বলছি শোন করছি আমি মেঘ বালিকার গল্প আজ
সেই মেয়েটি ছোট্ট যখন দু গাল জুড়ে লালচে লাজ।
এক বিকেলে তিন তলা ফ্ল্যাট মাথায় তোলে বাপ মেয়ে
ধুপ ধুপ ধাপ শব্দ ওঠে ফ্ল্যাটের সিঁড়ির ধাপ বেয়ে।
হচ্ছেটা কি? খুলতে থাকে পড়শির ডোর নব গুলো
হাসছে বাবা,"আমার মেয়ে ম্যাথ পেরেছে সব গুলো!!"
পাগলাটে আর এমন অবুঝ আদর মাখা ফুল ছুঁয়ে
সেই মেয়েটি বাড়তে থাকে নীল সাগরের কূল ছুঁয়ে।
ছোট্টমণি বাপসোহাগী নেই ছোটটি আজ মোটে
মনটা আজো সাগর খোঁজে এক চিলতে লাজ ঠোঁটে।
যার কলমে আছড়ে পড়ে বৃষ্টি শেষের রোদগুলো
এপিঠ ওপিঠ - দুপিঠ,ছুঁতে না পারা সেই বোধগুলো।
নিরবধিকাল বন্ধু শোকে সেই মেয়েটাই যাত্রীহীন
করলো যাপন যন্ত্রণাতে অর্ধমৃত রাত্রি দিন।
চোরাবালির কষ্ট বুঁনে রুক্ষ্ণতাহীন সূক্ষ্ণ হাত
মুগ্ধ পাঠক আমরা ভিজি বৃষ্টি ধোয়া দুঃখ রাত।
চলছে যখন কষ্ট কথন,সব পাঠকের ঝাপসা চোখ
ভালোলাগার কত্তো রঙে সব পালালো ভ্যাপসা শোক।
"স্বপ্ন শুধু" স্বপ্ন দেখায় বাস্তবতার হাত ধরে
শ্রেয়ার মত ঘুম ভেঙ্গে যায় মিষ্টি কোন রাত ভোরে।
এমনি করেই তার লেখাতে দুঃখ সুখের গুণ মিশে
সচলাইচড যেদিন থেকেই অক্টোবরের ঊনত্রিশে।
এই আপুনি,শুনতে কি পাও? আজকে তো নয় অন্যদিন
সচলায়তন ডাকছে তোমায়,বলছে শুভ জন্মদিন!!
মন্তব্য
শুভ জন্মদিন সুলতানা পারভীন শিমুল
স্বপ্নাহত, বেশি জোস লিখসেন !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভু জন্মদিন শিমুল আপা।
আর জিহাদের ছড়াটা সেরম হইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুভ জন্মদিন শিমুল।
স্বপ্নাহতের জবাব নেই!
শুভ জন্মদিন সুলতানা পারভীনকে!
বেম একখানা কবিতা হয়েছে স্বপ্নাহত।
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
শুভদিন শিমুল
সতর্কীকরণ:
আহত স্বপ্নের ভক্তরা কিন্তু ডেঞ্জারাস হয়
সাবধান!
০২
কারো জন্মদিন নিয়ে আমার দেখা এ যাবতকালের শ্রেষ্ঠ লেখাটি লিখে ফেলল স্বপ্নাহত
অভিনন্দন জানাবো না। কারণ বেশি ভালো লেখা পড়লে আমার গায়ে জ্বলে। আর বারবার মনে হয় হারামজাদা করলটা কী?
কেমনে করল?
২ নং মন্তব্যের উত্তরঃ
থাক,অভিনন্দন দিবার আর দরকার নাই।কথা শুইনা এম্নেই ডরাইসি।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
জন্মদিনে শুভ ইচ্ছা শিমুলের প্রতি।
আর চমৎকার লেখার জন্য স্বপ্নাহতকে ধন্যবাদ।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
মেঘ বালিকাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
স্বপ্নাহতের ছাড়াটা এক কথায় ফাটানি হইছে। জন্মদিনের এমনতর শুভেচ্ছায় সচলায়তন ভরে উঠুক।
— বিদ্যাকল্পদ্রুম
একটা শুভেচ্ছা।
একটা অভিনন্দন।
শুভেচ্ছা: সুলতানা পারভীন শিমুলকে জন্মদিনে। খুব ভালো থাকুন। আরও লিখুন। আপনার ফ্যান-ক্লাব বৃহত্তর হোক।
অভিনন্দন: স্বপ্নাহতকে। আপনি তো আমার মাথা খারাপ করে দিলেন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কাম সারছে!!
সন্ন্যাসীজীর মাথা খারাপ হইলে তো সমূহ বিপদের সম্ভাবনা।এক দিক দিয়ে অবশ্য ভালই।আমরাও সেইরকম সব কাম-রাঙা আরাম করে চিবুতে পারবো
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
সুলতানা আপুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দেখেছেন, আপনি এত বিখ্যাত হয়ে গেছেন যে বিখ্যাত ছড়াকার স্বপ্নাহত আপনার জন্মদিনে জটিলস্য জটিল ছড়া লিখে।
স্বপ্নাহত, বেসম্ভব ভাল একটা ছড়া লিখেছেন আপনি।
~রেনেট
শিমুল আপু বিখ্যাত হইসে এই পর্যন্ত ঠিক আছে।
কিন্তু বিখ্যাত ছড়াকার(?) স্বপ্নাহত(!!) ??
ভাইজানের ইদানিং ঠিক ঠাক ঘুম হচ্ছে তো? নাকি হুর পরীগুলান স্বপ্নের মধ্যে একটু বেশি ডিস্টার্ব দিতেসে
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
স্বপ্নাহত বিখ্যাত ছড়াকার হইসে এই পর্যন্ত ঠিক আছে।
কিন্তু বিখ্যাত(?) সুলতানা পারভীন শিমুল(!!) ??
রেনেট ভাইজানের ইদানিং ঠিক ঠাক ঘুম হচ্ছে তো? নাকি হুর পরীগুলান স্বপ্নের মধ্যে একটু বেশি ডিস্টার্ব দিতেসে?
..........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
যে দিনকাল পড়লো এখন থাইক্যা কথাবার্তায়ও কপিরাইট লাগাইয়া ঘুরতে হবো দেহি
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আচ্ছা ঠিক আছে, আপনারা কেউই বিখ্যাত না। আমিই বিখ্যাত। এবার খুশি?
~রেনেট
(বুইঝা লন)
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
মহা সমস্যায় পড়লাম দেখি। সবাই দুর্দান্ত সব লেখা দিচ্ছে। এখন আমি নিত্যনতুন বিশেষণ কোথায় পাই?
সুলতানা পারভীন শিমুলকে জন্মদিনের শুভেচ্ছা রইলো।
আর লেখককে বলি, আগেকার আমলে বিশেষ বিশেষ অনুষ্ঠানের (যেমন বিয়ে) সময় একটি বড় কবিতাপত্র ছাপা হোত। সেই প্রথাটি যদি আজ থাকতো, তাহলে আপনার আর ভাত-কাপড়ের কোন অভাব হতোনা কোনদিন। ছন্দ যেন আপনার পোষা বেড়ালটি। ডাক দিলেই আপনার হাতে চলে আসে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
তাইলে এখন? এখন কি হবে?
আমি কি ভাত কাপড় পাবোনা?...
(জানতে হলে সচলায়তনের পর্দায় চোখ রাখুন )
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন শিমুলকে।
স্বপ্নার বদলে ছন্দার সাথে ইঙ্কিলিঙ্কি করলেই ভালো ছিলো @ স্বপ্নাহত। চালু হচ্ছে!
হাঁটুপানির জলদস্যু
শুভ জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা জানানো সেরা পোস্ট নিঃসন্দেহে।
=============
"আগে কি সুন্দর দিন কাটাইতাম"
শিমুল আপু অনেক অনেক শুভেচ্ছা .... শুভ জন্মদিন
স্বপ্নাহত - আবারও দারুন লিখেছেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুভ জন্মদিন শিমুল।
ভালো থাকুন, আর অনেক অনেক ভালো লিখুন।
-----আর ভাই স্বপ্নাহত, আমি তো একে বারে 'হতাহত'।
অসাধারন লিখেছেন,বস!
শিমুলকে জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।
স্বপ্নাহত,
ভাইরে, আমি মুগ্ধ হইতে হইতে শেষ সীমায় চলে গেছি। এরপরে আমার কি হবে? এত ভালো, এত ভালো, এত্ত ভালো ছড়া অনেকদিন পড়ি না। ফ্যান হইতে হইতে এসির দিকে চলে যাচ্ছি ভাই। শিমুল ভাগ্যবান, জন্মদিনে এই রকম একটা উপহার!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শেষ সীমায় যান সমস্যা নাই।ঐখানেও কনফু ভাইরে সাথে লইয়া যাইয়েন
ফ্যান থাইকা যেইদিন পুরাপুরি এসি হয়া যাবেন সেইটা আমার এইখানে পাঠায়া দিয়েন।গরমে আর টিকতে পারতেসিনা
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
'শিমুল ভাগ্যবান, জন্মদিনে এই রকম একটা উপহার!'
ঘটনা ১০০ ভাগ সইত্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তিথি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন সুলতানা পারভীন শিমুল।
...স্বপ্নাহত-কে উত্তম ঝাঝা। এক কবিতায় লেখিকার সমস্ত কর্ম উঠে এসেছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
একটু দেরী হয়ে গেলো। শুভজন্ম দিন।
জন্মদিনের লেখা কই??
স্বপ্নাহতকে (বিপ্লব) এক নজরে সুলতানা পারভীন শিমুলকে তুলে ধরার জন্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
দেরী হয় নাই, জনাব। ধন্যবাদ।
আর জন্মদিনের লেখা তো স্বপ্নাহত লিখেই দিলো।
আবার কি?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন ও শুভকামনা সামনের সময়কে ভেবে...!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সু-পা-শিমুলের দিনগুলি আনন্দময় হোক, বর্ণিল হোক ।
জন্মদিনে শুভকামনা ।
শুভ জন্মদিন।
এমন দিনে জাঝা ছড়া উপহার পাওয়ায় সু.পা. শিমুলকে হিংসে করতে ইচ্ছে করছে!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শুভ জন্মদিন শিমূল...
ঝাক্কাস হইছে কবিতাটা@স্বপ্নাহত
কল্পনা আক্তার
.......................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
শুভ জন্মদিন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
স্বপ্নাহত
আমি বাকহত
অনেকক্ষন ভাবলাম
কিন্তু এত্তো এত্তো এত্তো সুন্দর করে কেউ শুভেচ্ছা জানালে কি বলতে হয় আমার জানা নেই যে।
যাও বালক !
ক্লাস ফাঁকি দিয়ে চিপায় বসে হাবিজাবি লেখার অপরাধ মার্জনা করা হইলো !!
আর আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য এবং অসংখ্য ধন্যবাদ।
আমার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মাফ পাইসি। তার মানে মধুর স্বরে আফা ডাকলে আগের মত আর বটি হাতে নিয়ে তেড়ে আসবেন না। ঠিকতো?
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
সেইটা নির্ভর করে, স্বরে কত গ্যালন মধু, তার উফরে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এমনতো কথা ছিলনা।মাফ মানে মাফ।যা করমু,যা চামু তাই করতে হবো জন্মদিনে।
এরম হইলে খেলুম না...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আইচ্ছা যাও
আইজকার মতো তাইলে মাফ।
কিঁউকি মোগাম্বো খুশ হুয়া...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আল্লা!! এত সুখ আমার কপালে সইবেতো?
(নাকি খালি আজকের দিনের জন্যে )
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
লন, একখান চশমা লন।
আফনের আশু প্রয়োজন !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আফনের চশমা আমারে দিয়া দিলে আফনে তো আবার সুলতানা শিমুল থেকে চোখ কানা শিমুল হয়া যাবেন
থাক,ঐটা আপনের লগেই থাক।বালক বড়ই মহানুভব!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ধুরো !
নিজের চশমা দিমু, আমি অত বোকা নিহি?
আপনেগো গুরুর চশমা। দেখেন না বেচারা বিপদে পইড়া অহন কমেন্ট কম দিতাছে !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- ইয়া হাবিবি
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাপস! সেরম মাইনষের জন্মদিনে সেরম কবির লেখা সেরম শুভেচ্ছা!
আমিও সেরম টাস্কি!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
খাইছে !
আপনেরেও সেরম ধইন্যবাদ !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তিথি আপু তো আগেই সেরম লইজ্জা দেওয়া একটা কমেন্ট দিয়া গেসে। তার কাছ থাইক্যা সেরম একটা চোথা নিয়া সেরম একটা কমেন্ট দিয়া গ্যালেন মনে হয়
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আপনার টেলিফোন নম্বরটা দ্যাননা ভাই একটু লবিং করি...আমার জন্মদিনে যদি এরম একটা লেখা উপহার পাইতাম ...ইসসিরে ..জীবনটা সু পা শি আপার মতো হইয়্যা যাইতো !
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
লাভ নাই তৃতীয় চক্ষু !
আপনি বরং ছোট্ট কোন বইন খুঁইজা লন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
০১৭১৭২৯৫২০?
লাস্টের ডিজিটটা ভুইল্যা গেসি
খাড়ান,একটু দেইখা লই
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
মনে কইরা ছোট বইনের নম্বরটাও দিয়েন ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
কিন্তু আম্মু যে দিতে না করসে
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন শিমুল
এই ব্লগে এভাবে এত চমৎকারভাবে আর কেউ কাউরে শুভেচ্ছা জানাতে পারেনি। ধন্যবাদ স্বপ্নাহত
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভ জন্মদিন শিমুল।
স্বপ্নাহতকেও শুভেচ্ছা এই চমত্কার সৃষ্টিকর্মের জন্য।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা শিমুল..
ফান্টাফানি স্বপ্নাহত!!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
- আর এক মিনিট বাকী আছে জন্মদিনের দিনটা শেষ হতে। শুরুতে থাকতে পারাটা না হলেও শেষ হচ্ছে আমাকে দিয়েই। অন্ততঃ এই বছরের জন্য আমার পরে আর কেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবে না। কী মজা!
উপহার হিসেবে আপনার জন্য এই গানটা রেখে দিলাম:
হাসি হাসি মুখে জন্মদিনের শেষ শুভেচ্ছার সঙ্গে গানটা শোনেন ঘুমিয়ে ঘুমিয়ে, কিংবা তন্দ্রায় কিংবা ঘর অন্ধকার করে।
অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের।
চড়া একটা ছড়ার জন্য স্বপ্নাহত'র জন্য জাঝা বরাদ্দ রইলো।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূ গো শালি মনে হয় এই গানেই রেডি হয়ে যাবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
দিনের শেষ শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর গানটা কেমন লাগলো সেটা বলবো তিনভাবেই গানখানি শোনার পর।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
late এর উপর দেরি হয়ে গেল..।
"শুভ জন্মদিন শিমুল আপু"
আর স্বপ্নাহত ভাইজানের কথা কি বলবো দিন দিন ছন্দের ভান্ডার সমৃদ্ধ হয়েই যাচ্ছে।লা জবাব!
-নিরিবিলি
আফা ও আফা...অনেক লেট হয়ে গ্যালো...ছোট ভাইডারে মাফ কইরা দেন...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
কি আর কমু...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক অনেক দেরি করে ফেললাম। তবুও শুভ জন্মদিন সুলতানা পারভীন শিমুল কে।
[আচ্ছা, আমার কেন বার বার মনে হচ্ছে "সুলতানা পারভীন শিমুল" কোথাও "রাগ ইমন" নামে লিখেন? খুব নিরীহ ভাবেই জিজ্ঞস করছি। কোন কারণ নাই...কোন উদ্দেশ্যও নাই...নিরপরাধ মনে হওয়া!]
কালবেলা
নিরীহ ভাবেই উত্তর দেই রে ভাই, আমার কোন রাগ বিরাগ নাই। ইমন-রুমন নামগুলানও আমার না।
এক সচলায়তনেই আমার আনাগোনা। এই এক জায়গায় লিখতেই আমার জিভ বের হয়ে যায়...আর তো...
রাগ ইমনের লেখা কোথায় পাব বলেন তো,মিল পাই কি না দেখি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন সুলতানা পারভীন শিমুল।
Sorry for late.
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনি ?
লেইট ?
নেভার..
ধন্যবাদ আপনাকে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শিমুল-----শুভ জন্ম দিন! আমি ইন্টারের কানেকশনে ছিলাম না গত দুইদিন----
এত ভাল লেখনের কি আছে স্বপ্নাহত?---- এরপরের লেখার সাথে মাথা ঘুরাইনা ছবির বদলে সোজা পায়ের ছবি দিয়েন---চরণ ছুইতে চাই!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
তারচে বরং ক্যাপটা খুইলা মাথায় একটু হাতটা রাইখেন।
বড় বইনের আশীর্বাদ ছাড়া আর কিছু দেয়ার আছে নাকি?
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আমি সবার জন্মদিনের কথা
এতো দেরীতে জানি কেন?
স্বপ্নাহত
এতো সুন্দর শুভেচ্ছা কী করে দেয়া যায়?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অলোয়েজ লেট লতিফ। শুভ জন্মদিন শিমুল আপু।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
সবাইকে আবারো ধন্যবাদ।
এই বছরে জন্মদিনের আর কোন শুভেচ্ছা গৃহীত হইবে না।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন