বাংলা ব্লগ দিবসঃ আদৌ এর প্রয়োজনীয়তা আছে কি না, থাকলে কবে পালন করা উচিত?

সাদা-মডু এর ছবি
লিখেছেন সাদা-মডু (তারিখ: মঙ্গল, ১৫/১২/২০০৯ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বাংলাদেশে বাংলা ভাষায় কমিউনিটি ব্লগের পথিকৃৎ সামহোয়্যারইনব্লগ নামের একটি ব্লগ, যা ২০০৫ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে। নরওয়েজিয় উদ্যোক্তা আরিল ক্লকারহগের উদ্যোগ ও উৎসাহে এ ব্লগটি যাত্রা শুরু করে, এবং চার বছরের যাত্রা শেষে এটি বাংলা ব্লগিঙের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার ও রক্ষা করতে পেরেছে।

আরিল ক্লকারহগ এর আগে ১৬ ডিসেম্বর দিনটিকে বাংলা ব্লগ দিবস বলে চালু করার একটি চেষ্টা করেছিলেন, যা সামহোয়্যারইনব্লগেই বিতর্কিত ও অভিশংসিত হয়েছিলো। এই প্রচেষ্টার বিপরীতে যুক্তিটি খুব সরল, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এবং এই দিনটিতে প্রায় সব কমিউনিটি ব্লগ উত্তাল হয়ে ওঠে বিজয়ের উল্লাসে, স্মৃতিচারণে, এবং অবধারিতভাবে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নানা বক্তব্যে। এই দিনটির ওপর বাংলা ব্লগ দিবসের তকমা এঁটে দিতে পারলে বিজয় দিবসের উদযাপনের ঘটনাটি বাংলা ব্লগ দিবস উদযাপনের শোরগোলে অন্তত ব্লগোস্ফিয়ারে অনেকটাই চাপা পড়বে। আর, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সূচনালগ্ন কেন একটি সংস্কৃতিকে উদযাপনের দিবস হিসেবে পালিত হবে, সেটিও প্রশ্ন হয়ে দাঁড়ায়।

আরিল ক্লকারহগ একটি মেইল করে কয়েকটি ব্লগের মডারেটরদের কাছে প্রস্তাব করেছেন, বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে কোন দিনটি উদযাপিত হলে তা সকলের পক্ষে রক্ষা করা সম্ভব হবে?

বাংলা ব্লগ দিবস আলাদা করে আদৌ উদযাপিত হবার প্রয়োজন আছে কি না, আর যদি থেকেই থাকে, সেটি কবে হওয়া উচিত, এ নিয়ে বক্তব্য রাখার অধিকার প্রতিটি ব্লগারের রয়েছে বলেই এ প্রস্তাব-প্রশ্নটি সচলদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনাদের কাছ থেকে পরামর্শ কাম্য। সাদা-মডুর পক্ষ থেকে প্রস্তাবিত দিনটি হচ্ছে একুশে বইমেলার প্রথম দিন, অর্থাৎ ফেব্রুয়ারি ১।


মন্তব্য

রাফি এর ছবি

আদৌ দরকার আছে বলে আমি মনে করি না। তবে "দিবস বাণিজ্যে বিবশ" হয়ে থাকা সমাজে যদি দিবস রাখতেই হয় তবে ১৬ই ডিসেম্বরই রাখা হোক। আমাদের বিজয় দিবসে আরেকটি অগ্রযাত্রার আরম্ভকে সূচিত করতে কোন সমস্যা তো দেখি না।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

হিমু এর ছবি

বিজয় দিবসে বাংলা ব্লগ দিবস চাই না। বিজয় দিবসে ব্লগ বলবে বিজয় দিবসের কথা।

ফাল্গুন ১ বা বৈশাখ ১ ও নেয়া যেতে পারে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুমন চৌধুরী এর ছবি

দিবসের দরকার নাই .....



অজ্ঞাতবাস

স্নিগ্ধা এর ছবি

বিজয় দিবস 'বাংলা ব্লগ দিবস' হোক সেটা একদমই চাই না!

পয়লা বৈশাখ ভালো বিকল্প।

সুহান রিজওয়ান এর ছবি

ফেব্রুয়ারী ১ ঠিকাসে। ... পয়লা বৈশাখের পক্ষেও ভোট দিলাম।

_________________________________________

সেরিওজা

ইশতিয়াক রউফ এর ছবি

আবোল-তাবোল এত দিবস আছে, বাংলা ব্লগেরও একটা দিবস থাকতেই পারে। ক্ষতি কী?

তবে, ১৬ই ডিসেম্বরে আর কিছু ঢুকিয়ে বিজয় দিবসের গুরুত্ব ও মনোযোগ লঘু করার পক্ষপাতী নই। একই কারণে ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারী, ইত্যাদি দিনেরও বিপক্ষে আমি।

বাংলা ব্লগ নিয়ে যেহেতু বলা হচ্ছে, তাই বাংলা কোনো মাসের প্রথম দিনই উপযুক্ত। সেক্ষেত্রে আমিও হিমু ভাইয়ের মতো পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুনের পক্ষে।

পহেলা বৈশাখও বাঙালিয়ানার একটি বিশেষ দিন, তাই আমি ব্যক্তিগত ভাবে পহেলা ফাল্গুনকেই এগিয়ে রাখবো। বিশেষ দিনগুলোও নিরাপদ থাকে, বাংলা ব্লগও নিজের অবস্থান ও অর্জনকে স্বতন্ত্র ভাবে তুলে ধরতে পারে।

স্বাধীন এর ছবি

পহেলা ফাল্গুনও পালিত হয়ে থাকে বিশেষ কারণে। আর ভাষার মাসের সাথেই যেতে পারে বাংলা ব্লগ, যতটা না বাংলা মাসের সাথে যায়। তাই সব দিক বিবেচনা করে ফেব্রুয়ারী মাসের এক তারিখ হতে পারে ভাল দিন। দিবস একটি থাকতেই পারে।

সাফি এর ছবি

দিবস থাকায় দোষের কিছু দেখিনা, তবে ১৬ই ডিসেম্বরের মতন গুরুত্বপূর্ণ দিনে মোটেই নয়। ফেব্রুয়ারি যেহেতু ভাষা আন্দোলনের মাস, সুতরাং ১লা ফেব্রুয়ারির পক্ষে আমি। পহেলা ফাল্গুন বা পহেলা বৈশাখ উদযাপন করার মতন অনেক উপলক্ষ আছে, তার সাথে আরেকটা বাংলা ব্লগ দিবস যোগ করতে চাইনা।

হাসিব এর ছবি

বাংলা ব্লগ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তিমে দিতে চাই ।

নুরুজ্জামান মানিক এর ছবি

হাসিবের ভাষণ উপভোগ করতে চাই ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

০১ ফেব্রুয়ারিকে বাংলা ব্লগ দিবস হিসেবে বিবেচনা করা যেতে পারে। ভাষার মাস হিসেবে দিনটা অবশ্যই তাৎপর্যবহ হবে বলে মনে হয়। বাংলা ব্লগ কিন্তু বাংলা ভাষার জন্যে আরেকটি মাইল-ফলকই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

বাংলা ব্লগ দুনিয়ার প্রচার এবং প্রশারের জন্য একটি দিবস থাকলে মন্দ হয় না । আর স্বাধীন ভাই এর সাথে একমত.......

পহেলা ফাল্গুনও পালিত হয়ে থাকে বিশেষ কারণে। আর ভাষার মাসের সাথেই যেতে পারে বাংলা ব্লগ, যতটা না বাংলা মাসের সাথে যায়। তাই সব দিক বিবেচনা করে ফেব্রুয়ারী মাসের এক তারিখ হতে পারে ভাল দিন।

- বুদ্ধু

সাফি এর ছবি

আমার ব্লগের মূখ্য সঞ্চালক সুশান্ত দাশ এ নিয়ে একটা ওয়েবসাইট ও খুলে ফেলেছেন

হিমু এর ছবি

সুশুদার পদবী দাশগুপ্ত। দাশগুপ্তের গুপ্তটুকু তুই গুপ্ত করিস কেনু কেনু কেনু?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

সাফি ভাই, হু'ইজ গোপন রাখার সিস্টেম জানা আছে আমার। ওপেন আছে মানে বুঝে নিতে হয় যে এটা গোপন কোন ব্যাপার না। [ হাসি ]

ফেব্রুয়ারীর প্রথম দিন ভালোই হয়।

-

সুশান্ত

সাফি [অতিথি] এর ছবি

সুশান্তদা,
আমি কখন দাবী করলাম এটা একটা গোপন ব্যাপার? [অবাক]

সচলের একজন একনিষ্ঠ পাঠক হিসেবে সকল পোস্ট যে আপনি কমেন্টসহ ফলো করেন, সেটা দেখতে পেরে ভালু লাগছে

অতিথি লেখক এর ছবি

উল্লেখ করতে ভুলে গেছি, ডোমেইন টা গতোবারের ক্যাচালের সময়ই কেনা হয়েছিলো।

-
সুশান্ত

ওসিরিস এর ছবি

১লা ফেব্রুয়ারি।

***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজ হোক কাল হোক, একটা দিবস ঠিক করা হবেই বাংলা ব্লগ দিবস হিসেবে। তাই চাওয়া না চাওয়া বাদ দিয়ে সঠিক দিনটা ঠিক করার পক্ষে আমি।

১৬ ডিসেম্বর বা পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুন বা ২১ ফেব্রুয়ারি... কোনোটার পক্ষেই আমি নাই। কারণ এই বিশেষ প্রিয় দিনগুলো ওদের মতোই থাকুক। ব্লগের জন্য আলাদা একটা দিন খুজেঁ বের করি নাহয়...

যে কোনো দিবসই একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হয়। যেমন ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবীতে বুক পেতে বুলেট নেওয়ার দিনটিকে করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস... এরকম যে কোনো দিবসের পেছনেই উল্লেখযোগ্য একটি ঘটনা আছে। যে ঘটনার স্মরণে দিবসটি পালিত হয়।

বাংলা ব্লগের জন্য তাই মনমতো একটি দিন বেছে না নিয়ে বাংলা ব্লগের বিশেষ কোনো অর্জন বা স্মরণীয় কিছুকে বেছে নিলে ভালো হয়।

এখানে অনেক আদি ব্লগার আছেন, তারা এব্যাপারে হয়তো প্রস্তাব দিতে পারেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

ছাগুরাম তিরিভুজের জন্মদিন?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাফি এর ছবি

হিমু ভাই,
মুখের কথা কেড়ে নিলেন। আমি অবশ্য বলতে চেয়েছিলাম বাংলা ব্লগে যেদিন ছাগু শব্দটার ব্যবহার শুরু হয়- সেদিনের কথা।

বাংলা ব্লগ বা সামহয়ারইন কে জনপ্রিয় করার পেছনে ত্রিভূজ আস্তমেয়েদের ভূমিকা অনস্বীকার্য। ব্লগ নিয়ে কোন আলোচনা হলেই দেখি ছাগুরামের কথা উঠবেই।

যাই হোক, নজরুল ভাইয়ের কথায় আসি। বাংলা ব্লগের ইতিহাসে সেরকম দিন / ঘটনা আসার সুযোগ নেই। সুতরাং সবাই মিলে যদি একটা দিন ঠিক করা যায়, তাতে মন্দ কি।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

ছাগুর কারণেই কত পোস্ট লাখবার পড়ছে মানুষ চোখ টিপি

---------------------
আমার ফ্লিকার

সাইফ তাহসিন এর ছবি

ত্রিভুজের জন্মদিন কি ১লা ফেব্রুয়ারী? তাহলে তো সমস্যা হয়ে যাবে!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অছ্যুৎ বলাই এর ছবি

আসলে এরকম স্মরণীয় দিবস জিনিসটা অটোমেটিক্যালি আসে, সেটাকে জোর করে চাপিয়ে দেয়া যায় না।

কেন ভাষার মাসের ক্রেডিট ব্লগের ওপরে চাপাবো? কেন ফাল্গুনই বা হবে বাংলাব্লগের অবদান? জিনিসটা উলটো দিকে হতে হবে; অর্থাৎ বাংলাব্লগের কারণেই মহীয়ান হবে ১লা ফালগুন বা পহেলা ফেব্রুআরি। দিবস নিয়ে নানাজনের প্রস্তাবিত নানান তারিখ থেকেই বুঝা যাচ্ছে, বাংলাব্লগের সেই দিনটি এখনো আসে নি।

সুতরাং জোর-জবরদস্তি করে দিবস নিয়ে টানাহেঁচড়া বন্ধ হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সাফি এর ছবি

অফটপিক : বলাইদা, আপনি যে ভিন্ন নামে আমার একজন অতি প্রিয় ব্লগার কয়েকদিন আগেও জানা ছিলনা দেঁতো হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা। চোরা আমার চেয়ে বেশি সরাসরি কথা বলে। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

গৌতম এর ছবি

একমত।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাংলা ব্লগ দিবস নির্ধারণ এবং পালনের প্রয়োজন আছে বলে মনে করি না।

অরু এর ছবি

বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী শুরু হচ্চে কবে।

আরো চাই শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাথে সাত চ্যানেলে সাত দিন বিশেষ অনুষ্ঠানমালা। মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনাই বা বাদ থাকবে কেন?

হিমু এর ছবি

এজন্যই বলি খোঁজখবর রাখতে হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা আর র‌্যালি কিন্তু গত বছর হইসিল!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ এর ছবি

যে কোনো দিবসই একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হয়।

নজরুল ভাইয়ের এই মন্তব্যের ভিত্তিতে আমি আমার পূর্বের মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। সংশোধিত মন্তব্যে যাওয়ার আগে একটু শিবের গীত গেয়ে নেই।

সারা পৃথিবীর মতো আমেরিকাতেও Labor Day আছে। শিকাগোতে শ্রমিকহত্যার ঘটনা স্মরণ করে বিশ্বব্যাপী ১লা মে এই দিনটি পালিত হয়। শ্রমিকদের সম্মান জানিয়ে দিবস, এটা তো আমেরিকায় না থাকলে বিপদ। আবার আমেরিকাতেই ঘটে যাওয়া কুকর্ম স্মরণ করে এই দিন পালন করলে আরও বড় বিপদ। আমেরিকা তো সেই ঘটনা সেভাবে স্বীকারই করে না। সমাধান হলো, আমেরিকায় Labor Day পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার।

বাংলা ব্লগের ব্যাপারেও তাই। নজরুল ভাইয়ের "১৪৪ ধারা"-র কথায় মনে পড়লো, বাংলা ব্লগের তেমনটা একটা দিন আছে। তত্ত্বাবধায়ক/আর্মি সরকারের সময় বাংলাদেশে সচলায়তন ব্যান করা হয়েছিল। বাদবাকি বাংলা ব্লগগুলো সেই ঘটনা স্বীকার করা তো দূরের কথা, বরং তা নিয়ে ধোঁয়াশা তৈরিতে লিপ্ত ছিলো। বাংলা ব্লগের অল্প দিনের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বাধা ছিলো। যারা সেটা স্বীকার করার পরিবর্তে তা নিয়ে ত্যানা প্যাঁচায়, তাদের সাথে গলায় গলা মিলিয়ে দিবস পালন করা খুব একটা প্রয়োজন মনে করি না।

যেদিন বাংলা ব্লগ আরও বড় অবদান দেবে, তখনই এমন কিছু একটা পালন করা যাক। এখন না। ঐ দিনটাকে স্বীকৃতি দেওয়ার মতো বড় মন কেউই দেখাবে না। অতএব, অহেতুক প্রহসনে যাওয়ার দরকার নেই।

হাসিব এর ছবি
হিমু এর ছবি

চলুক

ঐ সময় ভাড়াটিয়া সাহিত্যবেশ্যা ডালদার্শনিক থেকে শুরু করে মূর্খ ব্রন্টোসরাসের ছালধারী উত্তরাধুনিক গণ্ডার, কে কোথায় কী বলেছিলো, আমার পরিষ্কার মনে আছে। আমি মনে করি, ঐটাই তাদের আসল চেহারা। পরবর্তীতে যত মিষ্টি কথাই বলুক না কেন, ঐ শুয়োরদের লুঙ্গি উড়ে গিয়ে বেরিয়ে পড়া পাছা দেখে ফেলসি। এদের সাথে সংহতির কোনো প্রয়োজন আসলেই নাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

নুরুজ্জামান মানিক এর ছবি

বাংলা ব্লগের তেমনটা একটা দিন আছে। তত্ত্বাবধায়ক/আর্মি সরকারের সময় বাংলাদেশে সচলায়তন ব্যান করা হয়েছিল।

সচলায়তন যেদিন ব্যান করা হয়েছিল সেই দিনকেই ব্লগ দিবস পালন করা হোক । এই দিনে আমাদের ব্লগারদের চিন্তা /মত প্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরা হয়েছিল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ধুসর গোধূলি এর ছবি

- আমার প্রথম ভোট দিলাম এই জাতীয় দিবস নামক চক্রের মধ্যে না ঢুকার, কারণ এইটার দরকার নাই। কেনো নাই, সেইটা বলাইদা বলেছেন।

যদি একান্তই করতে হয় তাহলে দ্বিতীয় ভোট যাবে পহেলা জানুয়ারীতে।

কারণটা ব্যাখ্যা করি। কোনো কিছু যাত্রা শুরু করার পর সেটা একটা টেস্টিং ফেইজের মধ্য দিয়ে যায়। আলফা, বেটা, গামা ইত্যাদি। সামহোয়্যার ডিসেম্বরের ১৬ তারিখে যাত্রা শুরু করলেও পরিচিতিটা পায় নতুন বছরেই। তো আমরা ডিসেম্বরের সময়টাকে বাংলা ব্লগিং ইতিহাসের "টেস্টিং ট্রান্সমিশন" ধরে নিয়ে জানুয়ারীর ১ তারিখ থেকে অফিসিয়াল হাদুমপাদুম হিসেবে ধরে নিতে পারি। এতে করে অন্যকোনো বাংলা বা বাংলাদেশি ঐতিহ্যের দিনের সাথে ব্যারাছ্যারা লাগে না।

তবে হ্যাঁ, বাংলা ব্লগিং শুরু'র ক্রেডিটটা ১৬ ডিসেম্বরকে দেয়া যেতেই পারে। কিন্তু 'বাংলা ব্লগ দিবস' বলে কোনো একটা টার্ম চালু হলে সেটা টেস্টিং ফেইজ পার করে নতুন বছরের প্রথম দিন হওয়াটাই বাঞ্ছনীয়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

প্রথমে মনে হয়েছিল ১লা ফেব্রুয়ারী বাংলা ব্লগদিবস হওয়া উচিত কিন্তু পরে বলাইদা আর ইশতির মন্তব্যে চোখ খুলল আমার, আসলেও সময় আসে নাই বাংলা ব্লগ দিবস উৎযাপন করার।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শুভাশীষ দাশ এর ছবি

'বাংলা ব্লগ দিবস' পালন কইরা লাভ নাই কুনু।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলেই ব্লগ দিবসটা একটা ভ্রান্ত ধারমা। এটার পিছনে ব্যবসায়িক বুদ্ধির ব্যাপক কারুকাজ দেখতে পাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি বাংলা ব্লগ দিবস পালনের বিপক্ষে। এইসব দিবস পালনের পেছনে বাণিজ্যের থাবা লুকিয়ে থাকে, কাউকে কাউকে মহান বানাবার পাঁয়তারা থাকে। সচলায়তন এইসব ফেরেববাজদের পাল্লায় পড়ুক, সহজ শিকারে পরিণত হোক তা চাই না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অবাঞ্ছিত এর ছবি

না ভোট দিলাম।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নৈষাদ এর ছবি

ব্যাক্তিগত ভাবে আমি বাংলা ব্লগ দিবস পালনের বিপক্ষে। অছ্যুৎ বলাইয়ের মন্তব্যে কিছুটা সহমত।

নজরুল ইসলামের সাথেও একমত যে চাই বা না চাই, বাংলা ব্লগ দিবস হয়ত হবেই। যদি এমন একটি দিবস হতেই হয় তবে অবশ্যই যেন আমাদের গর্ব করার মত কোন বিশেষ দিনে না হয় এই দাবীটুকু করে গেলাম।

বাউলিয়ানা এর ছবি

আমার একটা প্রস্তাব আছে,
বাংলা ভাষার ইতিহাস অনেক পুরানো। কিন্তু ছাপা অক্ষরে বাংলা লেখা-লেখির ইতিহাস কিন্তু ততো পুরানো নয়। আমি যদি ভুল না করে থাকি, বাংলায় লিখবার জন্য প্রথম টাইপ-রাইটার এর অক্ষর বিন্যাস করেন মুণির চৌধুরী। বাংলায় লেখা-লেখির ইতিহাসে এই উদ্ভাবন অবিস্মরনীয়।
তাই বাংলা ব্লগ দিবস হিসেবে শ্রদ্ধেয় মুণির চৌধুরী এর জন্মদিন বা প্রথম বাংলা টাইপ-রাইটার এর প্রচলনের দিন খুব-ই ভাল।

বাউলিয়ানা এর ছবি

"মুনীর চৌধুরী"
নমের বানান ভুল করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এইমাত্র উইকি থেকে খুঁজে পেলাম।

অনিন্দ্য রহমান এর ছবি

৮ ফাল্গুন, আমার ধারণা প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে পড়বে না
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আশরাফ মাহমুদ এর ছবি

দিবস হতে পারে। তবে বিজয়ের মাসে না হলে ভালো।
জানুয়ারি কিঙবা ফ্রেবুয়ারিতে হলে ভালো। বইমেলা-ও হয়। মডুর প্রস্তাবের সাথে সহমত।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তানবীরা এর ছবি

ব্লগ দিবস থাকলে একটা মন্দ হয় না। কতো দিবসইতো আছে, এটা বাদ যাবে কেনো?লেখালেখি সংক্রান্ত যেহেতু ফেব্রুয়ারীতে হলেই মনে হয় ঠিকাছে। কিন্তু অন্যদিনের সাথে এটাকে না জুড়ে দিলেই ভালো হয়।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনার্য সঙ্গীত এর ছবি

১৯ শে ডিসেম্বর কে বাংলা ব্লগ দিবস হিসেবে দাবী করে যে ঘোষনা শুনলাম সেই ঘোষনায় কি সচলায়তনও গলা মিলিয়েছে? কর্তৃপক্ষ দয়া করে ব্যপারটি পরিষ্কার করুন। বাংলা ব্লগ দিবস পালনে সচলায়তনের অবস্থান কি?
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সন্দেশ এর ছবি

কে এই দাবী করে ঘোষণা দেয়? সেখানে কি সচলায়তনের ঐকমত্যের কথা বলা হয়েছে?

এই পোস্টে আলোচনার প্রেক্ষিতে বাংলা ব্লগ দিবস ইস্যুতে সচলায়তনের অবস্থান হচ্ছে, বাংলা ব্লগ দিবস নির্ধারিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। কোনো একক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্ধারণ করা দিন তারিখকে সচলায়তন স্বীকৃতি দেবে না।

ধন্যবাদ।

অনার্য সঙ্গীত এর ছবি

যখন ব্লগ কি সেটিই ঠিকমতো বুঝতামনা তখন একটি ব্লগে নিবন্ধন করেছিলাম। একটিমাত্র লেখাও সেখানে প্রকাশিত হয়েছিল। সে আজ অন্ততঃ তিন বছর। ব্যক্তিগত কারণে আর কখনো উঁকি মেরেও দেখা হয়নি। সেই একাউন্টের নাম পাসওয়ার্ডও ভুলে বসেছি। এই হিসেবে আমি এই চিঠি পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে সন্দেহে ভুগছিলাম...

" প্রিয় ব্লগার,

শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এ আপনার মূল্যবান ও আন্তরিক অংশগ্রহণের জন্য। এই ব্লগটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে এর চড়াই-উৎরাই,ভাল-মন্দ, ভুল-ত্রুটি ইত্যাদি বিষয়ে অভিমত দিয়ে এবং আলোচনা-সমালোচনায় অংশ নিয়ে সর্বোপরি আপনার মূল্যবান সময় দিয়ে এই প্ল্যাটফরমটিকে আজকের সাফল্যে পৌঁছে দেবার জন্য আমরা গৌরব বোধ করি।

ইতিমধ্যে আরও বেশ কয়েকটি বাংলা ব্লগসাইট তৈরী হয়েছে এবং যার যার নিজস্ব মতাদর্শে একটি অবস্থান ও জনপ্রিয়তাও তৈরী করেছে। মতাদর্শের হের-ফের থাকলেও বাংলা ভাষার চর্চা এবং বিশ্বজুড়ে মর্যাদা প্রতিষ্ঠায় প্রকৃতপক্ষে আমাদের সবার উদ্দেশ্য অভিন্ন। আমাদের প্রচেষ্টা সফল হবেই - তা হোক আমাদের সম্মিলিত বিশ্বাস।

আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি।

বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।

ধন্যবাদ। "

সচলায়তনের অবস্থান আমার কাছে পরিষ্কার। সেটাই জানতে চাচ্ছিলাম। চিঠিটা কেবল সবার অবগতির জন্য উঠিয়ে দিলাম। ব্লগ দিবস পালন করার ইচ্ছে অনিচ্ছে নিশ্চয়ই আমার ব্যক্তিগত। তবে সচলায়তনের সঙ্গে সেটি পালন না করলে তাতে উৎসবের আনন্দ থাকবেনা বলেও ব্যক্তিগতভাবে মনে করি। এজন্যই সচলের অবস্থান জানতে চেয়েছিলাম। ধন্যবাদ সন্দেশ।

____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বাউলিয়ানা এর ছবি

হ্যা, আমিও এই মেইলটা পেয়েছি। বুঝতে পারছিনা আমার ইমেইল এর ঠিকানা কোথা থেকে সংগৃহীত।

বোহেমিয়ান এর ছবি

"" বাংলা ব্লগ দিবস নির্ধারিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। ""সহমত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।