একজন দেশপ্রেমিক রাজাকারের প্রার্থনা

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ২৪/০৩/২০০৮ - ৫:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

জন্ম আমার ধন্য মাগো
জন্মেছি এই দেশে
তোমার মুখে থুথু দিয়েও
থাকছি বীরের বেশে
অন্য কোন দেশ হলে কি
পেতাম এমন ক্ষমা?
তোমার জন্য এ বুকে তাই
পদ্ম গোলাপ জমা।
তুমি মাগো এত্ত ভাল
বললে নাতো কিছু
একাত্তুরেও ছিলাম যখন
পাক বাহিনীর পিছু
যুদ্ধ শেষে দস্যি ছেলে
ফিরলো তোমার ঘরে
আমায় দেখে আসলো তেড়ে
কাঁপছি আমি ডরে।
আমায় তখন না বাঁচালে
কোথায় যেতাম আমি
হতাম কি আজ মিনিস্টার,
পেতাম গাড়ি দামি?

সাঁইতিরিশটা বছর পরে
হচ্ছে আবার একি?
নতুন ছেলের দৃপ্ত চোখে
একাত্তরকে দেখি।
এত্ত সময় বাদে আবার
ভয়ের ঝর্ণা নামে
সেদিনের সে পাপের মাশুল
রাখবে কড়া দামে?
শেষটি বারের মত মাগো
চাটছি তোমার পা
বাঁচাও আমার মানুষবেশী
পাকি কুত্তার গা।


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

ছন্দের ইশকুলে
আমি এক ছাত্র
অ আ ক খ
শিখছিযে মাত্র।
ভুল যদি হয় কিছু
ক্ষমা চাই গুরু
এখানেই শেষ তবে
এখানেতেই শুরু।

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

হিমু এর ছবি

ছন্দের ত্রুটির চুনোমাছ বক্তব্যের শাকের স্তুপে ঢাকা পড়ে গেছে। বিপ্লব দিলাম।


হাঁটুপানির জলদস্যু

স্বপ্নাহত এর ছবি

প্রশংসার ঊষ্ণতায় একেবারে গলে গেলাম হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

খাইছে! গদ্য-পদ্য সব কিছুতেই দেখি সমানতালে চলে তোমার হাত। শুধু চলে না, খুব ভালরকমই চলে। শাবাস! চালিয়ে যাও!

অতন্দ্র প্রহরী

স্বপ্নাহত এর ছবি

থ্যাঙ্কস বস হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

তারেক এর ছবি

জাঝা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্বপ্নাহত এর ছবি

ঠ্যাঙ্কু হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

(বিপ্লব)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

ঠ্যাঙ্কু

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

আহেম... কিছু কইলেন মনে হয়... আমি কিন্তু শুনিনাই... চোখ টিপি

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন.. স্বপ্নাহত,
আপনি হতেন সবার সেরা
রিটন যদি "টপ" না হত ! হাসি

শুভ কামনা..
অনেক অনেক ছড়া লিখুন

স্বপ্নাহত এর ছবি

ওরে ওরে কি বলেরে
গুরুর উপর ঊঠতে চাওয়া
কিংবা কথা চলেরে!!??

শুভ কামনা মাথা পেতে নিলাম।

কানকথাঃ আমি কিন্তু আপনার মহা ফ্যান হয়ে গ্যাসি হাসি
আপনার ছড়াও নিয়মিত চাই।

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

কলেজে একবার দেয়াল পত্রিকায় একটা লেখা পড়েছিলাম। "আবার জন্ম হলে আমি রাজাকার হতে চাই"...অসাধারণ সেই কবিতার সবগুলা লাইন আমার এখনও মুখস্থ আছে। তোর লেখাটাও তেমন সুন্দর হয়েছে...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

স্বপ্নাহত এর ছবি

দোস্ত ওয়াল ম্যাগাজিন এর কথা বলে তো আবার মন খারাপ করায়া দিলি মন খারাপ

কম্পিটিশনের আগের রাত গুলা জেগে জেগে ওয়াল ম্যাগাজিনের জন্য কাজ করা,লেখা এডিট করা,বর্ডার বানানো,স্প্রে করা,মাঝে মাঝে তিন তলার চিপায় গিয়া দুই টান দিয়া আসা... আহা, দিনগুলা কই গেল মন খারাপ

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

একাত্তরে আপনি ছিলেন
পাক-বাহিনীর দালাল !
- আমার প্রিয় পতাকাটার
মাঝখানে দ্যাখ.. যা লাল !

... ওরা এভাবেই নিজেদের প্রতিষ্ঠিত করছে । ভাবখানা যেন ওদেরই অনেক বেশী মায়া এই দেশটার জন্য ।

অফ দ্য রেকর্ড : "কালের ছড়া" সিরিজের ছড়াগুলো লেখার অপচেষ্টা আমারই...

স্বপ্নাহত এর ছবি

সে আর বলতে চোখ টিপি

ওগুলোর সুবাদেই তো আপনার ফ্যান হয়ে গেছি। হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

শামীম এর ছবি

গুল্লি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

স্বপ্নাহত এর ছবি

ভাইজান একটু খিয়াল কইরা,
আমারে আবার ক্রস ফায়ারে ফালাইয়েন না চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

দুর্দান্ত রকমের ভাল লাগল।

স্বপ্নাহত এর ছবি

আপনাকেও একটা দুর্দান্ত রকমের ধন্যবাদ হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

স্বপ্নাহত ভাইডি, লাল সেলাম, অতিতি পাকি হইয়াও auto
দেঁতো হাসি

- খেকশিয়াল

স্বপ্নাহত এর ছবি

খাইসে আমারে!!

এত বড় বিপ্লব আমি
রাখি কোথায় বলেন তো?? ইয়ে, মানে...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

অসাধারণ দারুন হইছে।
-নিরিবিলি

স্বপ্নাহত এর ছবি

হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হিমুর মন্তব্যে সহমত।

বাঁচাও আমার মানুষবেশী
পাকি কুত্তার গা।

আর বাঁচতে দেয়া উচিত হবে কি?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

মোটেও নয়,মোটেও নয়
সংসদে বা ভোটেও নয়

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ লিখেছেন, স্বপ্নাহত !

রাশেদ এর ছবি

দারুন!

স্বপ্নাহত এর ছবি

শিমুল ভাই,রাশেদ ভাই,

আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।