বারোক চিত্রকলা - ১ (ব্যালাসকাজ)

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: শনি, ০৩/১০/২০০৯ - ৭:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

××× বিশুদ্ধ শৈল্পিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত দুষ্টু ছবি থাকার সম্ভাবনা ব্যাপক। সুতরাং ঢোকার আগে সাধু সাবধান।×××

গুছিয়ে কিছু লেখার ক্ষমতা আমার একেবারেই নেই, তবু চেষ্টা করে দেখি। আমার আগের অপরিণত লেখাটি যারা পড়ে উৎসাহ দিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আগেরটি ছিল ভূমিকা। এবার একটা কাঠামো দাঁড় করানোর চেষ্টা করে দেখি।

বারোক এর ব্যুৎপত্তি পর্তুগীজ শব্দ "বারোকো" ( barroco) থেকে যার অর্থ হল "অমসৃণ (irregularly shaped) মুক্তো"। নামের মধ্যেই কেমন একটা গভীর উপমা। নামটা পাঠককে একেবারেই অকৃত্রিম এবং হয়তবা আপাত: খুঁত বিশিষ্ট কোন শিল্পের গন্ধ শোঁকায় বলে ব্যক্তিগত ধারণা পোষণ করি।

বারোক চিত্রকল্প সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই যে ধারণাটির কথা বলতে হয় তা হচ্ছে "ইলিউশনিজম" বা ভ্রম।

বারোক চিত্রকলায় খুব খিয়াল কইরা দেখার বিষয়গুলো হচ্ছে-

১) সময়
২) স্থান
৩) আলোক এবং
৪) গতির ব্যবহার।

অন্যান্য লক্ষণীয় বিষয়ের মধ্যে আছে জটিলতা, বাস্তবতা ও আকর্ষণীয়তা।

প্রথমে শুরু করি বারোক ইলিউশনিজম দিয়ে- (বাকি গুলো নিয়ে কাল, পরশুর মধ্যে আবার লেখা দেবার আশা রাখি)

বারোক চিত্রকলায় যে বিষয়টি বার বার উঠে এসেছে তা হল আপাতদর্শণ এর সাথে বাস্তবতার সম্পর্ক। (appearance versus reality) ছবির মধ্যে ছবি, গল্পের মধ্যে গল্প, চিত্রের মধ্যে চিত্র দিয়ে বারোক শিল্পীরা আনমনে খেলেছেন বাস্তবতা ও ভ্রমের সাথে।

ধরুন ব্যালাসকাজ (Diego Rodriguez de Silva y Velazquez) এর "Rokeby Venus" ছবিটির কথা-

auto

দেখার বিষয় -

ভেনাস পিছন ফিরে আছেন। মুখ দেখা যাচ্ছেনা। আসলেই কি ভেনাস? না ভ্রম? ছবিটা যে ভেনাসেরই তা স্পষ্ট তার ছেলে কিউপিড এর উপস্থিতিতে। মজার ব্যাপার হল আয়নার মাধ্যমে ভেনাসের দেহ থেকে তার মুখমণ্ডলকে আলাদা করে ফেলা হয়েছে একটি খুঁত সবর্স্ব আয়নার মাধ্যমে (ঘষা কাচ, মুখ স্পষ্ট নয়)। ভেনাসের প্রতিবিম্ব ছবির মধ্যে ছবি হয়ে ধরা দিচ্ছে দর্শকের চোখে - ছবির মধ্যে ছবি, কোনটা আসল ছবি আর কোনটা ভ্রম?

একই শিল্পীর আরেক ছবি "Las Hilanderas" এর দিকে নজর ফেরানো যেতে পারে।

[img=auto]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Velázquez_Arachne.jpg/800px-Velázquez_Arachne.jpg[/img]

ছবিতে দেখা যাচ্ছে কিছু তাঁতি বুনন কর্মে ব্যস্ত। কিন্তু মজা সেখানে না। মজার ব্যাপার হল তারা যা বুনছে সেটাও একটা ছবি। সেই ছবির গল্পটা হল ওভিডের আ্যারাকনির গল্প। মরণশীল অ্যারাকনি দেবী আ্যথিনাকে এক বুনন প্রতিযোগীতায় চ্যালেঞ্জ করে বসল। মানুষ তো হারবেই দেবীকে অপমান! শাস্তি হল মাকড়সায় রূপান্তর। বাকি জীবন তাকে বুনেই যেতে হবে। তো এইটা একটা ছবি, ছবিটা হল তাতিঁদের তাঁতে একটা ছবি বানানোর ছবি। তাতিঁদের বোনা সেই ছবি আবার অন্য তাঁতির তাঁত বোনার...... এই যাহ্ পুরাই পেজগি লেগে গেল। এই হল বারোক!

এরপর ধরুন "Las Meninas"

auto

ছবিতে ব্যালাসকাজকেই দেখা যাচ্ছে ছবি আঁকায় ব্যস্ত। ছবির মূল বিষয় খুব সম্ভবত লুকানো। ব্যালাসকাজ এর বামপাশে একটা আয়না .. সেই আয়নায় রাজা ও রানীর প্রতিবিম্ব। আগেরবারের মতই এই আয়নাও স্পষ্ট নয়। খুব সম্ভবত এই প্রতিবিম্বটি হল ব্যালাসকাজ যে ছবিটি আঁকছেন তার। আবারো ছবির ভিতরে ছবি, তার ভিতরে ছবি। আ্যপিয়ারেন্স ভার্সাস রিয়ালিটি।

ব্যালাসকাজের আরেকটা ছবি দেই - " The Forge of Vulcan"

hauto

এই ছবি নিয়ে কথা বলতে গেলে অন্য থিমগুলাও চলে আসবে। ঐটা কালকে।

ভ্রম নিয়ে সামান্য কচকচ করলাম এতক্ষণ। এইদিকে আজকে আরেক ভ্রমের জন্মদিন। শুভ জন্মদিন ভ্রম।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বড় জটিল বিষয়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অবাঞ্ছিত এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই পড়ার জন্য। আমি প্রচণ্ড একমত আপনার সাথে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অনিন্দ্য রহমান এর ছবি

অবাঞ্ছিত, সিরিজ করে ফেলেন একটা।
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অবাঞ্ছিত এর ছবি

চেষ্টা করছি ভাই।

ধন্যবাদ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলেই, সিরিজ করে ফ্যলেন। মান্জা মেরে পড়ি।

---------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অবাঞ্ছিত এর ছবি

দেখি কত্দূর কি করতে পারি। ধন্যবাদ।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সুহান রিজওয়ান এর ছবি

এক্সেলেন্ট !! আমার চরম লাগসে...
সিরিজের পরের পর্ব আসুক...।
চলুক

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

অবাঞ্ছিত এর ছবি

আসিতেছে। হাসি

অনেক ধন্যবাদ।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আশরাফ মাহমুদ এর ছবি

সিরিজ না করে এক লেখা দিলে সংগ্রহ-ও রাখা যায়, পড়ে আরাম পাই। অপেক্ষায় আছি। লেখা টানছে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অবাঞ্ছিত এর ছবি

জ্বী বুঝতে পারছি। ইচ্ছা থাকলেও সময়ে কুলায় না ভাই।

ধন্যবাদ।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

মাহবুবুল হক এর ছবি

ভালো লাগছে। লিখুন।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

অবাঞ্ছিত এর ছবি

চেষ্টা করছি।

ধন্যবাদ।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

মূলত পাঠক এর ছবি

ছবিগুলো সব ক'টা দেখা যাচ্ছে না, একটু দেখতে পারেন ব্যাপার কী।

লেখা সচলের ভাষায় 'খুউব জোশ', এই ধারা নিয়ে কিছু জানা নেই তাই স্থান কাল ও পাত্র নিয়ে খুব অল্প হলেও বলেন শুরুতে। আর আরেকটু লম্বা (বা ঘন ঘন) লেখেন যদি...... হাসি

অবাঞ্ছিত এর ছবি

আসলে ভুল লিংক কপি করে ফেলসি। এডিট করার ক্ষমতা নাই বিধায় কিছু করার নাই এখন। পরবর্তীতে আরো সতর্ক হবার চেষ্টা করব।

অনেক ধন্যবাদ আপনাকে মূলোদা। আরেক্টু ঘনঘন লিখতে তো আমিও চাই। ‌‌১৪ মাসেও ২৮ টা পোস্ট দিয়ে আমি নিজেও ঠিক গর্বিত না। সময় করতে পারি না বস্।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

মূলত পাঠক এর ছবি

মডারেটরদের মেইল করে দেখুন ঠিক লিঙ্ক দিয়ে, শুধরে দেওয়ার জন্য।

আর স্থান-কাল-পাত্রের কথাটা সংক্ষেপে হলেও লিখুন, না হলে পাঠককে এই জন্য আলাদা করে নেট ঘাঁটতে হয়।

অবাঞ্ছিত এর ছবি

নতুন পোস্ট দিছি তো গুরু। ঐখানে সংক্ষেপে কাল ও আলোকের ব্যাপারে বলেছি।:) ঐখানে ছবি টা আবার দিলাম। তবু ঐখানেও দেখি ফরমাটিং বেড়াছেড়া হয়ে গেছে। কিছুই বুঝতেসিনা। আমি তিনবার এডিট না করে কিছু লিখতে পারি না মন খারাপ আর বারবার মডারেটরদের বিরক্ত করতে মন থেকে ঠিক সায় পাই না ।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।