মেয়ে তোমার আজকে বিয়ে
আকাশ পানে দেখছো কি?
মেঘের ভেলায় মন ভাসিয়ে
আমার ছবি আঁকছো কি?
মধ্য বেলার উদাস দুপুর
খেলছে তোমার দৃষ্টিতে
শ্রাবণ রাতের মেঘ উড়ে যায়
কাজল ধোঁয়া বৃষ্টিতে।
মেয়ে তুমি আর কেঁদোনা
ও চোখ মুছে একটু চাও
দূর আকাশে দৃষ্টি মেলে
দেখছোনা কি আমায় তাও?
হাতের মুঠোয় হাতটি চেপে
হয়তোবা আর হাটবোনা
আমার মনের ক্যানভাসে তাই
তোমার ছবি আঁকবোনা?
থাকবো তোমার চুলের ঘ্রাণে
খোঁপার ফুলের গন্ধটায়
থাকবে তুমি আমার লেখা
কবিতাটার ছন্দটায়।
উঠবো তোমার জানলা পাশে
আধখানা এক চাঁদ হয়ে
হাজার তারার আলোয় সাঁটা
আকাশ খোলা ছাঁদ হয়ে।
মেঘলা দিনে একলা ছাঁদে
চাইবে যখন দৃষ্টি ছুঁয়ে
আঁধার ভেজা তোমার চুলে
নামবো তখন বৃষ্টি হয়ে।
মেয়ে তুমি আর কেঁদোনা
আমার দিকে একটু চাও
তোমায় ভেবে হাসছি কেমন
কাঁদছিনাতো এক ফোঁটাও।
একলা দেশের একলা মেয়ে
আর একটুও ভেবোনা
তোমায় দেয়া দশটি গোলাপ
ফিরিয়ে যে আর নেবোনা।
দু চোখ মেলে নাইবা পেলে
ভেবো আমায় চোখ বুজে
হাজার তারার মধ্যে থেকে
তোমায় নেবো ঠিক খুঁজে।
মন্তব্য
নভেম্বর'২০০৬ এর পনের তারিখে কোন এক আউলা সময়ে লেখা কবিতা।
আজকেও মাথাটা কিঞ্চিৎ আউলা আছে।প্রিয় সচলে তাই কবিতাটা তুলে দিলাম।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
খুবই চমত্কার! আরও আসুক।
এবার একটু আঁতলামি
ছন্দের নাম-টাম জানি না। ছন্দ বিষয়ে কোনও পড়াশোনাও নেই। সবটাই শ্রুতিনির্ভর। আর তাই পড়তে গিয়ে মনে হলো: এই চারটে চরণ ভিন্ন ছন্দে লেখা। বিশেষজ্ঞ কেউ কোনও মতামত দেবেন কি?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী জ্বী,
যে কোন পরীক্ষার সময়ই আমার বুক কাঁপাকাঁপি করে।এখনো কেমন কেমন জানি লাগতেসে
প্রথমেই নিজের মতটা বলি।আমার নিজেরো ছন্দের ওপর কোন পড়াশোনা বা তেমন ভালো জানাশোনা নেই।তবে মনে হয় ঐ চার লাইন এর ছন্দ আসলেই অন্যগুলোর চে ব্যতিক্রমী হইসে।কিন্তু যখন কবিতা/ছড়াটা লিখেছি দুনিয়াদারী,ছন্দ কোনটাই মাথার ভিতর ছিলোনা।পিওর ইমোশন থেকে লেখা।
ইমোশনের দোহাই দিয়ে এইবারের মত মাফ করে দেয়া যায়না??
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
এইটা কী কইলেন?
আমি নিজেই ছন্দমূর্খ। পড়ার সময় ওই চার লাইন একটু খটকা দিলো বলেই আমার ওই আঁতলামির অপচেষ্টা
আপনার লেখা কিন্তু খুব মসৃণ, মোলায়েম। পড়ার সময় এক ধরনের আরাম বোধ হয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
না,ঠিকই বলেছেন আপনি।ঐ চার লাইনের ছন্দে আসলেই গোলমাল আছে।বাট ঐ লাইনগুলাই একটু বেশি বেশি প্রিয়।এই জন্যে ওদেরকে আর ডিস্টার্ব করিনাই
আর মসৃণ,মোলায়েম হাবিজাবি কি জানি বললেন।পড়ার সময় এক ধরণের আরাম বোধ করলাম।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
টনটনে স্বরবৃত্ত ছন্দে লেখা এই কবিতা পড়ে বিশ্বাস করতে কষ্ট হয় যে এই লেখক ছন্দ বোঝে না
পুরো লেখাটাই ৮-৭। ৮-৭ মাত্রায় লেখা
শুধু এই দুইটা প্যারা ৮-৮। ৮- মাত্রার। এর জন্যই এই দুইটা অন্যগুলো থেকে একটু আলাদা মনে হচ্ছে
৮-৮ এর প্যারাগুলো হলো-
বুঝলাম না। মানুষ না বুঝেই যদি এইভাবে ছন্দচর্চা করতে পারে তাহলে আমি তিনটা বছর নষ্ট করলাম কেন এই বস্তুটার পেছনে?
লীলেন ভাই,
মন্তব্য করে তো আরো লজ্জায় ফেলে দিলেন।
সত্যি কথাটা বলে দেই,আপনি যা লিখলেন মাত্রা নিয়ে আমি তার কিছুই বুঝিনি।
আমার না বোঝা থেকেই আপনার তিন বছরের সাধনার মাহাত্ন্যটা বোঝা যায়।
---------------------------------
বাঁইচ্যা আছি
আমার তিনটা বছর নষ্ট হয়েছে কিছূ মূর্খ অধ্যাপক- দেউলিয়া লেখক আর স্টুপিড আঁতেলের খপ্পরে পড়ে
না হলে এই বিষয়টা মাত্র দু তিন ঘণ্টার বিষয়
ওই শুয়রের বাচ্চারা আমাকে বিভ্রান্ত করেছে তিন তিনটা বছর। পরে ছড়াকার রেজুয়ান মারুফ একদিন বলল- সব ফেলে দে। নীরেন্দ্রনাথের কবিতার ক্লাস বইটা কিনে বাড়ি যেতে যেতে পড়ে ফেল
মাত্র দু ঘণ্টা সময় লাগালো পড়তে। এবং পানির মতো পরিষ্কার
বাংলা ছন্দের প্রাথমিক গ্রামার হিসেবে এই বইটার কাছাকাছিও কোনোটা নেই। বাকিগুলোর বেশিরভাগই আঁতলামি
এই বইটা দেখা যেতে পারে। তার সাথে বাংলা একাডেমির বই- বাংলা ছন্দের রীতি- রূপ ও বিকাশ/ শাহজাহান ঠাকুর
এই বইটা সেকেন্ড স্টেপ হিসেবে নিলে ভালো
(কোনোভাবেই প্রবোধচন্দ্র সেন এর ছন্দ পরিক্রমা না (আঁতেলরা এটার কথা বলেই ঝামেলা করে)। কারণ নিজের এই বইটা সম্পর্কে তিনি নিজেই বলেছেন ওটা - 'ছন্দ পণ্ডুশ্রমা'
ওকে বস।
নোট করে রাখলাম।
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
মেয়েটি বড় কষ্টে আছে
এই কথাটি তোমায় জানাই
তার বুকেতেও রোজই বাজে
বিরহ নামের করুণ সানাই।
তুমিও তাই বোসো নিয়ে
কষ্ট নামের তবলা-ডুগি
আরম্ভ হোক সুরের কাঁদন
সেই রোগেতে মোরাও ভুগি।
(বড় কষ্ট করে মিলে দিতে হোল।)
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আমার প্রিয় লেখক কষ্ট করে কিছু একটা মিলিয়ে দিয়েছে সেটাই তো অনেক কিছু
ছন্দের জবাব ছন্দ দিয়েই দেয়া উচিত ছিল ।কিন্তু আউলা মাথায় কিছু আসতেসেনা এখন
করছিনা আর অন্য বাত
বলছি শুধু ধন্যবাদ!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
মেঘলা দিনে একলা ছাঁদে
চাইবে যখন দৃষ্টি ছুঁয়ে
আঁধার ভেজা তোমার চুলে
নামবো তখন বৃষ্টি হয়ে...
অনুভূতিগুলো কি অদ্ভুত নরম !
আপনার এই ছড়া বা কবিতাগুলো পড়ে সবসময়ই আমার মনে হয়, খুব সহজভাবে উঠে আসা।
ছন্দ যেন আপনার কাছে পোষা কবুতরের মতো
ডাকলেই কাছে চলে আসে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমার আগডুম বাগডুম ছন্দ নিয়ে যা বললেন তা' আপনার লেখার বেলাতেও হুবহু খাটে...
খুব সহজ ভাবে উঠে আসা।আর সঠিক অনুভূতির জন্য সঠিক শব্দগুলো যেন আপনার কাছে পোষা কবুতরের মত,ডাকলেই কাছে চলে আসে।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
কইয়ের তেলে কই ভাজা হইল।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কি করমু কন... আজকাল জিনিসপাতির যা দাম
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
তোর কবিতা পড়ে আসলেই আরাম আরাম লাগে। আচ্ছা আজকে মাথা আউলা কেন? তাবলীগ পার্টি বয়ান দিসে
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
বালক যে কেবলি ভুল পথে যায়
---------------------------------
বাঁইচ্যা আছি
কবিতাটি সুন্দর তবে.... লেখার সময় আউলা ছিলেন কেন তা যদি একটু কইতেন
কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেইল.কম
................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
হ,কইতাছি।
কানটা আরেকটু টেনে সামনে নিয়া আসেন...
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
আনছি............ তয় কানে শোনার যন্ত্রটা হারাইয়া গেছে আপনি বললেও আমি কিছুই শুনতে পাইব না
হের লেইগ্গা একটু যদি লেইখা দিতেন তয় পইড়া নিতাম আর কি ...
কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেইল.কম
.........................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
হ,আমি লিখি আর তারপরে কইবেন দেখতেসিনা,চশমাটা নিয়া আসি।
তারচে আগে চশমা নিয়া আসেন।এরপর বলতেসি।
---------------------------------
বাঁইচ্যা আছি
ভালো।
eru
ধন্যবাদ
---------------------------------
বাঁইচ্যা আছি
আউল কবি ত খুব সন্দর ছন্দ মিলায়ে লিখলেন!কইয়া ফালান না হুয়াই আউলা?
-নিরিবিলি
হোটেল "নিরিবিলি",
একটু নিরিবিলি তে আসেন।তারপর বলতেসি
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
মেয়ে তোমার মনের কোনে
নীল রংয়ের ঐ কষ্ট,
আজো তোমায় ভালোবাসি
এই ভেবে হোক নষ্ট।।
যদি দেখো আকাশ কোনে
কালো মেঘের ঝড়টা
শুনো তোমার মুঠোফোনে
আমার দেয়া সুরটা !!
(কবিতা/ছড়া চমৎকার লেগেছে!!)
কালবেলা
যে সুর বাজে মনের কোণে
জোরে এবং সংগোপণে
কাজ কি তবে মুঠোফোনে??
অনেক ধন্যবাদ
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
সকল কাজের কাজী!
কাজ ফুরোবার আগেই পাজী!!
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
ভালো লাগলো।এলোমেলোতায় যার ছন্দ কবিতা আসে,একটু গুছিয়ে বসলে আরো দারুন কিছু হবে আশা করি।
অনেকদিন পর দেখলাম।শুভেচ্ছা।
সাজি আপু,
আপনাকে এখানে আমার ব্লগে দেখতে পেয়ে অনেক আশ্চর্যান্বিত এবং দ্বিগুন পরিমাণ খুশি হলাম।
ভাল থাকবেন।
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
নতুন মন্তব্য করুন