বাকস্বাধীনতা নিয়ে অনেকে অনেক কথাই বলে, আমিও বলি.. যদিও বিষয়টা পুরাই এক ভ্রান্ত ধারণা... আমার মনে যা আসলো, আমি সেইটা বলতে পারি না... যেমন ধরেন আপনার বাড়িতে বইসা আমি আপনারে অবমাননা করে ব্যাঙ্গ করতে পারি না।
তো পাকিস্তানে বইসা কেউ পারভেজ মুশাররফকেও ব্যাঙ্গ করতে পারে না... যেমন পারেনা বাংলাদেশে বসে... সে যা হউক, সে নিয়ে অনেক কিচ্ছা হয়ে গেছে। নতুন যে কাহিনী দেখলাম, তাতে বুঝলাম পাকিস্তানে "কিছু" সাইট রেস্ট্রিক্ট করা হবে... যেমন ধরেন "গুগল", "ইয়াহু" এবং ভীতিকর ভাবে "হটমেইল" ও "এমএসএন" যাতে করে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাফেরী সব কথাবার্তা বা ছবি টবি পাকিস্তানে প্রবেশ না করে...
দেখে একটু ভয় খাইসি... যদি বাইচান্স এইটা দেখে আমাদের দেশের কারো আবার কোনো নতুন বুদ্ধি মাথা চাড়া দিয়া উঠে...
পূর্ণ বাকস্বাধীনতা পৃথিবীর কোথাও নাই.. এবং ভালোর জন্যই নাই। কিন্তু কথা হইলো কোন পর্যায়ে গিয়া আমার গলা চিপি দিয়া ধরার অধিকার জন্মায় আরেকজনের?
এই প্রশ্নটা একটা বিরাট প্রশ্ন... বর্তমানে এক্সেপ্টেবল হইল আর দশজনে যেইটাকে ভালু পায় সেইটা করা যাবে... যেমন মোটা মানুষদের নিয়ে খ্যাক খ্যাক করে হাসা যাবে , কিন্তু মার্কিন দেশে বসে কালোদের ফরাসী বা স্প্যানিশ ভাষায় কালো বলা যাবে না.. ইংরেজিতে বলতে হবে। এইখানেও ঝামেলা আছে, ড়্যাপ (পড়ুন ক্র্যাপ) সঙ্গীতের অংশ হিসেবে যেই ভাষায় ইচ্ছা কালো সেই ভাষাতেই বলতে পারবেন। এইটাই হচ্ছে এক্সেপ্টেবল নর্ম। এইখানে কারো কিছু বলার নেই, এইটাই ভাষার নিয়ম। ভুল বুইজ্ঝেন না.. আমি কইতেসিনা
যে বর্ণবাদী মন্তব্য করতে পারা উচিত.... আমার পয়েন্ট পুরাই উল্টা.. এই রকম নিয়ম দরকার আছে। কিন্তু কথাটা হইলো, রশিটা টান দিতে হবে কোনখানে গিয়ে?
ধর্মের ব্যাপারে ঘটনা আরেকটু প্যাঁচ খেয়ে যায়... এইখানে সমস্যা হইলো ধর্মানুভূতিতে আঘাত হানতে আসলে খুব একটা কষ্ট করতে হয়না। আমার মনে হয় ধর্মানুভূতিতে আঘাত না হেনে ধর্ম নিয়ে যুক্তিভিত্তিক আলোচনা করা মোটামুটি অসম্ভব। হটমেইল, এমএসএন কেমনে কি মনিটর করবে ঠিক বুঝি নাই, যতটুক বুঝলাম কোনটা "ব্লাসফেমাস কন্টেন্ট" তা নির্ধারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি যতদূর বুঝি, এই নীতি ধরে একটু কথার প্যাঁচ খাটাইলেই পাকিস্তানে বসে খ্রীষ্টান ধর্মের কেউ কাউকে ইমেইলের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা পাঠালে সেইটাও এই নতুন নীতির অধীনে ব্লাসফেমাস হয়ে যেতে পারে।
সেইটাও কথা না... কথা হইলো দ্বার বন্ধ করে যদি ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি? দরজা কতটুকু খোলা বা বন্ধ রাখতে হবে এই বিষয়টা খুব খিয়াল কইরা...
পাকিস্তানীরা নিজেদের চোখে এমনে ঠুলি পরাইতে থাকুক... দিনে দিনে হাজার বছর পিছায় পড়ুক, নিজেদের পায়ে কোপাইতে কোপাইতে রক্তশূন্যতায় মৃত্যুবরণ করুক আমি মনে প্রাণে সেই কামনাই করি।
সেই সাথে এইটাও আশা করি, অতীতের ভুলে শিক্ষা নিয়ে আমরা আবার অন্তত: যেন এই দৃষ্টান্ত অনুসরণ না করি।
** তথ্যসূত্র: বিবিসি (http://news.bbc.co.uk/2/hi/south_asia/10418643.stm)
মন্তব্য
কালকে রাত্রে খবরটা দেইখাই আঁতকিয়ে উঠছিলাম। পাকিস্তানের জন্য হালাল ইন্টারনেটের ব্যবস্থা করা এখন সময়ের দাবি!
পাকিস্তানীরা অন্ধকারে যাক কিন্তু এইটা দেখে বাংলাদেশে কারো মাথায় শয়তানী বুদ্ধির উদয় হইলে মরছি! কিছু লোকজন ব্লগের বিরুদ্ধে লাইগা গেছে অলরেডি!
পথিক রহমান
পাকিস্তানে এই জিনিসটা করা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে। আদেশটা এমন, যে পুরো সাইট ব্যান করতে হবে কেন? এটি বেশিরভাগ লোকের জন্য অসুবিধাজনক। তাই সৌদি আরব ইত্যাদি দেশকে দেখে সরকারকে অনুরোধ করা হয়েছে কেবল ধর্মানুভুতিতে আঘাত দেয়া লিংক আগে থেকে ব্যান করতে, যাতে গোলমাল না লাগে। খুব সম্ভবত সে কারণেই এ জিনিস করা।
এর একটা পজিটিভ সাইড হল, পাকিস্তানে আর এসব সাইট পুরোদস্তুর ব্যান খাবে না।
আমাদের দেশে হলে যুক্ত হবে রাজনৈতিক সমালোচনা। যেটাই হোক, এক পোলার জন্য পুরা ফেসবুক বন্ধ করা টাইপের কাজ না হলে সেটা অন্তত আগের তুলনায় ইমপ্রুভমেন্ট।
তবে, এইভাবে ক্যামনে কি রে ভাই? পাক সরকার এই সাতটা সাইট দেখতাসে, এদিকে জিহাদওয়াচে গেলেই কেল্লাফতে।
পুরা সাইট ব্যান না হওয়াটা মন্দের ভাল যদিও। এমনকি সৌদি সরকারও এখন ফেসবুকের কাছে জিম্মি।
এগুলি সবই ইহুদী ষড়যন্ত্র, বুঝলেন?
এই তো দিলেন আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায়ে
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
আমি মনে করি যেকোন মতাদর্শের আলোচনা-সমালোচনার ক্ষেত্রে শতভাগ বাকস্বাধীনতা নিশ্চিত করা উচিত, কারণ এসব মতাদর্শ রাষ্ট্র ও সমাজের উপর গুরুত্বপূর্ণ প্রভাব প্রয়োগ করে(তাছাড়া "extraordinary claims require extraordinary evidence" এর ব্যাপারটা তো আছেই)। খৎনা করা সংবিধানের দেশে বসে আমি বলব ধর্ম একটা মতাদর্শ, আর দশটা মতাদর্শের মত এটারও সমালোচনা করার অধিকার নিশ্চিত করা উচিত।
ইতিহাস বলে, অতীতের কাছ থেকে কেবল ভুল শিক্ষাই গ্রহন করা হয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সহমত। আমার প্রিয় বাংলাদেশকে এখনও পাকিস্থানকে অনুসরণ করতে দেখলে খুব কষ্ট লাগে। কবে যে আমরা এটা বুঝবো যে পাকিস্থানী জাতিটা সারা জীবন পেছনেই হেটেছে!
টুইটার
পাকিস্তানিদের জন্য "হালাল ইন্টারনেট" লাগবে। তারপর পাকিস্তানিদের দেখাদেখি আমাদের জন্যও...
সবচেয়ে ভাল হয় গাছে/গুহায় বসবাস শুরু করলে।
কি মাঝি, ডরাইলা?
পাকিস্তান মনে হচ্ছে নতুন আফগানিস্তান হতে চলেছে...
আগামীকাল হরতাল শ্যাষে আমাগো নেজাইম্যা ড়াজাকার এই সম্পর্কিত একটা বক্তিমা মাইরা সরকাররে ৩০ দিনের সময় বাইন্ধা দিতে পারে - ' এই সব অনাচার, ইহুদি-নাছারাগো কালচার আর এই দ্যাশে চলতে দেওয়া যাইবো না, আমাগো আব্বুর পদাংক অনুসরন কইরা এইখানেও ঐসব জাহেলিয়াতের লিঙ্ক গুলা বন করা লাগবো। এই লানত পড়া সরকাররে ৩০ দিনের সময় দিলাম, এর মইধ্যে আমাগো কতা না শুনলে ধর্মপ্রান, আশেকী জনগনরে লয়া লাগাতার আন্দুলনের ডাক দিলাম ... ' আর দেখবের এমনি এমনি কাম হয়া যাইবো ... আমাগো ইশ্মাট দিন শ্যাষ ... ... ...
যাই, খাগড়াছড়ি বা বান্দরবানে গিয়া গুহা খুঁজিগা ... ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হ' দিন মনে হয় আসলেই ঘনাইতেছে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কি জানি মগো দেশেও কবে আইবার লাগছে সেই রকম আইন।
=========
তারিখঃ ২৬শে জুন, ২০১০ইং
কামরুজ্জামান স্বাধীন।
=========
আমি রাগিবের সাথে একমত - "ডিজিটাল দুনিয়াতে বস্তুত যেকোনো ধরণের সেন্সরশীপই অচল।"
সাইফ শহীদ
পাকিস্তানে বৃষ্টি হলে এদেশে মাথায় ছাতা ধরার লোকের তো অভাব নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন