এসো নামতা শিখি

ঈয়াসীন এর ছবি
লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: শুক্র, ১৫/০২/২০১৩ - ৪:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক এক্কে এক
কাদের মোল্লার রায়ের খাতায়
ফাঁসির হুকুম লেখ।

দুই এক্কে দুই
রক্তচোষা বাচ্চু চোরা
কৈ পালাবি তুই?

তিন এক্কে তিন
ফাঁসির কাষ্ঠে ঝুলবে এবার
সাইদীর মেশিন।

চার এক্কে চার
কামরুজ্জামান, মুজাহিদ
কেউ পাবে না পার।

পাঁচ এক্কে পাঁচ
নিজামীর শবের প’রে
শকুন করবে নাচ।

ছয় এক্কে ছয়
সাকা একটা মাদার ফাকার
আবাল বৃদ্ধ কয়।

সাত এক্কে সাত
শাহবাগে তরুণেরা
করলো বাজিমাৎ।

আট এক্কে আট
‘গু’-আজমের পুটুতে
কুতুব মিনার ভর।

নয় এক্কে নয়
সব ছাগুদের বুকে এখন
দুরু দুরু ভয়।

দশ এক্কে দশ
জামাত-শিবির সাম্রাজ্যে
লেগে গেছে ধস।

পাঠান্তে পাঠক-লেখকের কথোপকথনঃ
পাঠক - “ভাই, এইটা কি ছড়া লিখলেন? ‘আট এক্কে আট’ এর পরে ‘কুতুব মিনার ভর’; ছন্দ তো মিললো না”।
লেখক – “আরে ভাই না মিলুক, ব্যাথা তো পাইবো”।

... ঈয়াসীন
পূর্বের লেখাঃ
http://www.sachalayatan.com/guest_writer/44448
http://www.sachalayatan.com/guest_writer/46667
http://www.sachalayatan.com/guest_writer/46986
http://www.sachalayatan.com/guest_writer/47945


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৮।
মিয়া আপনি পারেনও।

বাপ্পীহায়াত এর ছবি

হো হো হো

শাকরান এর ছবি

ভাল হইসে

অমি_বন্যা এর ছবি

হো হো হো । আপনি একটা দুষ্ট লোক। এইভাবে কেউ মারে চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

না হয় মারলামই একটু।
ঈয়াসীন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

পোস্ট এডিট এখনও করতে পারি না, পারলে এমনটা হতো -

পাঠান্তে পাঠক-লেখকের কথোপকথনঃ
পাঠক - “ভাই, এইটা কি ছড়া লিখলেন? ‘আট এক্কে আট’ এর পরে ‘কুতুব মিনার ভর’; ছন্দ তো মিললো না। তার চেয়ে বরং লিখতেন,
আট এক্কে আট
‘গু’-আজমের পুটুতে
রাইফেলের বাট"।

লেখক – “আরে ভাই না মিলুক, ব্যাথা তো বেশী পাইবো”।

নিজ গুনে এডিট কইরা পইড়েন।

মেঘা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি প্রত্যেকটা লেখা পড়ে ব্যাপক বিনোদন পাচ্ছি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

আহসান এর ছবি

আমার একটা কবিতার পেইজ আছে। আমি কি দিতে পারি ওখানে ?

অতিথি লেখক এর ছবি

অবশ্যই, কেন নয়।
---ঈয়াসীন

অতন্দ্র প্রহরী এর ছবি

৮ নম্বরটা বেশি মজা লাগল! খাইছে

তারেক অণু এর ছবি

গুল্লি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।