছাল যুক্তি শুনছি সারাজীবনই। এখন অবশ্য শুনতে হয় না, তাই শান্তি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একমত... কিন্তু আমরা বাঁচলেও তাদের সমর্থন তো কমছে না... কি বেইজ্জত..
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ইহা অতি পুরাতন বিষয়। আমরাও স্কুল, কলেজ মায় ইউনিভার্সিটিতেও এই বিষয় লইয়া অকারণ সময় এবং কিঞ্চিত রক্ত ক্ষয়ও করিয়াছি। আমার মনে হইতেছে সময়ই এই বিষয়ের যতি টানিবে। প্রশ্ন হইল সময়টা আসিবে কখন? বাংলাদেশ দল ক্রিকেটে পরাশক্তিরুপে আবির্ভূত হইলেই এই বিষয়টা আপনা আপনিই অপসৃত হইবে বলিয়া মনে হয়। ধন্যবাদ।
(মহসীন রেজা)
"আশাই জীবন, জীবনের শ্রী"
("পূর্বাশার আলো" কবিতার লাইন)
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
নতুন মন্তব্য করুন