নীলাভ সবুজ আকাশের উত্তর কোণে
নোঙর করা মেঘের বহর।
ওরা আকাশ-দস্যু,
জোছনা ডাকাত-
কখনো ওদের বৃষ্টি দেখেছো?
ঐ ওখানে
বড় মেঘ দুটোর ঠিক পেছনে
হয়তো ঘাসফড়িঙের মত আমিও ছিলাম;
এখন কেবলই শীর্ণ দেয়াল
বহুদিন হল চন্দ্রগ্রহণ
কেরোসিন ল্যাম্প এর ম্লান আলোয়
তাই ভুল কোরোনা।
মন্তব্য
বাহ্ ! দারুণ লিখেছেন!
খুব ভাল লাগলো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আফনারে অনেকডি ধইণ্যাফাতা
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
নতুন মন্তব্য করুন