আবোল-তাবোল

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: শনি, ৩০/০১/২০১০ - ১০:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন কিছু লিখিনা... ব্যস্ততার দোহাই দিয়ে সহজেই পার পেয়ে যেতে পারি, কিন্তু আসলে ঠিক ব্যস্ততা নয়। আলস্য? বলা যায় হয়তো... পুরোপুরি আলস্যও ঠিক নয়। ইদানিং কিছুই করতে ইচ্ছা করে না.. কেমন এক জড় পদার্থে পরিণত হচ্ছি।

বাইরে মোটামুটি ঠাণ্ডা ... -১২ ডিগ্রী সেলসিয়াস দেখাচ্ছে। বেশ বড়সড় তুষার ঝড়ের কবলে পড়ে এখানে এখন মোটামুটি সব স্তব্ধ। ক্লাস বন্ধ, জীবন অসার... সব কিছু যখন গতিময় থাকে, আমি থাকি স্থির.. আর এখন এই স্থবিরতার মধ্যে মনে হলো বাইরে থেকে হেঁটে আসা যেতে পারে... এই জিনিয়াস আইডিয়াতেই হল বিপত্তি..

বাসায় ফিরে দরজা খুলতে গিয়ে দেখি পকেটে চাবি নেই। সমস্যাটা মোটামুটি গুরুতর... শুধু বাসার চাবি হলে তেমন সমস্যা ছিলো না, কিন্তু আমি আলাদা আলাদা চাবি রাখলে মনে রাখতে পারিনা বলে সব এক গোছায় রাখি।

তো গাড়ির চাবি, বাসার চাবি, মেইল বক্সের চাবি, ল্যাবের চাবি সব হারিয়ে একটু আগে আমার মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। শুধু বাসার চাবি রিপ্লেস করতে গেলেই ৯০ ডলারের ধাক্কা, কারণ শুধু নতুন চাবি দিবে না.. বরং বাসার পুরো তালাই পাল্টাতে হবে... গাড়ির কথা আর নাই বল্লাম। এতক্ষণ খুঁজে অবশেষে পাইলাম, বরফের মধ্যে ঢুকে ছিলো। বিশাল পাথর নেমে গেল... আমাকে একজন বললো সে নাকি একবার ফ্রিজের মধ্যে চাবি রেখে দিসিলো.... শুনে বেশ মজা পেলাম..

আমি আসলে লিখতে পারিনা.... তাও মনে ব্যাপক ফূর্তি, তাই মনে হলো কিছু লিখি..

দুই একটা গান দেই বরং .. শোনা থাকার কথা -


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লুজিং মাই রিলিজন খুবই প্রিয় গান ।

কিন্তু এখানে তো একটা স্প্যানিশ গান আসছে ।না শুনেই দিয়ে দিসেন মনে হয় --
http://www.spike.com/video/losing-my-religion/2478571

----
চাবী হারানের মতো যন্ত্রনার আর কিছু নাই -- এরচে বড় যন্ত্রনা হৈতে পারে মানিব্যাগ হারানো ।
মাঝে মাঝে এমন ছোট খাটো বিপদে না পরলে বোঝা যায় না কতো ভালো থাকি এই অনিশ্চিত দুনিয়ায় ।

--
ইমতিয়াজ মির্জা ।

অবাঞ্ছিত এর ছবি

ইস... অত্যন্ত দু:খিত। আসলেই শুনে দেইনি.. শুধরে দিলাম.. ধন্যবাদ।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভ্রম এর ছবি

আপনার আরো ঘনঘন চাবি টাবি হারানো উচিৎ তাইলেও যদি লেখেন!
আরো চাই!

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ গানটার সন্ধানের জন্য (মন্তব্যের টাই নামাচ্ছি)। এখন আরও দুইটা মজার গান শুনেন-

১। গড উইল ফাক য়্যু আপ
২। দ্য র‌্যাশনাল এনথেম

ভালো লাগলে এইখানে আরও কিছু আছে-

মাহবুব রানা এর ছবি

ফ্রীজের মধে্য চাবি?খুব মজা পেলাম।
গানগুলো ভালো লাগলো।

ধুসর গোধূলি এর ছবি

- চাবি হারানো জটিল ঘটনা। আর চাবি ঘরের ভেতরে রেখে বাইরে থেকে যাওয়া আরও জটিল ঘটনা। কিংবা ধরেন, কোনো এক ঈদের দাওয়াত খেয়ে রাত তিনটায় বাসার সামনে এসে দেখলেন পকেটে চাবি নাই। ফেলে এসেছেন মেজবানের বাড়িতে! আপনার গাড়িও নাই। হাঁইটা যাওয়ারও কোনো সিস্টেম নাই সেখানে। এই অবস্থায় কী করবেন? সকালের আলো ফুটতাছে, দেশে সবাই সুন্দর সুন্দর জামা পরে ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নিতাছে, সেমাই, মিঠাই মণ্ডা খাইতেছে, আর আপনি ঠান্ডা বাতাসে, প্যান্টের পকেটে হাত দিয়া দূর দেশের রাজপথে খলিফাদের মতো প্রজাদের সুখ, দুঃখ দেখার জন্য রাস্তায় রাস্তায় হাঁটতাছেন! সিনটা কেমন? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।