ঝলসানো রুটির ছন্দ

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ০৫/০৪/২০০৮ - ২:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

(জনৈক "বেক্কল" ছড়াকার রচিত "কালের ছড়া" সিরিজ থেকে অনেকাংশেই অনুপ্রাণিত। শিরোনামের মূলভাবটুকুর জন্য সুকান্তের শরণাপন্ন হয়েছি।ধন্যবাদ)

(১)
কাঁচঘেরা ফাস্টফুডে
বসে হেভী থার্স্ট মুডে
বার্গার,বীফরোল
আইসক্রিম খাচ্ছো
ওপাশেতে পথশিশু
ক্ষুধাভারে নতশিশু
চেয়ে আছে অপলক
দেখতে তা' পাচ্ছো??

(২)
চাল,ডাল,পেয়াজের
মূল্যটা বাড়ছে
ঘামে,দামে,সংগ্রামে
জনগণ হারছে।

কতিপয় ব্যবসায়ী
বুকে ছুরি মারছে
এই করে নিজেদের
কাজ নাকি সারছে।

সরকার দরকারী
কথা শুধু পাড়ছে
ভুঁরু জোড়া কুঁচকে
বসে পা নাড়ছে।

মিডিয়ার চিড়িয়ারা
মনোযোগ কাড়ছে
আর বাবা ফকরু
খেয়ে হাত ঝাড়ছে।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

হুম!!

---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

স্বপ্নাহত এর ছবি

হুম পার্ট টু!!

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

জাঝা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

চৈনিক জাঝা পেয়ে একেবারে গলে গেলাম হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

রাতুল এর ছবি

ফাটাফাটি হইছে!!
ছন্দ চালায়া যাও।

স্বপ্নাহত এর ছবি

ভাইজান আপনের ছন্দগুলা কই বন্ধক দিসেন??

দেখিনা ক্যান??

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

রাতুল এর ছবি

দৌড়ের উপর থাকি। টাইম পাই না রে ভাই।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যথারীতি !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

যথারীতি কৃতজ্ঞতা হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

জনৈক "বেক্কল" ছড়াকার রচিত "কালের ছড়া" সিরিজ থেকে অনেকাংশেই অনুপ্রাণিত

স্বপ্নাহত, আপনার এত সুন্দর ছড়াটার ভূমিকায় উদ্ধৃত লাইনটা জুড়ে দিয়ে এই বেক্কল ছড়াকারকে ভীষণ অস্বস্তি আর লজ্জ্বায় ফেলে দিলেন ! মন খারাপ
আপনার লেখা - বিষয় ভাবনা দু'টোই খুবই স্বতন্ত্র ও সম্ভাবনাময় !
..ছড়া লেখার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।
অনেক অনেক শুভ কামনা ..

ছড়ার জয় হোক
ছড়াকারের জয় হোক

জনৈক "বেক্কল ছড়াকার"

স্বপ্নাহত এর ছবি

ভাই কি বলতে চাইতেছেন আপনি আমার চেয়েও লাজুক মানুষ??তাইলে আসেন লজ্জা লজ্জা কম্পিটিশন খেলি।দেখি কে বেশি লজ্জা পায়।

আমার ছড়া এবং এর ভবিষ্যত নিয়ে যা বললেন তা' পড়ে আপনার চে বেশি লজ্জা পাইসি। সো আমি জিতে গেছি।খেলা শেষ দেঁতো হাসি

মন্তব্যকারী ছড়াকারেরও জয় হোক!!

শিগগিরি সচল হবার জন্য শুভকামনা...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঘাত তিথি এর ছবি

দারুণ হচ্ছে। চালিয়ে যাও।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্বপ্নাহত এর ছবি

জ্বী আচ্ছা হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

স্বপ্নাহত এর ছবি

আমার একই ব্লগে দুই ভার্সনের শিমুল (নারী এবং পুরুষ) এরই আবির্ভাব। এত সুখ আমি রাখি কোথায়??

অনেক ধন্যবাদ।

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ক্যান ?
টুপির নীচে জায়গা নাই !!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

আপনে হঠাৎ আমার টুপির পিছনে লাগলেন ক্যান?? ইয়ে, মানে...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

একটা সুপরামর্শ দেবার প্রচেষ্টা আর কি।
ভাবলাম, জায়গা খুঁজতেছেন...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দারুণ!

সচলায়তনে ছড়া-আন্দোলনের সক্রিয় কর্মীকে অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

সন্ন্যাসী জ্বী,

আপনার দেখানো পথ ধরেই না আমরা কয়েকজন ভাবশিষ্য কলম খুঁচিয়ে চলেছি হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

স্বপ্নাহতের জয় হোক!!!

স্বপ্নাহত এর ছবি

"অনিন্দিতা"র মুখে ফুল চন্দন পড়ুক হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি
স্বপ্নাহত এর ছবি

গুরু কি আমারে ভদ্র আরবী এবং বাংলার মিশ্রণে এইখানেই অফ যাইতে কইলেন?? ইয়ে, মানে...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।