দিন বাড়ে আর তার সাথে পাল্লা দিয়ে কমে প্রতিটা অনাহারী রাত। শশ্মানে পড়ে থাকা ছাইয়ের মতন- ফুঁ দিতেই উড়ে গেল ষাইট পাওয়ার বাল্বের এক চিমটি বিষন্ন আলো।
পৃথিবী তখন আরো স্পষ্ট। অযথাই উপমার মতন একান্ত অবাঞ্ছিত আঁশটে অন্ধকারে মূর্ত হয়ে উঠলো ত্রিমাত্রিক পৃথিবীতে দিব্যি খাপ খাওয়া আমার ষড়মাত্রিক জীবন। কার অভিশাপে যেন সপ্তম মাত্রাটা আমার আর ছোঁয়া হল না।
এখন খুব পরিচিত ভাবনাগুলো যখন পাশ কাটিয়ে হেঁটে যায়, ঠিক মনে রাখি মোড়ের পাশে সিগারেট হাতে দাঁড়ানো লোকটার মতই আমিও হয়ে যেতে পারি খুব অচেনা।
ওদের ছায়ারা মিলিয়ে গেলে কিছু অতীত-গন্ধী ভাবনা আর রক্তবর্ণ ইচ্ছাকে চাপা দিয়ে রাখা অর্পিত কর্তব্যবোধের কপালে অভ্যাসবসে হাত রেখে দেখি - জ্বর বাড়ছে প্রতিদিন।
প্রতিটা দিনের শেষেই তাই অপেক্ষায় থাকি- একমুঠো ঘনীভূত বাতাসের। ওটা আসবে, আর আমি তাতে মৃত কোকিলের কঙ্কাল ভরে ছূঁড়ে মারবো শূন্যে। শৈবাল হয়ে শুদ্ধতা গ্রাস করবে রিক্ত আবেগ। সত্যি সত্যি ছুঁয়ে দেব বিশুদ্ধ একটা হাসি।
মন্তব্য
প্রথম দুই প্যাড়া পইড়া বুঝলাম যে কিছু বুঝি নাই... তাই আর বাকিটুক পড়লাম না...
বড় হয়া শিক্ষিত পাঠক হবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কষ্ট করে দুইটা প্যারা পড়ছেন এইটাই বেশি। তাই বা কে পড়ে
অনেক ধন্যবাদ.... বড় হয়ে আমিও মানেওয়ালা একটা লেখা লিখবো
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
আমি পুরাটাই পড়লাম যদিও আমিও কিছুই বুঝি নাই কিন্তু মনে হলো জ্বরের মধ্যে লেখছেন এটা ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধইন্যাপাতা আপনাকে। তা জ্বর এট্টু আসিলো বৈকী
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ভালো।
জানিনা পুরোপুরি বুঝেছি কিনা। তবে মনে হলো কিছুটা বুঝেছি
নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছো নয়নে নয়নে...
আরো লিখেন।
নতুন মন্তব্য করুন