ছন্দ জট - ১.১

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ মন খারাপের রাত
দখিন পাশের জানলা মেলা
বৃষ্টি অলস করছে খেলা
মেঘ স্মৃতিদের কান্না চুরি
মনটা হঠাৎ ইচ্ছে ঘুড়ি
আমার আঁধার ঘরের আলোয়
বাড়াও তুমি হাত
আজ মন খারাপের রাত।

মন ছটফট টুকরো কথা
ব্যস্ত সময়, নির্জনতা
বৃষ্টি জলে বেড়ায় ভেসে
বিষণ্নতা একটু হেসে
হাত বাড়িয়ে আঁকড়ে ধরে
ক্লান্ত মনের ছাদ
আজ মন খারাপের রাত।

একটি বিকেল, একটু হাসি
একটু ভালো বাসাবাসি
চোখের তারায় একটু আলো
ঠোঁটের ভাঁজে তিলটা কালো
অঝোর ধারায় বৃষ্টি বাড়ায়
বাড়ায় অবসাদ
আজ মন খারাপের রাত।

............................................................

১৯-০৫- ০৮ , সোমবার
রাত সাড়ে তিনটা


মন্তব্য

দৃশা এর ছবি

কেন?কেন? কেন? (বাংলা সিনেমার মত ইকো সিস্টম কথা চালাচালি)
রাতের মত সুন্দর সময়ে মন খারাপ কইরা বইয়া থাকা কোন কামের কথা না, মন খারাপ না কইরা ঘুমাইয়া যাইবেন। কেস ডিসমিস। আর সবার এতো মন খারাপ কেন চারপাশে?
মন খারাপ নিয়া কত সোন্দর একখান ছন্দ ফাদঁছেন এইবার একখান "আজ মন ভাল থাকার রাত" টাইপের তুবড়ি ছুটান তো দেখি।

দৃশা

স্বপ্নাহত এর ছবি

চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

মন খারাপ করা মানি না মানবো না!!
মন খারাপ করা চলবে না!!

কবিতা ভাল হয়েছে হাসি

---
স্পর্শ

স্বপ্নাহত এর ছবি

ভাল হয়েছে জেনে ভাল লাগলো।

কিন্তু এইটা কবিতা না, আবার ছড়াও না চোখ টিপি

তাইলে কি?

জানতে হলে উপরের ক্যাটেগরী দেখুন... চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অচল আনি এর ছবি

এমনতর মন খারাপের রাতে
কষ্ট ভুলে দরজা খুলে
যাও বেড়িয়ে ছাদে
বৃষ্টি কণা মাখিয়ে গায়ে
ঘোঁচাও অবসাদ
কেঁটে যাবে মন খারাপের রাত
কি আসে যায় সে যদি হায়
না রাখে হাত
তোমার দু'টি হাতে
এমনতর মন খারাপের রাতে
তাকিয়ে দেখ চাঁদের মেয়ে
জোছনা আলোয় গা ভিজিয়ে
ডাকছে তোমায় গাইতে তারই সাথে
মাতাল করা জোছনাভরা রাতে
পান করে ঐ জোছনার মৌতাত
কেঁটে যাবে মন খারাপের রাত।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভাই অচল আনি, আপনি কেন লিখছেন না সচলায়তনে? এই দুর্দান্ত ছড়া-কবিতাটি তো আপনি অনায়াসেই পোস্ট হিসেবে দিতে পারতেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

সন্ন্যাসীজী,

বিচারটা আপনার কাছেই দিলাম। আপনি মুরুব্বি মানুষ...

যে ব্লগটা দেখে এই অচল আনি মশাই একটা মন্তব্য দিল সেটা যদি ব্লগটার চেয়েও ভাল হয় তাইলে এইডা কি কোন ইনসাফ হইলো বলেন?

যান, আপনার লগে খেলুম না। মন খারাপ

কানকথাঃ আপনার ঠিকানাটা কানে কানে কন তো দেখি। এক দিন গিয়ে এলেম নিয়ে আসতে হবে কিছু গুরু গুরু

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার ঠিকানাটা কানে কানে কন তো দেখি। এক দিন গিয়ে এলেম নিয়ে আসতে হবে কিছু

কারে কইলেন, আমারে? না অচল আনিরে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

অচল আনিরে বললাম।

আপনার টা জেনেও তো লাভ নাই। মাঝে মাঝে নিউমার্কেট যাবার টাকাই পকেটে থাকেনা। আর তো ইউক্রেন...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

অচল আনি কি স্বপ্নাহতের জমজ নাকি আপনার জন্যই স্বপ্নাহতের মন খারাপ চোখ টিপি আপনারটাও দারুন লাগল
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

বলে কি!!

আমার হিসাবে যদি ভুল না হয় তাহলে অচল আনি আমার আট বছরের বড় আপুর বয়েসী হবেন। হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

তীরন্দাজ এর ছবি

খুবই সুন্দর.....

মন খারাপের রাত!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ!!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

মন খারাপের এত সুন্দর কবিতা পড়ে মন ভাল হয়ে গেল!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

আমার দুঃখের নাই শেষতো
আর এই মশাই বলেন বেশ তো !!

লন, লন, মজাক লন। মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আলমগীর এর ছবি

কবিতা আর মন্তব্য দুটোই সুন্দর গান হওয়ার দাবী রাখে। সুর করার মতো গরিমা হয়নি এখনও তাই, আফসোস করে রাখলাম।

স্বপ্নাহত এর ছবি

আলমগীর ভাই,

থাক আফসোস কইরেন না।

তার চে আসেন জেমস গুরুর গান শুনি... দুঃখিনী দুঃখ করোনা...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

স্নিগ্ধা এর ছবি

স্বপ্নাহত - আপনি তো দেখি মন খারাপকেও স্বপ্নীল করে তুলতে পারেন ! আপনার মন খারাপ টারাপ থেকেও যদি এরকম লেখা টেখা বেরোয়, আমাদের স্বার্থে নাহয় থাকলোই খারাপ ?

আর খু উ উ ব বেশী খারাপ হলে আপনার নামের আংরেজী রূপ - Moonstruck সিনেমাটা দেখে নেবেন, মন ভালো হয়ে যাবে হাসি

স্বপ্নাহত এর ছবি

আপনার মন খারাপ টারাপ থেকেও যদি এরকম লেখা টেখা বেরোয়, আমাদের স্বার্থে নাহয় থাকলোই খারাপ ?

ভদ্র ভাষায় বদ দোয়া করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেঁতো হাসি

আমি মূর্খ মানুষ। ভয়ে ভয়ে একটা কথা জিজ্ঞেস করি।
স্বপ্নাহত'র আংরেজী কি dream struck হবার কথা নয়??

movie টা সময় পেলে দেখবো। আগে এক্সামটা শেষ করে নেই। হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

স্নিগ্ধা এর ছবি

শুনেন, আমি মূর্খতর। হ্যা তাই, dreamstruck হওয়ার কথা আর moonstruck হবে চন্দ্রাহত - কিন্তু ব্যাপারটা হলো স্বপ্ন কি চাঁদ যার ধাক্কাই হোক, খেলে পরে মানুষ আমার ধারনা একই রকম 'পপাত ধরণীতল' হয় হাসি আর তাছাড়া Moonstruck সিনেমাটা খুব রোম্যান্টিক, আর dreamstruck এর জন্য কিছু জানি না মন খারাপ

স্বপ্নাহত এর ছবি

থাক, এত জেনে কি লাভ বলেন।

তার চে আসেন ইচিং বিচিং খেলি... দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

শাহীন হাসান এর ছবি

ভাল-লিখেছেন ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

মেঘ স্মৃতিদের কান্না চুরি
মনটা হঠাৎ ইচ্ছে ঘুড়ি

মন খারাপ করিস না...কত টাকা পাস সেইটা হিসেব কর। পরীক্ষা শেষ হইলে দিয়া দিমু। সবাইরে জানানোর দরকার নাই। বুঝছস?

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

স্বপ্নাহত এর ছবি

তুই আমার "গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে"- পার্ট টু নিয়া হারায়া ফেলছিস।

আপাতত অইটা ফেরত পাইলেই কৃতার্থ হই।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

মেকানিক্স ভাই এতদিন পর আইসাই মন খারাপ রাত গান ধরলেন, কাহিনী কি, তবে লেখা জোস হইসে ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত এর ছবি

মেকানিক্স শব্দটা মুখে আইনা তো আপনি আমার দিনটাও খারাপ বানায়া দিলেন।

২৫ তারিখে মেকানিক্স পরীক্ষা মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অতীব চমত্কার!
মন-ভালো-করা ছড়া।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

সন্ন্যাসীজী,

শেষমেষ আপনেও মজাক লন মন খারাপ

আমি এত কষ্ট করে নাকের জল, চোখের জল আর বৃষ্টির জল এক করে বানাইলাম, আর তার পরিণাম হলো কীনা এই...
---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

মন খারাপ!! কেন?
তবে আমার মনে হয় নিজের লেখা এই ছন্দে ভরা ছড়া বার বার পড়লে আপনার মন এমনিতেই ভাল হয়ে যাবে। দারুন হয়েছে ছড়াটা!!!

-নিরিবিলি

স্বপ্নাহত এর ছবি

আমার কথা বাদ। এখন বেশ ভাল আছি। যার জন্য এইটা লেখা সে শেষ মেষ মনের দুঃখু বুঝতে পারছে চোখ টিপি

হোটেল নিরিবিলির মন কেমন এখন?

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নুশেরা তাজরীন এর ছবি

কবির সুমনের সঙ্গে যোগাযোগের কোনো উপায় জানা থাকলে তাঁকে এই লিংকটা দিয়ে দিতাম। নইলে লাকী আখন্দ বা অর্ণবকে। স্বপ্নাহত, আপনার এই অসাধারণ সৃষ্টি অসামান্য একটা গানের জন্ম দিতে সক্ষম।

স্বপ্নাহত এর ছবি

হে ধরণী, দ্বিধা হও। আমি তন্মধ্যে প্রবেশ করি।

অতঃপর কেউ এক জন কষ্ট করে আমার উপরে খেজুর পাতা দিয়ে ঢেকে দিয়েন।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

শেষ প্যারাটা বাদ দিলে অতিরিক্ত সুন্দর। শেষ প্যারাটা আছে বলে অতিরিক্ত স্কয়ার সুন্দর,
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

তোর হঠাৎ সবকিছুই স্কয়ার কিউবিক আকারে সুন্দর লাগা স্টার্ট করলো ক্যান? কাহিনী কি?

OS পরীক্ষা কি ভুলে বেশি ভাল হয়ে গেসে নাকি আজকে? চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

Barsha এর ছবি

xm er tym e kobita likhle kokhonoi kobi hoya jai na.

স্বপ্নাহত এর ছবি

তোরে এইটা কোন মণিষী বলে গেছে? চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঘাত তিথি এর ছবি

স্বপ্নাহত,
এই ছেলের হাত দিয়ে সোনা ফলা শুরু হয়ে থামছেই না দেখি। আমি মুগ্ধ হইতেই আছি হইতেই আছি হাসি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্বপ্নাহত এর ছবি

লইজ্জা লাগে

এরকম প্রশ্রয় পাই বলেই না মাঝে মাঝে কিছু লিখতে ইচ্ছে হয়... ... হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

মেঘ স্মৃতিদের কান্না চুরি
মনটা হঠাৎ ইচ্ছে ঘুড়ি
আমার আঁধার ঘরের আলোয়
বাড়াও তুমি হাত

এত সুন্দর লিখেন কি করে?? খুব খুব ভাল লাগল, পুরোটাই।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

আপনি-তুমি বলা নিয়ে মাত্রই না একটা ডীল হলো আমাদের ইয়ে, মানে...

এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে কি করে? চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

ওহ থুক্কু তুমি তুমি ... খাইছে
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

নাকের জল, চোখের জল আর বৃষ্টির জল এক করে যদি এইরকম জিনিস তৈরী করা যায়, তাইলে তো আমিও পারুম।
কোনটা কয় চামুচ নেওন লাগবো ফটাফট কইয়া ফালান দেহি...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

খুব সোজা। উপরে বর্ণিত তিন প্রকার জলের মিশ্রণ যেন সমপরিমাণে সংঘটিত হয় সে ব্যাপারে খুব খিয়াল করতে হবে।
তবে এই রেসিপি যদি কোন বালিকা কর্তৃক ট্রাই মারা হয় তবে আরেকটা ব্যাপারে সতর্ক থাকতে হইবে। কারণ উহাদের মধ্যে নাকের জল এবং বৃষ্টির জলের চাইতে চোখের জল মাত্রাতিরিক্ত বেশি পরিমাণে বিদ্যমান চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রেনেট এর ছবি

আজ আমার মন খারাপ। পার্থক্য একটাই, আমি কবিতা লিখতে পারি না।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।