একটু অন্যরকম ভালোবাসার গল্প

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ৭:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুইদিন ধরেই মাথা পুরা আউলা।মিড এক্সামও দুই দিন ধরেই জ্বালাতন শুরু করেছে।গণিত না জানা পাবলিকেরও দুইয়ে দুইয়ে চার মিলাতে সমস্যা হবার কথা না।আমার রুমমেট এরও একই রকম ধারণা।শুধু ধারণা করেই ক্ষ্যান্ত দেবার মানুষ ও নয়।দিনে পাঁচ বেলা নামায পড়ার মত নিয়ম করে আমাকে সেটা শুনিয়েও যাচ্ছে বার বার।পুরো সেমিস্টার ফাঁকি দিয়ে এক্সাম এর আগে মাথা তো আউলা হবেই কিংবা ভার্সিটির পাশের ওয়ার্কশপের মিস্তিরির GPA টাও আমার চে ভাল- এই টাইপ কথা হরদমই আমাকে শুনতে হয়।আমি তেমন গা করিনা।দুইদিন ধরে মাথা আউলা বলে আরো করছিনা।

ইদানীং ব্লগেও কেমন জানি মেঘ জমে থাকে।ঘরের নতুন অতিথি দের লেখা "মন খারাপের দিনগুলি","না বলা কথা" কিংবা ধুসর গোধূলি গুরুর "গুরুচন্ডালি" দুঃখ কথন অথবা অনিকেত ভাইয়ের "মন্তব্যের মন্তাজ"- এসব পড়ে মনে হয় সবাই জামাতের (জামায়াতে ইসলামি ভাইবেন না আবার) সাথে দুঃখবিলাসী হবার প্রতিযোগিতায় নেমেছে।সুলতানা পারভীন শিমুল আপুর লেখাগুলোও আমি পারলে চোখ বন্ধ করে পড়ি।এত সুন্দর করে তিনি গল্পের পুরো শরীর জুড়ে দুঃখগুলো ছড়িয়ে দেন যে শেষ পর্যন্ত সেগুলো না কুড়িয়ে থাকতে পারিনা।গল্প পড়া শেষেও অনেকক্ষণ ঝিম মেরে বসে থাকি।চরিত্রগুলোকে আশেপাশের কেউ ভেবে ভুল হয়।দুহাত ভরে দুঃখ নিতে তারপরেও সচলায়তন খুলে বসে থাকি আউলা মাথা নিয়ে...

.........

আজ অডিটোরিয়ামে বসে পরীক্ষা দিচ্ছি।প্রশ্ন মনে হয় খুব বেশি কঠিন হয়নি।কিন্তু আমার প্রস্তুতির গুনে সেটা কঠিন এর চেয়ে দৈর্ঘ্যে প্রস্থে কিছু কম মনে হচ্ছেনা।বেকুবের মত শুকনা মুখ করে বসে আছি।স্যারও এসে একবার দেখে গেছেন।এমন অবস্থায় মোটামুটি ভদ্রস্থ একটা জিপিএ উঠাতে কত লাগে ক্যালকুলেটর খুলে সেটাই হিসেব করার কথা।কিন্তু হঠাৎ আমি হেসে উঠলাম।এমন আকস্মিক হাসির ফল হল দুটো।পাশে বসা রুপাইয়ের চেয়েও কুটকুটে কালো দর্শন আফ্রিকানটা ঘাড় বেঁকিয়ে বুঝার চেষ্টা করলো যে কাহিনী আসলে কি হইলো।মোটা মাথায় কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ কটমট করে তাকিয়ে রইলো।তারপর আবার নিজের লেখায় মন দিলো।এদিকে সামনে তাকিয়ে দেখি গোফ অলা মাস্টারটাও রাজ্যের বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।আমি তেমন একটা পাত্তা দেইনা।বাইরে টাঙিয়ে দেয়া এক্সাম হলের রুলস এন্ড রেগুলেশনের কোথাও লেখা নেই এক্সাম হলে হাসা যাবেনা।আমার মিটিমিটি হাসি দেখে সারাক্ষণ পেঁচার মত মুখ করে রাখা স্যারের মুখটা বিরক্তিতে আরেকটু কুঁচকে উঠে।আমার হঠাৎ এমন হাসির কারণ আর কিছুই না।কালকে পড়া অলৌকিক হাসানের "কুয়াশাখ্যান" এর শেষ ছবির ক্যাপশনটা মনে পড়ে গিয়েছিল হঠাৎ করে-
"এখন ঘাড়ে উঠছে,কয়েকদিন পরে মাথায় উঠবে"

.........

আই ইউ টি তে থাকতে ফাহিম ভাইকে (কিংকর্তব্যবিমূঢ়) চিনতাম।কিন্তু কখনোই সেভাবে কথা হয়নি।সচলায়তনে এসেই কমেন্টে প্রথম বাতচিত।ফাহিম ভাইয়ের লেখার আমি বরাবরই ভক্ত।এত মজা করে মানুষ ক্যামনে লেখে কে জানে।লাস্ট দুইটা পর্বে ক্যামন জানি মন খারাপ আর টেনশনের আভাস পাই।এমন টাইপের লেখাগুলা দুঃখী দুঃখী ভাব করে শুকনা মুখে পড়ার নিয়ম।কিন্তু কেন যেন পারিনা।উনার লেখা দেখলেই মুখটা হাসি হাসি হয়ে যায়।এমনকি যখন ইনিয়ে বিনিয়ে নেক্সট সপ্তাহে এক্সামে মহা দুর্যোগ কিংবা সামনে আর্থিক কষ্টের কথা বলেন তখনো পেট ফেটে হাসি আসে।এমন ভাবে লিখেন যে মনে হয় আর্থিক সমস্যায় পড়ার চে মজার ব্যাপার দুনিয়ায় খুব বেশি পয়দা হয়নি।তারপরেও হাসিটুকু মুছে যাবার পর দ্বিতীয়বার ব্যাপারটা নিয়ে ভাবি।আহারে বেচারা না জানি ক্যামনে কি করতেসে...

......

মহিব(পরিবর্তনশীল) এর সাথে আমার পরিচয় আই ইউ টি তে আসার কিছু দিন আগে।এইচ এস সি র পর যখন ভর্তি কোচিং করছিলাম তখন প্রথম আলাপ।আই ইউ টি তে এসে সেদিনকার সেই পরিচয় ছাপিয়ে কখন আমরা ভাল বন্ধু হয়ে উঠেছি বুঝতেই পারিনি।একই কথা রায়হানের (রায়হান আবীর) বেলায়ও খাটে।আর মুহাম্মদ তো(শিক্ষানবিস) আমার কলেজমেট।একসাথে থাকতে থাকতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা বন্ধুত্বের হাত ধরে অনেক কাছাকাছি চলে এসেছি।সেই রেশ ধরেই ভাবতাম আমি ওদেরকে খুব ভাল মত চিনি।কিন্তু সে ভাবনায় ভুল ছিল।ভুলটা ভাঙ্গালো সচলায়তন,এখানে এসে ওদেরকে আবার নতুন করে চিনলাম।মহিবের লেখাগুলো পড়তে পড়তে মনে হয় এরকম একটা "জিনিস" পাশে নিয়ে এতদিন ধরে ঘুরি অথচ কোনদিন টেরও পেলাম না।আবার রায়হান যখন ওর ছোট বেলায় হারিয়ে যাওয়া আপু সোনাটার কথা ভেবে কলম ধরে তখন ভাবি এত হাসি খুশি চেহারার ছেলেটা বুকের মধ্যে এত দুঃখ জমিয়ে রেখেছে আগে তো কখনো বুঝিনি।আর মুহাম্মদ যখন সচলায়তনে সহজ সরল গদ্যে সাধারণ আপেক্ষিকতার ক্লাস নেয় কলেজের ফিজিক্স স্যারের কোনঠাসা মুখটার কথা মনে পড়ে।এই "নরমাল" ব্যাপারটা বুঝাতে গিয়েই বেচারা কি ঝামেলায়ই না পড়সিলো।এতসব কিছু ভাবতে ভাবতেই ওদেরকে পাশে নিয়ে একসাথে পথ চলি।কাঁধে কাঁধ মিলিয়ে চলা এই বন্ধুগুলোর ছায়া ইদানিং আগের চে যেন আরো একটু দীর্ঘ মনে হয়...

......

সচলায়তনের সাথে পরিচয়ের পর থেকেই আমার জীবন অনেকটাই বদলে গেছে।আগে ল্যাব ক্লাস শেষে একঘেয়ে বিষণ্ন বিকেলগুলোতে পুরোনো দিনের কথা ভেবে আরো একটু বিষণ্ন হতাম।এখন আর তেমন করে বিষণ্ন হয়ে ওঠা হয়না।কানাডার নোভাস্কশিয়া থেকে জার্মানির কাসেল কিংবা ভুট্টাক্ষেতের কোল ছুয়ে ভুতের গলির মোড় আমার অন্ধকার রুমে এসে সব মিলেমিশে একাকার হয়ে যায়।মনিটরের কাঁপা কাঁপা আলোয় হিমু,জেবতিক আরিফ,অমিত আহমেদ,আনোয়ার সাদাত শিমুল,মুহাম্মদ যুবায়ের,দ্রোহী...... আরো কত শত নাম দেখে মনেই হয়না এদের কাউকেই আমি চিনিনা।কনফুসিয়াস-নিঘাত তিথির রুপকথার মত ডালিমকুমার আখ্যান পড়ে স্বপ্নাহত আমার মন কিছুক্ষণের জন্য অন্য কোন তিথিকে হারানোর দুঃখ বেমালুম ভুলে থাকে।কিংবা ধূসর গোধূলী গুরুর "সেইরকম" সব কমেন্টস পড়ে আউলা মাথা,আউলা মন সব ঠিক হয়ে যায়।খুব অল্প দিনের মধ্যেই সচলায়তন এত সব অচেনা মানুষগুলোকে কেমন চিনিয়ে দিল।আবার চেনা বন্ধুগুলোকেও অচেনা আলোয় নতুন করে খুঁজে পেলাম।বুঝতেই পারলাম না ভার্চুয়াল জীবনের দেয়াল ভেঙ্গে সচলায়তন কখন কেমন করে আমার আউলা জীবনে এসে মিশে গেল।

......

কালকেও একটা ঘাড় ত্যাড়া এক্সাম আছে।এই লেখাটা লেখার কথা ছিল উইকেন্ড এ,এক্সাম এর ঝামেলা সামলে।বই খোলার বদলে তবু সচলায়তন খুলে বসে আছি।যদি আমার রুমমেট এর মত আপনিও ভাবেন এটা আউলা মাথার বাউলা পোস্ট তাহলে জেনে রাখুন নিশ্চিতভাবেই আপনি ভুল করছেন।

আসলে এ ব্যাপারে আমার আর কিচ্ছু করার নাই।ব্যাপারটা আর হাতে নাই...কারণ?

আই এম ইন লাভ উইথ সচলায়তন হাসি


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

আই এম ইন লাভ উইথ সচলায়তন
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

খবরদার, আমার ডার্লিং এর দিকে চোখ তুলে তাকাবিনা...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঘাত তিথি এর ছবি

আহারে পোলাপানগুলা...কি সুন্দর করে লিখেছে! এমনই হয়।
এইবার একটু পড়তে বস তো বাছা, লগ ইন যেন না দেখি!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্বপ্নাহত এর ছবি

হায় হায় আপু,আরেকটু আগে বলবেন তো... আমি তো আগেই লগ ইন করে ফেলসি।
আজকের মত মাফ করা যায়না? হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- লগইন করে থাকার দর্কার কি? ভিজিটর হয়ে থাকেন কিংবা গেস্ট (ঘোস্ট না কৈলাম) রাইটার। তাইলে আর তিথি আপনেরে খুঁইজাও পাইবো না, ঝারি দিবো ক্যামনে? চোখ টিপি

বুদ্ধিটা কিমুন দিলাম বস?
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

আপ্নে একটা বুদ্ধি দিসেন আর আমি সেইটা খারাপ কমু,এইটা কি সম্ভব গুরু?

এরকম কিছু হবার আগে আমার যেন মরণ হয়...(কতদিন বাংলা ছিনেমা দেখিনা মন খারাপ )

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

খালি শুনেছিলাম যে তুমি ভাল লেখ, কিন্তু এই ভাল'র মাত্রা যে কতটা ভয়াবহরকম গভীর তা টের পেলাম মাত্র। বাকরূদ্ধ হয়ে গেলাম, এমনকি আই. ইউ. টি-র পুরোনো দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠল! অসাধারণ! ধন্যবাদ তোমাকে হৃদয়ছোঁয়া এই লেখার জন্য। এক কথায় বললে, ভক্ত হয়ে গেলাম, রেগুলার পড়ব! হাসি

অতন্দ্র প্রহরী

স্বপ্নাহত এর ছবি

রনি ভাই, এরকম পাবলিক প্লেসে এই ভাবে লজ্জা দিতে হয়না...

ভালো আছেন তো?

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঝুম এর ছবি

স্বপ্নাহত,
স্বপ্নে আহত কি না বুঝতে পারছি না।কিন্তু বাস্তবে কিছু নিয়ে যে আহত,হলফ করেই বলছি।আপনার লেখা পড়লাম। খুব ভালো লিখেছেন।
অনেকের ভেতর থেকেই সচল তার লেখক সত্বা বের করে এনেছে।এক্টা প্লাটফর্ম তৈরী করে দিয়েছে।সচলে একবার ঢূঁ না মারলে কিংবা কে কি লিখলো না জানলে কেমন জানি অস্থির লাগে।একটা পরিবারের মত হয়ে গেছি সবাই।

নিয়মিত লিখবেন।এই আশা।

---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

স্বপ্নাহত এর ছবি

ভাইজান তো দেখি অনেক বুদ্ধিমান।

ভাল লেগেছে জেনে ভাল লাগলো... হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- আপনের সমস্যটা কী মিয়া? পরীক্ষা সারাজীবনই থাকবো। ইউনি'র মিড গেলে দেখবেন ফাইনাল হাজির। ইউনি শ্যাষ করছেন? তো কি হৈছে! পরীক্ষার থন বাঁচোন নাই। লাইনে খাড়ায়া চাকরীর লাইগা মিড দেওনের প্রিপারেশন লন। হেরপর চাকরী মনে করেন একটা পাইয়াই গেলেন। এইবার কন্যাদায়গ্রস্ত পিতারে উদ্ধার করোনের লাইগা মুখে রঙচঙ মাইখা সঙ সাইজা দ্যান আরও কয়েক তরিকার পরীক্ষা। ধইরা নিলাম কোনোমতে নকল-টুকলি কইরা দায়গ্রস্ত পিতারে উদ্ধার কইরা ফেলছেন, এইবার? এইবার গুরু আসল পরীক্ষা।

জীবনের শায়শান্তি, স্বাধীনতা, টাংকিবাজি সব বিসর্জন দেওনের টাইম হইছে। রেগুলার দশ মার্কের মিনিমাম পৌনে এক ঘন্টার কুইজ লেকচার। লেকচারদাতা যে ক্যাডা ঐডা কি কওন লাগবো? হেরপর ধরেন ট্যাওম্যাও। ঐ নয়া স্পিশীজরে মানুষ করোনের লাইগ্যা খাড়াইতে হইবো আরেক পরীক্ষায়। মানুষ মনে করেন হৈয়াই গেলো গরুগুলি। জার্নী শ্যাষ ভাবছেন? মোটেও না গুরু। এইবার এন্ডলেস লুপ চলতে থাকবো। ঐ হালারা যাতে জাতে উঠে হের লাইগ্যা নিজের জান খান্দান কইরা দিতে হইবো নিজের ধৈর্য্যের পরীক্ষা।

উফ গুরু, আমি আর ভাবতে পারতাছি না। আল্লাহ আপনেরে হেফাযত করুক। আমারেও করুক! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

আর পারছিনা গুরু,
সেই নার্সারি থেকে শুরু

আপ্নের কথা অনুযায়ী এন্ডলেস লুপ হইলে যামু কই।

উফ... আমিও আর ভাবতে পারছিনা।স্বপ্নাহত থাইক্যা তো পুরা স্বপ্নামৃত হয়া যামু মন খারাপ

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- যাইবেন আর কই? সামনে গাতা পিছে পুলিশ! খাড়ায়া থাকেন যেইহানেই আছেন। হুদাকামে লৌড়াইয়া পেরেশান হইয়া কাম কি? আমারে দেহেন না? দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

হ, আফনে তো দাঁড়ায় আসেন।
ঐদিকে মিলা ভাবি তো ঘুইরা ঘুইরা কোমর দুলাইয়া নাচতেসে।গুরু একটু খিয়াল কইরা...
হাজার হইলেও আমাগো ভাবীতো... আমাগো সামনে নাচুক সমস্যা নাই।তাই বলে পর পুরুষ এর সামনে... আস্তাগফিরুল্লাহ...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- গ্লোবালাইজেশনের যুগ, যারে পাখি যাবি যদি যা!
টেনশন লইয়েন না গুরু। পাবলিক আমার মিলার কোমর দোলানি দেখলে দেখুক, আমি কি কারো চউক্ষে টিবি দিয়া রাখতে পারুম? আমার চউক্ষেও কেউ রাখতে পারবো না। আমি দেখুম আরো অন্দরে, সামাইন্য ডাইন দিকে। চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

রাইট সাইড রুলডা ঠিক কিলিয়ার হইলোনা...

এন্টেনার উপর দিয়া গেল।

যাউকগা ডান বাম দুইদিকেই দেহেন সমস্যা নাই।খালি আমাগোরেও একটু অন্দর মহলে ঢুকাইয়েন... চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

হিমু এর ছবি

বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।

একটা কৌতুক বলি, শোনো।

ছ্যাঁক খেয়ে দুই বন্ধু ঠিক করলো তারা দক্ষিণ মেরু চলে যাবে, এই জালেম সমাজে আর থাকবে না।

যাবার আগে চিলির দক্ষিণে এক টিংটিঙে বন্দর পুন্তা দেল ফুয়েগোতে জাহাজ ভেড়ালো তারা।

বন্দরে একটা মোটে মুদি দোকান। অন্ধকার টিমটিমে এক চালাঘর। কাউন্টারের ওপাশে বসে বুড়ো মুদি সান্তিয়াগো ঘোলা চোখে দেখে দুই বন্ধুকে।

"আমরা দক্ষিণ মেরু যাচ্ছি। এই জালেম দুনিয়াতে আর থাকবো না।" গোঁ গোঁ করে বলে এক বন্ধু (ধরা যাক তার নাম ধুসর গোধূলি)। "যা যা রসদ সাধারণত লাগে, আমাদের জাহাজে তুলে দাও। পুরো এক বছরের মাল।"

বুড়ো নীরবে হুকুম তামিল করে।

দাম চুকানোর সময় দ্বিতীয় বন্ধু (ধরা যাক এর নাম কালা জাহাঙ্গীর) থমকে যায় বুড়োর বাড়িয়ে দেয়া একটা তক্তা দেখে।

"এ কী? তক্তা দিচ্ছো কেন? না না না, তক্তা লাগবে না আমাদের!" ঝাঁঝিয়ে ওঠে সে।

সান্তিয়াগো তক্তার নিচের দিকে একটা ফুটোর দিকে ইঙ্গিত করে। ফুটোর চারপাশে সীলের চামড়া আর লামার পশম সেলাই করা। বেশ টাইট জিনিস।

"নিয়ে যাও।" সংক্ষেপে বলে বুড়ো। "কাজে দেবে।"

কী ভেবে রাজি হয় কালা। নিয়ে যায় তক্তাটা।

দিন যায়। মাস যায়। বছর ফুরায়। একবছর পর আবার পুন্তা দেল ফুয়েগোতে ভেড়ে জাহাজ দক্ষিণ মেরু থেকে।

কালা মুদি দোকানে ঢুকে হাঁক পাড়ে। "কোথায় বুড়ো সান্তিয়াগো? আবার মাছ মারতে গেলো নাকি সাগরে? জলদি এক বছরের রসদ তুলে নিয়ে পোরো জাহাজের খোলে!"

কাউন্টারের পেছনে ঘরের পর্দা ঠেলে বেরিয়ে আসে বুড়ো সান্তিয়াগো। এক ঝলক পরখ করে কালার চেহারাটা। তারপর নীরবে হুকুম তামিল করে।

জাহাজে ধূসর গোধূলিকে দেখতে না পেয়ে শুধায় সে। "বন্ধু কোথায়?"

"মরে গেছে।" সংক্ষেপে জানায় কালা।

"সে কী! কিভাবে?" আঁতকে ওঠে সান্তিয়াগো।

"একটা সীল শিকারের বর্শা ঢুকিয়ে দিয়েছি ব্যাটার পোঁদে! হারামজাদা, অ্যাত্তো বড় সাহস ...!" ফুঁসে ওঠে কালা।

"কেন? কী করেছিলো সে?" শুধায় বুড়ো সান্তিয়াগো।

"আর বোলো না! সীল শিকারে বেরিয়েছিলাম। একটু জলদি ফিরে এসে দেখি, আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ... আমার তক্তা নিয়ে বিছানায় গেছে ব্যাটা!"



লেখাপড়া করো মন দিয়ে। আমার মতো কাল পরীক্ষা রেখে পোস্টালে কপালে দুঃখু আছে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- দোস্ত এইভাবে দিলি দোস্তির প্রতিদান? তোর তক্তা নিয়াই তো বিছানায় গেছি বউ নিয়াতো যাই নাই! মন খারাপ

বর্তমান আপডেটঃ কালা হাবশী এখনো তক্তার ফুটা নিয়েই আছে। শোনা যায় সে নাকি দক্ষিন মেরু ছেড়ে পৃথিবীর শিল্পন্নত ভূমিতে তাবু গেড়েছে। কিন্তু ঢেঁকি স্বর্গে গেলেও একই কাজ করে। বাইরে সাদা চর্ম দেখে ঘরে এসে সীলের চর্ম! আর ধুসর গোধূলি?

নরকে বেশ সুখেই আছে। পোঁদে ঘাই খেয়ে মরার কারণে যাবতীয় শাস্তি মওকুফ! বোম্বে আর হলিউডের হিট নায়িকারা তাকে সঙ্গ দেয়। মনে মনে সে হাবশী কালাকে ধন্যবাদই দেয়। ব্যাটা জীবনে অন্তত একটা কাজের কাজ করেছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

হিমু এর ছবি

কিন্তু হা হতোহস্মি! নরকে সকল রন্ধ্রই স্টেইনলেস স্টীলের সুতা দিয়ে সেলাই করা! একমাত্র খোলা জানালা ধূসর গোধূলির ঘাই খাওয়া জায়গাটা। হলিউডের হিট পাপীরাও তাই ধূসর গোধূলিকে সঙ্গ দেয়ার জন্যে ছুটে ছুটে আসে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- নরকে কে থাকে, তুই না ধুসর গোধূলি?

নিজের আপন অভিজ্ঞতায় নরকের প্রোপাগান্ডা ছড়ানোর তোর এই হীন প্রয়াসের তীব্র নিন্দা জানাই আমি।
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

হে দক্ষিণ মেরু ফেরত বন্ধুদ্বয়,

আমার ব্লগে যতখুশি ঝগড়াঝাটি করুন সমস্যা নাই।

কিন্তু ঐতিহাসিক ছিদ্রযুক্ত কাষ্ঠ খন্ডটি জনঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় এই ব্লগে উহা সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হইলো। চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

উদাস এর ছবি

ভালো লাগলো লেখাটা।
আর হিমুর উপরের লেখাটা বড় ভুল সময়ে পড়লাম। একটা ল্যাব এ পোলাপান এর ‌T.A. হিসেবে কাজের ফাকে পড়লাম। এখন ল্যাব এর মধ্যেই হাসি আর চাপতে পারিনা। পোলাপান নিশ্চই ভাবছে কাজের চাপে আমার মাথা আউলায়ে গেছে।

স্বপ্নাহত এর ছবি

ঠ্যাংকু

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

ভালো লাগলো অনেক।
একই অবস্থা আমারও। সারাদিনে সবচেয়ে বেশি সময় কাটে এইখানে...।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

স্বপ্নাহত পড়াশুনা করে আর কি করবেন? বাদ দেন। বরং সচলায়তনে সময় দিন। দারুণ হচ্ছে?
সচলায়তন কর্তৃপক্ষকে ভাবছি একটা প্রস্তাব দিব-যারা নিয়মিত ভাল লেখেন তাদের জন্য চাকরীর ব্যবস্থা করে দেয়া যাতে পরীক্ষার মত আজে বাজে বিষয়ে এদের প্রতিভা নষ্ট না হয়।
হিমু আর ধু. গোর মন্তব্য পড়ে অফিসে বসে এক গাদা কাজ ফেলে শুধু হাসছি।

স্বপ্নাহত এর ছবি

হায় হায়... এইগুলা কি কন...
এম্নিতেই পড়িনা...এইগুলান শুনলে তো মাথা আরো আউলাইয়া যাবো।

বান্দর রে কলাগাছ চিনাইতে হয়না,জানেন তো? চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত আহমেদ এর ছবি

গত ক'দিন থেকে আমার অবস্থাও একই রে ভাই!
লেখা পুরা কোকাকোলা হাসি

স্বপ্নাহত এর ছবি

কিন্তু আমি যে সেভেন আপ দিয়া বানাইলাম ইয়ে, মানে...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

শালা লেখা পড়া আর কি কমেন্ট দিমু। গোধূ আর হিমু ভাইয়ের দুষ্টমি পড়ে হাস্তে হাস্তে মরে যাচ্ছি। যাইহোক, লেখা ভাল হয়েছে। যেই স্টাইলে ত্যালাইলি তার কিয়দংশও যদি কলেজে ছাড়তি তাইলে...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

স্বপ্নাহত এর ছবি

নাউজুবিল্লাহ... এইসব আস্তে বলতে হয়... চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

লেখা পড়ে ভাষা হারিয়ে ফেলছি। স্বপ্নাহত আর পরিবর্তনশীলের ভালোবাসা টিকে থাকুক চিরকাল। যাতে এরকম ফাটাফাটি লেখা পড়ে যেতে পারি।

স্বপ্নাহত এর ছবি

গুগলে সার্চ দাও।পাইয়া যাবা।

স্বপ্নাহত আর পরিবর্তনশীলের ভালোবাসা টিকে থাকুক চিরকাল।

অন্য কারো পিছে লাইন লাগাইসো নাকি?? নইলে খালি আমরা দুইজন ক্যান? ইয়ে, মানে...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কি যাদু করিলা পিরিতি শিখাইলা
থাকিতে পারিনা.....
সচলায়তনের কথা কই। সত্যই আচার্য। দূরে গেলে মনটা পোড়ে।
আপনার লেখা এবং কমেন্টস সবগুলোই উপভোগ্য।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

ঠ্যাংকু... হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা!
এইটাকে মনে হয় 'ব্লগাডিকশন' বলে । হাসি

স্বপ্নাহত এর ছবি

হায় হায়।তার মানে আমি এডিক্ট। এখন উপায়?

আমার কি হবে? মন খারাপ

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- উপায় একটাই। প্রেম, মেয়েডিকশন!

সিঙ্গেল বড় বোন আছে, এমন কোনো সুন্দরী বালিকার সঙ্গে সময় কাটানো শুরু করেন। মাঝে মাঝে বালিকাকে কোলে নিয়ে এইখানে কমেন্টান। কিন্তু খবরদার, ঐটা করবেন না কিন্তু!

আর টিপসবাবদ বালিকার সুন্দরী বড় বোনের কনটান্ট নাম্বারটা এই গরীবরে পাচার কইরা দিবেন। ঐটাও কিন্তু আপনার ভালোর লাইগ্যাই। যেকোন উদ্ভুত পরিস্থিতি বুকে বুক মিলায়ে সামাল দেওয়ার জন্য।
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

গুরু, কয়দিন যাবত এক বড় আপু(সুন্দরী কিনা জানিনা) মুঠোফোনে বড়ই ত্যাক্ত বিরক্ত করিতেসে।

আপনি চাহিবা মাত্র উহার নাম্বার খানি আপনার মেইলাভিমুখে গমণ করিবে চোখ টিপি

বিনিময়ে তেমন কিছু চাহিনা। মিলা ভাবীর নিজ হাতে বানানো এক কাপ দুধের চা পাইলেই প্রীত হইবো।

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- সুকঠিন শর্ত দিছেন। নিজ হাতে দুশ দিয়া চা বানাইলে কোনো সমস্যা নাই মাগার-
বোরাট-এর মতো দুধের ব্যাপার হইলে ইট্টু সমস্যা আছে।

তয়, আপনে আপনার মুঠোফোনেউদ্রেককারী আপুর মুখায়বের ঠিকানা লাগান। সেইটা জানোনের পর ডিল ফাইনাল হইবে! এইটা আপাতত সেমিফাইনাল।
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

এইসব টপ সিক্রেট ডিলিংস খোলা ময়দানে এইভাবে আলোচনা না করাই ভাল...

এট্টু সাইডে আহেন... চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সার্ছে ।

স্বপ্নাহত এর ছবি

হ ভাই... দিনকাল যা পড়ছে আজকাল...

দেশে ঈমান আমল বইলা আর কিছু থাকলোনা...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ঘোড়সওয়ার এর ছবি

ধুসর গোধূলি লিখেছেন:
- সুকঠিন শর্ত দিছেন। নিজ হাতে দুশ দিয়া চা বানাইলে কোনো সমস্যা নাই মাগার-
বোরাট-এর মতো দুধের ব্যাপার হইলে ইট্টু সমস্যা আছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

বোরাট-এর দুধ, সিনটা মনে পইড়া গেলো, হাহাহাহাহাহা ......

স্বপ্নাহত এর ছবি

বোরাট দেখিনাইক্যা। বেশি মিস কইরা ফালাইলাম নাকি? ইয়ে, মানে...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

salauddin এর ছবি

আমি সাইকে শুবেছা জানাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।