আজকাল সচলে একটা ভালো প্রবণতা দেখি। আবার তার মধ্যে খারাপও খুঁজে বেড়াই। কথা বলছি বানান নিয়ে।
মূল লেখার যে প্রতিক্রিয়া আসা উচিত তার অনেকটাই চাপা পড়ে বানানের অতীব জন-গুরুত্বপূর্ণ কেঁচাকেঁচিতে। সেদিন উইকি পড়তে গিয়ে একই দৃশ্য দেখলাম - যদিও ক্ষেত্র ভিন্ন - 'ঈদুল ফিত্র'-এর বানান কি হওয়া উচিত। উইকিতে ঠিক আছে - রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে - কিন্তু ব্লগর-ব্লগর ব্লগে বানান ন...